-
আমাদের দেশের ছাত্র ছাত্রী দের জন্য আমি মনে করি শেয়ারের চেয়ে ফরেক্স বিজনেস টা খুব বেশি ভাল হবে । ছাত্র ছাত্রীরা যদি পড়া লেখার পাশাপাশি ফরেক্স বিজনেস দিয়ে এগিয়ে যায় তবে তারা বেশি লাভবান হতে পারবে। তারা যদি ঘরে বসে ফরেক্স সম্পর্কে সব ধরনের জ্ঞান অর্জন করে এই ফরেক্স বিজনেস করতে পারে তবে একসময় দেখা যাবে তারা তাদের ফামিল্ও সাপোর্ট দিতে পারছে। তাই আমি ম্পনে করি তাদের জন্য শেয়ারের চেয়ে ফরেক্স টাই ভাল হবে।
-
আমাদের দেশের ছাত্র - ছাত্রীদের জন্য শেয়ারের চেয়ে ফরেক্স ব্যবসা উত্তম বলে আমি মনে করি। কারণ শেয়ার ব্যবসা করতে হলে অনেক মূলধন প্রয়োজন, যা একজন ছাত্র বা ছাত্রী তার পরিবার থেকে পাবে না। অন্যদিকে ফরেক্স ব্যবসায় তেমন মূলধন লাগে না, তাই ফরেক্সে ছাত্র, ছাত্রীরা অনেক সহজে যুক্ত হতে পারে ফরেক্স ব্যবসার সাথে। ফরেক্স ব্যবসা থেকে আয় করে ছাত্র- ছাত্রীরা নিজেদের খরচের পাশাপাশি তাদের পরিবারেও সাহায্য করতে পারে।
-
শেয়ার বিজনেস করে সবাই উন্নতি করতে পারেনা অল্প সং্খক লোকই পারে উন্নতি করতে।তবে আমি মনে করি ছাএ ছাত্তীদের ক্ষেত্তে ফরেক্স বিজনেস উত্তম ব্যবসা কারন পড়ালেখার পাশাপাশি ছাএ ছাত্তীরা এই ফরেক্স ব্যবসা করে তাদের পড়ালেখার খরচ বহন করতে পারে।ফরেক্স ব্যবসা বেশি টাকা লাগেনা অল্প বিনিয়োগ করে ছাএছাত্তীরা এই ফরেক্স ব্যবসা করতে পারে।
-
বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য আমি মনে করি ফরেক্স করাটা উত্তম হবে কারন এটা করা খুব সহজ তাছাড়া এটাতে অল্পপুজি দিয়ে ব্যাবসা করা যায় এটা শেয়ার মার্কেট এর মত না শেয়ার মার্কেট এ ব্যবসা করতে হলে অনেক টাকা প্রয়োজন আর এটাতে লোকসান হওয়ার সম্বভনা বেশি থাকে বাজার যখন উঠা নামা করে তখন দেখা যায় যে কেউ কান্না করে আর কেউ খুশি বেশিরভাগ সময় এটাতে লোকসান হয় আমরা দেখি যে যারা শেয়ার কিনে তারা এখন লস খেয়ে রাস্তায় বসেছে । অন্যদিকে ফরেক্সএ কোন রিস্ক নাই এখানে ক্ষতির চাইতে লাভ বেশি হয় যদি আপনি একটু ফরেক্স এর ট্রেড সম্পর্কে দক্ষ হন।
-
বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্যে শেয়ার বাজারের তুলনায় ফোরেক্স মার্কেটে ট্রেড করা অনেক ভাল বলে আমি মনেকরি৷ফরেক্সে খুব অল্প পুঁজি নিয়ে ট্রেড করা যায় বলে ছাএ-ছাএীদের জন্য অনেক সুবিধা কারন ছাএ জীবনে অনেক টাকা দিয়ে ব্যবসা করা সম্ভব হয়ে উঠে না৷আর ফোরেক্স মার্কেটে ট্রেড ছাএ-ছাএীরা তাদের ইচ্ছা মত সময়ে করতে পারে৷তাতে পড়াশুনার পাশাাপাশি ভাল পরিমান টাকা আয় করা যায়৷
-
আমি বলবো অবশ্যই বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের জন্য শেয়ার নয় ফরেক্স ই উত্তম।ফরেক্স করতে প্রচুর পুজি লাগে না।কিন্তু শেয়ার ব্যবসা করতে পুজি লাগে।ফরেক্স যেকোনো সময় ট্রেড করা যায়।ফরেক্স ভালোভাবে দক্ষতার সাথে করতে পারলে দাম কমলেও লাভ বাড়লেও লাভ।এতসব সুবিধা শেয়ার মার্কেটে নেই।আর ছাত্ররা যেহেতু লেখাপড়ার পাশাপাশি এসব করবে তাই তাদের বহুবিধ সুবিধা প্রয়োজন যেগুলো ফরেক্সে রয়েছে।
