আমার মনে হয় ফরেক্সে কনো ছাত্র-ছাত্রীদের কাজ করা ঠীক না। কারন ফরেক্সে কাজকরতে হলে প্রচুর কষ্ট করতে হয় যেটা ছাত্র-ছাত্রীদের জন্য খুব খারাপ। এতে ছাত্র- ছাত্রীদের লেখাপড়ার অনেক সমস্যা হতে পারে তাই ছাত্র-ছাত্রীদের ফরে না করাই ভাল।
Printable View
আমার মনে হয় ফরেক্সে কনো ছাত্র-ছাত্রীদের কাজ করা ঠীক না। কারন ফরেক্সে কাজকরতে হলে প্রচুর কষ্ট করতে হয় যেটা ছাত্র-ছাত্রীদের জন্য খুব খারাপ। এতে ছাত্র- ছাত্রীদের লেখাপড়ার অনেক সমস্যা হতে পারে তাই ছাত্র-ছাত্রীদের ফরে না করাই ভাল।
ফরেক্স এ আমরা সবারই কাজ করতে পারি , তাই ছাত্র এবং ছাত্রী সবাই কাজ করতে পারে । ফরেক্স এ কাজ করা অনেক কঠিন কিছু নয় আমরা চাইলেই আমরা আমদের মত করে যে কোন সময় ফরেক্স এ কাজ করতে পারি । তাই ফরেক্স এ কষ্ট কম তাই আমদের উচিৎ ফরেক্স এ সবারই কাজ করা ।
পরালেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য ফরেক্স একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে তাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে কখনই তারা যেন লোভের বশবর্তি হয়ে নিয়মনীতি না মেনে জুয়া মনে করে ট্রেড না কররে। ভালভাবে ফরেক্স শিখে ছাত্রজীবনে ট্রেড করতে থাকলে একসময় অবশ্যই ভাল একজন ট্রেডার হতে পারবে বলে আমি মনে করি।
ছাত্ররা ফরেক্স ব্যবসা অনায়াসে করতে পারে কোন সমস্যা নেই তারাতো আর সারাদিন পড়াশুনা করছে না অবসর সময়ে একটু চিন্তা ভাবনা করে ট্রেড করতে পারলে তারা পড়াশুনার খরচটা এই ব্যবসা থেকে বের করতে পারে । আমি মনে করি ফরেক্স ব্যবসা করলে ছাত্রদের পড়াশুনার কোন সমস্যা হবে না কারন ২৪ ঘন্টা মার্কেট খোলা যেকোন সময় ট্রেড করতে পারবে ।
হ্যা চাত্র ছাত্রীগন ফরেক্স করতেই পারেন কিন্তু অবশ্যই তাহা পার্ট টাইম হোতে হবে। আর আপনি যদি ফুলটাবমি নিতে চান তাহলে আপনার পড়া-লেকার ক্সতি হোতে পারে। কিন্তু আপনি যদি আপনার পড়া-লেখা মেইনটেইন কোরেও ফুলটাইম ফরেক্স করতে পারেন তাহলে আপনাকে যানাই অভিনন্দন। তবে সবাই পারে না তাই ফুলটাইম থেকে দুরে থাকুন।
ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক মানের বিজনেস এখানে চাইলে যেকেউ ট্রেড করে অর্থ উপার্জন করতে পারে।ছাত্রদের জন্য ফরেক্স অনেক ভাল মানের বিজনেস বলে আমি মনে করি কারন পড়ালেখার পাশাপাশি ছাত্র ছাত্রীরা যদি ফরেক্স বিজনেস করে এতে করে তাদের আত্নকর্ম সংস্থান হয় আর ফরেক্স বিজনেস করতে অনেক টাকা ইনভেষ্ট করতে হয় না অল্প ইনভেষ্ট করে ছাত্ররা ভালো টাকা আয় করতে পারে।
