একটা পেশা তখনই সম্মান জনক হিসাবে গড়ে ওঠে য়খন সেই পেশা থেকে মানুষ তার সার্বিক উন্নতি এবং পরিবারকে স্বচ্ছলতার সাথে চারাতে সক্ষম হয়।
Printable View
একটা পেশা তখনই সম্মান জনক হিসাবে গড়ে ওঠে য়খন সেই পেশা থেকে মানুষ তার সার্বিক উন্নতি এবং পরিবারকে স্বচ্ছলতার সাথে চারাতে সক্ষম হয়।
ফরেক্স একটি সম্মান জনক পেশা।
ফরেক্স পেশা হিসেবে অবশ্যই সম্মান জনক। অনেক এ অনেক পেশাই আছে সবাই তার পেশা মন দিয়া করে। কিন্ত আমি জানি না কে কে তার পেশাই অনিয়ম করে না । কিন্তু ফরেক্স এ অনিয়ম করার কিছু নাই। আপনি একদম ফ্রেশ। কেও আপনাকে বলতে পারবে না যে আপনি অনিয়ম বা বেআইনি কিস করতে সেন। অনেক এ হয়ত বলবে আপনি জুয়া খেলতেচেন। কিনতু আমি বল্বু আপনি তো কাও কে পতারনা করেন নি । তাই আমার কাচে ফরেক্স ভাল।
আমি মনে করি ফরেক্স যতেষ্ঠ সম্মান জনক একটি ব্যবসা কারন এখানে নিজের ব্যাক্তি স্বাধীনতা বজায় রেখে ভালো পরিমানে আয় করার সুযোগ থাকে। ধন্যবাদ।
সব পেশাই সম্মান জনক। সেক্ষেত্রে ফরেক্স কেন নয়? আমি মনে করি ফরেক্স ও একটি সম্মান জনক্ পেশা। তবে এটি এখনও ততটা জনপ্রিয় হয়ে উঠেনি।
দেখুন আমাদের সমাজে অর্থের অনেক সম্মান। ফরেক্স একটি আউটসোরসিং কারন আপনি আন্তর্জাতিক বাজারে ট্রেড করে অর্থ আয় করছেন। আপনি যদি নিয়মিত আয় করেন এবং পেশা হিসাবে গ্রহন করেন তবে এটি আপনাকে সচ্ছলতা দিতে পারে। এতে আপনা সম্মান বাডবে।আপনি নিজের সম্মান নিজে বাডাচ্ছেন এর থেকে ভাল কি কিছু হতে পারে।
আমার মনে হয় ফরেক্স পেশা হিসেবে অনেক সম্মানজনক । ফরেক্স ট্রেডিং একটা আন্তর্জাতিক অনলাইন মুদ্রা ক্রয়-বিক্রয় এর ব্যবসা, যা থেকে অধিক লাভ অর্জন করা সম্ভব, এটা থেকে শুধু আয়ই করা যায় না বরং ফরেক্স কে আপনি একটা ভালো পেশা হিসেবে নিতে পারবেন ।
আমার মতে ফরেক্স একটি সম্মানজনক ব্যবসা। কিন্তু আমাদের দেশের মানুষ এটাকে ঠিক সম্মানের চোখে দেখে না। অনেক শিক্ষিত লোক আছেন যারা নিজে রাই ফরেক্স করেন এবং ভালো আয় করেন কিন্তু বেকার তারপরও তারা চাকুরী খুজেন। আমি জানি না কেন আমার দেশের লোক একে একটা ভাল চাকুরী বা ব্যবসা মেনে নিতে পারেন না। কিন্তু ইংল্যান্ডে ২০-২৫ % লোক ফরেক্স করে তাদের জীবন যাপন করেন। আমরা করলে কেন এটা সম্মানের হবে না।
পেশা হিসাবে আমি মনে করি ফরেক্স হচ্ছে সব থেকে বেশী সম্মানজনক কারন এখানে এই পেশা হচ্ছে একটি আন্তর্জাতিক পেশা আর এখানে তুলনা মুলক ভাবে সম্মান ও বেশী পাওয়া যায় তাই আমি মনে করি ফরেক্স করে আমরা এখানে অনেক সহজেই সফলতা লাভ করতে পারি ।
ফরেক্স একটি লাভ জনক ব্যবসা.এদেশে এর জনপ্রিয়তা আছে.সময়ের পরির্বতনে এর জনপ্রিয়তা আরো বেড়ে চলছে. এ পেশায় কোন চাপ নেই ,কারো কোন কতৃত্য নেই .এটি সম্পূর্ণ আপনার উপর. তাই আমি মনে করি এটি একটি সম্মান জনক পেশা যা যে কেউ বেছে নিতে পারে .
