না, আমি মনে করি ফরেক্স ব্যাবসায় বয়সের কোনো সীমা নেই এই ব্যাবসা যে কোনো বয়সেই করা যায় । ফরেক্স ব্যাবসা করতে হলে অভিজ্ঞতা,দক্ষতা,ধৈর্য এর দরকার আছে। তাই বলি ফরেক্স বেবসা তে কোন সমই লাগে না।
Printable View
না, আমি মনে করি ফরেক্স ব্যাবসায় বয়সের কোনো সীমা নেই এই ব্যাবসা যে কোনো বয়সেই করা যায় । ফরেক্স ব্যাবসা করতে হলে অভিজ্ঞতা,দক্ষতা,ধৈর্য এর দরকার আছে। তাই বলি ফরেক্স বেবসা তে কোন সমই লাগে না।
ফরেক্স এমন একটি ব্যবসা এখানে যেকোনো বয়সের নারী পুরুষ ফরেক্স মারকেটে কাজ করতে পারে । ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বয়স কোন বিষয় না এই বাবসা করার জন্য প্রয়োজন ফরেক্স ট্রেড সম্পর্কে জ্ঞান । ফরেক্স ট্রেড সম্পর্কে জ্ঞান থাকলে যে কোন বয়সের ট্রেডার এই ফরেক্স বাবসা করতে পারে ।
ফরেক্স ব্যাবসায় বয়সের কোনো সীমা নেই এই ব্যাবসা যে কোনো বয়সেই করা যায় ।
ফরেক্স বিজনেস এ বয়স এর কোন সীমা রেখা নাই কিন্তু আপনাকে ১৮ বছর এর উপর হতে হবে , আমি মনে করি ফরেক্স বিজনেস করতে হলে শিক্ষা কোশল জ্ঞ্যান অভিজ্ঞতা আর পরিশ্রম করতে পারলেই ফরেক্স বিজনেস করতে পারবেন এ ক্ষেত্রে বয়স কোন বাধা নয় , প্রয়োজন সঠিক জ্ঞান , পরিশ্রম ও অধ্যবসায় । ফরেক্স ১৮ বছর এর উপরে যে কোন ধরনের মানুষ বিজনেস করতে পারেন ।
ফরেক্স ব্যবসায় কোন নির্দিষ্ট বয়সসীমা নেই । যে কোন বয়সের লোক এটি করতে পারে।
হ্যা, বয়স তো লাগবেই । একজন শিশু তো আর ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে না । ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । বিশ্ব ব্যবসা অাইন অনুযাই একজন সাবালক এ ব্যবসা করতে পারে । তবে সাবালক হবার পর এ ব্যবসায়ে বয়সের কোন সীমা রেখা নেই । যিনি ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল বুঝেন তিনেই এ ব্যবসা করতে পারেন ।
ফরেক্স বিজনেস এ বয়সের নির্দিষ্ট কোনো সীমানা নেই তবে নূন্যতম ১৮বছর বয়স হতে হবে।নূন্যতম এই বয়স পার হওয়ার পর যেকোনো বয়সের যে কেউ যতদূর খুশি ফরেক্স বিজনেস করতে পারবে।মূলত ১৮বছরের বেশি প্রাপ্তবয়স্কের সার্টিফিকেট। তাই বলতে পারি ফরেক্স বিজনেসে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বয়সের আর কোনো সীমানা নেই।
আমার দেখা মতে যারা ফরেক্স করে আসছেন কিবা ফরেক্স এর সাথে যুক্ত তাদের সবার ই যে একি লেভেলের বসয় তা নয়। তারা একেক জন বয়সের দিক দিয়ে একেক রকম।টকিছু দিন আগে আবার দেখলাম এক ১৬ বছরের ছেলে এই ফরেক্স থেকে প্রায় ১ কটি টাকা আয় করে । যা দেখা যায় ৪০ বছরের কার কার জন্য আজ ও সম্বব হয়নি। তাই আমি মনে করি যারা ফরেক্স এ ভাল এবং ভাল নলেজ আছে তারাই ভাল কিছু করতে পারবে। এবং এও সত্য যে ফরেক্স এর জন্য কোন সীমা যুক্ত বয়সের দরকার হয় না।
