আমরা প্রত্যেকেই জানি লাভ লস নিয়েই যে কোন ব্যবসা হয়ে থাকে। আর ফরেক্স মার্কেটে যেহেতু একটি রিক্সি মার্কেট। তাই এখানে লাভ লস খাকাটা স্বাভাবিক। তাই বলে মন খারাপ করে বসে থাকলে হবে না। হয়ত আপনি লসের কারনে অনেক মন খারাপ করে ট্রেড করছেন। কিন্তু মনে রাখবেন তখন আপনার আরো বেশি লসের সম্ভাবনা রয়েছে। তাই মন খারাপ করে ট্রেড করবেন না। প্রয়োজনে বসে না থেকে একটু ঘুরে আসুন। ঘুরে এসে আপনার লসের কারন খুজে বের করার চেস্টা করুন। লস হলে যে আমারো মন খারাপ হয় না এমনটি নয়। লস হলে আমি যা করি তা আপনাদেরকেও করতে বললাম।