ফরেক্স ব্যাবসা একটি লাভজনক এবং সম্মানজনক ব্যাবসা। এখানে আপনি দক্ষতা থাকলে আপনার ভাগ্যকে সহজেই গড়ে নিতে পারবেন। আমি মনেকরি ফরেক্স ব্যাবসা অন্য সকল ব্যাবসা থেকে সম্মানজনক। তবে ফরেক্সে কাজ করতে হলে ধৈর্যের প্রয়জন।ধন্যবাদ
একজন ব্যবসায়ী যখন যে ব্যবসা করুক না কেন তিনি যদি লাভ অর্জন করতে না পারেন তবে তাকে তার আশে পাশের লোকজন সম্মান দিবে না এটাই স্বাভাবিক। বর্তমানে আপনি ফরেক্স ব্যবসাকে আপনার পেশা হিসেবে গ্রহন করে প্রচুর অর্থ আয়ের মাধ্যমে নিজেকে সম্মানী ব্যাক্তি হিসেবে পরিচিতি লাভ করাতে পারেন।
যেহেতু ফরেক্স হল অনলাইনের মাধ্যমে পরিচালিত একটা স্মার্ট ব্যবসা যেখান থেকে দক্ষতা থাকলে প্রচুর আয় করা যায় তাই আমি মনে করি ফরেক্স অনেক সম্মান জনক একটা পেশা। ধন্যবাদ।
মানুষ যে ব্যবসা থেকে আর্থিক ভাবে লাভবান হতে পারে সে ব্যবসাকেই সম্মানজনক মনে করে। ফরেক্স ব্যবসা থেকে যেহেতু আর্থিকভাবে লাভবান হওয়া যায় তাই এই ব্যবসাটিও সম্মান জনক। তবে বাংলাদেশের মানুষ এই ব্যবসা সম্পর্কে কম জানে তাই ফরেক্স ব্যবসায় বর্তমান সম্মান জনত অবস্থা সম্পর্কে মানুষের ধারণা নেই ।
সম্মানজনক পেশার মধ্যে উল্লেখ্যযোগ্য হিসেবে ফরেক্স কে আমিও সম্মান করি। কেননা আমার দৃষ্টিতে সবচাইতে সম্মানজনক পেশার মধ্যে ফরেক্স অন্যতম।ফরেক্স ট্রেডিং সম্পূর্ন অনলাইনভিত্তিক।বাস্তবে কারও সাথে ঝামেলায় জড়ানোর দরকার হয় না।সঠিকতা বজায় না রাখলে ব্রোকারেরা সম্মতি দেয় না।নিজের পুজি দিয়ে নিজে একার মত একা ব্যবসায় করতে হয়।সাফল্যের এবং ব্যর্থতার দায়ভার সম্পূর্ন নিজ কাধে থাকে।এসবকিছু বিবেচনায় আমার দৃষ্টিতে ফরেক্স ব্যবসা সম্মানজনক ব্যবসা।
ফরেক্স ট্রেডিং অন্যান্য কাজগুলোর মতই একটি কাজ যেখানথেকে আমরা অতি সহজেই টাকা উপার্জন করতে পারি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বলতে গেলে ফরেক্স ট্রেডিং তরুনদের মাঝে অনেক জনপ্রিয় হয়ে উটছে দিনে দিনে কিন্তু আমাদের পারিবারিক প্রেক্ষাপট দেকলে বলতে হয় যে ফরেক্স সবার কাছে এখন ও তেমন জনপ্রিয়তা পায়নি সবাই ফরেক্স সম্পর্কে জানতে পারলে অবস্যই ফরেক্স একদিন সেরা একটি প্রফেসন হবে বাংলাদেশে
ফরেক্স একটি আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বাজার। এখানে ট্রেড করলে আপনি বৈদেশিক মুদ্রা সম্পর্কে অনেক অবিহত হতে পারবেন। ফরেক্স বর্তমানে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। প্রায় সকল দেশের মানুষই ফরেক্স বাবসায় মেতে উঠছে। তাই আমি মনে করি পেশা হসেবে ফরেক্স খুবই সন্মানজনক। ধন্যবাদ
আমার মনে হয় পেশা হিসেবে ফরেক্স বেশ সম্মানজনক পেশা । ফরেক্স ট্রেডিং বাসায় বসেই করা যায়, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাই পরিবারকে প্রচুর পরিমানে সময় দেওয়া যায়।
