ফরেক্সে আমি মাত্র ট্রেড শুরু করেছি ।আমি কেবল মাত্র একটি কারেন্সি পেয়ারে ট্রেড করি আর তা হল ইউরো - ইউ এস ডি পেয়ার । আমি অন্য কোন পেয়ারে ট্রেড করতে পারি না ।তাই আমার কাছে এ পেয়ার বেশি নিরাপদ মনে করি ।
Printable View
ফরেক্সে আমি মাত্র ট্রেড শুরু করেছি ।আমি কেবল মাত্র একটি কারেন্সি পেয়ারে ট্রেড করি আর তা হল ইউরো - ইউ এস ডি পেয়ার । আমি অন্য কোন পেয়ারে ট্রেড করতে পারি না ।তাই আমার কাছে এ পেয়ার বেশি নিরাপদ মনে করি ।
ফরেক্স মার্কেটে আমি মনে করি সব পিয়ারেই অনেক ভাল কারন আপনি যদি ভাল করে ফরেক্স ব্যবসা শিখে ফরেক্স মার্কেটে ট্রেড করেন তবে আমার মতে আপনি যে কোন পিয়ার আপনার জন্য অনেক ভাল হবে বলে আশা করি। আর আপনি যদি ট্রেড না বুঝেন তবে আপনি যে পিয়ারেই ট্রেড করবেন তাতে আপনি লস করবেন।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কারেন্সির পেয়ার নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। কেননা সব পেয়ারের মোভমেন্টের ধরণ আর আমাদের সবার মানসিক ধরন এক রকমের নয়। তাই কেউ শান্ত মার্কেট চায় আবার কেউ অস্থির মার্কেটে ট্রেড করে আয় করেন।
আনি নতুন ট্রেডার। মাত্র কয়েক দিন যাবত আমি ট্রেড করছি। এর মধ্যে আমি ইউএসডি সিএডি হতে লাভ বেশি পেয়েছি। তাই আমি এই পেয়ার কে বেশি লাভবান মনে করি। অন্যের কাছে অন্নান্য পেয়ার ভালো মনে হতে পারে।
ফরেক্স মার্কেটে অনেক কারেন্সি পেয়ার আছে। কোন পেয়ার ই নিরাপদ না। ফরেক্স ব্যবসা হচ্ছে ঝুকিপুর্ন । তবে ট্রেড করার জন্য যে পেয়ার ভাল মুভমেন্ট করে সেটাই ভাল বলতে হয় । সে দিক থেকে আমার কাছে gbpusd খুব ভাল পেয়ার । এটা প্রতিদিন ভাল মুভমেন্ট করে ।
ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল করে ফরেক্স শিমহে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি আপনি যে কোন কারেন্সিতে ট্রেড করেন ন আকেন আপনিবফরেক্স মার্কেটে লাভ করতে পারবেম বলে মনেকরি। আর যদি আপনি ফরেক্স ব্যবসা না বুঝে ট্রেড করেন তবে আপনি কোন কারেন্সিতেই লাভ করতে পারবেন না।
ফরেক্স মার্কেটে আমার কাছে সবচেয়ে গুরুত্বপুূর্ণ পেয়ার হল সাতটি আপনাকে সেই সকল ফেয়ার থেকে বেচে নিতে হবে যেটা যখন সুবিদা লাগে তখন সেই ফেয়ারে ট্রেড করেন কারন সব সময় এক ফেয়ারে ট্রেড করার সুযোগ থাকেনা।
ফরেক্সে বেশির ভাগ ট্রেডারই ইউরো।/ইউএসডি তে ট্রেড করে তাই আমি বলবো এটাই ভাল এবং নিরাপদ।। আমি নিজেও ইউরো এসডিতে ট্রেড করি।। আমার কাছে এটাই নিরাপদ বলে মনে হয়।।।
