কে বলেছে আপনাকে ফরেক্স মানে লাভ নয়। ফরেক্স মানে অবশ্যই লাভ।। আপনি যদি ঠিক মত ফরেক্সে বুঝে শুনে বিশ্লেষণ করে যাচাই-বাছাই করে একটি ট্রেড করেন। তাহলে সেই একটি ট্রেন্ডি আপনার লাভ হতে পারে
Printable View
কে বলেছে আপনাকে ফরেক্স মানে লাভ নয়। ফরেক্স মানে অবশ্যই লাভ।। আপনি যদি ঠিক মত ফরেক্সে বুঝে শুনে বিশ্লেষণ করে যাচাই-বাছাই করে একটি ট্রেড করেন। তাহলে সেই একটি ট্রেন্ডি আপনার লাভ হতে পারে
আমি আপনার সাথে একমত যে ফরেক্স মানেই লাভ নয়,কারন ফরেক্স একটি ব্যাবসা আর ব্যাবসায় লাভ, লস দুটোই থাকে,তেমনী ফরেক্সে ও লাভ, লস দুটোই থাকে,তবে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান, অভিজ্ঞতা ওদক্ষতা থাকলে ফরেক্সে এ সময় দিয়ে কাজ করলে ভাল লাভ করা যায়,কিন্তুু তার মানে এই না যে ফরেক্সে আসলাম ট্রেড করলাম আর লাভ করলাম,এরকম চিন্তা ভাবনা নিয়ে কেউ ফরেক্সে কাজ করলে লাভ তো দুরের কথা,তাকে তার ব্যালেন্স হারিয়ে নিশ্ব হয়ে জেতে হবে,তাই ফরেক্স থেকে লাভ করতে চাইলে আগে নিজেকে ফরেক্স সমন্ধে অভিজ্ঞ করে তুলুন,এবং ডেমোতে প্রাকটিস করার মাধ্যমে দক্ষ ট্রেডার হিসাবে তৈরী করুন,তবেই ফরেক্সে কাজ করে লাভবান হতে পারবেন।
অন্যান্য ব্যবসার মত ফরেক্স একটি ব্যবসা। ব্যবসা যেমন লাভ-ক্ষতি উভয়ই আছে। তেমনি ফরেক্সে লাভ ক্ষতি আছে। ফরেক্স বলতে শুধু লাভ কথাটা ঠিক নয়।একজন দক্ষ ট্রেডারো মাঝেমধ্যে লোকসান করে থাকে।ফরেক্স মার্কেটে লাভ করতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে তাহলে ফরেক্স মার্কেটে লাভ করতে পারবেন কারন ফরেক্স মার্কেট ট্রেড করা মানে সারা বিশ্বের লোকের সাথে প্রতি যোগিতা করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে টিকাটা সহজ হবে।
ফরেক্স মার্কেটে যে ট্রেড করলে শুধু লাভ হবে এমন কোন কথা নেই। অনেক সময় লস হতেও পারে। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির থাকে না। মার্কেট কখন লাভে ওঠে আবার কখন লসে নেমে যায় এটা বলা মুশকিল। কখনো কখনো এনালাইসিস করেও মার্কেটের মুভমেন্ট বোঝা যায় না। তখন মার্কেট আপন গতিতে চলে। এই সময়ে ট্রেড করাটা বিপদজনক। প্রথমদিকে নতুন ট্রেডাররা ব্যবসা করতে গিয়ে লস করে। লস করার কারণ হলো অজ্ঞানতা। তবে এ লসটাকে লস হিসেবে ধরে নিলে হবে না। এই লস থেকে শিক্ষা নিয়ে নিজেকে সচেতন করতে হবে যাতে ভবিষ্যতে এমন লস ফেস করতে না হয়। এতে আপনার দক্ষতা আরো উন্নত হবে।
আমার মতে ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিট করে পেশাদার ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হতে চাইলে দীর্ঘ কয়েক বছর সময় নিয়ে ফরেক্স ট্রেডের সকল খুঁটিনাটি বিষয় সমুহ এবং ট্রেডিং কলাকৌশলগুলো আয়ত্ত করতে হয়৷ফরেক্স মার্কেটে এসেই আপনি কখনোই নিয়মিত প্রফিট করতে পারবেন না৷নিয়মিত প্রফিট করতে হলে ট্রেডিং কৌশলগুলো শিখতে হবে এবং সেগুলোকে দীর্ঘদিন ডেমো ট্রেডে প্র্যাকটিস করে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে৷
