নিঃসন্দেহে ইন্সটাফরেক্স সবথেকে ভালো ব্রোকার। তাই আমি ইন্সটাফরেক্সেই কাজ করি।
Printable View
নিঃসন্দেহে ইন্সটাফরেক্স সবথেকে ভালো ব্রোকার। তাই আমি ইন্সটাফরেক্সেই কাজ করি।
কোন ব্রোকার ভালো বা কোন ব্রোকার মন্দ এটা কখনো যাচাই-বাছাই করার প্রয়োজন মনে করিনি। প্রথম থেকেই ইন্সটাফরেক্সে কাজ করে নিজেকে গর্বিত মনে করি।
আমার মতে ইন্সটাফরেক্স থেকে ভালো ব্রোকার আর নেই। কারণ ইন্সটাফরেক্স আমাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতার পাশাপাশি পোষ্টের মাধ্যমে যথেষ্ট মানসম্মত বোনাস প্রদান করে থাকে।
আমাদের ট্রেড করার আগে জানতে হবে কোন ব্রকার ভাল। অনেক ব্রোকার আছে চিটিং তারা খাওয়ার জন্য বসে আছে। তবে আমি ইন্সটা ফরেক্সে কাজ করি এবং এই ব্রোকার আমার কাছে ভাল লাগে। আপনারা এই ব্রোকারের এখানে কাজ করতে পারেন।
আমার মতে ফরেক্স মার্কেটে সবচাইতে জনপ্রিয় ব্রোকার হল ইন্সটাফরেক্স। একটা শুধু দক্ষিণ এশিয়ায় জনপ্রিয় না, এটা পশ্চিম ইউরোপেও জনপ্রিয় এবং বিভিন্ন ক্ষেত্রে এওয়ার্ড প্রাপ্ত। ইন্সটাফরেক্স দিচ্ছে ১০৭ জোড়া মুদ্রা জোড়া। ৮৮টি বিএফডিসি ট্রেডিং স্বর্ণ ও রৌপ্য। এছাড়া ট্রেড করার জন্য মেটাট্রেডার 4 সবচেয়ে উন্নত এবং জনপ্রিয় ট্রেডিং প্লান্ট। ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করার জন্য সুব্যবস্থা রয়েছে। এদের সার্ভিস ও আর্থিক লেনদেন খুবই ভালো। মানি ডিপোজিট এবং উইথ ড্র দ্রুত সময়ের মধ্যে করে থাকে। ইন্সটাফরেক্স অত্যন্ত জনপ্রিয় ও নিষ্ঠার সঙ্গে সকলের সেবায় চব্বিশ ঘন্টায় নিয়োজিত। এসব কারণের জন্য ইন্সটাফরেক্স সকলের কাছে জনপ্রিয়।
ফরেক্স মার্কেটে একাধিক ব্রোকার রয়েছে এবং এরা প্রত্যেকেই কিছু না কিছু সুবিধা প্রদান করে থাকে যার জন্য ট্রেডাররা তাদের পছন্দমতো ভিন্ন ভিন্ন ব্রোকারের সাথে কাজ করে থাকে।তবে এই সকল ব্রোকারের ভিতর থেকে ইনস্টা ফরেক্স ব্রোকার কে আমার কাছে সবথেকে উত্তম বলে মনে হয় কেননা ইনস্টা ফরেক্স ব্রোকার দীর্ঘদিন যাবত বিশ্বের এক নাম্বার ব্রোকার হিসেবে তাদেরকে সুবিধা প্রদান করে আসছে। তাছাড়া খুব সহজে ইন্সটা ফরেক্স ব্রোকারে ওপেন করা একাউন্ট ভেরিফাই করার পাশাপাশি তারা অতি অল্প সময়ের ভিতর ট্রেডারের উইথড্রো প্রদান করে থাকে। এছাড়া সবথেকে বড় যে সুবিধা প্রদান করে থাকে তা হল এই ব্রোকারের আওতায় বাংলাদেশ ফোরামে পোস্টিং করার কারণে ব্রোকার তাদেরকে বোনাস প্রদান করে থাকে এবং সেই বোনাসকে ডিপোজিট হিসেবে ব্যবহার করে ট্রেডিং করতে পারে।
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে অনেক ব্রোকার আছে। আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেটে সবচেয়ে ভাল ব্রোকার হল ইনস্টা ফরেক্স ব্রোকার। কারণ এই ব্রোকারে কোন ডিপজিট ছাড়াও ট্রেড করা যায়। আমাদের এশিয়ার জন্য এটাই বেশি ভালো।
