ফরেক্স ট্রেডিং করার সময় অনেক গুলো বিষয়কে গুরুত্ব দিয়ে ট্রেড করতে হয় তরি মাঝে প্রধান যে বিষয়টা আমি মনে করি তা হল আপনার একাউন্টে কি পরিমান ইকুইটি আছে সেই বিষয়টা ভেবে ট্রেড নেওয়া কারন আপনার বর্তমান ইকুইটি কম থাকার পরেও আপনি একটা বড় ট্রেড নিলেন এবং মার্কেট একটু বিপরীদে গিয়ে পজেটিভ হলেও তার আগে আপনার একাউন্ট জিরো হতে পারে। ধন্যবাদ।