-
ছাত্র ছাত্রীরা লেখাপরার পাশাপাশি ফরেক্সে এ কাজ করে লেখাপরা চালাতে পারেন।ফরেক্স এ কাজ করার পাশা পাশি ভবিষ্যৎ এ আরও অনেক লাভবান হতে পারেন যদি আপনার ফরেক্স এ চেষ্টা থাকে।তবে একটা কথা ফরেক্স এ ইঙ্কাম করতে হলে অনেক বুদ্ধি খাটাতে হবে তাহলেই শম্ভাব।
-
বাংলাদেশের ছাত্র ছাত্রিদের জন্য ফরেক্স করাটা উত্তম হবে কারন এটা করা খুব সহজ। তাছাড়া এটাতে অল্পপুজি দিয়ে ব্যাবসা করা যায় আশলে এটা শেয়ার মার্কেট এর মত না শেয়ার মার্কেট এ ব্যবসা করতে হলে অনেক টাকা প্রয়োজন।আর এটাতে লোকসান হওয়ার সম্বভনা বেশি থাকে।বাজার যখন উঠা নামা করে তখন দেখা যায় যে কেউ কান্না করে আর কেউ খুশি বেশিরভাগ সময় এটাতে লোকসান হয়।আমরা দেখি যে যারা শেয়ার কিনে তারা এখন লস খেয়ে রাস্তায় বসেছে । অন্যদিকে ফরেক্সএ কোন রিস্ক নাই এখানে ক্ষতির চাইতে লাভ বেশি হয় যদি আপনি একটু ফরেক্স এর ট্রেড সম্পর্কে দক্ষ হন।আমরা জাতে ফরেক্স মার্কেট সবার মাঝে পউসাতে পারি
-
বাংলাদেশে ফরেক্স ব্যবসা ছাত্র ছাত্রীদের মধ্যে অনেক জন প্রিয়তা লাভ করেছে । এখন বাংলাদেশের ছাত্র ছাত্রীরা ফরেক্স ব্যবসা করে নিজেদের খরচ নিজেরাই চালাতে পারছে । তারা ঘরে বসে খুব কম পরিস্রম করে অনেক মুনাফা অর্জন করতে পারছে । এতে তাদের খুব বেশি সময় দিতে হচ্ছে না । তারা পড়াশুনার জন্য অনেক সময় পাচ্ছে । এই জন্য ফরেক্স ব্যবসা ছাত্র ছাত্রীদের জন্য অনেক ভালো একটা দিক ।
-
আপনি যার কাছ থেকে ফরেক্স সিখছেন সাই বলতে পারবে আপনার জনা কোনটা উত্তম । তবে মনে রাখবেন আপনি যে যে দেশের খজ ভাল রাখেন তাদের পেয়ার নেওা লাভ জনক বলে আম্র দারনা । আপনি ভাল খজ রাখুন এবং আপনার শিক্ষকের কাচে পরামরশ নিন ।
-
ছাত্ররা ফরেক্স মার্কেটে মূলধন খাটিয়ে আয় করতে পারে। তাদের লেখাপড়ার খরচের জন্য পরিবারের দিকে তাকিয়ে থাকতে হয় না।ভাল করে ট্রেড করতে পারলে মাসে অনেক টাকা ইনকাম করা যায়। নির্দিস্ট কিছু পেয়ারে ট্রেড করা উচিত কারন অনেক গুলা পেয়ার নিয়ে এনালাইসিস করা বেশ কষ্টসাধ্য আর এটা প্রায় অসম্ভব এবং এক্ষেত্রে ভুল লস হওয়ার সম্ভাবনা অনেক বেসি ।
-
প্রিয় বন্ধু ফরেক্স ট্রেডিং এমন একটা ব্যবসা যা যেকোন পেশায় কাজ করার পাশাপাশি আপনি ফরেক্স ট্রেড করে ফরেক্স মার্কেট হতে আয় করতে পারেন কারন এখানে আপনার সময়ের কোন বাধ্যবাধকতা নেই তাই ছাত্র ছাত্রীরা তাদের লেখাপড়ার পাশাপাশি ফরেক্স করে নিজেকে স্বাবলম্বী করতে পারে। ধন্যবাদ।
-
বাংলাদেশের ছাত্র ছাত্রিদের জন্য অবশ্যই ফরেক্স বেশি দরকার বলে আমি মনে করে থাকি। কারন ফরেক্সে খুব অল্প পুঁজি নিয়ে ট্রেড করা যায়। ফরেক্সের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। ফরেক্সে কাজ করে অনেক ছাত্র ছাত্রি তাদের জীবন নিজেদের মত গড়ে নিয়েছে।
