Originally Posted by
Shimul77
ডেমো অ্যাকাউন্টে লাভ করে না এরকম ট্রেডার খুঁজে পাওয়া মুশকিল। ফরেক্স শেখার শুরুতেই কোন ট্রেডার যখন ডেমো ট্রেড শুরু করেন, তখন লাভের সাগরে সাতার কাটতে থাকেন। কিন্তু যখনই ডেমো অ্যাকাউন্টের সাফল্য দেখে আমরা দ্রুত রিয়েল ট্রেড শুরু করে দেই, তখনই রিয়েল ট্রেডিংয়ে দেখা যায় উল্টো অবস্থা। কিছু কিছু ট্রেডার ভাগ্যক্রমে প্রথমে লাভের দেখা পেলেও, পরে অ্যাকাউন্ট শুন্য করে ফেলেন। আর কিছু ট্রেডার একেবারেই লাভের দেখা পান না। তাহলে আসলে কাহিনী কি? এখানে কি ব্রোকারের কোন কূট চাল রয়েছে? ডেমো সহজ আর রিয়েল কঠিন? নাকি এটা আমাদের নিজেদের মানসিকতার দোষ? ডেমোতে আমরা এমন কিছু করি, যা রিয়েল ট্রেডিংয়ে করি না? আবার রিয়েলে করি, যা ডেমোতে করি না?