আমার জানামতে ফরেক্সে টাকা ছাড়া ট্রেড করার মত একটা মাধ্যম আছে তা হলো ফরেক্সের ফোরাম পোষ্টিং । এখানে প্রতিদিন ফোরামে পোষ্ট করতে থাকলে প্রতিদিন পোষ্টিং বোনাস দেওয়া হয় । আম সেষে এই বোনাস পোষত্নগ এর ডলার দিয়ে ফরেক্সে ট্রেড করে ফরেক্স থেকে বিনা ইনভেস্টে টাকা আয় করা যায় । ফোরামের পোষ্টিং এর কোন লিমিট নেই তাই যে যত ইচ্ছা পোষ্ট করতে পারবে আর পোষ্টিং বোনাসের ডলার জমাতে পারবে । বেশি ডলার হলে ট্রেড করে ভাল প্রফিট করা যাবে ।