-
ধরুন ফরেক্স ফ্যাক্টরি সাইটটিতে প্রতিদিন কি ধরনের নিউজ রিলিজ হবে এবং সেই নিউজগুলো মার্কেটে কি ধরনের প্রভাব তৈরি করতে পারে তা অবশ্যই প্রতিদিন একনজর দেখে নিবেন৷পাশাপাশি আপনি আপনার ট্রেডিং চার্ট গুলোতে চোখ রাখবেন।যারা নিউজ না বুঝে কয়েক সপ্তাহ নিউজ ফলো করে ট্রেড করলে ভালো ফলাফল পাবেন এবং নিউজ বেপার টা বুঝতে সুবিধাও হবে ।
-
কোন নিউজ কোন কারেনসিকে প্রভাবিত করবে সেটা আমরা ক্যালেন্ডার দেখলে বুঝতে পারি। কেননা ফরেক্স ফ্যাক্টরি ক্যালেন্ডারে বিভিন্ন দেশের কারেনসি এর সব ধরনের নিউজ। আর তাছাড়া সেখানে কোনটা হাই ইমপ্যাক্ট, লো ইমপ্যাক্ট বা মেডিয়াম ইফেক্ট ফেলবে সেটাও দেওয়া আছে। যেমন এনেএফপি নিউজটি আমেরিকান ডলারকে প্রভাবিত করে থাকে।
-
ফরেক্সের নিউজের জন্য ফরেক্স ফ্যাক্টরি খুবই প্রসিদ্ধ । কারন এখানে সবচেয়ে ভাল নিউজ সবার আগে প্রকাশ করে । প্রতিটি নিউজের পাশে ৪ ধরনের চিহ্ন দিয়ে নিউজের গুরুত্ব সর্ম্পকে ধারনা দিয়ে থাকে । সুতরাং চিহ্ন দেখলেই বুঝা যায় নিউজের প্রভাব কেমন হতে পারে এবং সে অনুসারে ট্রেড এর প্ল্যান করা যেতে পারে । হাই ইম্প্যাক্ট নিউজ দ্বারা বোঝায় যে তা মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে ।
-
আমি ফরেক্সে নতুন। কাজেই নিউজ পড়ে তার মর্মার্থ বের করে সফল ট্রেডিং করার জন্য এখনও তৈরি হতে পারি নি। আপনারা যারা অভিজ্ঞজনরা আছেন তারা যদি এ বিষয়ে পরামর্শ দেন যে কোন দিকগুলো কীভাবে বিবেচনা করে ট্রেড করলে সফলতার মুখ আমরা দেখতে পারবো এবং বেশ উপকৃত হবো।
-
যারা ফরেক্স ট্রেড করেন এবং নিউজ দেখেই ট্রেড করেন তারা অবশ্যই বুঝতেছে যে নিউজ অনেক বড় একটা বিষয় ফরেক্স ট্রেড করার জন্য । আমার জানা আছে যে নিউজ সব সময় আলাদা আলাদা আসে, যেমন ইউরো ইউএস ডি এর নিউজ আলাদা, জিবিপি ইউএস ডি এর নিউজ ও আলাদা । তার মানে আমি বুঝাতে চাই সব কারেন্সির নিউজ আলাদা আলাদাই আসে ।
-
ফরেক্সে আমি সম্পূর্ণ নতুন। তাই বাজার বিশ্লেষণ বা সংবাদ বিশ্লেষণ করার মতো যোগ্যতাও অর্জন করতে পারি নি। বিশেষজ্ঞরা যদি এ বিষয়ে সুপরামর্শ দেন তাহলে আমরাও ফরেক্স থেকে উপার্জন করতে সক্ষম হবো বলে আমার দৃঢ় বিশ্বাস।
-
আপনি যদি নিউর ইফেক্ট সম্পকে বুঝতে চান তবে অনেকগুলো বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে । বিশেষ করে কারেন্সি কো রিলেশন। আমি ইউরো ইউ এস ডি ও জি বি পি ইউ এস ডি তে বেশি ট্রেড করি । আমি মনে করি যে ইউরো ইউ এস ডি নিউজে মার্কেটের উপরে অনেক বেশি প্রভাব পরে । আর নিউজে মার্কেটের উপরে অনেক বেশি প্রভাব না পড়লে ট্রেড করে বেশি প্রফিট করা যায় না ।
-
