ফরেক্স মার্কেটের মুভমেন্ট দেখার জন্য এন্ডিকেটর ব্যাবহার করা হয় অনেক ফরেক্স ট্রেডারই এন্ডিকেটর ব্যাবহার করে থাকে। তবে আমি মনে করি এন্ডিকেটর ব্যাবহার না করাই ভাল কারন এই এন্ডিকেটর গুলো মাঝে মাঝে ঠিক ভাবে কাজ করে না উলটাপালটা সংকেত দেয়। তাই ট্রেডে এতে অনেক সমস্যা হয়ে থাকে এই জন্য আমাদের সবার উচিত এন্ডিকেটর ব্যাবহার না করা এবং এন্ডিকেটর ছাড়া ট্রেড করা।