ভাই ফরেক্স মার্কেটের ট্রেডিং করতে হলে আমাদেরকে অবশ্যই ফরেক্স ব্রোকারের সাহায্য নিতে হবে । কারণ ফরেক্স ব্রোকার ছাড়া আমরা কখনই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবোনা । তবে এই ফরেক্স ব্রোকার বাসাই করার জন্য আমাদেরকে কিছুটা সতর্ক থাকা উচিত । আমি মনে করি অনেকগুলো ফরেক্স ব্রোকারের মাঝে ইন্সতাফরেক্স খুবই ভালো মানের একটা ব্রোকার । আমার মনে হয় আমার এই কথার সাথে প্রায় দক্ষিণ এশিয়ার ৯০% ফরেক্স ট্রেডার একমত হবে তাই আপনি নিঃসন্দেহে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ইন্সতাফরেক্স কে বেছে নিতে পারবেন ।
ফরেক্সে আমি শুনেছি সব থেকে ভাল ব্রোকার ইনস্টা ব্রোকার । এই ব্রোকারের মাধ্যমে ভাল কাজ করা যায় । ফরেক্সে কাজ করতে হলে আরেকটা বিষয় বিবেচলা করতে হয় তাহলো ব্রোকার । আমার মনে হয় আমার এই কথার সাথে প্রায় দক্ষিণ এশিয়ার ৯০% ফরেক্স ট্রেডার একমত হবে তাই আপনি নিঃসন্দেহে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ইন্সতাফরেক্স কে বেছে নিতে পারবেন ।
ফরেক্স ট্রেডিংয়ে ট্রেড করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাল ব্রোকার বাছাই করা। ভাল ব্রোকার বাছাই করতে না পারলে ট্রেড করে খুব ভাল ফলে বের করা কঠিন হয়ে যেতে পারে। এজন্য ব্রোকার বাছাই করার সময় অত্যন্ত সচেতন থাকতে হবে। তবে পৃথিবীতে অনেকগুলো ভাল ব্রোকার আছে। আমার মতে ইনস্টাফরেক্স ব্রোকার- ভেরিফাই একটু জটিল হলেও তুলনামূলকভাবে বেশ ভাল ব্রোকার। আমি মনে করি এখানে অর্থনৈতিক সিকিউরিটি আছে। তবে বাংলাদেশে আরো বেশ কয়েকটি ব্রোকার জনপ্রিয়তা লাভ করেছে। তার মধ্যে এ্যাক্সনেস ব্রোকার অন্যতম। ধন্যবাদ।
ফরেক্সে ট্রেড করার জন্য প্রথমেই একটা ভালো ব্রোকার হাউস নির্বাচন করতে হবে নতুবা দেখা যাবে আমরা অনেক দিন কাজ করার পরে ভালো একটা প্রফিট অর্জন করলাম বাট ব্রোকার পেমেন্ট দিতে গড়িমসি করেছে এমন কি নানা ছুতোয় পেমেন্ট দিলো না। আমার জানা মতে একজন ট্রেডার ট্রেড করে তিন লক্ষ্য টাকা প্রফিট করেছেন বাট পেমেন্ট দেয়ার আগের দিন ব্রোকার তার আইডি ব্লক করে দেয়।
আমাদের চারপাশে এরকম অনেক ঘটনাই ঘটে থাকে। তাই ট্রেড করার আগে অবশ্যই একটি ভালো ব্রোকার নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে ইনস্টা ফরেক্স আমার কাছে খুব ভালো মনে হয়। ইনস্টা ফরেক্স সারা বিশ্ব ব্যপি কাজ করছে। এবং এর গ্রাহক সংখ্যাও অনেক বেশি।
ইনস্টাফরেক্স আমার দেখা সেরা ফরেক্স ব্রোকার :-