ফরেক্স একটি আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বাজার। এখানে অনেক টাকা প্রতিদিন ইনভেস্ট হয়। প্রায় ট্রিলিয়ন ডলারেরও বেশি। যারা বুদ্ধিমান তারাই ফরেক্স করে থাকে। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং খুবই সন্মানজনক। ধন্যবাদ
আমার মনে হয় পেশা হিশেবে ফরেক্স অনেক সন্মান জনক। কারন ফরেক্স থেকে আমরা আমাদের মেধা ও শ্রম এর বিনিময় এ টাকা উপার্জন করে থাকি। আর আমরা অন্য যেকোন কাজের পাশাপাশি ফরেক্স থেকে ইনকাম করতে পারি। আমি আমার পড়ালেখা শেষ করে ফরেক্স ফুল টাইম হিসেবে নিয়েছি। আর আমি ফরেক্স করতে পেরে অনেক আনন্দিত। কারন ফরেক্স আমাকে ঘরে বসে অনেক টাকা আয় করার সুযোগ করে দিয়েছে।
ফরেক্স-কে আমি একটি সম্মানজনক পেশা হিসেবেই মনে করি । কেননা, বিচক্ষন ও বুদ্ধিমানরাই মূলত এখানে ব্যাবসা করে থাকে । আর এটা কোন সাধারন প্লাটফর্ম নয় । এটি একটি ইন্টারন্যাশনালি প্লাটফর্ম যেখানে প্রতিনিয়ত ট্রিলিয়ন ডলারেরও বেশি ডলার ইনভেস্ট করা হয় ।
ফরেক্স বিজনেস হচ্ছে আমার আপনার জন্য একটি সম্মানজনক বিজনেস কারন ফরেক্স বিজনেস একটি অনলাইন বিজনেস এই ফরেক্স বেবশা আপনি ঘরে বসেই এই বিজনেস করতে পারেন আমরা যদি ফরেক্স এ কাজ করি তাহলে আমরা ফরেক্স শম্মন্ধে শবকিছুই বুঝতে পারব এই ফরেক্স বেবশা করে ঘরে বসে অনেক টাকা ইনকাম করা যায় এজন্য পেশা হিশাবে ফরেক্স অনেক শন্মাঞ্জনক বেবশা বলে আমি মনে করি।
পেশা হিসাবে ফরেক্স বাংলাদেশে ততাটা সম্মানজন হয়েউঠেনি কারন এখনো ফরেক্স বাংলাদেশর সব অঞ্চেলে পেৌছেনি আর এটি সর্ম্পকে কম মানুষই জানে আর ফরেক্স ভবিষ্যতে ভালে একটি স্থানে পেৌছাবে বলে আমি মনে করি তাই ফরেক্স থেকে বাংলাদেশের বেকার সমাজ অনেক সুবিধা নিতে পারে তারা চাকুরির অভাবে না ঘুরে যদি ফরেক্স করে সাফ্যলতা বয়ে আনতে পারে তাহলে আনেক ইনকাম করতে পারে যা তার যেৌগাতা অনুসালে চাকুরিতে পাওয়া অসম্ভবই বলা যায়। তাই পেশা হিসাবে ফরেক্স সহায়ক না হলেও ফরেক্স ভবিষ্যতে অনেকাই সম্মান অর্জণ করবে বলে আমি মনে করি।
আমি মনে করি ফরেক্স বিজনেস যথেষ্ট সুন্দর এবং সম্মানজনক। এখানে কাজের বিনিময়ে উপার্জন করা যায়। পার্ট টাইম এবং ফুল টাইম দুটোতেই কাজ করার সুবিধা রয়েছে। বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে যে কেউই পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স ট্রেডিং আপনি বাসায় বসেই করতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাই পরিবারকে প্রচুর পরিমানে সময় দেওয়া যায়।
ফরেক্স ব্যাবসা অবশ্যই একটি সন্মানজনক পেশা। কারণ ফরেক্স হচ্ছে এমন একটি ব্যাবসা যার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে মুদ্রা লেনদেন করা হয়। এটা করার মধ্য যথেষ্ট বুদ্ধির প্রয়োজন আছে যা সবার দারা সম্ভব না। তাই আমার কাছে ফরেক্স যথেষ্ট সন্মানজনক পেশা।
পেশা হিসেবে ফরেক্স ট্রেডিং খুবই সন্মানজনক। ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বাজার। এখানে বৈদেশিক মুদ্রার বেচা কেনা করা হয়। আপনি এখানে ট্রেড করে প্রচুর প্রফিট করতে পারবেন এমনকি তা ঘরে বসেই। ফরেক্সে ট্রেড করার জন্য কারও কাছে যেতে হয় না। ধন্যবাদ
