-
ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করা হয় আর আমরা যা ফরেক্স মার্কেটে ট্রেড করি তার এসব মুদ্রা বেচা কেনা করে এখান থেকে প্রফিট করে থাকি আর ফরেক্স মার্কেটে বায় অথবা সেল দিতে গেলে মার্কেট খুব ভালো করে এনালাইসিস করে নিতে হয় মার্কেট যদি এখন আপ ট্রেন্ড থাকে তাহলে বাই দিবো আর যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে তাহলে সেল দিবো।
-
ভাই , আপনি যে জিনিস নিয়া আলোচনা করেছেন তাকে বলে রিট্রেসমেন্ট ট্রেড। এই ট্রেড করা হয় কোন পেয়ারে বড় মুভ হবার পরে মার্কেট তার আগের প্রাইসে যাবার যে চেষ্টা করে তার উপর ভিত্তি করে যে ট্রেড করা হয়। এটা করতে হলে আপনাকে ফিবোনাচ্চির সাহয্য নিতে হবে না হলে ভূল করার সমুহ সম্ভাবনা রয়েছে। তাই যারা রিট্রেসমেন্ট ট্রেড করতে ইচ্ছুক তারা আগে ফিবোনাচ্চি সম্পর্কে শিখুন।
-
forex এ বেচা ও কেনার মাদ্ধমে অর্থাৎ সেল এবং বাই এর মাদ্ধ্যমে প্রফিত করা যাই।। বাই এবং সেল করার কিছু নিয়ম আছে ।। আপনি একি সাথে একি পেয়ারে বাই ও সেল দিতে পারেন এখানে কন ধরা বাধা নিয়ম নাই ।। আপনি যেকোনো পেয়ারেই ট্রেড করতে পারেন ।। এখানে ট্রেড করা ইচ্ছা সাধিন ।। ।। মার্কেট এনালাইসিস এবং টেকনিকাল এনালাইসিস করে তারপরে ফান্ডামেন্টাল এনালাইসিস এর মাধমে আপনাকে নির্ধারন করতে হবে আপনি বাই করবেন না সেল করবেন ।।
-
ফরেক্স বিজনেসে সেল বা বায় দেওয়ার আগে অনেক চিন্তা করে নিতে হয়। প্রথমে মার্কেট পযবেক্ষন করে জেনে নিতে হয়। কোন শিয়ারটি এখন কিনে রেখে পরে সেল দিলে লাভ হতে পারে সে ধারনাটি পরিষ্কার হয়ে যাওয়াার পর সে শেয়ার টি ক্রয় করা উচিত। আবার একই ভাবে যে শিয়ারটি ক্রয় হয়েছিল তা এখন সেল দিলে কেমন লাভ হবে তা বিবেচনা করে বিক্রয় করা উচিত বলে আমি মনে করি।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার জন্য আমরা ফরেক্স মার্কেট কে নানান ভাবে এনালাইসিস করি। আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে বেসি এনালাইসিস করলে ভালোভাবে ট্রেড করতে পারবো। ফরেক্স মার্কেট এ আমরা তিন ধরনে এনালাইসিস করি। ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে আমরা যদি ফরেক্স ইকোনোমিকেল ক্যালেন্ডার দেখে ট্রেড করি তাহলে আমরা প্রপিট করতে পারবো।তাই আগে এনালাইসিস তারপর ট্রেড করা এবং তারপর আয় করা। ধন্যবাদ...