ফরেক্স মার্কেটে আমি মনে করি সব পিয়ারে ট্রেড করা ভাল তবে আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আমি মনে করি অবিজ্ঞতা অর্জন করেই তবে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারেন।আর তাই আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে অনেক পড়া শুনা করতে হবে। তাহলেই আপনি লাভ করতে পারবেন।
ফরেক্সে কারেন্সি ক্রয় বিক্রয় করা হয় । আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে ট্রেড করি । আমার মনে হয় কারেন্সিগুলো অনেক বিষয়ের উপর নির্ভর কেরই উঠানামা করে প্রতিনিয়ত । কেউ যদি নিজের ইচ্ছামত ট্রেড করে তবে সে লস করার সম্ভাবনা অনেক বেশি । তাই আমি মনে করি যে ট্রেডার সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবে সে ট্রেডার ভাল করতে পারবে এখানে ।
আমরা জানি শেয়ার মার্কেটের নিয়ম হচ্ছে যেকোনো শেয়ারের মূল্য সে দেশের মুদ্রার বিপরীতে নির্ধারিত হবে। যেমন, আমাদের দেশের শেয়ার মার্কেটে কোনো শেয়ারের মূল্য টাকায় নির্ধারিত হয়।কিন্তু ফরেক্স মার্কেটে এভাবে কোন দেশের মূদ্রা বা কারেন্সির মান নির্ধারণ অসম্ভব। শুধু ইউরো বা ডলারের কোন মূল্য থাকতে পারে না।
কিছু কারেন্সি আসে যাদের স্প্রেড অনেক বেশি আবার কিসু কারেন্সি আসে তাদের স্প্রেড অনেক কম আমার মতে যে সকল কারেন্সির স্প্রেড অনেক কম তাদের ট্রেড করা নিরাপদ এই দিক থেকে ইউরো / ইউ এস ডি কারেন্সি পিয়ার টি নিরাপদ মনে হয় কেননা সকল ব্রোকার এই কারেন্সি পিয়ার তির উপরে খুব অল্প স্প্রেড দিয়ে থাকে এবং যা কিনা অন্য কারেন্সি পিয়ার গুলোর তুলনায় একেবারেই নগন্য তাই এই পিয়ার ভাল।
যারা নতুন তারা gbp/usd বাদে অন্য পেয়ারে ট্রেড করতে পারেন নিরাপদে। কোন পেয়ারই নিরাপদ নয় , ফরেক্স জ্ঞান দিয়ে আমাদের কে নিরাপদ করে নিতে হয় । যখন তখন ট্রেড ওপেন না করে কাংিখত পজিশনে আসলেই ট্রেড ওপেন করা ভাল এতে আপনার একাউন্ট নিরাপদ থাকবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই কোন না কোন কারেন্সী পিয়ার দিয়ে ট্রেড করতে হয় । আমার মতে সব কারেন্সী পিয়ার দিয়ে ট্রেড করা যায় এবং নিরাপদ ভাবেই ট্রেড করা যায় । তবে ইউরো ইউ এস ডি পেয়ারটা সব থেকে ভাল কারেন্সী পিয়ার এবং নিরাপদ কারেন্সী পিয়ার ট্রেড করার জন্য । আমি সব সময় ইউরো ইউ এস ডি পেয়ার দিয়ে ট্রেড করা যায় ।
ইউরো ইউএসডি খুবি জনপ্রীয় এবং সেফ বরে আমি মনে করি। কারন এখানে পিপসের মুভমেন্ট একটু ধিরে হয় তবে লাভ হয় ভারই। আরো কিছু পেয়ার আছে যেমন ইউএসডিসেএইচএফ এটাও একটি ভাল ও সহজ পেয়ার। এই পেয়ারে লাব একটু কম হোলেও লসের পরিমান কিন্তু তহুলনামুলক ভাবে কম থাকে। অর্থাৎ রাভই হয় বেশি।