আমরা জানি ফরেক্স লাভ লসে উভয়ে রয়েছে । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা জানি যে এখানে লাভ লস উভয়ে যে কোন সময় হতে পারে । তবে আমরা সবাই সবসময় শুধু লাভের প্রত্যশা করি বলেই লস হলে তা সহজেই মেনে নিতে পারি না । ফরেক্স মার্কেটে উভয় ধরনের অবস্থায় আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে । এবং নিজের অভিজ্ঞতাকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে ।
সবাই বলে থাকে লোভে পাপ আর পাপে মৃত্যু এই প্রবাদ বাক্য টি আসলাই সত্য।ফরেক্স ব্যবসায় আপনাকে লোভ করলে চলবে না।আপনি যদি ফরেক্স এ লোভ করেন তাহলে ফরেক্স ব্যবসা আপনার জন্য না ।ফরেক্স রাতারাতি কোটিপতি হওয়ার শর্টকাট রাস্তা না।এই ব্যবসা অনেক সময়ের ব্যাপার,এই ব্যবসা সম্পর্কে আপনাকে অনেক ভালো ভাবে যান্তে হবে শিখতে হবে বুঝতে হবে তার পর এই ব্যাবসায় নামতে হবে।
মানুষ যা খরচ করে, এর মধ্যে সময় হলো সবচেয়ে দামি।বড় হতে হলো সবাগ্রে সময়ের মূল্য দিতে হবে।ভালো খারাপ নিয়েই মানুষ। তেমনি ব্যবসায় লাভ লস দুইই থাকবে। লোভ যেমন আছে লসও আছে।ফরেক্স বিজনেস শুধু যে লাভ হবে তা নয়।লাভের পাশাপাশি লসও হয়।লস হলে হতাশ হওয়ার কিছু নাই। লস থেকে শিক্ষা নিয়ে লাভের আশা করতে হবে।ফরেক্স বিজনেসই শুধু লাভের আয় তা নয়। লস ও হতে পারে।সেটা আপনাকে মেনে নিতে হবে।লোভে পাপ আর পাপে মৃত্যু এই প্রবাদ বাক্য টি আসলাই সত্য।ফরেক্স ব্যবসায় আপনাকে লোভ করলে চলবে না।আপনি যদি ফরেক্স এ লোভ করেন তাহলে ফরেক্স ব্যবসা আপনার জন্য না ।ফরেক্স রাতারাতি কোটিপতি হওয়ার শর্টকাট রাস্তা না।এই ব্যবসা অনেক সময়ের ব্যাপার,এই ব্যবসা সম্পর্কে আপনাকে অনেক ভালো ভাবে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে তার পর এই ব্যাবসায় নামতে হবে।
বেশী করে এনালাইসিস করতে হবে।বেশী করে জ্ঞান বাড়াতে হবে
অনেক নতুন ট্রেডার মনে করেন ফরেক্স করে শুধু লাভ করা যায়। এখানে লস এর কোন কারবার নেই। আসলে ফরেক্স এ লাভ এবং লস মিলিয়ে প্রফিট এ থাকতে হয়। ফরেক্স বাস্তবতা অনেক কঠিন। কেননা এখানে টিকে থাকা অনেক কঠিন। ফরেক্স এ ট্রেড করলেই কেবল লাভ করা যায় না। লাভ এবং লস এর চিন্তা দু্ইটাই করতে হবে।
