আপনাকে প্রথমেই জানতে হবে যে বোনাস একাউন্ট কোন অবস্থায় ট্রান্সফার যোগ্য নয়, তবে আপনি এই বোনাস ডলারের মাধ্যমে ট্রেড করে যে মুনাফা লাভ করবেন তাই কেবল মাত্র ট্রান্সফার করতে পারবেন। যেমন আপনি যদি বোনাস হিসাবে ১০০ ডলার পেয়ে থাকেন এবং ট্রেড করে আপানার ব্যালেন্স যদি ১০১ ডলার হয় তবে আপনি সেই অতিরিক্ত ১ ডলার আপনি ট্রান্সফার করতে পারবেন। অবশ্য এজন্য আপনাকে ২ লেভেল ভেরিফাই হতে হবে।