-
আসলে শেয়ার মার্কেট বাংলাদেশিদের জন্য ভালো। তবে লক্ষ করলে দেখাযাবে যে এখানে লিকুইডিটির পরিমান অনেক কাম আর কিছুলোক এর হাতে এটা জিম্মি তাই আমার মনে হয় ফোরেক্স মার্কেটটি বেশি বেনিফেটেড শেয়ার বাজার থেকে। আর ছাত্রদের জন্য আরে সুবিধা হলো শেয়ার মার্কেটের টাইম মাত্র ১০টা থেকে ৪টা। আর ফোরেক্স এর সুবিধা ৫দিন ২৪ ঘন্টা। তার যেকোন ভালো সময় সে ট্রেড করতে পারার সুবিধা। তাই ভালো কোরে বুছতে পারলে ট্রেডিংটাই মনেহয় ভালো।
-
ফরেক্সকেই আমি বেটার মনে করি কারণ শেয়ার বাবসার চেয়ে ফরেক্স এ দিগুণ সুযোগ সুবিদা আর সেকারণেই বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের ফরেক্স শেখা উচিত, শুধু ছাত্র-ছাত্রীদের জন্যই ফরেক্স নয় ফরেক্স এমন একটি অনলাইন বাবসা যা সব লেবেলের লোকই করতে পারে দরকার শুধু ফরেক্স ট্রেড সম্পর্কে সঠিক ধারণা।
-
আমার মতে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের জন্য শেয়ার ব্যবসা নয় ফরেক্স ব্যবসায় বেশি উত্তম।বাংলাদেশ স্বল্প পুজির দেশ।এখানকার ছেলেমেয়েরা পড়ালেখার খরচ সঠিক ভাবে চালাতে পারে না।তাহলে অধিকাংশ ছাত্র-ছাত্রীদের তো শেয়ার ব্যবসা করার মত পুজিই নেই।কিন্তু ফরেক্স ব্যবসা করতে এতো বেশি পুজি লাগে না।অল্প পুজি হলেও ভালোভাবে ফরেক্স করতে পারলে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের জন্য ফরেক্স হতে পারে অনেক উত্তম একটা পার্ট টাইম ব্যবসা।
-
আমার মনে হয় আপনি ফরেক্স সর্ম্পকে কিছু ই জানেনা তাই আমি বলবো যে ফরেক্স পেয়ার আর ফরেক্স মার্কেট দুটাই ফরেক্স বিজনেস এর মধ্যে পড়ে থাকে তাই আমি বলবো যে আপনি ফরেক্স সর্ম্পকে আগে অনলাইনে পড়ুন তারপর আপিনি ফরেক্স সর্ম্পকে জেনে তারপর ফরেক্স শুরু করুন এবং এই ফরেক্স বিজনেস এ ছাত্র-ছাত্রীরাই বেশি সাফল্য অর্জণ করে থাকে।
-
এটা সম্পর্ণ নিরভর করবে নিজের উপর , আপনার কাছে যেটি ভাল লাগে এবং আপনি ভাল করে বুঝতে পারেন এবং করতে পারবেন তার উপর নিরভর করবে । আমার মতে ফরেক্স হচ্ছে সবথেকে ভাল এর ভবিষৎ তো ভাল ছাত্র-ছাত্রীদের জন্য অনেক ভাল হবে ।
-
আমি মনে করি বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের জন্যে ফরেক্স অত্যন্ত খুব ভালো একটি ব্যবসা ফরেক্স বিজনেস আপনি চাইলেই করতে পারবেন না আর শেয়ার বিজনেস আপনি টাকা হলেই করতে পারবেন কিন্তু আপনি অনেক ক্ষতির সশম্মুখি হতে পারেন কারন আমরা জানি শেয়ার বিজনেস করে অনেকেই ধরা খেয়ে লস করে করে বসে আছে আর ফরেক্স ব্যবসা আপনি করতে পারেন কিন্তু আপনাকে খুব ভাল করে ট্রেডিং করতে হবে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন ফরেক্সে কাজ করে অনেক ছাত্র ছাত্রীরা নিজের লেখাপড়ার খরচও চালাতে পারছে।
-