ফরেক্স কোন খারাপ ব্যবসা নয় , ফরেক্সে যেকেউ কাজ করতে পারে । ফরেক্সে খুব অল্প সময়ে আয় করা যায় বলে ফরেক্স সবার কাছে খুব ভাল একটা মাধ্যম । ফরেক্সে ছাত্র-ছাত্রী সবাই কাজ করতে পারবে , এর মাধ্যমে তারা ফরেক্স থেকে কিছু টাকা আয় করতে পারবে এবং ফরেক্স ব্যবসা সম্পর্কে তাদের ভাল জ্ঞান অর্জন করা হবে । কোন দেশের ডলারের মান কেমন , অর্থনৈতিক অবস্থা কেমন সে সম্পর্কে জানতে পারবে এবং বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে ।
ছাত্র ছাত্রিদের জন্য ফরেক্স করা সুবুধাজনক বটে তবে অনেকের ডিপজিট করাটা অসুবিধাজনক সেটাকে আরো সহজ করে দিয়েছে ইন্সটাফরেক্স এই গ্রুপ সহ উনাদের আরো কিছু গ্রুপ এর মাধ্যমে। ধন্যবাদ দেউয়ার ভাষা নাই।
আসলে ফরেক্স মার্কেট এ সবাই ট্রেড করতে পারে।ছাত্ররা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা ফরেক্স মার্কেট থেকে ভালো আয় করতে পারবে।আমি নিজেও একজন ছাত্র তাই আমি মনেকরি ছাত্রজীবনে এর থেকে ভালো একটা কাজ পাওয়া অসম্ভব।ছাত্ররা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা ফরেক্স মার্কেট থেকে সবার থেকে ভালো আয় করতে পারবে।তাই আমি ছাত্র ছাত্রী দের কে ফরেক্স মার্কেট এ ট্রেড করার প্রতি আমন্ত্রণ জানাবো।
ফরেক্স সবার জন্য। আমি মনেকরি ফরেক্স ছাত্র ছাত্রীদের জন্য অনেক উপকারী। তাদের অবসর এ করতে পারবে। তারা যদি ফরেক্স ট্রেডিং দক্ষতায় নিজেদেরকে অভিজ্ঞ করে তুলতে পারে তা হলে আমি মনে করি তাদের সেই দক্ষতা এবং অভিজ্ঞতাকে ব্যাবহার করে তারা ফরেক্স থেকে মাসে অনেক টাকা আয় করে নিতে পারে। যা তাদের খরচ মেটাতে সক্ষম।
অবশ্যই ছাত্র-ছাত্রীদের ফরেক্স করা উচিত । কেননা বর্তমান যুগ হল ডিজিটালাইজড যুগ । এ যুগে কেউ পিছিয়ে নেই সবাই নিজের মত করেই কিছু করে এগিয়ে যাওয়ার চেস্টা করছে । আমাদের দেশে ছাত্রছাত্রীরা হয়তা বা ছাত্রজীবনে এসব কিছু করেনা । কিন্ত ইউরোপ আমেরিকার সব ছেলে মেয়েরা এসব করেই নিজেদের পড়ার ও ব্যাক্তিগত খরচ যোগায় ।
আমার মতে ফরেক্স ছাত্র-ছাত্রীদের করা উচিত। কারন আমাদের দেশে অনেক ছাত্র-ছাত্রী আছে যা তাদের লেখোপরা খরচ চালাতে পারে না। এমনকি কিছু কিছু ছাত্র-ছাত্রী আছে পরালেখা শেষ করে কোন চাকরি পাচ্ছেনা এবং কোন কাজ ও করতে পারছে না। তাই আমার মতে তারা যদি এই ফরেক্স করে থাকে তাহলে তাদের পরালেখা খরচ, কিছু আয় ও করতে পারবে। মোট কথা পরালেখা করার পাশাপাশি এই ফরেক্স করতে পারে।
আমার মতে ছাত্র-ছাত্রীদের ফরেক্স করা উচিত। কারন আমাদের দেশে অনেক ছাত্র-ছাত্রী বেকার পরে আছে। তারা যদি এ ফরেক্স এ কাজে লেগে থাকলে পরালেখা করার পাশাপাশি তারা অনেক টা আয় করতে পারবে। এতে দেশের অনেক টা বেকারত্ত হ্রাস পাবে।
ফরেক্স ব্যবসা ছাত্র ছাত্রী না সবাই করতে পারে যদি তার কাছে কম্পিউটার ও ইনটারনেট থাকে এবং অনলাইন এর কাজ জানা থাকে।তবে ফরেক্স ব্যবসা করতে হলে৪ আপনাকে মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে হবে নয়ত আপনি কোন ট্রেড ওপেন করে লস খাবেন।
