অমাদের লস হলে একটু হলেও খারাপ লাগে। কিন্তু আমি মনে করি এটা শিক্ষা নেওয়ার জন্য একটি উপযুক্ত সময়। তাই ভেঙে পড়ি না। ভূলগুলি আইডেন্টিফাই করে নিজেকে এমনভাবে সতর্ক করি যেন ভবিষ্যতে এমন ভূলের মুখোমুখি আর না হতে হয়। ব্যার্থতাই সফলতার চাবিকাঠি। কিন্তু তাইবলে আপনি শুধু বার বার ভূল করেই গেলেন কিন্তু শিক্ষা নিলেন না তাহলে আপনি ভবিষ্যতে শুধু লসই করবেন। তাই সকলের ভূল থেকে শিক্ষা নেওয়া উচিৎ।