-
ব্যবসা করতে গেলে আপনাকে লাভ লোকসান হিসাব করে ব্যবসায় বিনিয়োগ করতে হবে। সবসময় লাভ হবে এমনটা আশা করা যাবেনা আবার লসের পরিমাণ বেশি হবে এমনটাও ভাবা যাবে না।ডেমো অ্যাকাউন্ট এ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে তাহলেই সফল্ভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করে লাভবান হওয়া সম্ভব হবে ।
-
ফরেক্সে লাভ লস দুটিই আছে এখানে বাস্তবতা অনেক কঠিন সবাই প্রফিট অর্জন করতে পারে না। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে এনালাইসিসের মাধ্যমে ট্রেড ওপেন করতে হবে। যদিওবা লস হয় তবে ধৈর্য্য হারালে চলবে না মাথা ঠান্ডা রেখে আর একটা সুযোগ খুঁজে নিতে হবে লস রিকোভারি করার জন্য।
-
ফরেক্স মার্কেটে লস লাভ হবেই তবে লাভের থেকে লনের পরিমাণ বেশি হলে তা খুটিয়ে দেখা যে কি কারণে মার্কেটে লস হলো সেই লসের বিষয়টি ভালো ভাবে পর্যবেক্ষণ করা। আর ডেমো একাউন্টে বেশী বেশী প্রকটিস করা যাতে ট্রেডিং এর কিছু কিছূ কারণ খুজে পাওয়া যায় যে কি কারনে লস হলো। এবং নিউজ টাইম ফলো করে ট্রেড করা। ধৈয্য ধারন করে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা ।
-
লস হবেই,কিন্তু লস হলে আমাদের লস এর কারন বের করতে হবে এই খান থেকে এবং সেম লস জেনো আমরা আবার না করি সেই দিক খেয়াল ও রাখতে হবে,এবং লস হলে লস রিকোভার এর চেষ্টা করতে হবে। লসটা কেন হল সেটা নিয়ে আনালাইসিস করতে হবে, ডেমো অ্যাকাউন্ট এ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে তাহলেই সফল্ভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করে লাভবান হওয়া সম্ভব হবে ।
-
লস হলে প্রথম যে ধাপগুলো করণীয় । নিম্নে সেগুলো দেওয়া হল :
(১) কি কারণে লস হল তা অনুসন্ধান করা ।
(২) ধৈর্য্য ধারণ করে মার্কেট এ্যানালাইসিস করা ।
(৩) নিউজ ভালোভাবে দেখা ।
(৪) ডেমো বেশী বেশী করে মার্কেটের উপর ধারণা আনা ।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে লস করে করেই ট্রেডিং কৌশলগুলো আয়ত্ব করতে হয়৷তাই লস হলে অবশ্যই লসের কারনগুলো জানার চেষ্টা করবেন,ভালো ভাবে মনোযোগ দিয়ে স্টাডি করবেন৷অনলাইনের বিভিন্ন সোর্স থেকে ফরেক্সের খুঁটিনাটি সব বিষয় শিখতে ও দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস করার চেষ্টা করবেন৷ফরেক্স মার্কেটে নতুন অদক্ষ ট্রেডারগণ লস করবেই...এটাই স্বাভাবিক৷
-
লস হওয়ার জন্য কতগুলো বিশেষ কারণ রয়েছে। সেই কারণগুলো প্রথমে সংশোধন করে নিতে হবে তাহলে লাভবান হওয়া সম্ভব হবে। কারণ গুলো নিম্নে আলোচনা করা হলঃ
১। অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে
২। লোভ করা যাবে না
৩। ফরেক্সে সম্পর্কে এনালাইসিস করতে হবে
৪। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে
৫। ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করতে হবে
৬। ফরেক্স ট্রেডিং করতে হবে
৭। নিউজ গুলো অনুসরণ করতে হবে
-
ভাই লস হলে কখনই হতাশ হবেন না। আমরা লস করি নিজের ভুলের কারনে। কিন্তু তারপর আরও বেশি লস করি সেই লসটাকে তাড়াতাড়ি রিকভার করার জন্যে, আর এটাই হলো আমাদের সবচেয়ে বড় ভুল। তাই আপনার উচিত হবে সঠিক জায়গাতে ট্রেডের এন্ট্রি নেওয়া, এবং ধৈর্য্য সহকারে অপেক্ষা করা মার্কেটে আপনার ট্রেডের পজিশন ক্রিয়েট না হওয়া পর্যন্ত।