ফরেক্স মারকেটে ভুল ট্রেড দিলে কোন কারেন্সি পেয়ারি নিরাপদ নয় । তাই কারেন্সি পেয়ারের প্রতি নিরভর না করে আমাদের নিয়ম শিখতে হবে নিওয়ম শিখলে যে কোন কারেন্সী পেয়ারেই প্রফিট হতে পারে বলে আমি মনে করি ।
ফরেক্স মার্কেট এ কোন নিরাপদ কারেঞ্ছি পিয়ার আছে বলে আমার মনে হয় না। তাই এসব চিন্তা বাদ দিন। মার্কেট সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করুন। এটি আপনাকে কখন কোন পিয়ার নিয়ে কাজ করতে হবে সে সম্পকে ধারনা দিবে।
ফরেক্স এ সব পেয়ারই নিরাপদ যদি আপনি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করেন।তবে বেশির ভাগ লুজারই না বুঝে ট্রেড করে আর যেকোন পেয়ারের দোষ দেই।কিন্তু একজন দক্ষ ট্রেডার তার পেয়ার থেকে ঠিকই লাভ করতে সক্ষম।আমি মনে করি মার্কেটে প্রচলিত পেয়ার গুলো বেশি নিরাপদ।যেমন-ইউরো,ইউএসডি ইত্যাদি।
আমি অনেকের কাছে শুনেছি এবং ইন্টারনেটে নিজে অনেক অনুসন্ধান করে জেনেছি যে ফরেক্সে সকল পেয়ার করা মুদ্রার মধ্যে ইউরো ও ইউ.এস.ডি পেয়ার সবথেকে নিরাপদ এবং বেশি ব্যবহৃত পেয়ার। এছাড়া অনেক ট্রেডার এই পেয়ারে ট্রেড করে বেশি লাভ অর্জন করতে সক্ষম হয়েছেন।
ভাই ফরেক্স মার্কেটে আমার তেমন একটি অভিজ্ঞতা নাই মাত্র ৩ মাস হল ডেমু দিয়ে প্র্যাকটিস করতেছি আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে সবচেয়ে ভাল পেয়ার হল eur/usd , gbp/usd
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে সব কারেন্সিতে কারন সব সময় সব কারেন্সিতে ট্রেড করা যায় একেক সময় একেক টাতে ট্রেড করার উপযুক্ত সময় হয়। যেমন জিবিপি বাই দিলে অন্য টাতে ট্রেড করা রিস্কি হয়ে যায়। তাই আমাদের কে কোন ট্রেডে নির্ভর না করে সব কারেন্সিতে মনযোগ দিতে হবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক কারেন্সিই রয়েছে। এদেরকে সাধারনত দুই ভাগে ভাগ করা হয়। মেজর কারেন্সি এবং ক্রস কারেন্সি। তবে কোন কারেন্সিই নিরাপদ নয়। তবে আমার মতে ক্রস কারেন্সি ট্রেড করার চেয়ে মেজর কারেন্সি ট্রেড করা কিছুটা ভাল। তই ্আপনি যদি নিরাপদের পথে হাটতে চান তাহলে ক্রস কারেন্সি ট্রেড না করে মেজর কারেন্সি ট্রেড করা অনেক ভাল হবে।
আপনি যদি ফরেক্স মার্কেট এ দক্ষ না হন তাহলে ফরেক্স মার্কেট এর কোন কারেস্নি পেয়ারে ট্রেড করে লাভ করতে পারবেন না।তাই মার্কেটে দক্ষ হওয়া লাগবে।মার্কেটে অনেক কারেন্সি পেয়ার আছে।যেমন- euro/usd, usd/jpy, gbp/usd, nzd/usd,chf/usd ইত্যাদি। তবে বেশিভাগ ট্রেডাররা ইউরো ইউ এসডি তে ট্রেদ করে থাকে।
সকল কারেন্সির স্প্রেড অনেক কম তাদের ট্রেড করা নিরাপদ । আমরা কোনো শেয়ারের মূল্য টাকায় নির্ধারিত হয় । কিন্তু ফরেক্স মার্কেটে এভাবে কোন দেশের মূদ্রা বা কারেন্সির মান নির্ধারণ অসম্ভব । অতএব বেশী বেশী করে আমরা ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