ফরেক্স মানে লাভ নয় কথাটি পুরোপুরি সত্য নয়।ফরেক্স একটি ব্যবসা।এখানে লাভ লস দুটোই রয়েছে।ফরেক্স মানে শুধু যে লাভ কিংবা শুধু যে লস এমন নয়।ফরেক্স এ লাভ লস উভয়ই রয়েছে।অনেক দক্ষ ট্রেডাররাও মাঝে মাঝে লস করে থাকে।ফরেক্স খুবই প্রফিটেবল একটা ব্যবসা।কিন্তু আপনাকে প্রফিট করতে হলে আগে ফরেক্স সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন করতে হবে এরপর সেগুলো ডেমোতে প্র্যাক্টিস করতে হবে।নিয়মিত ৬ মাস ডেমোতে প্র্যাক্টিস করুন।এরপর দেখবেন আপনার অভিজ্ঞতা বাড়বে ফরেক্স এ। তখন আপনি রিয়্যাল ট্রেড শুরু করতে পারেন।এভাবে আগে অভিজ্ঞ হয়ে ফরেক্স এ ট্রেড করুন লাভ হব।আর ফরেক্স মানে শুধু লাভ কিংবা শুধু লস নয় ফরেক্স মানে লাভ লসের সম্মিলিত একটা ব্যবসা যেখানে আপনি ভাল করলে লাভ হবে খারাপ করলে লস হবে।
আপনার ট্রেডগুলো এস এল কেন হিট করে? আপনারা অনেকেই মনে করেন মার্কেট কেন আমার সাথে ই বারবার এমন করে?আসলে কিন্তু অধিকাংশ সময়ই এন্ট্রি গুলো সঠিক ই নিয়ে থাকি আমরা তবুও ট্রেড গুলো লস করি। কারন আমাদের এস এল টা সঠিক যায়গা সেট করা হয়না।আমরা অনেকেই জানি ট্রেন্ড এর পক্ষে ট্রেড না করলে লসের প্রবাবিলিটি বেশি,তাহলে উইনিং ট্রেড কম হচ্ছে কেন? মার্কেট কখনো একই দিকে কন্টিনিউ মুভ করেনা, একটু কারেকশন করে সব সময় ই।আপনাকে খেয়াল রাখতে হবে যেটুকু কারেকশন হচ্ছে এর মধ্যে যেন এস এল টা না পড়ে,তাহলে আরো দুরে সেট করুন যতক্ষণ না ঐ ট্রেন্ড টা না চেন্জ হয়। এখানে কথা আছে এতে হয়তো আপনার রিস্ক রেসিও এবং মানি ম্যানেজমেন্ট ঠিক থাকবেনা কারন অনেক বেশি পিপস এর ব্যবধান থাকবে,ব্যালেন্স কম থাকলে ট্রেড এড়িয়ে চলা ভাল কিন্তু ব্যালেন্স বড় থাকলে আমি এটার পক্ষে ট্রেড করা সাজেস্ট করবো।এভাবে ট্রেড করলে উইনিং ট্রেড এর পরিমান বাড়বে।
না। আমি আপনার কথায় মানতে পারলাম না। কারন ফরেক্স মানে ব্যবসা, আর ব্যবসাতে লাভ লস থাকবেই। ধরেন কেউ ২০ লক্ষ টাকা দিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান দিলেন, সে যে প্রতি মাসে ১ লক্ষ টাকা আয় করতে পারবেন তার কিন্তু কোন প্রতিশ্রুতি দিতে পারবোন না। আবার ঠিক তেমনি ফরেক্স এ যে লাভ হবে তার গ্যারান্টি দিতে পারবে না কেউ, তবে আপনি বুঝে শুনে ভাল করতে পারলে ভাল ফল পাবেন।
ঠিক তাই ফরেক্স মানেই লাভ নয়।ফরেক্স করলেই যে লাভ হবে তা কেউ বলতে পারে না। ফরেক্সেও লস আছে কেনা যে কোন ব্যবসায় লস হবে ঠিক তেমনি ফরেক্সে ও লস আছে। একজন দক্ষ ট্রেদারও মাঝে মাঝে লস করে।তবে একজন দক্ষ ট্রেডার হলে লাভের পরিমান আপনার বেশি হবে।
ফরেক্স এ লাভ লস দুটোই হতে পারে। না বুঝে ট্রেড করলে লস হবে তবে ভাল ট্রেডিং করে প্রচুর অর্থ লাভ করা যায়। লোভ না করে ধৈর্যের সাথে ট্রেড করা উচিত। এবং ধীরে ধীরে ট্রেড সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে। কারণ অভিজ্ঞতাই পারে লসের থেকে বাঁচাতে। এর জন্য প্রয়োজন হয় সময় এবং পরিশ্রম এর।