আমি নিজেও একজন স্টুডেন্ট। আমি মনে করি পড়াশোনার পাশাপাশি ফরেক্সে বিজনেস করা যায়। কারন ফরেক্সে খুব অল্প পুঁজি নিয়ে ট্রেড করা যায়। ফরেক্সের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। ফরেক্সে কাজ করে অনেক ছাত্র ছাত্রি তাদের জীবন নিজেদের মত গড়ে নিয়েছে। আমার মতে বাংলাদেশের ছাত্রছাত্রির জন্য ফরেক্সই উত্তম।
-
ফরেক্স এবং শেয়ার দুটি দুই ধরনের একটা হল মুদ্রা নেয়া আরেকটি হল সম্পদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আসলে আমার বাক্তি গত মতামত হল এক্ষেত্রে ছাত্র ছাত্রী দের জন্য ফরেক্স ট্রেডইং ভাল আমি মনে করি
-
আমি মনে করি বাংলাদেশ প্রেক্ষাপটে ছাত্র ছাত্রীদের ফরেক্স খুব প্রয়োজনীয়। কারণ, তরুণরাই একটি দেশের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকে আর ফরেক্স এর একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এখানে খুব কম সময়ের মধ্যে আগানো জেতে পারে এবং ফরেক্স সকল দিক থেকেই অতুলনীয়। ধন্যবাদ
-
আমি মনে করি বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য ফরেক্স । শুধু ছাত্র ছাত্রীদের জন্য নয় সকলের জন্য ভাল , কারণ বরতমানে বাংলাদেশ শেয়ার মার্কেটের যে অবস্থা তাতে না করাই ভাল । আর তাই আগে ভাল করে ফরেক্স শিখে তার পর শুরু করুন ।
-
ফরেক্স মার্কেটে সকল শ্রেনি পেসার মানুস কাজ করতে পারবে ।আপনি ফরেক্স মারকেট ঘরে বসে ফরেক্স এর কাজ করতে পারেন । ফরেক্স কজ করার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না । ছাত্র ছাত্রী রা ছাই লে ফরেক্স থেকে ভাল প্প্রফিট পেতে পারেন । ফরেক্স মার্কেটে ২৪ খোলা থাকে তাই আপনি জখান খুসি আপনার ইচ্ছে মত সময়ে কাজ করতে পারেন। আসুন ফরেক্স কাজ করি আমাদের দেশ থেকে বেকারত্ত ধুর করি।
-
আমরা জানি শেয়ার বিজনেস করে এখন অনেকেই মাথায় হাত দিয়ে বসে আছে লস করে।আর ফরেক্স বিজনেস আপনি করতে পারেন কিন্তু আপনাকে ট্রেডিং করতে হবে তাহলে আপনি বিজনেস করতে পারবেন।আর ফরেক্স না শিখে করলে লস করবেন।আমি মনে করি ফরেক্স শিখে ফরেক্স ট্রেড করলে লাভবান হবে বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা আর না শিখে ফরেক্স ট্রেড করলে লস করতে পারে বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা।
-
অনেকেই বলে যাদের অনেক টাকা তারা শেয়ার করে । আমার জানা মতে আমাদের দেশের স্স্টুডেন্টরা খুব বেশি ধনী নয় । তাই শেয়ার এর কাছে আমি যাবনা । ফরেক্স এ না জেনে না বুঝে কিছু করা সম্ভব নয় । এখানে প্রথমে শিখতে হবে তারপর অনুশিলন করতে হবে । তারপর লাভের চিন্তা । তাই অনেকের কাছে এটা কষ্টকর মনে হয় । কিন্তু কষ্ট ছাড়া কি কেষ্ট মিলে ? তাই বাংলাদেশের ছাত্রছাত্রীর জন্য ফরেক্স বেটার প্লেস বলে আমি মনে করি ।
-
মইনুদ্দিন আহ্মেদ