ফরেক্স ছাত্র-ছাত্রীদের জন্য অনেকটা ভাল। কারন আমাদের দেশে এমন অনেক ছাত্র-ছাত্রী আছে তারা টাকার জন্য পরালেখা করতে পারছে না এমনকি পরালেখা বন্ধ হয়ে পরছে এই টাকা অভাবের কারনে। তাই আমার মতে এই ছাত্র-ছাত্রীদের জন্য ফরেক্স করলে তাদের এই পরালেখা চালানোটা হবে এবং এই ফরেক্স থেকে ভবিষ্যতে ভাল একটা কিছু আশা করতে পাবরে এবং উপহার দিতে পারবে।
আমি মনে করি ফরেক্স মার্কেটের ব্যাবসা ছাত্র বা ছাত্রী দের করা ঠিক না করন এই ব্যাবসা করতে গেলে এর পিছনে অনেক সময় ব্যয় করতে হবে,তার জন্য পড়ালেখার অনেক ক্ষতি হবে তাই আমি বলি না করাই ভাল।যদি কেউ ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আগ্রহি হয় সেই ছাত্র বা ছাত্রী ফরেক্স করতে পারে।
আমরা সবাই জানি যে, পরাশুনা সকলেরই প্রয়োজন। এই পরাশুনা আমাদের এক জীবনের আলোর পথ করে দেয়। ছাএ-ছাএীর জন্য এই ফরেক্স এ কাজ করা টা ভাল । কারন এ ফরেক্স এ কাজ করলে আনেক বেকার ছাএ-ছাএী এই ফরেক্স এ আয় করতে পারবে এবং দেশের বেকারত্ত কমে যাবে। তবে হ্যা, সব শ্রেনীর ছাএ-ছাএীদের জন্য নয়, যারা উচ্চ মাধ্যমিক তাদের জন্য শ্রেয়। আর নিন্ম মাধ্যমিক এর জন্য না করাই ভাল।
ছাত্র ছাত্রীদের জন্য ফরেক্স ব্যবসা করা উপর্যুক্ত । কারণ তারা যদি রিয়েল ট্রেড না করে ডেমো মাধ্যমে মার্কেট এ্যানালাইসিস করে নিতে থাকে তাহলে আর সমস্যায় পড়তে হয় না । অামরা যদি ছাত্র জীবনে এটাকে নেশায় পরিণত করে মনেকরি তাহলে অাবার পড়াশুনা করতে সমস্যা হবে । তবে ছাত্র জীবনে ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করার একটা উত্তম সময় হিসেবে অামি মনেকরি ।
ছাত্র-ছাত্রীদের জন্য ফরেক্স করা উচিৎ । কারন ফরেক্স এমন একটা কাজ যেখানে যেকেউ যেকোন সময়ে কাজ করতে পারে । তবে ফরেক্স ব্যবসা করতে হলে অনেক পড়া শুনা করা লাগে। আমি মনে করি সকল ছাত্র-ছাত্রীরা ফরেক্স বিষয়ে পড়া শুনা করতে পারে ।
আমার মতে ছাত্র - ছাত্রীদের ফরেক্স ট্রেড করা উচিত । কারন ফরেক্স এমন একটি ট্রেড যাতে অভিজ্ঞতা ও দক্ষকা খু্বই দরকারী । ছাত্র-ছাত্রীদের এই বয়সে শেখার যথেষ্ট ইচ্ছা থাকে । ফলে আগ্রহ দিয়ে সহজেই ফরেক্স শিখতে পারে এবং ফরেক্স শিখতে যে অধ্যাবসায় প্রয়োজন তা ছাত্র- ছাত্রীদের থাকে । তাছাড়া ঘরে বসে ফরেক্স করে যে আয় হবে তা দিয়ে লেখা পড়ার খরচ চালাতে পারে ।
কে কোন কাজ করবে সেটা যার যার ব্যক্তিগত ব্যপার। তবে কেউ শিখতে চাইলে অব্যশই সে ফরেক্স শিখতে পারে। ফরেক্স সম্পর্কে স্টাডি করলে সে অব্যশোই ফরেক্স এ ভালো করতে পারবে। তাই আপনি ইচ্ছা করলে অব্যশোই ফরেক্স শিখতে পারেন।