ফরেক্স বিজনেস করার জন্য প্রয়োজন মার্কেট সম্পর্কে পর্যাপ্ত ধারনা। যার মার্কেট সম্পর্কে ধারনা আছে, ট্রেডিং করার মানসিকতা আছে, মার্কেট এনালাইসিসের ক্ষমতা আছে সেই ফরেক্স বিজনেস করার জন্য যোগ্য। এক্ষেত্রে বয়স কোনো বাধা নয়। তবে ফরেক্সে একাউন্ট খোলার জন্য বয়স একটা ব্যপার। তাই বলা যায় ফরেক্সে বয়স ব্যপার না, আবাড় ব্যপারও।
ফরেক্স ট্রেডিং এমন একটি ব্যবসা যেটা ঘরে বসেই করা যায়। এর জন্য সবচেয়ে বেশি যেটি দরকার তা হলো অভিজ্ঞতা। ট্রেড করার মত শারীরিক ও মানসিক সুস্থতা থাকলেই তিনি ট্রেড করতে পারেন। এখানে বয়স কোন বাধা হতে পারেনা। তাই আমি মনে করি একজন সফল ট্রেডার মানসিক ভাবে সুস্থ থাকলেই ট্রেড করতে পারেন। বয়স তার জন্য কোন বাধা হতে পারে না।
হ্যা অবশ্যয় ফরেক্স ব্যবসায়ের বয়সের সীমা আছে তবে সেটা সর্ব নিম্ন সীমা আ্পনি যদি ফরেক্স ব্যবসা করতে চান আ্পনাকে সর্ব নিম্ন ১৮ বছর বয়সী হতে হবে কারন এর কম হলে আপনি পাসপোর্ট বা আই ডি কার্ড পাবেন না। ধন্যবাদ।
ফরেক্স বিজনেসে আমার জানামতে কোন বয়সসীমা নেই। ফরেক্স জানে, বুজে এমন যেকেউ এই ব্যাবসা করতে পারে। তবে বয়স্ক কারও ট্রেড না করায় উচিত। মনযোগের অভাবের কারনে ট্রেডে লস হতে পারে।
আমি মনে করিনা ফরেক্স বিজনেস এ বয়সের কোন সীমা আছে।এটা যে কেউ ই করতে পারে। ফরেক্স ভাল ভাবে শিখে ব্যবসা করলে সাবাই এতে লাভবান হতে পারে।
না ভাই ফরেক্স বিজনেস এর কোন সময়সীমা নাই । আমাদের দেশে যেমন সরকারি চাকুরী গুলোর বয়সের একটা সময়সীমা আছে যে ত্রিশ বছর এর পর আর চাকুরীতে ঢুকতে পারবেন না কিন্তু ফরেক্স এর ক্ষেট্রে আমন কোন ধরাবাধা নিয়ম নাই । আপনি শুরু ফরেক্স ভালভাবে বুঝতে পারলেই হবে । আপনি যেকন বয়সেই ফরেক্স করতে পারবেন ।
আপনি ফরেক্স এ যেকোন বয়সেই ট্রেড করতে পারবেন । তবে হা ভেরিফিকেশন এর জন্য আপনাকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট থাকা লাগবে । যেমন ধরুন আপনার ন্যাশনাল আইডি কার্ড পাবার জন্য আপনার বয়স ১৮ হতে হবে । তবে মন খারাপ করার কোন কারন নাই আপনি আপনার বাড়ির বড়দের নামে একাউন্ট করতে পাড়েন এবং তাদের দিয়েই একাউন্ট ভেরিফাই করাতে পারেন ।
ফরেক্স বিজনেসটা আমাদের জীবনে এসেছে সুন্দর একটা ভবিষ্যতের জন্য। আমাদের মেধা শক্তি , নিজেদের জ্ঞান, পরিশ্রম দ্বারা আমাদেরকে তা চিনিয়ে আনতে হবে। ফরেক্স যে ধরনের বিজনেস তার থেকে বুজা যায় সে অন্যান্য বিজনেস গুলু থেকে আলাদা এবং এখানে সব দিক দিয়ে বেশি সুবিধা। ফরেক্স মার্কেটিং এর বেলায় নেই কোন বয়সের বেধাবেধ। জার পক্ষে ফরেক্স বুজা সম্ভব সেই ফরেক্স করতে পারছে। তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে বয়সের কোন সীমা নেই।