ফরেক্সে লাভের থেকে লসের পরিমানটাই বেশিরভাগ ট্রেডার করে থাকে।কারন এখানে অধিকাংশ ট্রেডারই না বুজে এন্ট্রি দেয়,অতিরিক্ত লোভ করে যে কারনে লসের শিকার হয়।তবে যদি সঠিক নিয়ম ফলো করে ট্রেড করা যায় সেক্ষেত্রে লসের থেকে লাভটাই এগিয়ে থাকবে।
হ্যাঁ সব সময় লউভ হবে এমন নয় তবে আমাদের এটাও মানতে হবে যে ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করি তারা অবশ্যই এই মার্কেটে ভালো কিছু করতে পারব আমাদের দক্ষতা ও ফরেক্স ট্রেডিং তথা ট্রেডার যোগ্যতা দ্বারা । আর ফরেক্স হলো একটা ব্যবসা এটা কোন জুয়া খেলা নয় । এখানে লাভ যেমন আছে তেমনি আছে লস এবং এটার শিকার কম বেশি সবাই হয়ে থাকে ।
ফরেক্স ট্রেডিং মানে যে শুধু লাভ তেমন নয় । লাভ লস মিলেই ফরেক্স ট্রেডিং । তবে আমাদের ফরেক্স ট্রেডিং করতে মূলত লাভ করতে আসার জন্যই । তবে শুধু যদি লাভ এর আশায় থাকি তবে আমরা ফরেক্স ট্রেডিং থেকে খুব বেশি ভাল ফলাফল করতে পারব না । তাই আমাদের উচিত শুধু লাভের আশা বাদ দিয়ে ফরেক্স ট্রেডিং শিখতে মনোযোগ দেয়া । যদি ভালভাবে ফরেক্স ট্রেডিং শিখতে পারি তবে লাভ এমনিতেই আসবে । শুধু একটাই আমাদের কাজ তাহলো ধৈর্য ধরে ট্রেড করা ।
আমি মনে করি সাফল্যের সর্বোত্তম মাধ্যম হলো ধৈর্য্য । ধৈর্য্য ধারণ করে যেকোন কাজ করলে অবশ্যই সে কাজে সফলতা আসবে । ফরেক্স মার্কেট হল এমন একটি ব্যবসা যা ধৈর্য্য ধারণ ছাড়া করা সম্ভব না । সুতরাং আমি বলব আপনারা সকলে ফরেক্স করতে অসীম ধৈর্য্য নিয়ে আসুন অবশ্যই সফলকাম হতে পারবেন ।
ফরেক্স মানে শুধু যেমন লাভ নয় তেমনি শুধু লসও নয় । এখানে লাভ লস দুটিই একটি স্বাভাবিক বিষয় তাই এই বিষয়টিকে যত দ্রুততার সাথে মন থেকে গ্রহন করা সম্ভব হবে ততই আমরা একজন পরিনত ব্যবসায়িক হয়ে উঠব । কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে যে মাস শেষে লাভের হার যেন লসের চেয়ে একটু হলেও বেশী হয় তাহলেই বুঝবেন আপনি সফলতার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন ।
এর সত্যিকারের বৈদেশিক মুদ্রার শিখতে এবং উপার্জনের জন্য প্রচুর সুযোগ সরবরাহ করে তবে এটি কোনও সহজ কাজ হবে না, কীভাবে অর্থ এবং ঝুঁকি পরিচালনা করতে হবে গভীরভাবে বুঝতে আপনার যথেষ্ট সময় ব্যয় করা দরকার, আরও ঝুঁকি আপনাকে আরও ক্ষতি দিতে পারে, তাই বড় রাখার প্রথম অগ্রাধিকার যে কোনও ধরণের বাজার পরিস্থিতি মোকাবেলার জন্য বিনিয়োগ এবং মূলধনের অর্থ নিরাপদ রাখতে
হ্যা ফরেক্স এ লস হয় কথা সত্য কিন্তু লসটা নিতে হবে ক্যালকুলেশন এর মাধ্যমে। অথার্ত মানিম্যানেজমেন্ট করার মাধ্যমে যদি মানিম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনার লস যদিও হয় তারপরও আপনি ট্রেড করে টিকে থাকতে পারবেন। আর যদি শুধু লস হয় তাহলে অবশ্যই আপনি রিয়েল করবেন না কারণ আপনার বুঝতে হবে ট্রেডিং এর ব্যাপারে আপনার যথেষ্ট নজেল নেই। সুতরাং আগে ফরেক্স শিখে ডেমো ট্রেড করে নিজেকে ট্রেডার হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে।
