দ্বিধা-দ্বন্ধের ট্রেড বন্ধ রাখুন
Quote:
Originally Posted by
TanjirKhandokar1994
ফরেক্স ট্রেডিং হলো এমন একটি মার্কেট যেখানে সব সময় মার্কেট মুভমেন্ট করে। এতে করে দেখা যায় যে মার্কেট একবার উপরে আসছে আবার নিচে আসছে এই ভাবে সবসময় মুভমেন্ট করছে। কিন্তু কেউ আছে মারকেটে দুই মুখি ট্রেড ওপেন করে রাখে যেমন বাই এবং সেল। এতে করে তার ভাগ্যের উপর নির্ভর করে এতে লস বেশি হয় এটা করা ভাল না আমি বলবো। কেননা এতে রিস্ক অনেক বেশি।
ট্রেড করি প্রফিট করার জন্য। একেক জন ট্রেডার একেক ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করে ট্রেড করেন। যেমন : আমার স্ট্র্যাটেজী কারো সাথে মিলে যাচ্ছে এমন কাউকেই আজও পাইনি। তবে উভয়মূখী ট্রেড করে অনেকেই খুব ভাল লাভ করে থাকেন কিন্তু আমি চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এতে অনেক রিস্ক থাকে এবং মার্কেটে অনেক সময় ব্যয় করতে হয়। এমন একটি ট্রেড ওপেন করতে চেষ্টা করি যে, সম্পূর্ণ নিশ্চিতভাবে কিছু প্রফিট থাকবে অথবা যদি লস হয় তবে লসের পরিমান খুব সামান্য কিন্তু লাভ হলে অনেক পিপস হত।