ফরেক্স মার্কেটে প্রতিদিন কিছু না কিছু নিউজ দেয়া থাকে । এই নিউজগুলো আমরা যদি অবলোকন করি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারি । আর এই সফলতার পেছনে রয়েছে ধৈর্য্য এবং দক্ষতা । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী লাভবান হতে পেরেছে । সুতরাং অমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্যশীল হতে চেষ্টা করব ।
-
ফরেক্স ফ্যাক্টরি খুবই প্রসিদ্ধ। কারন এখানে সবচেয়ে ভাল নিউজ সবার আগে প্রকাশ করে। প্রতিটি নিউজের পাশে ৪ ধরনের চিহ্ন দিয়ে নিউজের গুরুত্ব সর্ম্পকেধারনা দিয়ে থাকে। সুতরাং, চিহ্ন দেখলেই বুঝা যায় নিউজের প্রভাব কেমন হতে পারে এবং সে অনুসারে ট্রেড এর প্ল্যান করা যেতে পারে। হাই ইম্প্যাক্ট নিউজ দ্বারা বোঝায় যে তা মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে। মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব তুলনামূলক কম হয়। আমাদের ভাল করে ফরেক্স মার্কেটের নিউজ এনালাইসিস করতে হবে তাই ফরেক্স মার্কেটে নিউজের সময় স্টপ লস আর টেক প্রফিট দিয়ে ট্রেডিং করতে হবে।
-
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে বিভিন্ন কারেন্সি বেজ নিউজ এনালাইসিস করা অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রকারের ইকোনমিক ক্যালেন্ডারে এসব নিউজ প্রকাশিত হয়ে থাকে। এবং এটাও উল্লেখ থাকে নিউজটি কোন কারেন্সি কে প্রভাবিত করবে। আমি সাধারণত ইউএসডি এবং ইউরোপ রিলেটেড কারেন্সি পেয়ারে ট্রেড করে থাকি। তাই ইউএসডি এবং ইউরো রিলেটেড প্রত্যেকটি নিউজ দেখে থাকি। তবে বেশিরভাগ সময় ইউএসডি রিলেটেড নিউজ দেখে সেসব পেয়ারে ট্রেড করে থাকি। একজন ট্রেডারকে সফলভাবে ট্রেডিং করার জন্য এবং ট্রেড নেয়ার পূর্বে অবশ্যই এসব নিউজ কে গুরুত্ব দিয়ে মার্কেট এনালাইসিস করে এন্ট্রি নিতে হবে।
-
ফরেক্স মার্কেটে প্রতিদিন কিছু না কিছু নিউজ দেয়া থাকে । এই নিউজগুলো আমরা যদি অবলোকন করি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারি । আর এই সফলতার পেছনে রয়েছে ধৈর্য্য এবং দক্ষতা । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী লাভবান হতে পেরেছে । সুতরাং অমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্যশীল হতে চেষ্টা করব।
ফরেক্স মার্কেট এ চারটি গুরুত্বপূর্ণ নিউজ রিলিজ হয় যা মার্কেট কে প্রচুর তারল্য বা ভোলাটিলিটি দান করে।
-
ফরেক্সের নিউজের জন্য ফরেক্স ফ্যাক্টরি খুবই প্রসিদ্ধ। কারন এখানে সবচেয়ে ভাল নিউজ সবার আগে প্রকাশ করে। প্রতিটি নিউজের পাশে ৪ ধরনের চিহ্ন দিয়ে নিউজের গুরুত্ব সর্ম্পকেধারনা দিয়ে থাকে। সুতরাং, চিহ্ন দেখলেই বুঝা যায় নিউজের প্রভাব কেমন হতে পারে এবং সে অনুসারে ট্রেড এর প্ল্যান করা যেতে পারে। হাই ইম্প্যাক্ট নিউজ দ্বারা বোঝায় যে তা মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে। আসলে কোন নিউজ কোন কারেন্সিকে প্রভাবিত করবে তা নিউজের পাশে লেখা থাকে। তাই নিউজগুলো ভালভাবে দেখতে হবে এবং দেখে সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। অনেক সময় নিউজ বিপরীত দিকে ও যায় তাই নিউস ট্রেডিং -এ অ্যানালাইসিস করতে হবে।
