আমি মনে করি বেশ কয়েকটা কারণে ফরেক্স মার্কেটে একজন ট্রেডার ক্লোজ করে থাকে, তা হল:
১/ফরেক্স সম্পর্কে প্রপার জ্ঞান ও অভিজ্ঞতার অভাব,
২/ফরেক্স এর ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্রাকটিসের অভিজ্ঞতা ও দক্ষতা না থাকা,
৩/সঠিক ভাবে এনালাইসিস মানি ম্যানেজমেন্ট ছাড়াই সিগন্যাল এর উপর ভিত্তি করে ট্রেড ওপেন করা.
৪/লোভ এর দ্বারা প্রভাবিত হয় অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেডিং করা.
৫/কোন একটি লস করার পরে ইমোশনকে নিয়ন্ত্রণ করতে না পেরে দ্রুত রিকভার করার আশায় না বুঝে ট্রেড ওপেন করা.
৬/স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার না করে ট্রেডিং করা,
৭/ধৈর্য ধরো না করা অর্থাৎ ধৈর্য ধারণ করা ছাড়া ইচ্ছা খুশিমতো যখন খুশি তখন ট্রেডিং করা. ইত্যাদি কারণেই বেশিরভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে থাকে.