বাংলাদেশ এর প্রেক্ষাপটে ফরেক্স ছাত্র ছাত্রির জনন একটি ভাল জায়গা কিছু আয় করার জনন । বাংলাদেশ এর শেয়ার বাজার খুব ই রিস্কি এখানে মার্কেট মেনুপুলেত করে, অনেকে লস করে সেটা আবার তুলে আনতে পারে না কিন্তু ফরেক্স সেদিক দিয়ে অনেক ভাল । একানে অল্প পুজি ইনভেস্ত করে আয় করা যায়। তবে ফরেক্স এ ত্রাদ করার আগে কিছু অভিগতা অর্জন করতে হবে । ছাত্র ছাত্রিরা ডেমো ত্রাদ করে এ ই অভিজ্ঞতা আরজন করতে পারবে । এখনে লস করলে অ সেটা পরে আবার তুলে আনা যায় তাই ছাত্র ছাত্রির জনন ফরেক্স উত্তম ।
-
আমার মনে হয় ফরেক্স ছাত্র ছাত্রী দের জন্য খুব ভাল। কারন ছাত্র ছাত্রীরা তাদের পরালেখার পাশাপাশি ফরেক্স করে অনেক টাকা ইনকাম করতে পারে। যা তাদের পরালেখার ক্ষেত্রে কাজ এ আসবে। ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টা খোলা থাকে। তাই তারা তাদের সুবিধা মত সময় ফরেক্স করতে পারবে। আবার তারা বাংলা ফোরাম পোস্ট এর মাধ্যমে ফরেক্স সিখতেও পারবে এবং ট্রেড করার মূলধন ও পাবে। তাই আমার মনে হয় ফরেক্স ভাল।
-
ফরেক্স করার মতো টাকা না থাকলে আপনানি ফোরাম পোস্টিং-এ কাজ করে ডলার সংগ্রহ করে ট্রেড করার সুবিধা আছে । আর শেয়ার ব্যবসা করতে টাকা লাগবে । আমি মনে করি ফরেক্স শিখে ফরেক্স ট্রেড করলে লাভবান হবে, না শিখে ফরেক্স ট্রেড করলে লস করতে পারে বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা।
-
বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য ফরেক্স খুবই গুরুত্বপূর্ণ। কারণ, তরুণরাই পারবে ফরেক্স মার্কেট ভাল এনালাইসিস করতে এবং তারাই ভাল প্রফিট করতে পারবে। আমি মনে করি আজকের তরুণরা যদি ফরেক্স শিখতে পারে তাহলে ওরা খুব এগিয়ে যাবে এবং সাথে বাংলাদেশও। ধন্যবাদ
-
আমি মনে করি ফরেক্স মার্কেট সবার জন্য ই সবাই ফরেক্স বিজনেস করতে পারবে তবে যারা ছাত্র ছত্রি তারা ফরেক্স এ এসে অনেক কিছু করতে পারবে , কারন তারা একদিক দিয়ে পড়াশুনা করতে অন্য দিক দিয়ে ফরেক্স বিজনেস শিখবে , ভাল করে শিক্ষার পর কিছু টাকা ইনভেস্ত করে ভাল করে বিজনেস করতে পারবে এত সহজে । আর এক টা কথা ফরেক্স থেকে খুব সহজে সফল হওয়া যার, ফরেক্স বিজনেস খুই সহজ যদি আপনি শিখেন ।
-
ফরেক্স ছাত্র ছাত্রি দেরি জন্য অনেক ভাল একটা কাজ ,ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা ইনকাম করা যায় অল্প সহজে , ফরেক্স থেকে আপনি যে টাকা ইনকাম করতে পারবেন অন্য কোন বিজনেস করে আপনি এত অল্প সময়ে টাকা ইনকাম করতে পারবেন না । তবে এই বিজনেস এর আর একটা কথা হছে যে আপনাকে আগে ভাল করে ফরেক্স শিখতে হবে , আমাদের মত একটা দেশে ফরেক্স আমাদের জন্য অনেক কিছু যদি আমরা কাজে লাগাতে পারি।
-
ফরেক্স আমাদের বাংলাদেশের জন্য একটা গুরুত্ব পূর্ণ জিনিষ । আমাদের বাংলাদেশের মানুষ জন খুব গরীব তাই তারা শেয়ার মার্কেটে বিজনেস করতে পারে না , শেয়ার মার্কেটে বিজনেস করতে হলে অনেক টাকা দরকার হয় । ফরেক্স এ খুব অল্প টাকা ইনভেস্ত করে বিজনেস শুরু করতে পারে , ফরেক্স এ কাজ করে আমার জানা মনে অনেকে খুব ভাল কিহচু করেছে , ফরেক্স টাকা ইনকাম করা খুব সহজ যদি আপনি মন দিয়ে ফরেক্স শিখেন আর ভাল করে ট্রেড ক্রতে পারেন /