-
কারেন্সি পেয়ার নির্দিষ্ট সেশন অনুযায়ী ছোট-বড় কমবেশি বিভিন্ন ধরনের নিউজ রিলিজ হয়ে থাকে৷এই নিউজ গুলো দেখার জন্য বিভিন্ন নিউজ সাইট যেমন- ফরেক্স ফেক্টরী,investing.com বা fxstreet ইত্যাদি সাইটে লক্ষ করতে হবে৷যেমন ধরুন ফরেক্স ফ্যাক্টরি সাইটটিতে প্রতিদিন কি ধরনের নিউজ রিলিজ হবে এবং সেই নিউজগুলো মার্কেটে কি ধরনের প্রভাব তৈরি করতে পারে তা অবশ্যই প্রতিদিন একনজর দেখে নিবেন৷পাশাপাশি আপনি আপনার ট্রেডিং চার্ট গুলোতে চোখ রাখবেন,সবাই লক্ষ্য রাখবেন প্রতি মাসের প্রথম শুক্রবার নিউইয়র্ক সেশনের শুরুর দিকেই মাসের সবচেয়ে বড় বড় তিনটি নিউজ রিলিজ হয়ে থাকে৷এই নিউজ গুলো অনুসারেই বড় বড় সুপার ব্যাংকগুলো ইনভেস্ট করে থাকে৷তাই এই নিউজ গুলোকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়৷এছাড়াও সারা মাসে কম বেশি ছোট বড় নিউজ রিলিজ হয়ে থাকে৷
-
খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন আমাদের জানতে হবে কোন বিষয় গুলো মার্কেটে ইম্পেক্ট করে থাকে। তাহলে ট্রেড করার ক্ষেত্রে সেই নিউজ অনুযায়ী স্টপ লস এবং লস নির্ধারণ বা মানি ম্যানেজমেন্ট মেনে চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে সকল নিউজ গুলো বেশি প্রভাবিত করে তার মধ্যে হাই ইম্পেক্ট নিউজ গুলো বেশি ইফেক্ট করে থাকে। তার মধ্যে FOMC Meeting, Unemployment rate, Crore Retail Sales m/m, ISM Manufacturing PMI উল্লেখযোগ্য।
-
ফরেক্স নিউজ ট্রেড করা একটা চর্চার বিষয় যারা অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার শুধু মাত্র তারাই এই সব নিউজ বা ফান্ডামেন্টাল থেকে ভাল প্রফিট করতে পারেন। তবে যারা নতুন তারা নিউজ এর ব্যাপারে সাবধান। এখানে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের উপর অনেক কিছু নির্ভর করে। তাই একটি দেশের অর্থনীতি রাজনীতি উন্নয়ন প্রগতি বেকার সমস্যা এই নিউজ গুলো কারেন্সি পেয়ার উপর ইফেক্ট পড়ে।প্রতি মাসের প্রথম শুক্রবার নিউইয়র্ক সেশনের শুরুর দিকেই মাসের সবচেয়ে বড় বড় তিনটি নিউজ রিলিজ হয়ে থাকে৷এই নিউজ গুলো অনুসারেই বড় বড় সুপার ব্যাংকগুলো ইনভেস্ট করে থাকে৷তাই এই নিউজ গুলোকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়৷এছাড়াও সারা মাসে কম বেশি ছোট বড় নিউজ রিলিজ হয়ে থাকে৷যারা ফরেক্স মার্কেটে প্রফেশনাল ট্রেডার তারা সবাই এইসব নিউজ স্টাডি করে থাকেন৷
-
