-
লোভ একটি খুবই খারাপ দিক আমাদের ফরেক্স ট্রেডিং করার সময়। অনেক সময় দেখা যায় আমরা ভালো ট্রেড করছি কিন্তু হঠাৎ লোভে পরে একটি বড় আকারের ট্রেড করলেই দেখা যাবে ভুল হয়ে গেছে। অতিরিক্ত লোভ করলে সফল হওয়া যায় না ধৈর্যকে স্থান দিলে অবশ্যই সফলতা আসবে। তাই প্রতিটি কাজের জন্য ধৈর্য ধারণ করার গুরুত্ব অপরিসীম। তাই প্রত্যেক কেরই লোভকে নয় ধৈর্য্যকে স্থান দেওয়া উচিত।
-
লোভের স্থানটা ধৈয্যকে দিলেই এই ফরেক্স ব্যাবসায় সফলতা আনা সম্ভব হবে। যেকোন কাজেই লোভ করা যাবে না তাহলে বেশী দিন সেই স্থানে টিকে থাকা যাবে না। মাথা ঠান্ডা রেখে রিলেক্স মুডে ধীর স্থতিতে ধৈয্য মনোবল নিয়ে ফরেক্সে টিকে থাকতে হবে এবং সফলতা বয়ে আনা যাবে। আর লোভ না করে ধৈয্যর সাথে নিজের দক্ষতার স্থানটা কে অর্জন করে মার্কেটে কাজ করতে হবে।তাই লোভ কে সামাল দিয়ে ধৈয্যর স্থানটার সময় দিয়ে মার্কেটে কাজে লাগাতে হবে।
-
ফরেক্স করতে হলে কিছু জিনিস আপনাকে মানতে হবে। লোভ করে বড় লট দিয়ে এক ট্রেডেই সব ব্যালেন্স *দ্বিগুন করার চিন্তা করলে মার্কেট এ কখনো টিকে থাকা সম্ভব নয়। এরকম হাজার হাজার ট্রেডার রয়েছে যারা ব্যালেন্স ডাবল করতে যেয়ে একাউন্ট জিরো করে ফেলেছে।
-
আমি মনে করি ফরেক্সে সফল হওয়ার জন্য আমাদেরকে লোভকে পরিহার করতে হবে। লোভ করলে ফরেক্সে লাভ করা যাবে যা। ফরেক্সে ট্রেড করতে হলে ধোয্য ধারন করতে হবে। আমাদেরকে লোভ নাকরে আধিক ধোয্য ধারন করে ট্রেড করতে হবে তাহলে আমরা সফল হুতে পারবো। প্রথমে ট্রেড করতে গিয়ে আপনি লস করতে পারেন এটা স্বাভাবিক তখন হাল ছেড়ে না দিয়ে ধোয্য ধারন করে ট্রেড করতে হবে তাহলে সফল হওয়া যাবে।
-
লোভ মানুষকে ধ্বংস করে দেয়। কোন কাজেই সফলতা আসে না লোভ থাকলে। ফরেক্স মার্কেটে সর্বনাশার প্রধান কারণ হলো লোভ। আমরা যে পরিমানে লোভ করি সেই লোভের জায়গাটি যদি শিক্ষা, ধৈর্য এবং অধ্যাবসায় দেই তবে ফরেক্সে সফলতা অর্জন করা কঠিন কিছু নয়। লোভ হলো একটি ফাদ। এই ফাদে যে পড়েছে সেই ধ্বংস হয়ে গেছে।
-
ফরেক্সে লোভের কোন যায়গা নেই। অতিরিক্ত মানুষকে ধ্বংশ করে থাকে। ফরেক্স থেকে ৯০% ট্রেডার ঝড়ে যায় শুধুমাত্র অতিরিক্ত লোভ করার কারনে। অতিরিক্ত লোভ না করে ধৈর্যের সাথে ট্রেড করে যেতে পারলে ফরেক্সে সফলতা সুনিশ্চৎ। ফরেক্সে যারা লোভকে নিয়ন্ত্রন করে ধৈর্যের সাথে ট্রেড করতে পেরেছেন তারােই আজ ফরেক্সে সফল ট্রেডার। ফরেক্সে অনেকেই আসক্ত হয়, তবে সেটা লোভের আসক্ত। লোভে আসক্ত হলে ফরেক্স আপনাকে ধ্বংস করে ছাড়বে। ফরেক্সে অতিরিক্ত লোভ কোনক্রমেই কাম্য নয়। সেটা আপনাকে নিঃশ্ব করে ছাড়বে।
বিশেষ করে নতুন ট্রেডাররা ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন না করেই বেশি মুনফা লাভের আশায়, রাতারাতি বড়লোক হওয়ার নেশায় বড় লটে ট্রেড নিয়ে বসে। কোন ধরনের মার্কেট এনালাইসিস না করেই ট্রেড নিয়ে বসে, ফলে লসের সম্মুক্ষীন হতে হয়। তাই ফরেক্সে অতিরিক্ত লোভ করা যাবে না। ফরেক্সের স্লোগান হতে পারে, “ফরেক্সে লোভকে না বলি”।
-
আপনি এটা দারুন থ্রেড াোপেন কোরেছেন ভাই।
আসলেই আমরা যদি লোভরে স্থান টি শুধুমাত্র ধৈর্য
