-
ট্রেডার মার্কেট এনালিসিস এর মাধ্যমে যে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেডার তার ট্রেড কম্পলীট করে তাকে ট্রেড এর টাইম ফ্রেম বলে।মার্কেত সঠিক ভাবে বুঝে এনালিসিস করে ট্রেড করলে প্রফিট অর্জন করা সহজ হয়। ফরেক্স মার্কেটে বিভিন্ন টাইমফ্রেম রয়েছে যেমন পাচ মিনিট, এক ঘন্টা,চার ঘন্টা,এক দিন ও এক মাসের টাইমফ্রেম।
-
ফরেক্সে টাইম ফ্রেমের গুরুত্ব অপরিসীম । টাইম ফ্রেম দেখে আমরা ফরেক্সে মার্কেট এনালাইসিস করি । টাইম ফ্রেম হলো ফরেক্সে সময়ের বিভিন্ন অংশ । টাইম ফ্রেম একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেটে কি কি পরিবর্তন আছেসে তা দেখায় । টাইম ফ্রেম ৯ প্রকার যেমন: ১ মিনিটের টাইম ফ্রেম, ৫ মিনিটের টাইম ফ্রেম , ১৫ মিনিটের টাইম ফ্রেম, ৩০ মিনিটের টাইম ফ্রেম, ১ ঘন্টার টাইম ফ্রেম, ৪ ঘন্টার টাইম ফ্রেম, ১ দিনের টাইম ফ্রেম, ১ মাসের টাইম ফ্রেম। ট্রেড নেয়ার সময় আমাদের টাইম ফ্রেম গুলু ভালো করে লক্ষ্য করা উচিত ।
-
আসলে ফরেক্স এ দুই ধনের ট্রেড অপেন করা যায়। একটি হচ্ছে স্কাল্পিং আরেক টি লং ট্রেড। আপনি যে কোন ভাবেই ট্রেড করতে পারেন। তবে এখানে লোয়ার টাইম্ফ্রেম এ ট্রেড এ ঝুকি বেশী থাকে। আর টাইম ফ্রেম অনুযায়ি ক্যন্ডল এর হাই এবং লো আমরা দেখতে পারি।যতটুকু জানি টাইম ফ্রেম হচ্ছে ফরেক্স মার্কেট দেখার জন্য একটি নির্দিস্ট সময়ের ক্যান্ডেল। এই নির্দিস্ট সময় পর পর ক্যান্ডেল পরিবর্তন হয়। একটা ক্লোজ হয়ে আরেকটা ক্যান্ডেল শুরু হয়। টাইমফ্রেমের মাধ্যমে আমরা শর্ট টাইমে ট্রেড করে ভালো প্রফিট করতে পারি। আবার h4 টাইমফ্রেমের মাধ্যমে ট্রেড করে বড় ধরনের প্রফিট করতে পারি।
-
ট্রেডার মার্কেট এনালিসিস এর মাধ্যমে যে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেডার তার ট্রেড কম্পলীট করে তাকে ট্রেড এর টাইম ফ্রেম বলে।মার্কেত সঠিক ভাবে বুঝে এনালিসিস করে ট্রেড করলে প্রফিট অর্জন করা সহজ হয় এবং লসের ঝুকি অনেক কমে যায়।
-
টাইমফ্রেম এমন একটি ক্যান্ডেল যার মাধ্যমে আমরা ফরেক্স ব্যবসা করার একটি রাস্তা খুজে পাই । আমরা সব সময় টাইমফ্রেম দেখে ট্রেড করার চেষ্টা করব । যে যত বেশী টাইমফ্রেম নিয়ে এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা টাইমফ্রেম নিয়ে ট্রেড করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
টাইমফ্রেম এমন একটি ক্যান্ডেল যার মাধ্যমে আমরা ফরেক্স ব্যবসা করার একটি রাস্তা খুজে পাই । আমরা সব সময় টাইমফ্রেম দেখে ট্রেড করার চেষ্টা করব । যে যত বেশী টাইমফ্রেম নিয়ে এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা টাইমফ্রেম নিয়ে ট্রেড করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রিজিসটেন্স হল একটি ভিন্ন মাত্রার প্যাটার্ন যেটা এখানে টেকনিক্যাল এনালাইসিসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ বলা যায়। এবং এখানে যারা উচ্চ পর্যায়ের প্রফেশনাল ট্রেডার তারা মূলত এই এনালাইসিসকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এবং এটার উপর বেস করে এখানে বেশিরভাগ ট্রেডারগণ ট্রেড করে থাকেন। সুতরাং আসলেই এটা একটা ভিন্ন মাত্রার এনালাইসিসও বটে।টাইমফ্রেম ফরেক্ম মার্কেট এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ।আপনি ট্রেড শুরু করার আগে ভেবে নিতে হবে আপনি কোন টাইমফ্রেম ইউস করে ট্রেড করবেন । কারণ সে আলোকে আপনাকে মার্কেট এনালালসিস করতে হবে । সাধারনত নিম্নোক্ত টাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে -m1,m5, m15,m30, h1,h4, d1,w1,mn