-
ফরেক্স মার্কেটে বসে এনালালাইসিস করবো দেখব যে মার্কেট এখন কোন দিকে আছে বা মার্কেট কোন ট্রেন্ড আছে সেই সখল এনালাসিস করে তারপর একটি ট্রেড করবো যে এখন বাই দিবো না সেল দিবো।
-
আপনি টার্মিনাল ওপেন করে আপনি নিউ ্অডারে ক্লিক করে বাই ্অথবা সেল ্অপশনে ক্নিক করলে আপনার বাই বা সেল করা হয়ে যাব্ েকিন্তু কখন বাই বা সেল করবেন এটা নির্ভর করে আপনার উপর আপনি আপনার ্অভিজ্ঞতার উপর।ট্রেড এন্ট্রি নেওয়ার আগে আমাদের উচিত হবে কারেন্সি পিয়ার গুলোর চার্ট নিয়ে খুব ভালো করে এনালাইসিস করে ট্রেড এর এন্ট্রি নেওয়া নাহয় একটু সামান্য ভুলের জন্য আমাদের অনেক বড় লস হয়ে যেতে পারে।
-
আপনি ফরেক্স মার্কেট এনালাইসিস করে বাই সেল করবেন । মার্কেট কখন মার্কেট আপ হবে আর কখন মার্কেট ডাউন হবে এটা আপনাকে মার্কেট এনালাইসিস করে বুঝতে হবে । মার্কেট বিভিন্ন সময় বিভিন্ন গতিতে চলে । আপনি যদি সঠিক এনালাইসিস করে ট্রেডিং করতে পারেন তাহলে ফরেক্স মার্কেট থেকে অনেক মুনাফা আয় করতে সক্ষম হবেন ।
-
ফরেক্স মার্কেটে ট্রেদ করতে গেলে বাই এবং সেল করতে হয় আর এর মাধ্যমে ফরেক্স মার্কেটে লাভ লস হয় বা করতে হয় ফরেক্স মার্কেটে মুদ্রা কেনা বেচা করতে হয় আর জখ যে মুদ্রা জেরকম দাম কম বেশি হয় তখন দেখে সেই মুদ্রা সম্পরকে জেনে ফরেক্স মার্কেটে কখন বাই না সেল করলে লাভ লস হবে সেইটা দেখে সুনে ফরেক্স মার্কেটে বাই করতে হয় বা সেল করতে হয় ।
-
এই বিষয়টি আপনাকে আগে মার্কেটেিএ্যানালাইসিস্ করতে হবে এবং সাপট এবং রেজিস্টেস্ বের করতে হবে তাহলে আপনি ভাল করে বুঝতে পেরবেন যে আপনাকে মার্কেটে কোন দিকে বাই এবং সেল ধরতে হবে ।
-
আপনি কীভাবে সেল দিবেন বা বাই দেওয়ার আগে অনেক চিন্তা করে নিবেন । প্রথমে মার্কেট পযবেক্ষন করে জেনে নিবেন । কোন শিয়ারটি এখন কিনে রেখে পরে সেল দিলে লাভ হতে পারে সে ধারনাটি পরিষ্কার হয়ে যাওয়াার পর সে শেয়ার টি ক্রয় করবেন । আবার একই ভাবে যে শিয়ারটি ক্রয় হয়েছিল তা এখন সেল দিলে কেমন লাভ হবে তা বিবেচনা করে বিক্রয় করা উচিৎ ।
-
ফরেক্স এ বাই আর সেল করে খুব সোজা । আপনি যদি দেকতে তাকেন যে ফরেক্স এ মার্কেট উপরে উটতেছে তবে আপনি বাই দিইয়ে লাভ করবেন আর যদি দেখেন নিচে নামতেছে তবে আপনি সেল দিয়ে লাভ করবেন
-
ফরেক্স শুধু বাই আর সেল নয়,কখন বাই সেল করতে হবে এটা বুঝতে পারার নামই হল ফরেক্স ট্রেড। ফরেক্সে এন্ট্রি নেয়ার আগে আপনাকে অনেক কিছু এনালাইসিস করতে হবে বিভিন্ন নিউজ দেখতে হবে,ব্যাকটেস্ট করতে হবে,তারপর নিশ্চিত হয়ে ফরেক্সে ট্রেড ওপেন করতে হবে।
-
মার্কেটে যখন আপ ট্রেন্ড থাকবে তখন আমাদের বাই এন্ট্রি করা উচিত এবং মার্কেট ডাউন ট্রেন্ড হলে সেল এন্ট্রি করা উচিত। এছাড়া মার্কেট মুভমেন্ট এনালাইসিস করে ট্রেড করলে ঝুঁকিমুক্ত থাকবে। আপনাকে মার্কেট কোন দিকে যাবে সে দিকেই ট্রেড করতে হবে। আর মার্কেট মুভমেন্ট না বুঝতে পারলে আপনি হইতো লসও করতে পারেন।আমি মনে করি ফরেক্স মার্কেট মুভমেন্টের উপর ভিত্তি করে বায় ও সেল করা উচিত।