আমার জানামতে ফরেক্স সকল লোকজন করতে পারে সুধু মাত্র তাদের থাকতে হবে যে জিনিসটা তা হলো একটি কম্পিউটার ও একটি মডেম কারন আমরা জানি যে ফরেক্স হচ্ছে অনলাইন ভিত্তিক ব্যবসা আর আপনার কিছু ইনভেস্টমেন্ট থাকতে হবে।
ফরেক্স বিজনেস করতে বয়সের কুনো সীমা রেখা নেই । যেকোন বয়সের যে কেউ এই ব্যবসা করতে পারবে । দরকার শুধু ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা । ধরয্য ধরে পরিস্রম করা । তবে আমি মনে করি যে ১৮ বৎসর বয়সের নীচে যারা পড়া লেখা করতেছে তাদের এই ব্যবসায় না আসা উচিত । কারণ এতে করে পড়া লেখার প্রতি মনোযোগ কমে যাবে।
বয়স এর থেকে আমি বেশি জোর দেব মেন্টালিটি বা ম্যাচুরিটির উপর। আসলে অল্প বয়সে মানুষ বেশি রিক্স নিতে পছন্দ করে ফলে ভুলও বেশি করে তাকে। তবে এর কোন নির্দিষ্ট বয়স নেই। আপনার বয়স হোক ২০ অথবা ৮০ আপনি যদি সঠিক ভাবে মার্কেট সম্পর্কে জানতে পারেন এবং মার্কেট টির মুভমেন্ট বুঝতে পারেন তবে এই মার্কেট প্লেসটি আপনার জন্য।
হ্যা আছে তবে এটাকে সীমা বলবো না।কেননা ১৮বছরের ওপরে যে কেউ ফরেক্স ব্যবসা করতে পারে।আসলে এর শুধু নূন্যতম সীমা ১৮ বছরের ওপর হওয়া কিন্তু উপরে বছর তার কোনো সীমা নেই।প্রাপ্তবয়স্কের পর যতদিন খুশি ফরেক্স ব্যবসা করা যায়।
যে কোন ব্যবসার জন্য বয়স বিবেচনা করা ঠিক বলে আমার মনে হয় না। কারন ইচ্ছা শক্তি থাকলে বয়স কখনও বাধা হবে না।তাই এর ক্ষেত্রে বয়স কোন ব্যপার নয়। ধন্যবাদ।
ফরেক্স এ বয়শের কন সীমানা নাই । কারন ফরেক্স একটি বেবশা যাহা যে কেও করতে পারবে স্যামনও কম্পিউটার শম্পরকে দারনা থাকলে আই বেবশএ করা শম্ভব । যদি কেও ভাল করে আই বেবশা সিক্তে পারে তবে আই বেবশা থেকে আয় করা শম্ভব। আমি নিজাও আই বেবশা থেকে আয়ের ছস্তা করে যাচি।
ফরেক্স ট্রেড করার ক্ষেত্রে বয়স এর কোন বাধ্যবাদকতা নেই আপনি যদি ১০ বছরের শিশু ও হন বা ৮০ বছরের বৃদ্ধ তাতে ও সমস্যা নেই যদি ট্রেড ভালো বোঝেন মোট কথা হচ্ছে ফরেক্স ট্রেডং প্লাটফর্ম এ আপনার বয়স,ফিটনেস ইত্যাদির কোন মূল্য নেই এখানে আপনি কেমন ট্রেড বোঝেন ট্রেড সম্পর্কে আপনার আইডিয়া কেমন এসব দক্ষতাই ফরেক্স ট্রেড এর আলোচ্য বিষয়।
না,ফরেক্স বিজনেসে বয়সের কোনো সীমা নেই। বুড়ো বলেন, ছেলে বলেন, মধ্যবয়স্ক বলেন সবাই এতে অংশগ্রহন করতে পারে।তবে হ্যা, প্রত্যেককে অন্তত প্রাপ্তবয়স্ক হতে হবে।মানে ১৮ বছরের ওপর হতে হবে।তার ওপর বয়সের আর কোনো সীমা ফরেক্স বিজনেসে নেই।
ফরেক্স বেবসাই বয়সের কোনও শেষ নেই কারন এই বেবসা সব ধরনের লোকেরা এই বেবসা করতে পারেন ছোট বড় বৃদ্ধ লোকেরা করতে পারেন তবে এই বেবসা যে জানবে সেই এই বেবসা করতে পারেন তবে এর কোনও বয়স সীমা নেই।