ছাত্র ছাত্রীরাও লেখা পড়া ঠিক রেখে পার্টটাইম বা অবসর সময়ে অল্প অল্প করে ট্রেড করতে পারেন৷তবে লেখাপড়ার সময়ে অবশ্যই লেখাপড়া করতে হবে৷যেহেতু ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷এক সপ্তাহে বা এক মাসে এক দুই টা ট্রেড করলেন৷ছাত্র ছাত্রীরা প্রায় সবাই যাদের পিসি আছে তারা কোনো প্রকার গেইম খেলে অহেতুক সময় নষট না করে এখন থেকেই কিছু ডেমো প্র্যাকটিস শুরু করতে পারেন৷তবে অবশ্যই কোনো ভাবেই লেখাপড়া নষ্ট করে ফরেক্সে আসক্ত হওয়া যাবেনা৷ফরেক্স ব্যবসা আপনার জন্যই আছে ও থাকবে৷
আমার মতে ফরেক্স মার্কেট ছাত্র-ছাত্রীদের জন্য করা উচিত। কারন আামাদের দেশে অনেক ছাত্র-ছাত্রী আছে যারা বেকার পরে আছে এবং আয় না করতে পেরে তাদের পরালেখা চালানোর কোন সুযোগ থাকে না। তাই তারা যদি এই ফরেক্স করে আয় করতে পারে তাহলে হয়তো তারা পরালেখা করার পাশাপাশি এই ফরেক্স করে আয় করতে পারে তাহাদের পরালেখা চালানোর জন্য।
ফরেক্সে যদিও আনেক ঝুকি পূর্ণ একটা ব্যবসা তার পরও এটা নিয়ে নিয়মিত সময় দিতে হয় আবার এটাও সত্য |ছাত্র অবস্থায যদি সে এটাকে শেখ তবে সে অতিরিক্ত কিছু আয়করতে পারলো এবং ভবিষতে তার অভিঞ্জতা কাজে লাগালে অন্য যে কারো চেয়ে সে সহজে সফল হবে । যদি ফরেস্কে এর কারণে তার লেখাপড়ার কোন ক্ষতি না হয় তবে সে ফরেক্সে ট্রেড করতে পারে । ছাত্র অবস্থায় যেহেতু টাকা পয়সা কম থাকে তাই টাকা ডিপোজিট না করে ফোরাম পোস্টর মাধম্যে বোনাস দিযে ট্রেডিং করা উচিত।
ছাত্র ছাত্রি দের এক মাত্র কাজ পড়ালেখা করা,এ ছাড়া কোনো কাজ কে তাদের পেশা হিসাবে নেয়া উচিত না।তবে শেখার জন্য ডেমো ট্রেড এবং ফোরামে কাজ করতে পারে।যারা বিশ্ববিদ্যালয় পর্জায়ে পড়ালেখা করে তারা নিজেদের প্রয়জনে কাজ করে থকে ,এরা ফরেক্স এ কাজ করলে খুব তাড়াতাড়ি অভিজ্ঞতা অর্জন করে সফল ট্রেডার হতে পারবে।
ছাত্র-ছাত্রীদের জন্য ফরেক্স মার্কেটে ট্রেডিং করা উচিৎ হবে তখনই যখন তাদেন পড়াশুনার কোন চাপ থাকবেনা । তাই ছাত্র- ছাত্রীরা তাদের অবসর সময়ে ফরেক্স মার্কেটে ট্রেডিং করবে। তবে অবশ্যই সফলতার সহিত ডেমো ট্রেড করতে, ফরেক্স মার্কেটে ট্রেডিং করার নিয়ম কানুন ভালমত আয়ত্ব করতে হবে। তারপর যদি একজন ছাত্র-ছাত্রী মনে করে রিয়েল ট্রেড শুরু করলে প্রফিট করতে পারবে তাহলে রিয়েল ট্রেড করতে পারে।
আমি মনে করি ছাত্র-ছাত্রীদের ফরেক্স করা উচিত। কারন ছাত্র-ছাত্রীদের পরা সুনা করার পাসাপাসি একটা এক্সতা ইঞ্চমে এর বাবস্থা হবে । মা বাবার কাছ থেকে আপনার টাকা নিয়ে হবে না আপনি ফরেক্স এর টাকা দিয়ে ফরেক্স করতে পারবেন । পরাসুনা শেষ করে আপনি ফুল টাইম ফরেক্স করতে পারবেন । পরাসুনা শেষ আপনার বাবসা রেডি থাকবে ।
