ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিট করার প্রধান অন্তরায় বা ফাঁদ হলো আমাদের ভেতরের লোভ৷এই লোভে পরেই আমরা ফরেক্স মার্কেটের নিয়ম শৃঙ্খলা কিছুই মানতে পারিনা৷বেশি লাভের লোভে পড়ে আমরা প্রায়ই ওভার ট্রেড করি,শর্ট ট্রেড করি,অল্প সময়ে দ্রূত প্রফিট করতে চেষ্টা করি৷ফলে একসময় লুজার হয়ে আমাদেরকে মার্কেটই ছাড়তে হয়৷