বিশেষ করে যেসকল পেয়ার মেজর কারেন্সি যেমন-euro/usd,gbp/usd,aud/usd,nzd/usd,cad/usd ইত্যাদিই ভালো ও নিরাপদ পেয়ার৷তবে নতুনদের জন্য euro/usd তুলনা মূলক ভালো হবে৷আসলে আপনার ট্রেডিং দক্ষতাই হলো মূল বিষয়৷যদি দীর্ঘদিনের নিয়মিত প্র্যাকটিস থাকে তাহলে পেয়ার কোনো সমস্যা নয়৷তাই প্রথমে ডেমো প্র্যাকটিস করে করে অভিজ্ঞতা অর্জন করেন৷
আমি মনে করি ফরেক্স মার্কেট এ সব পেয়ার নিরাপদ আপনি যদি ঠিকমত ট্রেড করতে পারেন আমি সাধারনত ফরেক্স মার্কেট এ মেজর পেয়ার এ ট্রেড করে থাকি আপনি ট্রেডিং সিস্টেম যত ভাল হবে আর আপনি সেই সিস্টেম যত ভাল করে বুঝবেন আপনি তত ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারবেন তাই আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হন তা হলে মেজর পেয়ার এ ট্রেড করুন আর আপনার ট্রেডিং সিস্টেম টা উন্নত করুন ফরেক্স মার্কেট এ
ফরেক্স মার্কেট এ কিছু নিরাপদ পেয়ার আছে যা ট্রেড করলে আমাদের রিস্ক অনেক কমে যাবে। কারন কিছু ভোলাটাইল পেয়ার আছে যা ট্রেড করলে মারাত্মক মুভ করে। এটা ট্রেড করলে আমাদের যে কোণ সময় স্টপ লস হিট করতে পারে। তাই আমি ম্নে করি audusd পেয়ার সবচেয়ে নিরাপদ।
ফরেক্সে আমরা কারেন্সিতেই ট্রেডিং করে থাকি । অনেক কারেন্সির মধ্য আমাদের কিছু কমন কারেন্সি আছে যেগুলোতে আমরা ট্রেডিং করতে পারি । ফরেক্সে নিদ্দিষ্ট্ কোন কারেন্সিই নিরাপদ নয় । কেননা এখানে অনেক বিশ্লেষন করেই আমাদেরকে ফরেক্সে কোন কারেন্সিতে ট্রেড করব তার সূত্র বের করতে হয় । ফরেক্সে যে যত বেশি এনালাইসিসে দক্ষ হবে সে তত বেশি পরিমাণে ফরেক্সে দক্ষ হতে পারবে এবং বেশি ইনকাম করতে পারবে ।
আমার মতে ইউএসডি, জেপি ওয়াই কারেন্সি পেয়ার সবচেয়ে বেশি নিরাপদ বলে আমার ধারনা । কারন এই মার্কেটটা সাধারণত একই ট্রেন্ডে চলতে থাকে যেমন ধরুন আপট্রেন্ডে থাকলে ওদিকেই যায় আবার ডাউন ট্রেন্ডে থাকলে সেদিকেই যেতে থাকে, এবং মার্কেটের মুভ সাধারণত কম থাকে । সুতরাং আমার মতে এই কারেন্সি পেয়ারটাই সবচেয়ে বেশি নিরাপদ এবং ভাল, এখানে কাজ করে আপনি অনেক মজা পাবেন ।
।
আমি গত ১বছর যাবত মার্কেটের সাথে আছি। ডেমো ট্রেড এবং রিয়েল ট্রেড দুটোই করি। আমার মনে হয় সবচেয়ে urousd পেয়ার টিই সবচেয়ে ভাল এবং এই পেয়ারটি জনপ্রিয় বেশী। মোটামুটি সকলেই এই পেয়ারে ট্রেড করার চেষ্টা করেন যার কারনে এই পেয়ারের ক্ষমতাও বেশী। তবে nzdusd, gbpusd এই পেয়ার গুলোও ভাল ট্রেড করার জন্য। তবে এনালাইসিস করতে পারলে মোটামুটি সব পেয়ারই ট্রেড করা যায়। তবে ভালভাবে এবং নিখুত ভাবে এনালাইসিস করতে হলে ১/২টি পেয়ার নিয়ে কাজ করা ভাল। কারণ যত পেয়ার নিয়ে কাজ করবেন তত বেশী এনালাইসিস করতে হবে এবং মুভমেন্ট এর ব্যপারে জানতে হবে।
