আমার মতে ফরেক্স এ তিন ধরনের হিরো রয়েছে। যেমন: ১। হিরো ২। সুপার হিরো ৩। রিয়েল হিরো। যারা ফরেক্স করে তারা প্রত্যেকেই হিরো। যারা অনেক দিন ধরে ফরেক্স করে এখনো টিকে আছে তারা সুপার হিরো। আর যারা ফরেক্স এ সফল হয়েছে তারা রিয়েল হিরো। আর ফরেক্স এর কথা বলার অপেক্ষা রাখে না। ফরেক্স আমাদের সবাই কে হিরোতে রূপান্তরিত করেছে।