-
প্রফেশনাল ট্রেডিং আমাদের ধৈর্যশীল হবার শিক্ষা দেয় । কারন আমি জানি ফরেক্স মার্কেটে টিকে থাকা এতো সহজ কাজ না । ফরেক্স খুব কঠিব কাজ । এখানে খুব সহজে লস হয়ে থাকে । তাই প্রফেশনাল ট্রেডিং আমাদের ধৈর্যশীল হবার শিক্ষা দেয়। তাছাড়া লোভকে নিয়ন্ত্রণ করার জন্য সহনীয় করে তোলতে শিখায়। এবং পাশাপাশি নিয়মিত প্রফিট করার পদ্ধতিগুলো শিখায়। আর এজন্য আপনাকে অবশ্যই সঠিক ও বাস্তম সম্মত ট্রেডিং কৌশল তৈরি করতে নিতে হবে এবং সঠিকভাবে মার্কেট এনালাইসিস করার মত জ্ঞান অর্জন করতে হবে।
-
ট্রেডার হিসেবে আপনাকে যেকোন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে টিকে থাকা শিখতে হবে । শিকারের উপর ঝাপিয়ে পড়ে, ঘাড় কামড়ে ধরে সে তার শিকার নিশ্চিত করে। আমরা যে যত বেশী অধ্যবসায়ই হতে পারব সে তত বেশী লাভবান হতে পারব । আমরা কখনোই এই ব্যবসা করতে গিয়ে ধৈর্য্য হারাবো না তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সব সময়ই এই ব্যবসাকে প্রফেশনাল ব্যবসা হিসেবে ধরে নেব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
ট্রেডে যতটুকু রিস্ক নিবো কমপক্ষে তার দ্বিগুণ যাতে আমরা প্রফিট করতে পারি। যেই ট্রেডে রিস্কের কমপক্ষে দ্বিগুণ রিওয়ার্ড নিশ্চিত হবে না ওই ট্রেড পরিহার করা উচিত। একটা ট্রেড নিয়ে ধৈর্যের সাথে অপেক্ষা করুন, প্রফিট বাড়তে দিন। লজিক্যাল লেভেল প্রফিট টার্গেট সেট করুন যাতে 2r নিশ্চিত হয়। এতে করে আপনার ১০ টা ট্রেডের মধ্যে ৫ টা প্রফিট হয় এবং ৫ টা লস হয় তবুও ওভারঅল আপনার প্রফিট থাকবে। আপনার ব্যাল্যান্স এর তুলনায় ১০% রিস্ক নিয়ে ট্রেড করলে আপনার একাউন্ট কখন ও ফাকা হবেনা।প্রফেশনাল ট্রেডিং আমাদের যে শিক্ষা দেয় তা হচ্ছে ধৈর্য্য ও আত্মবিশ্বাসী করে তোলে। এছাড়া আপনাকে লোভকে নিয়ন্ত্রণ করার জন্য সহনীয় করে তোলতে শিখায়। এবং পাশাপাশি নিয়মিত প্রফিট করার পদ্ধতিগুলো শিখায়। আর এজন্য আপনাকে অবশ্যই সঠিক ও বাস্তম সম্মত ট্রেডিং কৌশল তৈরি করতে নিতে হবে এবং সঠিকভাবে মার্কেট এনালাইসিস করার মত জ্ঞান অর্জন করতে হবে।
-
ফরেক্সে আমরা অনেক ট্রেডার এন্ট্রি নেওয়ার পর অস্থির হয়ে যায়, বাস্তবে একটা এন্ট্রি নেওয়ার পর আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে, মার্কেটে উত্থান-পতন থাকবে, আপনাকে সাঁতার কাটা শিখতে হবে, মার্কেট ২/১০০ পিপস এদিকসেদিক হলে আমরা অনেক হতাশ হয়ে যায়, এই মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে ধৈর্য ধরা শিখতে হবে তারপরে আসবে আপনার সফলতা
-
ফরেক্স মার্কেটে প্রাইস অ্যাকশন বা এলিয়ট ওয়েভ দিয়ে সহজ ট্রেডগুলো ধরতে পারবেন। কিন্তু তার আগে উক্ত বিষয়গুলোর উপরে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। আপনি যখন ট্রেড করবেন তখন অনেক ট্রেড সেটআপ আপনার চোখে পড়বে। কিন্তু সবগুলো সহজ ট্রেড হবে না। সিংহ আমাদের এই শিক্ষা দেয় যে মার্কেট থেকে ওই ট্রেডগুলো ধরতে হবে যেগুলোর লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। এতে করে আপনার লসের ট্রেডের সংখ্যা কমবে এবং লাভের ট্রেডের পরিমাণ বাড়বে। আর আপনি লাভবান হবেন। সাথে করে আপনি এখান থেকে আপনার স্বপ্ন পুরন করতে পারবেন।