ফরেক্স হচ্ছে বর্তমানে সবচেয়ে বিশাল মাঠ ঝুরে একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার। এখানে যুক্ত হয়ে আমরা প্রথমেই বলতে পারব যে আমি একজন আন্তর্জাতিক বিজনেস মার্কেটের সদস্য । ফরেক্স দ্বারা আমরা আমাদের বেকারত্ব দূর করে নিজেদের পরিবারকে এবং দেশ কে ও অর্থনৈতিক ভাবে হেল্প করতে পারি। তাছাড়া ফরেক্স জানিয়া বা শিখিয়ে আমরা সমাজের আরও মানুষ কে কর্ম মুখি করতে পারি। আর যে কাজ দ্বারা সমাজের উন্নয় হবে সে পেশায় সব পেশার উপরে থাকবে ,ফরেক্স ও ওই রকম সম্মানজনক।
পৃথিবী যত ধরনের কাজ আছে সব ধরনের কাজেই সম্মান জনক । আমি মনে করি ফরেক্স একটি আন্তর্জাতিক মার্কেট যেখানে টাকা উপার্জন করা যায়। এখানে অভিজ্ঞা অর্জন করতে হয় এবং চিন্তা শক্তি দিয়ে কাজ করতে হয়। নিজের যেমন অভাব দুর করা যায় তেমনি ভাবে পরিবারকে সাহায্য করা যায়। আসলে ফরেক্স একটি সম্মন জনক কাজ ।
পেশা হিসাবে ফরেক্স যথেষ্ট সম্মান জনক একটা পেশা। ফরেক্স এ কোন ঝামেলা নাই। ফরেক্স সম্বন্ধে একটু চচা' করলে বেশি বেশি ডেমো ট্রেড করলে ফরেক্স মাকে'টে বেশ প্রফিট করা যায়। ফরেক্স ব্যাবসা নিজের বাসায় অফিস আদালত সব খানেই এই পেষায় সময় দেওয়া যায়।
আমার মতে ফরেক্স ট্রেডিং করা যতেষ্ট সম্মান জনক একটা পেশা কারন একজন ফরেক্স ট্রেডার নিজের কাজে সম্পুন্ন স্বাধীন তাকে তার কাজের জন্য কোন রুপ জবাব দিহিতা করতে হয়না আবার ফরেক্স ট্রেডিং হতে প্রাপ্ত আয়ও কম নয় একজন অভিজ্ঞ ট্রেডার পর্ষাপ্ত বিনিয়োগ করলে ফরেক্স মার্কেট হতে নিজের চাহিদা মাফিক আয় করতে পারে কাজেই ফরেক্স ট্রেডিং পেশা হিসাবে বেশ মর্ষাদাপুর্ন। ধন্যবাদ।
য কোন কাজ ই সম্মাঞ্জানাক, আর এটা তো অতি অবশই। ফরেএক্স ট্রেডিং এর মাধমে নিজের, সমাজ এর, জাতি, ধরম নির্বিশেষে সবার ই অর্থনীতি র ওপর ভাল প্রভাব পরে, টায়ে এটা অত অবশই সম্মান জনক। এটা ভাল মতো করতে পারলে শুধু য লভে হয়ে, সেতা তো আছেই, টার সাথে এতার মাধ্যমে ভবিষ্যৎ ও সুরক্ষিত করতে পারবেন।
ফরেক্স সত্যিই অনেক লাভজনক । ফরেক্স থেকে আমরা অন্য যেকোন চাকুরী বা ব্যাবস্যার থেকে বেশি লাভ করতে পারি । আমরা পেশা হিসেবে ফরেক্সকে গ্রহন করতে পারি আর এজন্য আমাদেরকে খুব সাবধনতা অবলম্বন করে ফরেক্স করতে হবে । ফরেক্স থেকে আমরা অনেক ভালো কিছু করতে পারব আমি এটা মনে প্রানে বিশ্বাস করি আর এই জন্য আমি নিজেই এর পিছনে লেগে আছি আর থাকব । আপনি যদি ফরেক্সকে পেশা হিসেবে গ্রহন করেন তাহলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনেই ট্রেড করতে হবে । তানাহলে আমরা কেউ ফরেক্সে সফলভাবে টিকে থাকতে পারব না ।
পেশা হিশাবে ফরেক্স যে সন্মাঞ্জনক সে টা আমি জানতাম না। ফরেক্স পেশা হিসাবে আসলেই সন্মাঞ্জনক । যেকেহ ফরেক্স কে পেশা হিসাবে নিতে পারে এবং ভাল উপারজন করে সাচ্ছন্দে জীবন জাপন করা যাবে নিঃসন্দেহে। এবং আমি দুইএক জন কে চিনি যারা ফরেক্স কে পেশা হিসাবে নিয়ে যথেষ্ট ভাল ভাবে জীবন যাপন করছে।
