রাইট কথা বলেছেন আপনি। এখানে সবসময় লাভের আশা করলে হবেনা, লসও করতে হবে কখনও কখনও। কেননা লাভ লস ছাড়াতো আর ব্যবসা হয়না। সুতরাং শত লাভ লসের মাঝে দিয়ে আপনাকে আপনার প্রফিট টার্গেট নিয়ে বেরিয়ে আসতে হবে এটাই হল ফরেক্স ব্যবসা। কারন এখানে ব্যবসা করতে হলে প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতারও দরকার আছে এছাড়াও এখানে আপনার দক্ষতাকেও প্রুভ করতে হবে আপনার নিজেকেই।