-
আপনি যদি ফরেক্স মার্কেটে অধিক লস করে থাকেন তাহলে ট্রেড করা থেকে ১/২ দিন বিরত থাকুন। বিশেষ করে মাথা গরম করে এই মার্কেটে ট্রেড কোনদিন সফল হতে পারবেন না বরং লাভের চেয়ে ক্ষতিই বেশি করবেন। কারণ মাথা গরম থাকলে আপনার চিন্তা সব সময় কাজ করবে কিভাবে লস করা যায় আর সেই চিন্তাই ওভার ট্রেডিং শুরু করতে পারেন আর এভাবে ট্রেডিং করতে গেলে আপনি বেশির ভাগই ভুল সিদ্ধান্ত নিবেন আর সে কারণেই লসটা বেশি হবে। অতএব যদি লস কমাতে চান তাহলে আপনাকে অবশ্যই ঐদিনের জন্য ট্রেডিং কৌশল বন্ধ রাখাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি মনে করি।
-
যখন কোনও ক্ষতি হয়, সমস্ত ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত দুঃখের মুহূর্ত এবং আমরা এটি কোনও সময়ে এড়াতে পারি না। তবে লোকসান হ'ল ফোরেক্স ট্রেডিং ব্যবসায়ের অংশ এবং বড় ক্ষতি এড়াতে যখন আমাদের ক্ষতি হয় তখন আমাদের তা গ্রহণ করা উচিত। এই পৃথিবীতে যে কোনও কিছুতেই কেবল লাভ করা সম্ভব নয়, তবে ক্ষতির পরিমাণ আরও কম হওয়া উচিত সে সম্পর্কে আমাদের সতর্ক থাকা উচিত।
-
সেহেতু এখানে লাভ লস দুটোই বিদ্যমান থাকবে এটাই স্বাভাবিক। লস বা লোভ হল যেকোনো ব্যবসারই বৈশিষ্ট্য । ফরেক্স মার্কেটে ও ট্রেড করে লস হতেই পারে সেক্ষেত্রে ধৈর্যহারা হলে চলবে না । লসটা কেন হল সেটা নিয়ে আনালাইসিস করতে হবে। ডেমো অ্যাকাউন্ট এ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে। ফলে আমার লস আরো বেশি হয়ে যেতো। কিন্তু এই ক্ষতির থেকে তখন শিক্ষা পেলাম যে, লস হলে আবেগ বশত কোন কিছু করা সব থেকে বড় বোকামি। এখন আমি ট্রেডে লস করলে মার্কেট এনালাইসিস না করে কোন ভুল সিদ্ধান্ত নেই না। অপেক্ষা করি মার্কেট মুভমেন্ট এর জন্য।
-
ফরেক্স মার্কেট লস হবে এটা একটি স্বাভাবিক বিষয় মনে করতে হবে। আমরা সবাই জানি ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। তাই লস হলে দুঃখ প্রকাশ না করে লসের কারন ফাইন্ড আউট করতে হবে। তারপর তা এনালাইসিস করে তা সমাধান করে তারপর ট্রেড করা উচিত। মন খারাপ বা দুঃখপ্রকাশ কখনো কোন সমস্যার সমাধান করতে হবে। ডেমো একাউন্টে অনুশীলন করার কোন ঘাটতি রাখা যাবে না।
-
ফরেক্স মার্কেটে কিছু লস হতে পারে, তাই বলে ভেঙ্গে পড়া যাবে না। বরং এখান থেকে উত্তরনের পথ খুজে বের করতে হবে। ফরেক্স মার্কেটে লস হলে সর্বোপ্রথমে লসের কারন ও দুর্বলতাগুলো খুজে বের করতে হবে। সে অনুযায়ী ভুলগুলো সংশোধনের জন্য বেশি বেশি ভিডিও ও টিউটোরিয়াল দেখতে হবে। মার্কেট এনালাইসিস করতে হবে। বেশি বেশি ডেমো প্রাকটিস করতে হবে। মার্কেটে এসেই আপনি সফলতা অর্জন করবেন ব্যাপারটা এমন করে ভাবা যাবে না। প্রথমিক পর্যায়ে আপনি যতগুলো ট্রেড নিবেন দেখা যাবে তার ৫০% আপনি লস করছেন। চেস্টা করে যেতে হবে এই % যেনো ৫৫% বা ৬০% এ উন্নিত করা যায়। ৬০% ট্রেডে ভালো করলে ধরে নিতে পারেন নিঃশন্দেহে আপনি একজন ভালো ট্রেডার। তাই হতাশ না হয়ে ধৈর্য ধরে নিষ্ঠার সাথে ট্রেড করে যান, সফলতা একদিন ধরা দিবেই।অন্য লোকের মতামতকে পপ আপ করতে চাই না কারণ এটি আপনার অর্থের পরিবর্তে অন্য ব্যক্তির মতামতের কারণে আপনার অর্থটি হারাবেন না এবং আপনার নিজের বিশ্লেষণের জন্য যাওয়া উচিত এবং জিনিসগুলি এত ভালভাবে পরীক্ষা করা উচিত যাতে আপনার উচিত হয় না পরে আফসোস করুন এবং তারপরে আপনার দক্ষতার উপর বিশ্বাস রেখে ব্যবসায়ের জন্য যান।লসটা কেন হল সেটা নিয়ে আনালাইসিস করতে হবে, ডেমো অ্যাকাউন্ট এ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে তাহলেই সফল্ভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করে লাভবান হওয়া সম্ভব হবে ।