এটি একটি সুপরিচিত সত্য যে কোনও বিদেশী ব্যবসায়ী তার বাণিজ্য সিদ্ধান্তে 100% নির্ভুল হতে পারে না। এমনকি তথাকথিত বিশেষজ্ঞদের ক্ষতির নিজস্ব অংশ রয়েছে। বৈদেশিক মুদ্রার ব্যবসায়ী যদি তাদের কাছ থেকে শিখেন তবে ক্ষতিগুলি লাভ হয়ে উঠবে। এটি দেখানো হয়েছে যে এটি কীভাবে কাজ করবে না, তাই তার আবার ভুল করা উচিত নয়।
কে বলেছে আপনাকে ফরেক্স মানে লাভ নয়। ফরেক্স মানে অবশ্যই লাভ।। আপনি যদি ঠিক মত ফরেক্সে বুঝে শুনে বিশ্লেষণ করে যাচাই-বাছাই করে একটি ট্রেড করেন। তাহলে সেই একটি ট্রেন্ডি আপনার লাভ হতে পারে
নুতনরা যে আশা নিয়ে ফরেক্স শুরু করে আসলে বেশির ভাগ ট্রেডারদের তা পূরন হয় না। কারন আমরা আগে লাভ এর চিন্তা শুরু করি। আগে না শিখে লাভ এর জন্য ট্রেড করি। না বুঝেই বিনিয়োগ করে ট্রেড শুরু করি। সত্যি কথা বলতে প্রফেশনাল ট্রেডার এর মত মাইন্ড সেটাপ করতে মানুষের কয়েক বছর লেগে যাবে। আর লাভ এর চিন্তা পরের কথা।
বেশি হয়ে উঠবেন এবং আমি মনে করি লাভ অর্জনের জন্য আপনার কঠোর এবং আন্তরিকতার সাথে কাজ করা উচিত এবং যদি আপনি সত্যবাদীভাবে কাজ করেন তবে কে সফল নেতা হবেন? একজন সফল নেতা হিসাবে আপনাকে আমার পরামর্শ হ'ল কঠোর পরিশ্রম করা যাতে আপনার your ম্যাব লিডার হন
ব্যবসায় কার্য পরিচালনার ক্ষেত্রে লাভ-লস দুই বিদ্যমান। ফরেক্সের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। এই মাধ্যমে সঠিক জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে কাজ করতে পারলে লাভ নিশ্চিত। তবে জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য ধৈর্য্য ধরনের বিশেষ গুরুত্ব রয়েছে... ধন্যবাদ।
প্রতিটা বিজনেস এর ক্ষেত্রে লাভ লস অপরিহার্য জিনিস। ফরেক্স মার্কেট তার বিপরীত নয়। এ মার্কেট থেকে খালি লাভের আশায় ট্রেড করলে হবে না মাঝেমাঝে আপনাকে লস এর অংশীদার হতে হবে। তবে একজন দক্ষ ট্রেডার ফরেক্স মার্কেটে সময় ব্যয় করে ট্রেড করার ফলে সফলতা অর্জন করতে পারে। মাঝে মাঝে লস হবে কিন্তু নিরাশ হলে চলবে না লেগে থাকতে হবে। তাই ধৈর্য্য ধারণ করে মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করে ট্রেডিং করলে অবশ্যই লাভবান হবেন।,,,,,ধন্যবাদ।
ফরেক্স মানে লাভ সেই কথা মনে করে অনেক নতুন ট্রেডার প্রবেশ করে ফরেক্স এ। অনেক আশা ভরসা করে ফরেক্স এ। তারা ফরেক্স থেকে অনেক কিছু করবে। কিন্তু যখন তারা ট্রেড শুরু করে প্রথম দিকে হয়তো লাভ করে। কিন্তু বেশী দিন ফরেক্স এ টিকে থাকতে পারে না।