আমার দৃষ্টিতে ফরেক্স মার্কেটে ছাত্রদের জন্য উচিত ও অনউচিত দুইটি আছে, প্রথমত এইচ এ সি এর আগে ছাত্ররা ফরেক্স মার্কেটে না আসাটাই উচিত, আর এইচ এ সির পর ছাত্রদে প্রয়োজনের আলোকে পার্টাইম হিসাবে নিতে পারে। কারণ ফরেক্স শিখতে হলে আপনাকে অনেক সময় দিতে হয় আর অর্থনৈতিক একটি ট্যান্ডেন্সি তো থাকেই এতে করে একজন এইস এ সির নিচের ছাত্রদের পড়া লিখা চরম ক্ষতি হতে পরে, এর উপরের ছাত্ররা পুল টাইম না দিয়ে তার পড়ালিখা ও ইনকামের চাহিদার অনুযায়ি সময় ব্যালেন্স করে নেওয়া ভাল তাই এটি তাদের জন্য ইতিবাচক।
ফরেক্স মাকেট সবার জন্য এখানে ছাত্র-ছাত্রী সবাই করতে পারে | আমি ও একজন ছাত্র ফরেক্স থেকে আয় করে আমি আমার ছাত্র জিবনকে নিজে নিজে চালায় | ফরেক্স থেকে আমি এখন লাভ করছি ফরেক্স থেকে আয় করে আমি অনেক দূরে যেতে চাই ফরেক্স থেকে আয় করতে হবে এটা আমাড় লক্ষ |
ছাত্র-ছাত্রীরা পড়াশুনার সময়টায় অধ্যায়ন কালে কোন পেশায় চাকুরী করে আয়ের সুযোগ পায় না ।একারণে যারা গরীব তারা অথ অভাবে পড়া-লেখার সুযোগ থেকে বঞ্চিত হয়। ফরেক্স কাজ করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, একজন ছাত্র বা ছাত্রী দিনে অথবা রাতে যে কোন অবসর সময়ে ফরেক্স এ কাজ করতে পারে। এভাবে তারা নিজেরা নিজেদের চাহিদা ও পড়ালেখার খরচ মেটাতে পারে।
পড়া লেখার পাশা পাশি ছাত্র-ছাত্রীরা ফরেক্স করতে পারে। ফরেক্স করে তারা তাদের হাত খরচ চালাতে পারে। এতে তাদের উপকারই হয়। কিন্তু যদি তারা তাদের লেখাপড়ার ক্ষতি করে ফরেক্স করে থাকে। তাহলে আমি বলব তাদের ফরেক্স করার কোন দরকার নেই। কেউ যদি লেখাপড়ার পাশা পাশি ফরেক্স করে কোন ক্ষতি নেই। কিন্তু লেখা পড়া বাদ দেয় ফরেক্স করা যাবে না।
ফরেক্সে সবার জন্য শুধু ছাত্র ছাত্রিদের জন্য নয । যে কেউ এখানে আসতে পারে এবং নিজের য্যেগতা বলে সফল হতে পারে । তবে ছাত্রদের যদি অতি লোভি না হয়ে শেখার মানষকতায় এখানে আসে তবে তাদের সফল হওয়ার সম্ভাবন অনেক বেশী ভবিষতে তারা এখান হতে অনেক বেশী সুবিধা ভোগ করতে পারবে। তবে যেখানে ভবিষত নিমার্নে তাদের সময় দেওয়ার দরকার সেখানে আগে সময় দিতে হবে কারন ফরেক্সে যে কোন সময় আসতে পারবে তবে লেখাপড়ার সময় গেলে আর সে সময় আসবেনা ।
আমি বলবো ফরেক্স একটি স্বাধীন পেশা যা ঘরে
বসেই করা যায় । এর জন্য প্রয়োজন
অভিজ্ঞতা, পড়াশুনা এবং মার্কেট
এ্যনালাইসিস । ফরেক্স মার্কেট
সপ্তাহে পাঁচ দিন এবং দিনে ২৪
ঘন্টাই খোলা থাকে । ফলে ছাত্ররা
ও ফরেক্স ব্যবসা করতে পারে । তবে
আমি মনে করি ছাত্র জীবনে এই
পেশায় আসলে ব্যক্তিগত খরচটা উঠাতে পারবে।