ফরেক্স ফ্যাক্টরি ক্যালেন্ডারে বিভিন্ন দেশের কারেনসি এর সব ধরনের নিউজ। আর তাছাড়া সেখানে কোনটা হাই ইমপ্যাক্ট, লো ইমপ্যাক্ট বা মেডিয়াম ইফেক্ট ফেলবে সেটাও দেওয়া আছে। প্রতিটি নিউজের পাশে ৪ ধরনের চিহ্ন দিয়ে নিউজের গুরুত্ব সর্ম্পকেধারনা দিয়ে থাকে। সুতরাং, চিহ্ন দেখলেই বুঝা যায় নিউজের প্রভাব কেমন হতে পারে এবং সে অনুসারে ট্রেড এর প্ল্যান করা যেতে পারে। হাই ইম্প্যাক্ট নিউজ দ্বারা বোঝায় যে তা মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে। মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব তুলনামূলক কম হয়। আমাদের ভাল করে ফরেক্স মার্কেটের নিউজ এনালাইসিস করতে হবে। সেই অনুযায়ী ট্রেড করতে পারলে লাভ করা যাবে।
-
ফরেক্স নিউজ ট্রেড করা একটা চর্চার বিষয় যারা অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার শুধু মাত্র তারাই এই সব নিউজ বা ফান্ডামেন্টাল থেকে ভাল প্রফিট করতে পারেন। তবে যারা নতুন তারা নিউজ এর ব্যাপারে সাবধান। কারণ নিউজ যদি ইম্প্যাক্ট না বুঝা যায় তাহলে প্রফিট তো দুরের কথা লস করে কূল পাবেন না। তাই যদি নিউজ ট্রেড করতে হয়, আগে ডেমোতে ভালভাবে নিউজের ইফেক্ট দেখতে হবে অন্তত ৬মাস তাহলে আপনি হয়তো ফরেক্স নিউজ থেকে আয় করার চিন্তা করতে পারেন। না হলে ফরেক্স নিউজ থেকে দুরে থাকুন ভালহবে।ফরেক্সে মার্কেটে কারেন্সি পেয়ার উপর ট্রেড নিতে হয় এখানে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের উপর অনেক কিছু নির্ভর করে। তাই একটি দেশের অর্থনীতি রাজনীতি উন্নয়ন প্রগতি বেকার সমস্যা এই নিউজ গুলো কারেন্সি পেয়ার উপর ইফেক্ট পড়ে । আপনি যদি নিউজ এর উপর ভিত্তি করে ট্রেড ওপেন করতে চান তবে আগাম পূর্বাভাসের সাথে রিয়েল কতটুকু কম বেশি হচ্ছে তা পর্যালোচনা করে ট্রেড নিতে পারেন।
-
ফরেক্স মার্কেটে যদি ভাল নিউজ আসে কোন কারেন্সিতে সেই কারেন্সির দাম বেড়ে যায় তার সাথে সম্পর্কিত সকল কারেন্সির দাম কমে যায় তাই আমাদের ভাল করে ফরেক্স মার্কেটের নিউজ এনালাইসিস করতে হবে তাই ফরেক্স মার্কেটে নিউজের সময় স্টপ লস আর টেক প্রফিট দিয়ে ট্রেডিং করতে হবে।ফরেক্স মার্কেটে প্রতিদিন কিছু না কিছু নিউজ দেয়া থাকে এই নিউজগুলো আমরা যদি অবলোকন করি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারি আর এই সফলতার পেছনে রয়েছে ধৈর্য্য এবং দক্ষতা।যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী লাভবান হতে পেরেছে সুতরাং অমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্যশীল হতে চেষ্টা করব।আর নিউজে মার্কেটের উপরে অনেক বেশি প্রভাব না পড়লে ট্রেড করে বেশি প্রফিট করা যায় না বেশি প্রভাব পড়া প্রফিট করার জন্য অনেক ভাল।
-
