অনেকে অনেক রকম ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেড করে তবে আমার কাছে যে ইন্ডিকেটরটি সব চেয়ে ভালোলাগে ক্তা হচ্ছে প্যারাবোলিক সার । এই ইন্ডিকেটরটি অনেক ভালো কাজ করে । এই একোটা মাত্র ইন্ডিকেটর এনালাইসিস করেই আপনি অনেক ভালো ফল পেতে পারেন ।তবে শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিত নয় । সাথে অবশ্যই আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে । আর মানি ম্যানেজমেন্ট মানতে হবে ট্রেড করার সময় ।