এযাবৎ আমি যতগুলো ব্রোকার সম্পর্কে জেনেছি তাদের মধ্যে ইনস্টাফরেক্স সবার থেকে বেস্ট। এখানে আপনি ১ ডলার দিয়েই ট্রেড করতে পারবেন। তাছাড়া এখানে আপার রয়েছে ফোরাম পোস্ট করে আয় করে সেই ডলার দিয়ে ট্রেড করার সুযোগ।
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে বের করতে হবে ভাল ব্রোকার কোনটি কারন অনেক ব্রোকার রয়েছে আমাদের টাকা খাওয়ার জন্য কল বসাই তাই আমাদের কে ভাল একটি ব্রোকার নির্বাচন করতে হবে।আমার কাছে ইনস্টা ফরেক্স ব্রোকার অনেক ভাল লাগে।
ফরেক্সে আমি শুনেছি সব থেকে ভাল ব্রোকার ইনস্টা ব্রোকার । এই ব্রোকারের মাধ্যমে ভাল কাজ করা যায় । ফরেক্সে কাজ করতে হলে আরেকটা বিষয় বিবেচলা করতে হয় তাহলো ব্রোকার । ভাল ব্রোকার নির্বাচন করতে না পারলে মাস শেষে টাকা তোলার সময় ঝামেলা হয় । অনেক ব্রোকার টাকা উইথড্রো দেওয়ার পরে তাকা নিয়ে ঝামেলা করে , ঠিক মতো উইথড্রো দেওয়া যায় না ।কেননা আমি মনে করি যে যদি ভাল ব্রোকার খুঁজে বের করা না যায় তবে তা হবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক । আমি মনে করি ইন্সটাফরেক্স একটা নেতৃত্বস্থানীয় ফরেক্স ব্রোকার । তাই এটাকে অণুসরন করা উচিত ।
যারা ফরেক্স এর সাথে দীর্ঘদিন আছে এবং ফরেক্সের কাজ করে অভিজ্ঞতা এবং দীর্ঘদিন ফরেক্স অনলাইন ব্যবসা মার্কেট ডাউন ইনকাম করে বিভিন্ন ট্রেডিং এর মাধ্যমে ফরেক্সের বোকারা নির্ধারণ করে যারা দীর্ঘদিন ফরেস্ট করে হয়েছে মাধ্যমে অর্থ উপার্জন করে এবং নিজেকে প্রতিষ্ঠা করে এবং বিভিন্ন ট্রেডিং করে ট্রেনে অনুযায়ী লাভ করে এবং সব সময় বিভিন্ন ট্রেডে মাধ্যমে তাকে বলে।
ফরেক্সে আমি শুনেছি সব থেকে ভাল ব্রোকার ইনস্টা ব্রোকার । এই ব্রোকারের মাধ্যমে ভাল কাজ করা যায় । ফরেক্সে কাজ করতে হলে আরেকটা বিষয় বিবেচলা করতে হয় তাহলো ব্রোকার । ভাল ব্রোকার নির্বাচন করতে না পারলে মাস শেষে টাকা তোলার সময় ঝামেলা হয় ।কিন্তু আপনারা ইনস্টাফরেক্স এর মত এত সুযোগ সুবিধা কোথাও পাবেন না। ইনস্টা ফরেক্স দিচ্ছে আপনাকে বোনাসের সুবিধা। যা দিয়ে আপনি ট্রেড এ অংশ নিতে পারবেন।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ব্রোকার সম্পর্কে আমাদের কে গুরুত্ব দিতে হবে। আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেটে সবচেয়ে ভাল ব্রোকার হল ইনস্টা ফরেক্স ব্রোকার। তবে ইন্সটা ফরেক্স এ একটা সুবিধা আছে সেটা হলে এই মার্কেট ফেরামে কিছু লিখে কিছু ডলার বোনাস পাওয়া যায়। আর সেটা দিয়া ট্রেড করা যায়।
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে ভাল একটি ব্রোকার নির্বাচন করতে হবে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ব্রোকার সম্পর্কে আমাদের কে গুরুত্ব দিতে হবে। আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেটে সবচেয়ে ভাল ব্রোকার হল ইনস্টা ফরেক্স ব্রোকার। এই সম্পর্কে আপনাদের মতা মত চাই।
