-
যখন কোন ট্রেডের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস এক হয়ে যায়, তখন ক্যান্ডেলস্টিক যে গাঠনিক রূপ ধারন করে তাকে জাপানী ভাষায় ডজি ক্যান্ডেলস্টিক বলে। সংক্ষেপে ডজি বলা হয়। যখন ট্রেডিং মার্কেটে বায়ার এবং সেলার এর মদ্যে আস্থাহীনতা সৃষ্টি হয়, তখনই এই ডজি ক্যান্ডেলস্টিক গঠিত হয় এবং মার্কেটের ভিন্ন ভিন্ন পরিস্তিতির কারনে অনেকত রুপে গঠিত হয়।
-
ফরেক্স মার্কেট যখন উপরে যাবে তখন বাই নির্দেশ করে তখন সবাইকে বাই দিতে নির্দেশ করবে । কিছুক্ষন পর যদি মার্কেট উপরে থাকে তাহলে বাই নির্দেশ দেবে অর্থাৎ মার্কেট যে পর্যন্ত উপরে থাকবে ততখন বাই দিতে হবে কিন্তু অনেকে বিরক্ত হয়ে তখন সেল দিবে ফলে দাম বাড়বে না ।এই অবস্হায় ডজি তৈরী হয়।
-
ফরেক্স মার্কেটে দজি তৈরি হয় তখন যখন ফরেক্স মার্কেট মুভমেন্ট করতে করতে এক্সময় তার মুভমেন্ট চেঞ্জ করতে চেস্টা করে তখন ফরেক্স মার্কেটে দজি তৈরি করে মার্কেট কন দিকে যাবে তার সঠিক কন সিধান্ত নিতে পারে না তখন ডজি করে।
-
এটা ফরেক্স মার্কেটের একটা খুব প্রয়োজনীয় বিষয়যখন কোন ট্রেডের ওপেনিং ও ক্লোজিং প্রাইস এক হয়ে যায় তখন ক্যান্ডেল স্টিক যে রুপ ধারন করে তাকে ডজি ক্যান্ডেলস্টিক বলে. ডজি তৈরী হলে সাধারণত মার্কেট যে দিকে থাকে তার বিপরীত দিকে টার্ন নেই । এই সময় মার্কেটের যে কোন ধরনের পরিবর্তন ঘটতে পারে ।
-
মার্কেটের ট্রেন্ড বা মুভমেন্ট যখন চাহিদার কারনে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে তখন মূলত অনেক ট্রেডারই বাই ট্রেড অর্ডার করে থাকেন এবং এক সময় মার্কেট অনেক উপরে উঠে যাওয়ার দরুন আর কোন ট্রেডার বাই ট্রেড অর্ডার করার উপর ফরসা করতে পারে না এবং দেখা যায় তাদের অনেকেই সেই সময় সেল ট্রেড অর্ডার করে থাকেন যার ফলে দেখা যায় মার্কেটের ওপেনিং প্রাইজ এবং ক্লোজিং প্রাইজ প্রায় সমান হয়ে যায় আর ঐ অবস্থায়ই মূলত ডজি তৈরী হয়।
-
ফরেক্স মার্কেট যখন আপ ট্রেড এ থাকে তখন সবাই বাই দিয়া থাকে।এমন একটা সময় আসবে যে কেই র বাই করবে না।জারা প্রথমে বাই করসে তারা ট্রেড সেল করে দিবে।তখন দাম আর বারবে না।তখন ডজ তৈরি করতে হয়।
-
ডজি তইর*্য করতে পারলে মার্কেট অন্য ডিকেও ছলে জায়। আমরা যদি মার্কেট এ খেয়াল করি দেখতে পারব যে মার্কেট দজি তইর*্য করে অন্য দিকে ছলে জায়। মার্কেট তার নিজের নিওম এ ছলতে থাকে।
-
ফরেক্স মার্কেটে দজি তইরি তখন হয় যখন মার্কেট মুভ করতে করতে এক্সময় মার্কেট দুরবল হয়ে পড়ে মার্কেট তখন কন দিকে যাবে সেটা বলা খুভ কঠিন হয়ে পড়ে তবে মার্কেট এর কিছু কেন্ডেল তখন দজি আকার ধারন করে।