কে দিতে পাতাম তাহলে হয়তো লস করতাম না।
কিন্তু ধর্যৈ কে বস করার মত একটি টেকনিকের
দরকার হয় যা সবার মাঝে থাকে না। আমরা তোো
মার্কেটে ঢুকেই আগে দেখি যে কোন দিকে আছে
ক্যান্ডেল আর কিছু আগে পরে না ভেবেই সোযা
ট্রে ড লাগিয়ে দেই।
-
ফরেক্স করতে হলে লোভ করা যাবে না । লোভ করলে ফরেক্স করে ফতুর হওয়ার সম্ভবনা থাকে । বরং ধৈর*্য দিয়ে শিখতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে । তাড়া হুড়া এবং লোভ দুটোই ফরেক্স ট্রেডে ক্ষতি কর । ফরেক্স ট্রেডে লোভ হবে এট স্বভাবিক ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের অনেক ধৈর্যবান হয়ে মার্কেটে ট্রেডিং করতে হবে, যদি আমরা ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় অভার ট্রেডিং করতে গেলে আমাদের একাউন্ট জিরো হয়ে যাবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ভাল প্রফিট করা যাবে বলে মনেকরি।
-
ফরেক্স থেকে আয় করতে হলে কোন প্রকার লোভ করা যাবে না। ফরেক্স এ যারা লোভ করে আসবে তারাই ফরেক্স থেকে লস করবেন। তাই কোন প্রকার লোভ না করে অনেক ধৈর্য্য ধরে ফরেক্স করুন দেখবেন আপনি সাফলতা অর্জন করতে পারবেন। এছাড়া আপনি যদি নিজের লোভকে নিয়ন্ত্রন না করতে পারেন তাহলে আপনি এই লোভবে কোন প্রকার প্রভাব না করে সেই লোভকে ধৈর্য্যতে পরিনত করুন দেখবেন আপনি ফরেক্স এর ভাল দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স থেকে সাফলতা অর্জন করতে পারবেন।
-
যেকোনো কাজের লোভ ধ্বংসের মূল আপনি যে কাজে লোভ করেছেন সেখানে ধ্বংস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফরেক্স এমন একটি স্থান। আমরা অধিকাংশ লোভের কারণে ধ্বংস হয়ে যায়। আসলে আমরা লোভকে পরিহার করতে পারি এবং আমরা ধৈর্য ধারণ করা ট্রেড করতে পারি তাহলে আমাদের ফরেক্স মার্কেট করে প্রফিট করা সম্ভবনা থাকবে অনেক বেশি।আসলে ফরেক্স মার্কেটে আছে যত বড় বড় ট্রেডার্স সবাই এই ধৈর্যধারণের মাধ্যমে বড় হয়েছে।আসলে প্রথম অবস্থায় কেউ এত বড় মাপের ট্রেডার ছিলনা তাই আমাদের প্রত্যেকটা ট্রেডারের উচিত ধৈর্য ধারণ করে ফরেক্স মার্কেটে টিকে থাকা।
-
আমরা এই ফোরামে অনেক পোস্ট দেখি যে লোভ নিয়ে । আর এটাও আমরা সবাই অবহিত আছি লোভের কারণে লসের পাল্লাটা এখানে শুধুই ভারি হবে । কিন্ত ঠিক কিভাবে লোভকে পরিত্যাগ কিংবা নিয়ন্ত্রন করব তা কোথাও আমি দেখলাম না । আসলে লোভ হল আমাদের একটা বদগুণ । কোন মানুষের পক্ষেই এই লোভকে সম্পূর্ণরুপে পরিহার করা সম্ভব হয় না । তাই আমি মনে করি লোভকে নিয়ন্ত্রন করা শিখতে পারলে তবেই লোভ থেকে আস্তে আস্তে দুরে সরে আসা যাবে । তবে লোভর স্থানটা দিতে হবে ধৈর্য্যকে । কারণ ধৈর্য্যর ফল হল মধুর চাইতেও মিষ্টি বেশি ।
-
ভাই আমি আপনার কথার সাথে একমত, যদি কেউ এই মার্কেটে লোভ করে আসে তাহলে সে কোন দিন সফলতার মুখ দেখতে পারবে না। তাই আমি মনে করি প্রত্যেক ট্রেডারের উচিত লোভকে পরিহার করা এবং পাশাপাশি ধৈর্য্যসহকারে মার্কেটের অবস্থান সম্পর্কে জ্ঞান অর্জন করা। যদি আপনি নিজেকে ধৈর্য্যের মাধ্যমে মার্কেটের সকল খুটিনাটি বিষয়গুলো সম্পর্কে দক্ষতা অর্জনে সক্ষম হতে পারেন তাহলে আপনি খুব দ্রুত এখানে ভাল মুনাফা উপার্জনকারী হতে পারবেন।