-
হাই লো দেখে ট্রেড করা ঠিক নয়। অনেক সময়ই এতে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। আপনি হয়ত সট পিপের জন্য হাই লো দেখে বাই সেল করতে পারেন। কিন্তু আসল ট্রেড হল ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করে তার উপর ভিত্তি করে মার্কেট এ্যানালাইসিস করা এবং এই এ্যানালাইসিসের উপর নির্ভর করে বাই সেল করা।
-
আমরা বাই এবং সেল করার জন্য প্রথমে প্লাটর্ফম ওপেন করব। তারপরে যদি আমরা যেকোন একটা ট্রেড করি তালে প্লাটর্ফম এর উপর অংসে নিউঅর্ডার লেখা আছে তার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেকোন একটা কারেন্সি বেছে নিয়ে অর্ডার করতে হবে।
-
বাই বা সেল যাই হোক না কেন আপনাকে আগে সাপোর্ট আর রেসিসটেন্স খুঁজে বার করতে হবে। কোন প্রকার ফরমেশন যেমন ক্যন্ডেলস্টিক ফরমেশন বা চার্ট প্যাটার্ন পেলে আপনার ট্রেডিং স্টাইল অনুযায়ী টিপি আর এসএল বসিয়ে ট্রেড করুন। নিজের এনালাইসিস এ পারফেকশন এর জন্য সিনিয়রদের এবং এক্সপার্টদের এনালাইসিস ফলো করুন। দু একটা ইন্ডিকেটর আর ফিবোনাচ্চি রিট্রেচমেন্ট এর সংমিশ্রণ করে ভাল ট্রেড এর সুবিধা পেতে পারেন।
-
বায় সেল করতে হলে আপনাকে সেই পিয়ারের শম্পর্কে ভাল করে যেনে শুনে ট্রেড ওপেন করতে হবে যেমন পিয়ারটির ইকোনোমিক কি অবস্থায় আছে কি হবে পরের অবস্থা এই সব চিন্তা ভাবনা করে যদি কেউ ফরেক্স মার্কেটে বাই সেল করতে পারে তবেই সে ফরেক্স মার্কেটে ভাল ফল আশা করতে পারবে।
-
আমার মনে হয় আমাদের যেকোনো দেশের মুল্র উপর নিভৃর করে বায় বা সেল করতে হয় *যেমন আমরা usd/eur প্রথম টা হবে সেল আর দ্বিতীয় টা হবে বায় মানে আমরা একটার দামের উপর আরেকটা কিনছি ।
-
ভাই ফরেক্স মার্কেট এ কেউ যদি বলতে পারত কিভাবে বাই এবং সেল করে প্রফিট করা যায় তাহলে সে অচিরেই কোটিপতি হয়ে যেত । বিষয়টা এত সহজ না বলে আমি মনে করি । বাই এবং সেল করাটা যথেষ্ট কঠিন বলে আমি মনে করি । আপনি মনে করতে পারেন বাই এবং সেল করার মাধম্যে আপনি প্রফিট করবেন তাহলে অনেকদিন পযর্ন্ত চেষ্টা করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে আমর বাই বা সেল করে থাকি, আমি ফরেক্স মার্কেটে বাই বা সেল করার জন্য আরএসাই ব্যাবহার করে ট্রেডিং করে থাকি, আরএসাই যদি ২০ এর নিচে থাকে তাহলে আমি বাই কিরে থাকি,আবার আর এস আই যদি ৮০ এর উপরে থাকে সে সময় সেল করে থাকি, আর প্রফিট করার জন্য টেক প্রফিট ব্যাবহার করি,।
-
মার্কেট এ ট্রেড নেওয়ার আগে আপনাকে মার্কেট আনালাইসিস করতে হবে। আপনি আনালাইসিস করে যদি দেখেন ট্রেড করা যায় তাহলে আপনি ট্রেড নিবেন। আর না হলে ট্রেড নেবেন না। আর আপনি যদি না বুঝেন তাহলে ট্রেড অই সময়ের জন্য না নেওয়াই ভালো।
-
আমরা যকন বাই বা সেল করবো দেশের অর্থনৈতিক অবস্তা ফরেক্স মার্কেট এর মুভমেন্ট এনালাইসিস করে দেকব যদি ভালো মনে হয় তাহলে বাই এবং তা না হলে সেল দিবো । তার পরও অনেক সময় ভুল হয় এই
কারনে ডেমো তে যদি বেশে বেশে টেড করা যায় তাহলে ভাল জ্ঞান অর্জন করা যাবে।
-
মার্কেটে যখন আপ ট্রেন্ড থাকবে তখন আমাদের বাই এন্ট্রি করা উচিত এবং মার্কেট ডাউন ট্রেন্ড হলে সেল এন্ট্রি করা উচিত। এছাড়া মার্কেট মুভমেন্ট এনালাইসিস করে ট্রেড করলে ঝুঁকিমুক্ত থাকবে। আপনাকে মার্কেট কোন দিকে যাবে সে দিকেই ট্রেড করতে হবে। আর মার্কেট মুভমেন্ট না বুঝতে পারলে আপনি হইতো লসও করতে পারেন।
-
ফরেক্স এ কী ভাবে সেল ও বায় করব তা বুঝে শুনে আমরা ট্টেড করব। আমার মতে ফরেক্স এ কী ভাবে বায় ও সেল করতে হয় তা হল এনা্লাইসিস ও ম্যানেজমেন্ট দেখে আমরা বায় ও সেলে দিতে পারি। কারন ফরেক্স এ এনা্লাইসিস ও ম্যানেজমেন্ট দেখে অনেকটা ধারনা করা যায় যে মার্কেট কোন দিকে যেতে পারে। আর এভাবে বায় ও সেল ট্টেড করে আমরা আয় করতে পারব।
-
এই লস এর কারন হল ব্রোকার। ব্রোকারকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকেদেশের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন আশা করি।
-
কমিশন নেয় । আপনি যত বেশি ট্কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । এই জন্য ফরেক্স ট্রেডিং এ আমরা উভয়ই লাভ করতে পারি ।
-
লাভ বান হয় । না যদি আমরা লস করি তাহলে কি রকম হবে বলেন আপনারা । ব্রোকার লাভ বান হবার গেলে আমাদের আগে অনেক কিছু করতে হবে।
-
ফরেক্স মার্কেটে বুঝে শুনে বাই এবং সেল করতে হবে না বুঝে বাই সেল করলে লসের পাল্লাটাই ভারী হবে । আমি মনে করি মার্কেট যখন আপট্রেন্ডে থাকে তখন বাই অর্ডার নেওয়া উচিত এবং মার্কেট যখন ডাউনট্রেন্ডে থাকে তখন সেল অর্ডার নেওয়া উচিত ।
-
এই লস এর কারন হল ব্রোকার। ব্রোকারকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকেদেশের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন আশা করি।
-
কমিশন নেয় । আপনি যত বেশি ট্কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । এই জন্য ফরেক্স ট্রেডিং এ আমরা উভয়ই লাভ করতে পারি ।
-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
-
তারা র্মাকেট সম্পর্কে এনালাইসিস করে বে নিউজ কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পাওা যাবে বিস্তারিত বল্বেন?, আর ফরেক্স ফেক্ট্রির চেয়ে ভাল কনু সাইট আসে কি ? বুঝে ট্রেড করে। তারা কখনো র্ধয হারা হয়ে ট্রেড করেনা। তারা সব সময় র্মাকেট সম্পর্কে রিচার্জ করে মুভমেন্ট জানার
-
ফরেক্স মার্কেটে আমরা সেল বা বাই করি এ্যানালাইসিস করে । যে যত বেশী মার্কেট মুভমেন্ট এনালাইসিস করে ট্রেড করলে ঝুঁকিমুক্ত থাকবে । ফরেক্সে আমরা বেশী সময় দেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আপনাকে মার্কেট কোন দিকে যাবে সে দিকেই ট্রেড করতে হবে এবং বুঝতে হবে ।