-
ডজি কেন তৈরী হয়? ডজি কি কাজে ব্যবহার করা হয়। এটা দিয়ে লাভ জনক কিছু হয়। আসলে আমি ডজি সম্পর্কে কিছুই জানি না। আপনারা কেউ রিয়েল ভাবে জানলে জানান।
-
মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন বোঝা যায় সবাই বাই দিচ্ছে এবং দাম বেড়ে চলছে।আর আপ ট্রেন্ডে থাকে তখন বোঝা যায় দাম বেড়ে যাছে এই অবস্হায় ডজি তৈরী হয়।
-
এর মাধ্যমে আপনার মার্কেট কন দিকে যাচ্ছে তা ভালো করে জানতে পারা যায় এটা ফরেক্স মার্কেটের একটা খুব প্রয়োজনীয় বিষয়।যখন কোন ট্রেডের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস এক হয়ে যায়, তখন ক্যান্ডেলস্টিক যে গাঠনিক রূপ ধারন করে তাকে জাপানী ভাষায় ডজি ক্যান্ডেলস্টিক বলে, এক কথায় ডজি তৈরি করব ফরেক্স মার্কেট খুব ভালো করে এনালাইসিস করার জন্য
-
ফরেক্স মার্কেটে একটি কেন্ডেল আছে তাকে দজি বলা হয় আর এই তৈরি হয় তখন যখন মার্কেট কোন দিকে মুভ করবে মার্কেট এর সেলার বায়ার সমান হয়ে জায় তক্ষন মার্কেট কন দিক যাবে মার্কেট বলতে পারেনা তখন দজি তৈরি হয়।
-
ডোজই এর মানে হল মার্কেট এখন Neutral অর্থাৎ মার্কেট এ বায়ার অথবা সেলার কারো আধিপত্য নেই, এই ডোজই বিশেষ গুরত্ত বহন ক্রে যখন একে support, resistant এ দেখা যায়, ডোজই এর পরের কেন্দেল টি দেখে আপনাকে শিদ্ধান্ত নিতে হবে যে আপনি বাই নিবেন নাকি সেল।
-
মার্কেট যখন বাড়ে তখন বুঝতে হবে সবাই বাই দিচ্ছে । বাড়তে বাড়তে যখন মার্কেট ক্লান্ত হয়ে যায় তখন আবার নিচের দিকে নেমে আসে ওপেন প্রাইজ এবং ক্লোজিং প্রাইজ এক জায়গায় অবস্থান করে তাকে ডজি বলে ।
-
মার্কেটে যখন মুভিং এভারেজ উপরের দিকে উঠবে তখন সবাইকে বাই ট্রেড ওপেন করার জন্য নির্দশ দিবে এবং যখন নিচে নামতা থাকবে তখন সেল দেওয়ার জন্য নির্দেশ দেবে। মার্কেট যে সময় উপরে অবস্থান করবে ততক্ষন বাই ট্রেড দিতে হবে আর নিচে থাকলে সেল দিতে হবে। যখন ফরেক্স মার্কেটের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস একই থাকবে তখন সে অবস্থাকে ডজি বলে।
-
যখন কোন পেয়ারে সেলার এবং বায়ার কোন ডিশিসান নিতে পারে না তখনই ডজি ক্যান্ডেল তৈরী হয়। ডজি বেশ কয়েক প্রকারের হয়। যেমন , লং লেগ ডজি , গ্রেবস্টোন ডজি, পিনবার ইত্যাদি। ডজি ক্যান্ডেল ঘঠিত হলে আমরা ট্রেন্ড কন্টিনিউ সিগন্যাল পাই।
-
ডজি ফরেক্স মার্কেটের একটি গুরুত্বপূর্ন বিষয় । কিন্তু আমরা অনেকেই এটা সম্পর্কে জানিনা। ডজি সম্পর্কে আমাদের সবারই ধারনা রাখা উচিত। মার্কেট আপট্রেন্ডে থাকাকালীন সবাই বাই দিতে চায়। কিন্তু মার্কেট উপরে উঠতে উঠতে অনেকেই তখন আবার সেল দিয়ে দেয়। এই অবস্থায় দাম প্রায় একই থাকে। এই অবস্থা কে ডজি বলে।