এনালাইসিস গুলো জানার পর কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি সে গুলো একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন। আমি ইন্সটাফরেক্স এর আন্ডারে ট্রেড করি। এটি বর্তমান সময়ে এশিয়ার মধ্যে সবচেয়ে ভাল ব্রোকার। এটার বিশ্বস্থতাও অনেক বেশি। তাছাড়া এখানে ফোরাম থাকায় ডলার কিনে ডিপোজিট না করেও ফোরামে পোস্টিং বোনাস অর্জন করে তা দিয়ে ট্রেড করার সুযোগ আছে। অন্যদিকে প্রফিট উইথড্রো করার জন্য কোন এক্সট্রা চার্জ কাটে না। স্প্রেড কম। উইড্রো করার সময় ভুল এড্রেস সাবমিট করলে পুনরায় ব্যালেন্স ফেরত আসে।
আমি মনে করি, ভাল ব্রোকার চিনতে হলে প্রথমেই আপনাকে যা দেখতে হবে যে ঐ ব্রোকারটি দেশ কর্তৃক রেগুলেটেড আছে কিনা এবং রেগুলেশন সার্টিফিকেট দেখে নিবেন। আর এই সব তথ্য দেখতে পাবেন ঐ ব্রোকার কর্তৃক হোম পেইজের একদম নিচের দিকে। এছাড়াও আপনি ঐ সব ব্রোকার এর অফিসে ফোন করে দেখতে পারেন তারা ফোন ব্যাক করছে কিনা এবং তাদের সাপার্ট টীম সর্বদাই সক্রীয় আছে কিনা আর এসব যাচাইরে মাধ্যমে আপনি বুঝতে পারবেন তাদের ব্রোকার কতটুকু সঠিক। আর উক্ত বিষয়গুলোর উপর একটি ভাল ব্রোকারের পরিচয় নির্ভর করে।
মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় ।ফরেক্স করার জন্য ভাল ব্রোকার হাওজ খুজে বের করা বেশ কঠিন।। ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা। তাই ফরেক্স করতে হলে বিসস্থ একটা ব্রোকার হাওজ চিনে ট্রেড করা খুবই জরুরী।
ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় ।
ভাল ব্রোকার চিনতে হলে প্রথমেই আপনাকে যা দেখতে হবে যে ঐ ব্রোকারটি দেশ কর্তৃক রেগুলেটেড আছে কিনা এবং রেগুলেশন সার্টিফিকেট দেখে নিবেন। আর এই সব তথ্য দেখতে পাবেন ঐ ব্রোকার কর্তৃক হোম পেইজের একদম নিচের দিকে। এছাড়াও আপনি ঐ সব ব্রোকার এর অফিসে ফোন করে দেখতে পারেন তারা ফোন ব্যাক করছে কিনা এবং তাদের সাপার্ট টীম সর্বদাই সক্রীয় আছে কিনা আর এসব যাচাইরে মাধ্যমে আপনি বুঝতে পারবেন তাদের ব্রোকার কতটুকু সঠিক। আর উক্ত বিষয়গুলোর উপর একটি ভাল ব্রোকারের পরিচয় নির্ভর করে।
]সারা দুনিয়ায় অনেক ফরেক্স কোম্পানী আছে। আপনি যেখানে সুবিধা সেখানে কাজ করতে পারেন। তবে যেসব কোম্পাণী স্লো কাজ করে সেখানে কাজ করে কোন মজা নাই । তাই আপনি দেখে শুনে ভাল একটা কোম্পানীর জনেয় করে কাজ করতে পারেন।আমাদের ট্রেড করার আগে জানতে হবে কোন ব্রকার ভাল। অনেক ব্রোকার আছে চিটিং তারা খাওয়ার জন্য বসে আছে। তবে আমি ইন্সটা ফরেক্সে কাজ করি এবং এই ব্রোকার আমার কাছে ভাল লাগে। আপনারা এই ব্রোকারের এখানে কাজ করতে পারেন .