আমি মনে করি ছাত্র জীবনে ছাত্র হিসেবে থাকাই অধিক যুক্তি সংগত। ছাত্র জীবনে যদি কেউ ব্যবসায় জড়িয়ে পরে তাহলে লেখা-পড়ার উপর ব্যপক প্রভাব পড়ে। তবে আমরা যার মধ্যবিত্য পরিবারের ছেলেমেয়ে তাদের নিজেদের লেখাপড়ার খরচ নিজেদেরই চালাতে হয়, এরকম ছাত্রদের জন্য ফরেক্স হল পারফেক্ট। এখানে কোন সময় নষ্ট হয় না বাসায় বসে বসে ব্যবসা করা যায় ইত্যাদি অনেক সুবিধা আছে ফরেক্স এ যা একজন ছাত্রের জন্য খুবই ভাল সুযোগ।
ছাত্র-ছাত্রীদের জন্য ফরেক্স নয়। ছাত্র জীবন শুধু পড়াশুনার জীবন তাই এই জীবনে ফরেক্সে কাজ না করাই ভাল । কারন ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স বিষয়ে পড়াশুনা করতে হয়। আর ফরেক্সের পড়াশুনা করতে গিয়ে ছাত্র জীবনের পড়ার ব্যাঘাত হতে পারে তাই ছাত্র জীবনে ফরেক্সে কাজ না করাই ভাল।
আমরা জানি ছাত্র-ছাত্রীরা পড়াশুনার সময়টায় অর্থাত অধ্যায়ন কালে কোন পেশায় চাকুরী করে আয়ের সুযোগ পায় না কিন্তু তারা যদি রেক্স ট্রেডিং দক্ষতায় নিজেদেরকে অভিজ্ঞ করে তুলতে পারে তা হলে আমি মনে করি তাদের সেই দক্ষতা এবং অভিজ্ঞতাকে ব্যাবহার করে তারা ফরেক্স থেকে মাসে অনেক টাকা আয় করে নিতে পারে।
যেহেতু ফরেক্স মার্কেট এ সবাই ট্রেড করে আয় করতে পারে তাহলে ছাত্র ছাত্রীরাও ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবে।হ্যাঁ তবে তারা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করে তাহলে তারা অনেক কিছুই হতে পারবে।কারণ তারা শিক্ষিত।তারা এনালাসিস ভালোভাবে করতে পারবে।তারা ভালো খারাফ এর পার্থক্য ভালোই বুজবে।তাই আমি মনে করি তারা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারে তাহলে তারা সবার থেকে এগিয়ে যাবে।
আমার মতে ফরেক্স ছাত্র-ছাত্রীদের করাটা জরুরী। কারন আমাদের এই বাংলাদেশে অনেক শিক্ষার্থী আছে যারা টাকার অভাবে পরালেখা করতে পারে না। তাই আামার মতে তারা যদি এই ফরেক্স করে কিছু একস্ট্রা আয় করে তাহলে তারা পরালেখা খরচ চালাতে পারবে।
ছাত্র ছাত্রীরা ফরেক্স ট্রেডিং পার্ট টাইম হিসেবে করে থাকে। এতে পড়ালেখার পাশাপাশি মোটামুটি আয় হয়ে থাকে। এতে করে পড়ালেখার খরচ যোগাড় হয়ে থাকে। কিন্তু কেউ কেউ মনে করেন যতি পড়ালেখার ক্ষতি হয়? মূলত পড়ালেখার ক্ষতি হবে কি না সেটা নির্ভর করে ছাত্র ছাত্রীর ওপর। যারা তাল মিলিয়ে চলতে পারে তাদের জন্য কোনো প্রভাবই পড়বে না কিন্তু যারা তা পারেনা তাদের প্রভাব পড়তেও পারে।
আমি মনে করি ছাত্রদের প্রধান কর্তব্য হল পড়াশুনায মনোযোগ হাওয়া যা তাকে ভবিষত্বে ভাল জায়গায় যেতে অনেক বেশি সহায়তা করবে তবে পড়াশুনার পরে যদি সময থাকে তবে সেই সময়টুকু ব্যাবহার করে অবশ্যই ফরেক্সে ট্রেড করা যেতে পারে তবে এটি অবশ্যই সেকেন্ড বিষযবস্তু হতে হবে।