হ্যা ফরেক্স এ লস হয় কথা সত্য কিন্তু লসটা নিতে হবে ক্যালকুলেশন এর মাধ্যমে। অথার্ত মানিম্যানেজমেন্ট করার মাধ্যমে যদি মানিম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনার লস যদিও হয় তারপরও আপনি ট্রেড করে টিকে থাকতে পারবেন। আর যদি শুধু লস হয় তাহলে অবশ্যই আপনি রিয়েল করবেন না কারণ আপনার বুঝতে হবে ট্রেডিং এর ব্যাপারে আপনার যথেষ্ট নজেল নেই। সুতরাং আগে ফরেক্স শিখে ডেমো ট্রেড করে নিজেকে ট্রেডার হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে।
কাঁটাচামির অর্থ লাভ করা, অর্থ উপার্জন করা, অর্থোপার্জন। যদি আমরা এতে কাজ করি এবং যদি আমরা এটি সংরক্ষণ করতে এবং জীবনধারণ করতে চাই, তবে আমরা এর জন্য কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে পারি। আমাদের অন্য কোনও কাজ করতে হবে না online অনলাইনে কাজ করে আমরা একটি ভাল জীবনযাপন করতে পারি তবে আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে hard কঠোর পরিশ্রম ছাড়া আমরা কখনই এটি উপার্জন করতে সক্ষম হব না
কোন কিছুতেই এক গেয়ামী লাভ হয় এমন খুবই কম যা নাই বললেই চলে। যেই খানে লাভ আছে সেই খানে ১০০% সিউর লস ও আছে। ফরেক্স একটি ব্যবসা আর লাভ লস নিয়েই হচ্ছে ব্যবসা। কাজেই আমি বলতে চাই-ফরেক্স লাভ-লস নিয়েই,ফরেক্স মানেই শুধু লাভ নয় ।
নুতনরা যে আশা নিয়ে ফরেক্স শুরু করে আসলে বেশির ভাগ ট্রেডারদের তা পূরন হয় না। কারন আমরা আগে লাভ এর চিন্তা শুরু করি। আগে না শিখে লাভ এর জন্য ট্রেড করি। না বুঝেই বিনিয়োগ করে ট্রেড শুরু করি। সত্যি কথা বলতে প্রফেশনাল ট্রেডার এর মত মাইন্ড সেটাপ করতে মানুষের কয়েক বছর লেগে যাবে। আর লাভ এর চিন্তা পরের কথা।
ফরেক্স মার্কেটে যে ট্রেড করলে শুধু লাভ হবে এমন কোন কথা নেই। অনেক সময় লস হতেও পারে। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির থাকে না। মার্কেট কখন লাভে ওঠে আবার কখন লসে নেমে যায় এটা বলা মুশকিল। কখনো কখনো এনালাইসিস করেও মার্কেটের মুভমেন্ট বোঝা যায় না। তখন মার্কেট আপন গতিতে চলে। এই সময়ে ট্রেড করাটা বিপদজনক। প্রথমদিকে নতুন ট্রেডাররা ব্যবসা করতে গিয়ে লস করে। লস করার কারণ হলো অজ্ঞানতা। তবে এ লসটাকে লস হিসেবে ধরে নিলে হবে না। এই লস থেকে শিক্ষা নিয়ে নিজেকে সচেতন করতে হবে যাতে ভবিষ্যতে এমন লস ফেস করতে না হয়। এতে আপনার দক্ষতা আরো উন্নত হবে।
নুতনরা যে আশা নিয়ে ফরেক্স শুরু করে আসলে বেশির ভাগ ট্রেডারদের তা পূরন হয় না। কারন আমরা আগে লাভ এর চিন্তা শুরু করি। আগে না শিখে লাভ এর জন্য ট্রেড করি। না বুঝেই বিনিয়োগ করে ট্রেড শুরু করি। সত্যি কথা বলতে প্রফেশনাল ট্রেডার এর মত মাইন্ড সেটাপ করতে মানুষের কয়েক বছর লেগে যাবে। আর লাভ এর চিন্তা পরের কথা।