-
আমি এখন সুধু মুভিং এভারেজ দিয়ে ট্রেড করি। আমি ১২০ আর ২০০ ইউজ করি। আমি সিমপ্ল তাই ইউজ করি। জাই হোক আমি আর কিছু ফর্মুলা জানি কিন্তু আমার মনে হ্য মারকেট মুভিং এভারেজ তাকেই বেসি স্মমান করে। আমি সব সময় প্রাইস উপরে গেলে ১২০ এর আমি বাই নেই। আমি সেল নেই না মারকেট ১২০ এর নিচে না নামা পর্যন্ত। আমি এইচ ১ ৪ ইয়জ করি।
-
অভিজ্ঞদের মতে ফরেক্স মার্কেট যখন আপ ট্রেন্ড থাকবে তখন আমাদের উচিত হবে বাই এন্ট্রি নেওয়া এবং মার্কেট যখন ডাউন ট্রেন্ড এ থাকবে তখন উচিত হবে সেল এন্ট্রি নেওয়া তাহলে আমাদের ট্রেড লস হার ঝুকি অনেক কম থাকবে প্রতি টি ট্রেড এন্ট্রি নেওয়ার আগে আমাদের উচিত হবে কারেন্সি পিয়ার গুলোর চার্ট নিয়ে খুব ভালো করে এনালাইসিস করে ট্রেড এর এন্ট্রি নেওয়া নাহয় একটু সামান্য ভুলের জন্য আমাদের অনেক বড় লস হয়ে যেতে পারে আমাদের একাউন্ট শূন্য হয়ে যেতে পারে।
-
ফরেক্সে মূলত আমরা মুদ্রার তথা বৈদেশিক মুদ্রার ব্যবসা করি । ফরেক্সে ভালো পরিমাণে লাভবান হতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে ট্রেডিং নিয়ে ব্যস্ত থাকতে হবে । যে যত ভালো ট্রেডিং করতে পারে সে তত বেশি পরিমাণে এখানে আয় করতে পারে । এখানে বায় করতে হয় আর সেল করতে হয় নিজের সুবিধা মাফিক বিশ্লেষণের উপর ভিত্তি করেই যাতে আমরা লাভবান হতে পারি ।
-
ফরেক্স মার্কেট মুভমেন্টের উপর ভিত্তি করে বায় ও সেল করা উচিত।যেমন মার্কেটে যখন আপ ট্রেন্ড থাকবে তখন আমাদের বাই এন্ট্রি করা উচিত এবং মার্কেট ডাউন ট্রেন্ড হলে সেল এন্ট্রি করা উচিত।তার পর মানি ম্যানেজমেন্ট করতে হবে জাতে আপনি আপনার লস তা কন্ট্রোল করতে পারেন।তারপর নিউজ আছে কি না সেটা দেখবেন তারপর সিদ্ধান্ত নেন।
-
ভাই এটা খুব সহজ একটা কাজ। আপনি এখানে বাই সেল করার জন্য প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হল আপনি প্রথমে আগে বেশ ভাল করে মার্কেটটাকে ফলো করেন এবং মার্কেটের ট্রেন্ড দেখেন এখন যদি আপনার মনে হয়ে থাকে যে মার্কেটটা একটু করে উপরের দিকে যাওয়া শুরু করেছে বা উঠছে তাহলে আপনি একটা বাই ট্রেড নিতে পারেন, আর যদি মনে করেন মার্কেট ডাউন ট্রেন্ডে তাহলে সেলের জন্য পিপারেশন নিবেন। এভাবেই বাই আর সেল করতে হয়।
-
ভাই এটা একেবারেই সোজা হিসাব যখন দেখবেন মার্কেট উপরের দিকে যাচ্ছে তখন আপনি বাই ট্রেড দিবেন আর মার্কেটকে যখন দেখবেন যে নিচের দিকে যাচ্ছে তখন আপনি সেল ট্রেড নিবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট যখন খুব ভোলেটাইল একটা পজিশনে তখন কিন্তু ট্রেড নিবেন না, যখন মনে করেন একটা নির্ধারিত রেন্জের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তখন আপনি নিশ্চিন্তে আপনার ডিরেকশন মোতাকে বাই অথবা সেল করতে পারেন।