ফরেক্স বাজারে আপনি যদি ঠিকমত ভালভাবে বুঝে ট্রেড করতে পারেন তাহলে সব পেয়ারই আপনার জন্য নিরাপদ হবে এবং সকল পেয়ার থেকেই আপনি মুনাফা উপার্জন করতে পারবেন, কিন্তু আপনি যদি ভালভাবে না বুঝে ট্রেড করেন তাহলে আমার মনে হয় সকল পেয়ারই আপনার কাছে অনেক কঠিন মনে হবে আর আপনি সকল পেয়ার থেকে ঠিকমত মুনাফা উপার্জন করতে পারবেন না। তাই ট্রেড শুরু করার আগে অবশ্যই বাজার ঠিকমত বুঝার চেষ্টা করবেন।
আসলে আমার মতে এটা বলা খুবই মুশকিল কেননা আপনি যদি ফরেক্স বাজারে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা দ্বারা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনি সব পেয়ারে ট্রেড নিরাপদ বোধ করবেন এবং সঠিকভাবে মুনাফাও উপার্জন করতে পারবেন। আর যদি না বুঝে শুনে ট্রেড করেন তাহলে আপনার কাছে সব পেয়ারই কঠিন হবে এবং সে অনুপাতে আপনার সমুদয় মূলধন হারাতে পারেন। অতএব পেয়ার সম্পর্কে বুঝাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আসলে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা না থাকলে ফরেক্স ঝুঁকিপূর্ণ মনে হবে। আর যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা থাকে তাহলে সব পেয়ারে ট্রেড করে লাভ করা যাবে। আর ট্রেড ওপেন করার আগে অবশ্যই ভালভাবে এনালাইসিস করতে হবে। আমার মনে হয় তাহলে ফরেক্স মার্কেটে আর কোনো পেয়ার ঝুঁকিপূর্ণ মনে হবে না।
আসলে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা না থাকলে ফরেক্স ঝুঁকিপূর্ণ মনে হবে। আর যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা থাকে তাহলে সব পেয়ারে ট্রেড করে লাভ করা যাবে। আর ট্রেড ওপেন করার আগে অবশ্যই ভালভাবে এনালাইসিস করতে হবে। আমার মনে হয় তাহলে ফরেক্স মার্কেটে আর কোনো পেয়ার ঝুঁকিপূর্ণ মনে হবে না।
কিছু কারেন্সি আসে যাদের স্প্রেড অনেক বেশি আবার কিসু কারেন্সি আসে তাদের স্প্রেড অনেক কম আমার মতে যে সকল কারেন্সির স্প্রেড অনেক কম তাদের ট্রেড করা নিরাপদ এই দিক থেকে ইউরো / ইউ এস ডি কারেন্সি পিয়ার টি নিরাপদ মনে হয় কেননা সকল ব্রোকার এই কারেন্সি পিয়ার তির উপরে খুব অল্প স্প্রেড দিয়ে থাকে এবং যা কিনা অন্য কারেন্সি পিয়ার গুলোর তুলনায় একেবারেই নগন্য তাই এই পিয়ার ভাল।