ফরেক্স লাভ উভয়ই দুর্ভাগ্যের মধ্যে। ফরেক্স শোকেসটি বিনিময়কারী ব্যক্তিরা বুঝতে পারে যে যখনই উভয়ই কোনও উপকারের দুর্ভাগ্য হতে পারে। যে কোনও ক্ষেত্রে, আমরা সাধারণভাবে দুর্ভাগ্যটিকে মূলত এই সুবিধার আলোকে স্বীকার করতে পারি যে আমরা ক্রমাগত সুবিধার জন্য চাইছি। ফরেক্স বিজ্ঞাপনে আমাদের অবশ্যই দুটি পরিস্থিতিতে সংযম দেখাতে হবে। এছাড়াও, আপনার নিজের বোঝার আপগ্রেড করার চেষ্টা করুন।
লাভ ও লচ এই দুইটা মিলেই ফরেক্স মার্কেট । ফরেক্স মার্কেটে শুধু যে লাভ হবে তা নয়,,, আবার শুধু যে বার বার লচ হবে তা ও নয় । প্রতিটি ব্যবসাতে লাভ ও লচ এই দুটি দিক রয়েছে এবং সেটাকে মেনে নিয়েই ব্যবসা করে যেতে হয় । ফরেক্স মার্কেটে যার অভিজ্ঞতা যতো বেশি সে ততো ভালো অর্থ উপার্জন করতে পারবে । তাই আমাদের উচিত লাভ ও লচের বিচার না করে কিভাবে ভালো অভিজ্ঞতা অর্জন করে,,, ধৈর্য ধারন করে টিকে থাকা যায় সেই পথ খুঁজে বের করা,,,, ধন্যবাদ ।
ফরেক্স মানে লাভ কেনো হবে? ফরেক্স হচ্ছে মুদ্রার কেনাবেছার মাধ্যমে কিছু লভ্যা অংশ অর্জন করা। এই কেনা বেচা করতে ফরেক্স কিভাবে করতে হয়, সব কিছু যেনে তার পর নামতে হয়। আর নামলেই লাভ হবে এমন কোন কথা নেই। লাভ পুরোটা আপনার দক্ষতা উপর নির্ভর করবে।
একদম সত্য কথা বলেছেন । যেকোনো ব্যবসা বা পেশাতেই শুধু যে লাভ হবে এটা কখনোই আশা করা যায় না আবার শুধু যে লস হবে তেমন ও নয় । লাভ আর লস মিলেই ব্যবসা । ঠিক তেমনি ফরেক্স মার্কেট এ ও যে শুধুই লাভ হবে এটা একদম আশা করা যাবে না । এখানে দক্ষতার সাথে কাজ করলে লাভ হবে আর বুদ্ধিহীনের মতো না বুঝে কাজ করলে পুরাই লস হবে ।
ফরেক্স মার্কেটে যে ট্রেড করলে শুধু লাভ হবে এমন কোন কথা নেই। অনেক সময় লস হতেও পারে। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির থাকে না। মার্কেট কখন লাভে ওঠে আবার কখন লসে নেমে যায় এটা বলা মুশকিল। কখনো কখনো এনালাইসিস করেও মার্কেটের মুভমেন্ট বোঝা যায় না। তখন মার্কেট আপন গতিতে চলে। এই সময়ে ট্রেড করাটা বিপদজনক। প্রথমদিকে নতুন ট্রেডাররা ব্যবসা করতে গিয়ে লস করে। লস করার কারণ হলো অজ্ঞানতা। ফরেক্স মানে শুধু লাভ কিংবা শুধু লস নয় ফরেক্স মানে লাভ লসের সম্মিলিত একটা ব্যবসা যেখানে আপনি ভাল করলে লাভ হবে খারাপ করলে লস হবে।
ফরেক্স লাভ লসে উভয়ে রয়েছে । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা জানি যে এখানে লাভ লস উভয়ে যে কোন সময় হতে পারে । তবে আমরা সবাই সবসময় শুধু লাভের প্রত্যশা করি বলেই লস হলে তা সহজেই মেনে নিতে পারি না । ফরেক্স মার্কেটে উভয় ধরনের অবস্থায় আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে । এবং নিজের অভিজ্ঞতাকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে ।