ফরেক্সে ট্রেড করার বড় সুবিধা স্বাধীনভাবে ঘরে বসে কাজ করতে পারি । এটাই আমার কাছে বেশি ভাল মনে হয় । এছাড়া ফরেক্স ট্রেডিং সপ্তাহের ৫ দিন যেকোনো সময় করা যায় । সপ্তাহের ২ দিন ছুটি অর্থাৎ ফরেক্স মার্কেট বন্ধ থাকে । অল্প পুঁজি নিয়ে বা এক্তু কষ্ট করলে কোন টাকা ছাড়াই ফরেক্স ট্রেডিং করা যায় । এখান থেকে বুঝে ট্রেড করলে যখন খুশি আয় করা যায় । অন্য কাজের ফাঁকে , পড়াশোনার পাশাপাশি ট্রেড করা যায় ।