ট্রেড বলতে আমার তেমন কোন সাইট জানা নাই। ইন্সটা ফরেক্স মার্কেট ভালো তবে স্লোলে ইনকাম হয়। আপনারা চাইলে আরো অনেক ফরেক্স মার্কেট আছে যাহা অনলাইলে খুজলেই পাওয়া যায়। তবে ইন্সটা ফরেক্স এ একটা সুবিধা আছে সেটা হলে এই মার্কেট ফেরামে কিছু লিখে কিছু ডলার বোনাস পাওয়া যায়। আর সেটা দিয়া ট্রেড করা যায়। তাই আমি বলবো ইন্সটা ফরেক্স হলো নাম্বার ১ মার্কেট।ট্রেড বলতে আমার তেমন কোন সাইট জানা নাই। ইন্সটা ফরেক্স মার্কেট ভালো তবে স্লোলে ইনকাম হয়। আপনারা চাইলে আরো অনেক ফরেক্স মার্কেট আছে যাহা অনলাইলে খুজলেই পাওয়া যায়। তবে ইন্সটা ফরেক্স এ একটা সুবিধা আছে সেটা হলে এই মার্কেট ফেরামে কিছু লিখে কিছু ডলার বোনাস পাওয়া যায়। আর সেটা দিয়া ট্রেড করা যায়। তাই আমি বলবো ইন্সটা ফরেক্স হলো নাম্বার ১ মার্কেট।
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে ভাল একটি ব্রোকার নির্বাচন করতে হবে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ব্রোকার সম্পর্কে আমাদের কে গুরুত্ব দিতে হবে। চাইলে আরো অনেক ফরেক্স মার্কেট আছে যাহা অনলাইলে খুজলেই পাওয়া যায়। তবে ইন্সটা ফরেক্স এ একটা সুবিধা আছে সেটা হলে এই মার্কেট ফেরামে কিছু লিখে কিছু ডলার বোনাস পাওয়া যায়। আর সেটা দিয়া ট্রেড করা যায়। তাই আমি বলবো ইন্সটা ফরেক্স হলো নাম্বার ১ মার্কেট।আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেটে সবচেয়ে ভাল ব্রোকার হল ইনস্টা ফরেক্স ব্রোকার। এই সম্পর্কে আপনাদের মতা মত চাই।
ভাল ব্রোকার চিনতে হলে প্রথমেই আপনাকে যা দেখতে হবে যে ঐ ব্রোকারটি দেশ কর্তৃক রেগুলেটেড আছে কিনা এবং রেগুলেশন সার্টিফিকেট দেখে নিবেন৷ রেগুলেশন সার্টিফিকেটের তথ্য দেখতে পারবেন ঐ ব্রোকারের হোম পেইজের একদম নীচের দিকে ৷ এছাড়াও তাদের সাথে কন্টাক্ট করে তাদের রেগুলেশন তথ্য জেনে নিবেন ৷ ব্রোকারের বিশ্বস্ততা অনেক বেশি এবং যেসব ব্রোকারগুলো ট্রেডারদের সবচেয়ে ভালো সুবিধা প্রদান করে থাকে এইগুলোই ভাল ব্রোকার। তবে সকল ভালো সুযোগ সুবিধা প্রদান করা ব্রোকারই ভালো নয়। এইসব ব্রোকার কিছুদিনের জন্য উদয় হয়ে আবার আপনার ডিপোজিট করা অর্থ আত্মসাৎ করে উধাও হয়েও যেতে পারে। তাই বিশ্বস্ত ব্রোকার অতি আবশ্যক। আমি ইন্সটাফরেক্স এর আন্ডারে ট্রেড করি। এটি বর্তমান সময়ে এশিয়ার মধ্যে সবচেয়ে ভাল ব্রোকার। এছাড়াও আপনি ঐ সব ব্রোকার এর অফিসে ফোন করে দেখতে পারেন তারা ফোন ব্যাক করছে কিনা এবং তাদের সাপার্ট টীম সর্বদাই সক্রীয় আছে কিনা আর এসব যাচাইরে মাধ্যমে আপনি বুঝতে পারবেন তাদের ব্রোকার কতটুকু সঠিক। আর উক্ত বিষয়গুলোর উপর একটি ভাল ব্রোকারের পরিচয় নির্ভর করে।