-
লোভের স্থানটা ধৈর্য্যকে দিলেই ফরেক্স ব্যবসায় সফলতা আনয়ন করা সম্ভব । যার যত বেশী ধৈর্য্য রয়েছে সে তত বেশী সফলকাম হতে পেরেছে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব মনে করি ফরেক্সে সফল হওয়ার জন্য আমাদেরকে লোভকে পরিহার করতে হবে। লোভ করলে ফরেক্সে লাভ করা যাবে যা। ফরেক্সে ট্রেড করতে হলে ধোয্য ধারন করতে হবে। আমাদেরকে লোভ নাকরে আধিক ধোয্য ধারন করে ট্রেড করতে হবে তাহলে আমরা সফল হুতে পারবো। প্রথমে ট্রেড করতে গিয়ে আপনি লস করতে পারেন এটা স্বাভাবিক তখন হাল ছেড়ে না দিয়ে ধোয্য ধারন করে ট্রেড করতে হবে তাহলে সফল হওয়া যাবে।
-
লোভের স্থানটা ধৈর্য্যকে দিলেই ফরেক্স ব্যবসায় সফলতা আনয়ন করা সম্ভব । যার যত বেশী ধৈর্য্য রয়েছে সে তত বেশী সফলকাম হতে পেরেছে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব
-
যদি লোভের স্থানকে ধৈর্য্যকে দেই তাহলে অনেকাংশে আমরা সফল হতে পারবো। কিন্তু আমরা তা করতে পারি না। আমরা সবসময় লোভ করি বেশি মুনাফার জন্য আর এই কারণেই আমরা সবসময় অনেক লস করে থাকি। আমার মনে হয় এই ব্যবসায় সফল হওয়ার জন্য আমাদেরকে লোভ ত্যাগ করতে হবে আর লোভের স্থলে ধৈর্য্য নিয়ে ট্রেড করতে হবে।আমাদের সবার কম বা বেশি আছে। কিন্তু যারা ভালো ট্রেডার তারা লোভ না করে দর্য্য ধরে ট্রেড করে। ধর্য্য ধরে ট্রেড করার কারনেই তারা লসে পরে না। লস সবাই করে। আপনি নিজেকে ধৈর্য্যের মাধ্যমে মার্কেটের সকল খুটিনাটি বিষয়গুলো সম্পর্কে দক্ষতা অর্জনে সক্ষম হতে পারেন তাহলে আপনি খুব দ্রুত এখানে ভাল মুনাফা উপার্জনকারী হতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার তাদের অতিরিক্ত লোভের কারনে ঝরে পড়ে যায়।তেমনি আবার যে সকল ট্রেডার তাদের লোভ নিয়ন্ত্রণ করে ধৈর্য্য সহকারে ট্রেড করে তারা আবার সফলতার মূখ দেখে।ফরেক্স মার্কেটে আপনাকে লোভের সাথে যুদ্ধ করতে হবে।কিন্তু এই যুদ্ধে খুব কম ট্রেডারা জয়ী হতে পারে।আবার যারা এই যুদ্ধে যারা জয়ী হয় তারা ফরেক্স মার্কেটে অনেক অর্থ উপার্জন করতে পারে।তাই আমাদের লোভ কে ত্যাগ করে ধৈর্য্য সহকারে ট্রেড করতে হবে।তবেই আমরা ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবো।
-
ত্যাগ জিনিসটা বড়ই কঠিন। কারণ আমাদের মত উন্নয়নশীল দেশের নাগরিক হয়ে , যারা অর্থনৈতিকভাবে সব সময় দূর্বল তাদের কাছে লোভ ত্যাগ করা বড় কঠিন। একদিকে যেমন লোভ ত্যাগ করা অত্যন্ত কঠিন কাজ- যেহেতু অর্থ প্রতিনিয়ত দরকার তাই । অপরদিকে লোভের স্থানে ধৈর্য্যকে দেওয়াটা আরো কঠিন। কারণ ধৈর্য্য ধারণ করাটাও বেশ কঠিন কাজ। তবে ইচ্ছা থাকলে উপায় হয়। আর ফরেক্সে সফলতা পেতে চাইলে অবশ্যই লোভের স্থানে ধৈর্য্যকে বসাতে হবে। না হলে নিজেকেই ফরেক্স থেকে বিদায় নিতে হবে। সত্যি কথা বলতে লোভ মানুষেকে খুব নিচে নামিয়ে দেয়। আর আমরা ভুলে যাই আমাদের নিজস্ব ব্যাক্তি সত্বাকে। তাই আমাদের উচিৎ লোভ কে ধর্য্যে পরিনিত করে, সামনের দিকে অগ্রসর হওয়া। তবেই আমরা সফলতার শীর্ষেে পৌঁছাতে পারবো বলে মনে করি।