-
ফরেক্স আমদের বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ , ফরেক্স এ সব সেনির লোক জন কাজ করে তার জীবিকা নিবাহ করছে , ছত্র ছত্রিরা পড়াশুনার ফাকে ফাকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে আমার মতে সবার যদি একটি করে ফ্রি ডেমো অ্যাকাউন্ট নিয়ে কিছু দিন কাজ করে পরে কাজ শিক্ষার পর রিয়াল ট্রেড করলে ভাল হয় আমার মতে , এতে করে জুকি কম থাকে , ফরেক্স মার্কেটে আপনি রিয়েল ট্রেড করে ও অনেক কিছু শিখতে পারেন ।,
-
ফরেক্স বিজনেস সবাই করতে পারবে, ছাত্র ছাত্রিরা খুব সহজে এই বিজনেস করতে পারে , তাই জন্য প্রয়োজন কিছু টাকা , আপনি টাকা ইনভেস্ত করে বিজনেস করতে পারবেন , আপনি জদি ফরেক্স এ ভাল একটা প্রজায়ে যেতে চান টা হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, ফরেক্স নিয়ে পড়াশুনা করতে হবে ভাল করে ফরেক্স এর ট্রেড সম্পর্কে ভাল ভাবে জানতে হবে , কক্ষন ট্রেড করলে আপনি লস খাবেনা বা কক্ষন ট্রেড করলে আপনার সুবিধা হয় টা ভাল করে আগে জানতে হবে তার পর আপনি ভাল ট্রেড এর হতে পারবেন , আর আপনি যদি একবার ভাল ট্রেড আর হতে পারেন টা হলে আপনি সফল হতে পারবেন ।
-
আমার মনে হয় বর্তমানে আমাদের দেশের অনেক ছাত্র এবং ছাত্রিরা বেকার অবস্থায় ঘুরেবেরায় যেখানে উন্নত বিশ্বের ছাত্র বা ছাত্রিরা তারে পরিবারকে আর্থিক ভাবেও সাহায্য করে তো আমার মতে বাংলাদেশের ছেলে ও মেয়েদের এই ফরেক্স ব্যবসাতে অংশ গ্রহন করা উচিৎ ।
-
আমি মনে করি বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য সবচেয়ে ভালো উপায় মনে করি যে ফরেক্স কারন ফরেক্স করতে হলে শিক্ষার প্রয়োজন আর এই খান থেকে অনেক জ্ঞান অজনৃ করা যায় যা অন্য আকে আপনাকে সাহায্য করবে এবং ফরেক্স করতে টাকা লাগালে যদি কেউ ফরেক্স সর্ম্পকে ভালো ভাবে যানে এবং সাফল্য ট্রেডার হয়। তাই আমি বলবো যে ফরেক্স ছাত্র-ছত্রীদের জন্য উপযোগী আর শেয়ার ব্যবসায় শুধু টাকা ইনভেষ্ট করা আর কোন কাজ নাই তাই আমি বলবো যে ফরেক্স করুন টাকা আয় করুন দেশেকে উন্নতি করুন।
-
বাংলাদেশের শেয়ার মার্কেটের যে অবস্থা তাতে শেয়ার মার্কেটে যাওয়া বিপদজ্জনক। ছাত্র-ছাত্রীদের জন্য আরও বিপদজ্জনক। আমার মনে হয় ফরেক্স মার্কেটে যাওয়া সবচাইতে ভাল।
-
অবশ্যই ফরেক্স ট্রেডিং। কারণ আপনি ফরেক্স ট্রেডিং করতে খুব বেশি কিছু লাগবে না এমনকি এটি আপনি ঘরে বসেই করতে পারেন। ঘরে বসেই আপনি অনেক প্রফিট করতে পারবেন এমনকি আপনি ঘরে বসেই অনেক জ্ঞান আহরন করতে পারবেন। তাই আমি মনে করি শেয়ার বাবসা থেকে ফরেক্স বাবসা আপনার জন্য অধিক শ্রেয় বলে আমি মনে করি। ধন্যবাদ
-
ফরেক্স বিজনেস চাইলেই করতে পারবেন না।আর শেয়ার বিজনেস আপনি টাকা হলেই করতে পারবেন কিন্তু আপনি অনেক ক্ষতি ও করবেন। কিন্তু আপনি লস করতে পারেন তাই ভালবাবে জেনে শুনে ফরেক্স বিজনেস করেন ভাল লাভ করতে পারবেন।