-
ফরেক্স মার্কেটে প্রাথমিক পর্যায়ে লস হলে সাধারণত আমি ট্রেড বন্ধ রাখি কারণ আমি একই সময় যখন পরপর ট্রেড ওপেন করে থাকি তখন আমার লস আরো বেশি হতে থাকে কারণ ওই সময়টিতে আমার ভালো কোন ডিসিশন তো পাইনা বরং এর থেকে আমার একাউন্ট ক্ষতিগ্রস্ত হতে থাকে তাই যখন লস হবে তখন অবশ্যই ট্রেড বন্ধ রাখতে হবে এবং বেশি বেশি করে কারেন্সি গুলো দেখতে হবে এনালাইসিস করতে হবে যাতে করে এই কারেন্সি সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান ও ধারণার অর্জন করতে পারি
-
লস হওয়াটা সাভাবিক ব্যাপার। কিন্তু নিয়ম মাফিক বিষয় হলো লসের সময় কিছু কিছু বিষয় মাথায় রাখা এতে করে বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। লসের সময় ট্রেড থেকে বিরত থাকা। ধৈর্য ধারণ করে অপেক্ষা করা। নিউজ ফলো করা, বেশি বেশি করে মার্কেট এ্যানালাইসিস করা। িএভাবে নিজের লসকে পুন:রায় ফেরত না আনা পর্যন্ত অপেক্ষা করা। তবেই বড় ধরনের লসের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব
-
ফরেক্স যেহেতু একটি ব্যবসা সেহেতু এখানে ক্ষতি হতেই পারে। কারণ মুনাফা যেমন এই ব্যবসার একটি অংশ তেমনি ক্ষতিও এই ব্যবসার একটি অংশ। তবে হ্যা আপনি যদি ক্ষতি করে থাকেন তাহলে আপনার ট্রেড করা বন্ধ করে দিবেন আর খুজে বের করবেন ঠিক কি কারণে আপনার ক্ষতিটা হয়েছে। আমার মতে এটা বের করা খুব জরুরী, কারণ এটা বের করতে পারলে পরবর্তীতে আপনি খুব সহজেই এটা এড়িয়ে চলতে পারবেন ফলে একই কারণে আপনাকে আবার ক্ষতির মুখ দেখতে হবে না।ফরেক্স মার্কেটে ট্রেড করতে গিয়ে কোনো ট্রেড লচের সম্মুখীন হলে আমাদের যা করা উচিত তা হলো,,, কি কারনে উক্ত ট্রেডটি লচের সম্মুখীন হলো সেই কারনটা খুঁজে বের করা এবং পরবর্তী ট্রেড ওপেন করার আগে মার্কেট ভালো করে এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করা । সেই সাথে আমাদের উচিত ধৈর্য্য ধারণ করে টিকে থাকা,,,,, ধন্যবাদ ।
-
সকলেই লস করে এটাই স্বাভাবিক বরং লস না করা অস্বাভাবিক।ফরেক্ মার্কেটে লস করে করেই ট্রেডিং কৌশলগুলো আয়ত্ব করতে হয়৷তাই লস হলে অবশ্যই লসের কারনগুলো জানার চেষ্টা করবেন,ভালো ভাবে মনোযোগ দিয়ে স্টাডি করবেন৷অনলাইনের বিভিন্ন সোর্স থেকে ফরেক্সের খুঁটিনাটি সব বিষয় শিখতে ও দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস করার চেষ্টা করবেন৷ফরেক্স মার্কেটে নতুন অদক্ষ ট্রেডারগণ লস করবেই এটাই স্বাভাবিক৷
-
লস হলে প্রথম যে ধাপগুলো করণীয় । নিম্নে সেগুলো দেওয়া হল :
(১) কি কারণে লস হল তা অনুসন্ধান করা ।
(২) ধৈর্য্য ধারণ করে মার্কেট এ্যানালাইসিস করা ।
(৩) নিউজ ভালোভাবে দেখা ।
(৪) ডেমো বেশী বেশী করে মার্কেটের উপর ধারণা আনা ।
যারা সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড করে তারা অবশ্যই লসের কারনগুলোও খুজে বের করে। লসের কারন যদি খুজে বের না করা যায় তবে লস এড়ানো কখনোই সম্ভব।