ফরেক্স অবশ্যই একটা সম্মানজনক পেশা এবং এখানে অসম্মানের কিছু নেই বললেই চলে । যদিও ফরেক্স এখনো আমাদের সমাজে স্বিকৃতি পায়নি । কিন্ত তাই বলে বাংলাদেশের হাজারো ট্রেডারের অগ্রযাত্রা থেমে নেই । এখান থেকে অনেক বেকার অসহায় মানুষ বাঁচার দিশা খুঁজে পেয়েছে । আর্থিকভাবে স্বাবলম্বি হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ফরেক্স এর ভূমিকা অপরিসীম । এখানে কাজ করে যে কেউ সম্মানের সাথে জীবন ধারণ করতে পারবে ।
পেশা হিসেবে ফরেক্স একটি ভাল মাধ্যম ও সম্মানজনক একটি পেশা এবং আমি মনে করি ফরেক্স আধুনিক ব্যবসা । যা
আপনে ইচ্ছা মত করতে পারেন । ফরেক্স করতে আপনাকে কোন ইনভেস্ট করতে হয় না আপনে ফরেক্স এ ফোরাম পোস্টিং আর কাজ করে
ফরেক্স ট্রেড করে টাকা ইনকাম করতে পারেন ।
পেশা হিসেবে ফরেক্স অনেকটা সম্মানজনক বলে আমি মনে করি ।ফরেক্স ট্রেডিং অন্যান্য কাজগুলোর মতই একটি কাজ যেখান থেকে আমরা খুব সহজেই টাকা উপার্জন করতে পারি ।আমাদের দেশের প্রেক্ষাপট থেকে বলতে গেলে ফরেক্স ট্রেডিং তরুনদের মাঝে অনেক জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন ।আর এটা এখন ঘরে বসেই করা যাচ্ছে ।এতে করে যে কেউই এটি করতে পারছে ।
ফরেক্স অনেক সম্মান জনক পেশা কারন এটা একটি স্বাধীন পেশা,এই বিজনেস স্থান কালের উপর নির্ভর করে না বিধায় অন্য কোন পেশা এর সমকক্ষ হতে পারবে না।আর আপনি যদি দক্ষ হতে পারেন তাহলে টাকার দিক দিয়েও অন্য যেকোন পেশাকে ছাড়িয়ে যেতে পারবেন।
আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতে পারি যে ফরেক্স পেশা হিসেবে অনেক সম্মান জনক,এটা হয়ত আমাদের দেশের মানুষরা জানবে না কেন না আমদের দেশে ফরেক্স একনও ভাল ভাবে বিস্তার না হওয়ার কারনে।তবে ইতি মধ্যে ফরেক্স আমাদের দেশে বড় ধরনের প্রভাব পড়বে যা যারা ফরেক্স করে তার অনেক সম্মানে ভূষিত হবে।তাই আমি মনে করি ফরেক্স পেশা হিসেবে নিলে অনেক গুন ভাল হবে।
আমার মতে ফরেক্স পেশা হিসেবে অনেক ভাল যা অন্যান্য ব্যবসা বা চাকরি করা থেকে।যদি একজন মানুষ চাকরি করে তাহলে তাকে প্রতিদিন অফিস করার জন্য অফিস এ যেতে হবে না হলে তার অবসস্যাই জবাব দিহিতা করতে হবে।কিন্তু ফরেক্স এর মধ্যে যদি কোন ক্রমে কষ্ট করে একবার উন্নত করা যায় তাহলে জিবনের জন্য আর পেছনে থাকাতে হয় না এবং কোন জবাব দিহিতা ও করতে হয় নিজের ইচ্ছা অনুযায়ী ঘরে বসে কাজ করা যায়।
ফরেক্স পেশা হিসেবে অনেক সম্মান জনক বলে আমার বিশ্বাস।কারন যেকানে টাকা আছে সেকানে অনেক সম্মান আছে ,যেকানে টাকা নেই সেকানে কোন সম্মান নেই,সুতরাং আমি মনে করি চাকরি বা ব্যবসার চেয়ে ফরেক্স এ অনেক গুন টাকা আয় করা যায় যদি একবার ভাল করে শিখা যায়।এছাড়া ফরেক্স এর মধ্যে অনেক কিছু শিখার আছে যা জ্ঞান বৃদ্দি করে।