ভালভাবে নিউজ এনালাইসিস করতে হবে। নিউস এনালাইসিস না করে ট্রেড করা ভাল হবে বলে আমার মনে হই না। কারন নিউজ এর সময় মাকেট বেশি আপ ডাউন করে থাকে ফলে লস হওয়ার সম্ভবনা বেশি থাকে। আর নিউজে মার্কেটের উপরে অনেক বেশি প্রভাব না পড়লে ট্রেড করে বেশি প্রফিট করা যায় না । সবাই লক্ষ্য রাখবেন প্রতি মাসের প্রথম শুক্রবার নিউইয়র্ক সেশনের শুরুর দিকেই মাসের সবচেয়ে বড় বড় তিনটি নিউজ রিলিজ হয়ে থাকে৷যারা নিউজ না বুঝে কয়েক সপ্তাহ নিউজ ফলো করে ট্রেড করলে ভালো ফলাফল পাবেন।
-
ফরেক্স মার্কেট এ চারটি গুরুত্বপূর্ণ নিউজ রিলিজ হয় যা মার্কেট কে প্রচুর তারল্য বা ভোলাটিলিটি দান করে । যথাঃ
১) বাংলাদেশ সময় ভোর ৬.৩০ মিনিট । নিউজ অষ্ট্রেলিয়ান ডলারের । কারেন্সি পেয়ার অষ্ট্রেলিয়ান ডলার / ইউ.এস ডলার । মুভ হয় সাধারণত ২০০-৩০০ পিপেটস্। ২) বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিট । নিউজ গ্রেট বৃটেন পাউন্ড । কারেন্সি পেয়ার জিবিপি/ইউ.এস.ডি । মুভ হয় সাধারণত ২০০-৩০০ পিপেটস্।৩) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিট । নিউজ ক্যানাডিয়ান ডলার ও ইউ.এস ডলার (প্রতি বৃহঃপতিবার ও শুক্রবার) । মুভ ইউ.এসডি/সি.এ.ডি । মুভ হয় সাধারণত ৫০০-৭০০ পিপেটস্।
-
ভোক্তা মূল্য সূচক, সংক্ষিপ্ত রূপ cpi দ্বারা বেশি পরিচিত, একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক যা প্রধান অর্থনীতির দ্বারা নিয়মিতভাবে প্রকাশিত হয় যা বর্তমান*বৃদ্ধি*এবং মুদ্রাস্ফীতির মাত্রার একটি সময়োপযোগী আভাস দিতে। cpi-এর মাধ্যমে ট্র্যাক করা মুদ্রাস্ফীতি বিশেষভাবে ক্রয় ক্ষমতা এবং একটি অর্থনীতিতে পণ্য ও পরিষেবার দাম বৃদ্ধির দিকে নজর দেয়, যা একটি দেশের মুদ্রানীতিকে প্রভাবিত করতে ব্যবহার করা যেতে পারে। খাদ্য, শক্তি এবং চিকিৎসা পরিচর্যার মতো পরিষেবা সহ ভোগ্যপণ্যের একটি পূর্বনির্ধারিত ঝুড়িতে প্রতিটি আইটেমের মূল্যের গড় পরিবর্তনের মাধ্যমে cpi গণনা করা হয়। মুদ্রানীতির উপর উল্লিখিত প্রভাবের কারণে এটি ফরেক্স ব্যবসায়ীদের জন্য একটি দরকারী সূচক এবং এর ফলে সুদের হার, যা মুদ্রার শক্তির উপর সরাসরি প্রভাব ফেলে। একজন ফরেক্স ব্যবসায়ী হিসাবে cpi কে কীভাবে ব্যাখ্যা করতে হয় তা জানার সম্পূর্ণ উপযোগিতা নীচে অন্বেষণ করা হবে। সিপিআই প্রকাশের তারিখ সাধারণত প্রতি মাসে ঘটে, তবে কিছু দেশে, যেমন নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, ত্রৈমাসিক। কিছু দেশ বার্ষিক ফলাফলও অফার করে, যেমন জার্মানির সূচক। ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিকস 1913 সাল থেকে মাসিক সিপিআই রিপোর্ট করেছে। নিম্নলিখিত টেবিলটি প্রধান অর্থনীতির একটি নির্বাচন এবং তাদের cpi রিলিজ সম্পর্কে তথ্য দেখায়। cpi ডেটা বোঝা ফরেক্স ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি মুদ্রাস্ফীতির একটি শক্তিশালী পরিমাপ, যার ফলস্বরূপ কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতিতে একটি উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তাহলে কিভাবে সিপিআই অর্থনীতিকে প্রভাবিত করে? প্রায়শই, উচ্চ মূল্যস্ফীতি নীতিনির্ধারকদের দ্বারা সেট করা উচ্চ বেঞ্চমার্ক সুদের হারে অনুবাদ করে, যা অর্থনীতিকে ম্লান করতে এবং মুদ্রাস্ফীতির প্রবণতাকে দমন করতে সাহায্য করে। পরিবর্তে, একটি দেশের সুদের হার যত বেশি হবে, তার মুদ্রা শক্তিশালী হওয়ার সম্ভাবনা তত বেশি। বিপরীতভাবে, কম সুদের হার সহ দেশগুলি প্রায়ই দুর্বল মুদ্রা বোঝায়। সিপিআই পরিসংখ্যান প্রকাশ এবং সংশোধন অন্যান্য মুদ্রার বিপরীতে একটি মুদ্রার মূল্যে পরিবর্তন আনতে পারে, যার অর্থ সম্ভাব্য অনুকূল অস্থিরতা যা থেকে দক্ষ ব্যবসায়ীরা উপকৃত হতে পারে। এছাড়াও, cpi ডেটা প্রায়শই তাদের গার্হস্থ্য অর্থনীতির অবস্থার প্রতিক্রিয়া হিসাবে সরকারের অর্থনৈতিক নীতির কার্যকারিতার একটি দরকারী পরিমাপক হিসাবে স্বীকৃত হয়, একটি ফ্যাক্টর যা ফরেক্স ব্যবসায়ীরা মুদ্রা চলাচলের সম্ভাবনা মূল্যায়ন করার সময় বিবেচনা করতে পারেন। মুদ্রাস্ফীতির চাপের একটি পরিষ্কার চিত্র পেতে ফরেক্স ব্যবসায়ীদের জন্য cpi অন্যান্য সূচকগুলির সাথেও ব্যবহার করা যেতে পারে, যেমন*প্রযোজক মূল্য সূচক।
-
যে কারেন্সি পেয়ারে ট্রেড করতে চান সেই কারেন্সি পেয়ার নির্দিষ্ট সেশন অনুযায়ী ছোট-বড় কমবেশি বিভিন্ন ধরনের নিউজ রিলিজ হয়ে থাকে৷এই নিউজ গুলো দেখার জন্য বিভিন্ন নিউজ সাইট যেমন- ফরেক্স ফেক্টরী,investing.com বা fxstreet ইত্যাদি সাইটে লক্ষ করতে হবে৷যেমন ধরুন ফরেক্স ফ্যাক্টরি সাইটটিতে প্রতিদিন কি ধরনের নিউজ রিলিজ হবে এবং সেই নিউজগুলো মার্কেটে কি ধরনের প্রভাব তৈরি করতে পারে তা অবশ্যই প্রতিদিন একনজর দেখে নিবেন৷পাশাপাশি আপনি আপনার ট্রেডিং চার্ট গুলোতে চোখ রাখবেন,সবাই লক্ষ্য রাখবেন প্রতি মাসের প্রথম শুক্রবার নিউইয়র্ক সেশনের শুরুর দিকেই মাসের সবচেয়ে বড় বড় তিনটি নিউজ রিলিজ হয়ে থাকে৷এই নিউজ গুলো অনুসারেই বড় বড় সুপার ব্যাংকগুলো ইনভেস্ট করে থাকে৷তাই এই নিউজ গুলোকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়৷এছাড়াও সারা মাসে কম বেশি ছোট বড় নিউজ রিলিজ হয়ে থাকে৷যারা ফরেক্স মার্কেটে প্রফেশনাল ট্রেডার তারা সবাই এইসব নিউজ স্টাডি করে থাকেন৷নিউজ ট্রেড করার আগে নিউজ বুঝতে হবে।ভালভাবে নিউজ এনালাইসিস করতে হবে। নিউস এনালাইসিস না করে ট্রেড করা ভাল হবে বলে আমার মনে হই না। কারন নিউজ এর সময় মাকেট বেশি আপ ডাউন করে থাকে ফলে লস হওয়ার সম্ভবনা বেশি থাকে।
-
আমি মনে করি নিউজ ট্রেড করার আগে নিউজ বুঝতে হবে।ভালভাবে নিউজ এনালাইসিস করতে হবে। নিউস এনালাইসিস না করে ট্রেড করা ভাল হবে বলে আমার মনে হই না। কারন নিউজ এর সময় মাকেট বেশি আপ ডাউন করে থাকে ফলে লস হওয়ার সম্ভবনা বেশি থাকে।