আসলে আমি মনে করি যদি সঠিক ভাবে আপনি ফরেক্স ট্রেড জানেন তাহলে আপনি যে কনো পেয়ার এ ট্রেড করতে পারবেন,এল জন দক্ষতা বান ট্রেডার এর কাসে সব পেয়ার এর ট্রেড একি রকম মনে করে ট্রেড করেন,যদি আপনি সঠিক ভাবে ট্রেড এর দক্ষতা না হন তাহলে আপনি কনো পেয়ার এ ভালভাবে ট্রেড করতে পারবেন না।
আমার কাছে সব চেয়ে নিরাপদ এবং সব চেয়ে ভালো কারেন্সি পেয়ার গুলা হলো eur/usd eur/jpy usd/jpy। আমি বেশি ভাগ সমায় এই কারেন্সি গুলো দিয়ে ট্রেড অপেন করি। আমি এই কারেন্সির গুলোর উপর ভালো এনালাইসিস করতে পারি। তাই এই কারেন্সির দিয়ে ট্রেড করলে আমি প্রচুর প্রফিত করতে পারি। তাই এই কারেন্সি গুলো আমার কাছে অনেক নিরাপদ মনে হয়।
আমার ফরেক্স এমন একটি মার্কেট এখানে কোন কারেন্সি কারো জন্য নিরাপদ নয় কারণ আপনি যদি ফরেক্স সম্পর্কে কোন ধরনের জ্ঞান বা অভিজ্ঞতা না অর্জন করে যদি ট্রেড করতে যান তাহলে আপনার জন্য কোন কারেন্সি নিরাপদ নয়। আর যদি এই মার্কেটে প্রবেশ করার আগে ভালোভাবে জেনে বুঝে এমনকি সকল ধরনের নিউজ ও টেকনিক্যাল, ফান্ডামেন্টাল ও সেন্টিমেন্টাল এনালাইসিসগুলো ভালভাবে জ্ঞান অর্জন করতে পারেন তাহলে আপনি মোটামুটি প্রায় সকল পেয়ার সম্পর্কে ভাল জ্ঞান রপ্ত করতে পারবেন। এছাড়া নিজেকে ফরেক্স মার্কেটে নিয়ন্ত্রণে রাখতে হবে যেমন ধৈর্য্য ও লোভ এই দুটো যদি সঠিকভাবে ধরে রাখতে পারেন তাহলে আপনি সঠিক পথে ধাবিত হতে পারবেন। তখন আপনি কোন পেয়ারে ট্রেড করলে সফল বা ভাল মুনাফা অর্জন করতে পারবেন সেটা নিজেই বুঝতে পারবেন। তবে আমার মতে আপনি eurusd, audusd, jpyusd, gbpusd এই কয়েকটি পেয়ারে ট্রেড করলে খুব সহজেই ভাল মুনাফা উপার্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস।
অভিজ্ঞদের মতে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা না থাকলে ফরেক্স ঝুঁকিপূর্ণ মনে হবে। আর যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা থাকে তাহলে সব পেয়ারে ট্রেড করে লাভ করা যাবে। আর ট্রেড ওপেন করার আগে অবশ্যই ভালভাবে এনালাইসিস করতে হবে। আমার মনে হয় তাহলে ফরেক্স মার্কেটে আর কোনো পেয়ার ঝুঁকিপূর্ণ মনে হবে না।
যদি আপনি কোন প্রকারের সিস্টেম না জানেন তাহলে কোন পেয়ারই আপনার জন্য নিরাপদ নয়। তবে নতুন অবস্থায় মার্কেট বুঝার জন্য কম ভোলাটিলির মার্কেট এ দেখা উচিত। তবে মার্কেট বুঝার জন্য সিস্টেম আয়ত্ব করতে হবে ট্রেড করার জন্য। যতদিন আপনি কোন সিস্টেম না বুঝতে পারবেন তাহলে আপনার রিয়েল ট্রেড এ না আসাই উচিত। ফরেক্স ট্রেডিং যদি ট্রেড করে টিকে থাকতে চান তাহলে আপনাকে কয়েকটি কাজ খুব মনোযোগ দিয়ে করতে হবে ১। স্ট্রেটেজি ঠিক করা ২। মানিম্যানেজমেন্ট সঠিক ভাবে প্রয়োগ করা। ৩। আপনার সিস্টেম অনুযায়ী সিগ্নেল বোঝা।