ভাই আমি ব্যাংক ঋণ এবং ধার এর টাকা নিয়ে ফরেক্স করতে রাজি নয়,ফরেক্স করতে গেলে লস এর স্বীকার হতে হবে,তাই ভাই ধার বা ঋণ নিয়ে এই বিজিনেস করেন না,আপনি যদি নিজস্ব টাকা ইনভেস্ট না করতে পারেন তাহলে ফোরাম বোনাস দিয়ে এই বিজিনেস করতে পারেন,ফোরাম বোনাস আপনাকে এই বিজিনেস করার সুযোদ প্রদান করে থাকে।