-
আমি মনে করি ডজি মুলত তৈরী হয় মার্কেট উঠা নামার কারনে ।আপনি যখন ফরেক্স বাজারে বিজনেস করে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন বোঝা যায় এখন সবাই বাই করার ফলে দাম বেড়ে চলছে । ফরেক্সে বিজনেসে ডজি অনেক গুরুত্ব পুর্ন একটা বিষয় । তাই আমাদের ফরেক্স বিষয়ে অনেক অভিজ্ঞ ট্রেডার হতে হবে ।
-
মার্কেটের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস একই থাকবে তখন সে অবস্থাকে ডজি বলে। একটা সময় আসবে যখন বাই করতে করতে সবাই ক্লান্ত হয়ে যাবে আর কেউ বাই করতে চাইবে না েএবং বাই ট্রেড দিবে না।
-
ফরেক্সে বিজনেসে ডজি অনেক গুরুত্ব পুর্ন একটা বিষয়। আমি মনে করি ডজি মুলত তৈরী হয় মার্কেট উঠা নামার কারনে।তাই আমাদের ফরেক্স বিষয়ে অনেক অভিজ্ঞ ট্রেডার হতে হবে।আর একজন জ্ঞ্যানী কৌশলী ও পরিশ্রমী ট্রেডার পারেন মার্কেট বুযে লাভ করতে।তাই আমাদের ফরেক্স ট্রেডিং করে আরো অভিজ্ঞ ট্রেডার হতে হবে।
-
ফরেক্স মার্কেট যখন আপ মুভমেন্টে বা ট্রেন্ডে থাকে তখন অধিকাংশ ট্রেডারাই বাইয়ে ট্রেড ওপেন করে থাকে আর এ ভাবে একটি সময় এসে দেখা যায় যখন ট্রেডাররা বাইয়ে ট্রেড ওপেন করতে করতে ক্লান্ত হয়ে যায় এবং মার্কেটও একটি শক্ত রেজিস্টেন্সে গিয়ে দাড়ায় আর তখন দেখা যায় অনেক ট্রেডাররা বাইয়ের পরিবর্তে সেলে ট্রেড ওপেন করছে যার ফলে দেখা যাবে মার্কেটে ওপেনিং প্রাইজ এবং ক্লোজিং প্রাইজ প্রায় একই হবে আর একেই ফরেক্সের ভাষায় ডজি বলা হয়ে থাকে।
-
মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন
বোঝা যায় সবাই বাই দিচ্ছে এবং দাম
বেড়ে চলছে। একটা সময় আসবে যখন বাই
করতে করতে সবাই ক্লান্ত হয়ে যাবে
আর কেউ বাই করতে চাইবে না েএবং
বাই ট্রেড দিবে না। শুধু তাই নয়, যারা
আগে বাই করেছিল তাদের অনেকে
সেল ট্রেড দিয়ে দিবে, ফলে দাম আর
বাড়বে না, মার্কেটের ওপেনিং
প্রাইস এবং ক্লোজিং প্রাইস একই বা
প্রায় সমান হয়ে যাবে,
-
মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন
বোঝা যায় সবাই বাই দিচ্ছে এবং দাম
বেড়ে চলছে। একটা সময় আসবে যখন বাই
করতে করতে সবাই ক্লান্ত হয়ে যাবে
আর কেউ বাই করতে চাইবে না েএবং
বাই ট্রেড দিবে না। শুধু তাই নয়, যারা
আগে বাই করেছিল তাদের অনেকে
সেল ট্রেড দিয়ে দিবে, ফলে দাম আর
বাড়বে না, মার্কেটের ওপেনিং
প্রাইস এবং ক্লোজিং প্রাইস একই বা
প্রায় সমান হয়ে যাবে
-
আসলে ডজি তৈরী হয় সেলার এবং বায়ারদের তী্ব্র দরকষাকষির কারণে। অর্থাৎ মার্কেট কোন ডিশিসান নিতে পারে না কোন দিকে যাবে তখনই এই ক্যান্ডেল তৈরী হয়। বুলিশ মার্কেট এর টপে ডজি এবং এর পরের স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল ট্রেন্ড রির্ভাসাল সিগন্যাল দেয়। ঠিক তেমনি বিয়ারিশ মার্কেট এর তলায় ডজি এবং পরের ক্যান্ডেল স্ট্রং বুলিশ বুলিশ রির্ভাসাল সিগন্যাল প্রদান করে।
-
ফরেক্স মার্কেট যখন আপ মুভমেন্টে বা ট্রেন্ডে থাকে তখন অধিকাংশ ট্রেডারাই বাইয়ে ট্রেড ওপেন করে থাকে আর এ ভাবে একটি সময় এসে দেখা যায় যখন ট্রেডাররা বাইয়ে ট্রেড ওপেন করতে করতে ক্লান্ত হয়ে যায় এবং মার্কেটও একটি শক্ত রেজিস্টেন্সে গিয়ে দাড়ায় আর তখন দেখা যায় অনেক ট্রেডাররা বাইয়ের পরিবর্তে সেলে ট্রেড ওপেন করছে যার ফলে দেখা যাবে মার্কেটে ওপেনিং প্রাইজ এবং ক্লোজিং প্রাইজ প্রায় একই হবে আর একেই ফরেক্সের ভাষায় ডজি বলা হয়ে থাকে।
-
ফরেক্স মার্কেট এর ট্রেড করার সময় আমরা অনেক সময় ডজি কেন্ডেল দেখি,,এ সময় মার্কেট উপরে উঠে,আর নিচে নামে মাঝখানে স্থির থাকে,ফরেক্স মার্কেট ট্রেডার রা জানেনা মার্কেট মুভমেন্ট কি হবে তাই ফফরেক্স মার্কেট এ আমরা ডজি দেখতে পায়।
-
ফরেক্স মার্কেটে ডজি তৈরি করে তখন যখন ফরেক্স মার্কেট প্রাইস যখন পরিবর্তন হতে চেস্টা করে তখন এই দজি তৈরি করে আর এই ডজি তৈরি করলে বুজতে পারে যে মার্কেট প্রাইস এখন পরিবর্তন করার সময় খেয়াল রাখতে হবে তাই মার্কেটে তখন এই ডজি গুল তৈরি করে ।
-
ফরেক্স মার্কেটে ডজি তৈরি যখন তখন ফরেক্স মার্কেটে কথায় কন দিকে যাবে ফরেক্স মার্কেট তখন বলতে পারে না কারন মার্কেট উপরে যাবে না নিচে যাবে সেই সম্পরকে তারা বলতে পারে না তাই তখন মার্কেটে কোন কেন্ডেল করতে পারে না আর ঠিক তখন ডজি তৈরি করে ।
-
ডজি তৈরি হয় এজন্য যে মার্কেট আপ up trend এ যাবে নাকি down trend এ যাবে সেটা বুঝানোর জন্য, আমরা সাধারনত মার্কেটে ট্রেড করি টেকনিক্যাল এনলাইসিস এর মাধ্যমে এর মধ্যে দজিটা হচ্ছে একটা মাধ্যম ,মার্কেটে ট্রেড করার জন্য এসব কেন্দেলস্তিক গুলো দিক নির্দেশনা দিয়ে থাকে।
-
জি আপনি সঠিক বলেছেন, আসলে মানুষ যখন একটা পেয়ার এর প্রাইস উপরের দিকে উঠতে দেখে, তখ তখন সবাই মাইল আরো ট্রেড নেন, আরো বাই নেন, এবং মার্কেট আরো উপরের দিকে উঠতে থাকে, তবে মার্কেট এর একটা বিপরীত পতিক্রিয়ার কারণে হঠাত আবার পেয়ার এর দাম উল্টা ঘুরে নিচের দিকেও নামতে পারে, তাই সতর্ক থাকতে হবে, মার্কেট যেকোনো দিকে মোর নিতে পারে.
-
এককথায় ডোজই এর মানে হল মার্কেট এ এখন নিরেপক্ষ অবস্থায় আছে অর্থাৎ বায়ার ও সেলার সমান অবস্থায়। সুই হাই বা সুই লো অথবা মার্কেট এর সাপোর্ট ও রেসিস্তেন্ত এ ডোজই দেখা দিলে তা মার্কেট এর গতি পথ পরিবরতনের পূর্বাভাস দিয়ে থাকে, এ ক্ষেত্রে দিজি এর পরের ক্যান্দেলটি বেশ গুরুত্তপুরন। যদি তা বুল হয় তবে মার্কেট আপ এ থাকবে আর যদি বিয়ারিস হয় তবে মার্কেট দাউন।
-
ডজি সম্পপর্কে আপনি অনেক ভালো তথ্য উপস্থাপন করেছেন। মার্কেট সচরাচর আপট্রেন্ডে থাকলে সবাই বাই মোডে থাকে।এভাবে বাই করতে করতে একসময় আর কেউ বাই করতে চাই না। বাই বাদ দিয়ে অনেকেই সেল অর্ডার করবে।যে কারনে মার্কেট আর বাড়বে না বরং ওপেনিং এবং ক্লোজিং প্রাইস সমান হয়ে মার্কেটে ডজি তৈরী করবে।
-
ফরেক্স মমার্কেটে ট্রেড করতে হলে আপনাকে ডযি সম্পর্কে অনেক ধারনা থাকতে হবে। কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে এটাই সব চাইতে কাজে লাগে আর আপনি যদি ভাল করে সেটা বুঝতে পারেন তবে আপনার ট্রেডে লস কম হবে আর আপনি অনেক লাভ করতে পারবেন।
-
সব সময় মার্কেট মুভ করে না। কারন সব সময় মার্কেট এ ট্রেডার থাকে না। আর বিভিন্ন সময় মার্কেট এ বিভিন্ন ক্যন্ডলেস্টিক তৈরী হয়। মার্কেট এ যখন বাইয়ার বেশি থাকে তখন বুল্লিশ ক্যন্ডলে হয়ে থাকে আর যখন বাইইয়ার এবং সেলার সখ্যা সমান হয়ে থাকে তখন ডজি ক্যন্ডলে তৈরী হয়।
-
ফরেক্স মার্কেট যখন আপ ট্রেডে থাকে তখন সবাই ফরেক্স মার্কেটে বাই দিয়ে কাজ করতে থাকে । এভাবে অনেক সময় পর্যন্ত মার্কেট চলতে থাকে , এক্সময় যখন বাই দিতে দিতে ট্রেডার বুঝতে পারে যে ফরেক্স মার্কেট হয়ত এবার নিচের দিকে নামতে থাকে তখন সেল ট্রেড ওপেন করে রাখে । কিন্তু যদি মুদ্রা মাজার তখন অপরিবর্তন থাকে তখন বাই এবং সেলের মাঝে সাম্যতা রাখার জন্য ডজি তৈরি করা হয়ে থাকে ।
-
ডজি ক্যান্ডেল হওয়ার জন্ন ট্রেডারদে র বিরক্তি বা ক্লান্তি কোনটাই নিরভর করেনা । এখানে মারকেট উপরে উঠতে বা নিচে নামতে থাকার পর এক সময় এর পরি বরতনের সময়া আসে বা মুল্য বাড়েও না কমেওনা ঠিক তখনি ডজি প্রস্তুত হয় ।
-
মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন বোঝা যায় সবাই বাই দিচ্ছে এবং দাম বেড়ে চলছে। কিছুক্ষন পর যদি মার্কেট উপরে থাকে তাহলে বাই নির্দেশ দেবে অর্থাৎ মার্কেট যে পর্যন্ত উপরে থাকবে ততখন বাই দিতে হবে কিন্তু অনেকে বিরক্ত হয়ে তখন সেল দিবে ফলে দাম বাড়বে না । মার্কেটের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস একই থাকবে তখন সে অবস্থাকে ডজি বলে ।
-
আমি যেহেতু লং ট্রেড করি তাই নির্দিষ্ট সময় এর অপেক্ষা করি না। নির্দিষ্ট সময়ে যেহেতু মার্কেট বেশী উঠানামা করে তাই সেসময় লাভ অথবা লসের পরিমানও বেশি হতে বাধ্য। এ সময়ের মধ্যে ট্রেড করলে মানসিক অস্থিরতা বেশী থাকে যা লং ট্রেডের সময় থাকে না।
-
মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন বোঝা যায় সবাই বাই দিচ্ছে এবং দাম বেড়ে চলছে। কিছুক্ষন পর যদি মার্কেট উপরে থাকে তাহলে বাই নির্দেশ দেবে অর্থাৎ মার্কেট যে পর্যন্ত উপরে থাকবে ততখন বাই দিতে হবে কিন্তু অনেকে বিরক্ত হয়ে তখন সেল দিবে ফলে দাম বাড়বে না । মার্কেটের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস একই থাকবে তখন সে অবস্থাকে ডজি বলে ।
-
ভাই ডজি সম্পরকে যদি আরো একটু ভাল ভাবে বলতেন যেমন ডজি কিভাবে চেনা যাই তাহলে খুব ভাল হত কারন আমি একজন নতুন ফরেক্স ট্রেডার এবং আপনাদের কাছ থেকে কিছু শিখতে চাই