আমি শুনেছি সব থেকে ভাল ব্রোকার ইনস্টা ব্রোকার । এই ব্রোকারের মাধ্যমে ভাল কাজ করা যায় । ফরেক্সে কাজ করতে হলে আরেকটা বিষয় বিবেচলা করতে হয় তাহলো ব্রোকার । ভাল ব্রোকার নির্বাচন করতে না পারলে মাস শেষে টাকা তোলার সময় ঝামেলা হয় । অনেক ব্রোকার টাকা উইথড্রো দেওয়ার পরে তাকা নিয়ে ঝামেলা করে , ঠিক মতো উইথড্রো দেওয়া যায় না । তাই মাস শেষে আয় করা টাকা ভাল করে হাতে পেতে হলে ব্রোকার নির্বাচন করাও দরকার ।ব্রোকারের রেগুলেশন সার্টিফিকেট দেখে নিবেন৷রেগুলেশন সার্টিফিকেটের তথ্য দেখতে পারবেন ঐ ব্রোকারের হোম পেইজের একদম নীচের দিকে৷ এছাড়াও তাদের সাথে কন্টাক্ট করে তাদের রেগুলেশন তথ্য জেনে নিবেন৷তাদের অফিসে ফোন করবেন অফিসের ফার্ষ্ট আওয়ারেই এবং মাঝে মাঝে ফোন করে দেখবেন তারা ফোন ব্যাক করছে কী না৷তাদের সাপোর্ট টীম সর্বদাই সক্রীয় আছে কী না তা যাচাই করতে হবে৷তারা এনালাইটিক্যাল মেইল দেয় কী না তা দেখতে হবে৷তাদের অফিস সপ্তাহের ৭ দিনই এবং ২৪ ঘন্টাই খোলা থাকে কী না দেখতে হবে৷তারা e.c.n ব্রোকার কী না...ইত্যাদি কিছু জরুরী বিষয় অবশ্যই জানতে হবে৷এই সব বিষয়ের উপরই একটি ভালো ব্রোকারের পরিচয় নির্ভর করে৷
আমার কাছে মনে হয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো ব্রকার হলো ইনস্টা ফরেক্স ব্রকার। কেননা এখানে খুবই দ্রুত সবকিছুর সমাধান পাওয়া যায় এবং এদের যোগাযোগ ব্যাবস্থাও খুবই ভালো। যদিও ফরেক্সে আরও অনেক ব্রকার আছে তবে আমার কাছে এই ব্রোকারই সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে। ধন্যবাদ
ফরেক্সে আমি শুনেছি সব থেকে ভাল ব্রোকার ইনস্টা ব্রোকার । এই ব্রোকারের মাধ্যমে ভাল কাজ করা যায় । ফরেক্সে কাজ করতে হলে আরেকটা বিষয় বিবেচলা করতে হয় তাহলো ব্রোকার । ভাল ব্রোকার নির্বাচন করতে না পারলে মাস শেষে টাকা তোলার সময় ঝামেলা হয় । অনেক ব্রোকার টাকা উইথড্রো দেওয়ার পরে তাকা নিয়ে ঝামেলা করে , ঠিক মতো উইথড্রো দেওয়া যায় না । তাই মাস শেষে আয় করা টাকা ভাল করে হাতে পেতে হলে ব্রোকার নির্বাচন করাও দরকার ।ভালো ব্রোকার চিনতে হলে প্রথমেই দেখবেন ঐ ব্রোকারটি USA,UK,Japan,Australia,Switzerland কর্তৃক স্ট্রং রেগুলেটেড কী না৷ঐ ব্রোকারের রেগুলেশন সার্টিফিকেট দেখে নিবেন৷রেগুলেশন সার্টিফিকেটের তথ্য দেখতে পারবেন ঐ ব্রোকারের হোম পেইজের একদম নীচের দিকে৷ এছাড়াও তাদের সাথে কন্টাক্ট করে তাদের রেগুলেশন তথ্য জেনে নিবেন৷তাদের অফিসে ফোন করবেন অফিসের ফার্ষ্ট আওয়ারেই এবং মাঝে মাঝে ফোন করে দেখবেন তারা ফোন ব্যাক করছে কী না৷তাদের সাপোর্ট টীম সর্বদাই সক্রীয় আছে কী না তা যাচাই করতে হবে৷তারা এনালাইটিক্যাল মেইল দেয় কী না তা দেখতে হবে৷তাদের অফিস সপ্তাহের ৭ দিনই এবং ২৪ ঘন্টাই খোলা থাকে কী না দেখতে হবে৷তারা E.C.N ব্রোকার কী না...ইত্যাদি কিছু জরুরী বিষয় অবশ্যই জানতে হবে৷এই সব বিষয়ের উপরই একটি ভালো ব্রোকারের পরিচয় নির্ভর করে।