ফরেক্স ব্যবসা এর জন্য বয়স সীমাবদ্ধতা নেই কিন্তু এই ব্যবসায়ের জন্য বয়স সর্বনিম্ন ১৮ বছর হলে ভালো হয়।কারন এই বয়সে অনেক ধৈর্য্য থাকে এই বয়সে অনেক পরিশ্রম করা যায় এই বয়সে যেকোনো কিছু খুব সহজেই বোঝা যায়। ফরেক্সে যেহেতু অনেক ধৈর্য্য,পরিশ্রম ও দক্ষতার প্রয়োজন আর ১৮ বছর বয়স থেকে এই গুনগুলো মানুষের মাঝে সহজেই আসে তাই ১৮ বছর বয়স থেকেই ফরেক্স ব্যবসা শুরু করা ভালো।
ফরেক্স একটি আন্তঃজাতিক অনলাইন ব্যবসা। ফরেক্স এ ট্রেড করতে বয়সের কোন সীমা নেই। যদি কেও ফরেক্স থেকে সত্যিই টাকা আয় করতে চায় তাহলে আমি মনে করি অপাপ্ত বয়স্ক আর বৃদ্ধরা ছাড়া এই মার্কেট এ ট্রেড করে সবাই সফল হতে পারবে।
না আপনি যে কোন বয়সে ফরেক্স শিখতে পারেন কিন্তু আপনাকে একটি জিনিস থাকতে হবে ইন্টারটেন সর্ম্পকে ধারনা এবং সবচেয়ে বেশি যেটি দরকার হবে সেটি হলো আপনাকে শিক্ষিত হতে হবে নিম্ন আপনাকে এইচ.এস.সি পাস করতে হবে তাহলে আপনি এই কাজ আপনার যে বয়সি হক না কেন আপনি অনায়াসে করতে পারবেন তাই আমি বলবো আপনি যদি ফরেক্স কে পছন্দ করেন তাহলে আপনি ফরেক্স সময় নষ্ট না করে শুরু করে দিন এবং আপনি ধর্য্য সহকারে আপনি কাজকরুন তাহলে একদিন আপন্য সাফল্য লাভ করবেন এবং সেদিন আপনি অনেই বৈদেশিক মুদ্র আয় করতে পারবেন অনেক সহজে।.
ফরেক্স ব্যবসায় বয়স বিষয়টি মূখ্য নয়। প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে যে কোন বয়সের মানুষ এখানে ব্যবসা করতে পারে। যেহেতু এটি একটি অনলাইন ভিত্তিক কারেন্সি ব্যবসা সেহেতু এখানে বয়স নয় বরং মেধা ও দক্ষতার প্রয়োজন বেশি। মেধা এবং দক্ষতার সমন্বয়ে যেকোন বয়সের মানুষ এখানে সফল হতে পারে। ট্রেডার হিসেবে ফরেক্সে যুবক কিংবা বৃদ্ধের মধ্যে এখানে কোন তফাৎ নেই।
ফরেক্স ব্যবসায় কোন বাধ্যতা মূলক বয়স সীমা নাই । আপনি আপনার ইচ্ছামত ফরেক্স ট্রেডিং করতে পারেন । ফরেক্স এ আপনার যত দিন যাবে তত দক্ষতা বারবে । কিন্ত আপনি ফরেক্স এ অ্যাকাউন্ট খলার সময় আপনার অবশ্যই জাতিয় পরিচয় পত্র লাগবে । এই জন্য আপনার ১৮ বছর হতে হবে । এছাড়া আপনি যেকোনো বয়স এ ফরেক্স ট্রেডিং করতে পারেন ।
ফরেক্স বিসনেস করার জন্য কোন বয়স শীমা নির্ধারন নেই। সুস্থ স্বাভাবিক সকল বয়সেই ফরেক্স বিসনেস করার সুযোগ আছে।
ফরেক্স বাবসা যেকেউ করতে পারেন। নির্দিষ্ট বয়স উল্লেখ করা নেই। কিন্তু এতে তাকে মার্কেট বুঝতে হবে। ফরেক্স সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। পরিশ্রমী হতে হবে। কিন্তু ফরেক্সে টিকে থাকতে হলে আপনাকে প্রচুর বুদ্ধি এবং ফরেক্স জ্ঞান থাকতে হবে। ধন্যবাদ
ফরেক্স বেবসা শুরু করতে হলে বয়স লাগে না এ কথাটা ঠিক না কারন একটা ১৪/ ১৫ বছরের করো পক্ষে ফরেক্স ভাল করে তেরেদ করতে পারার কথা না। ফ্রএক্স তেরেদ করতে হলে অনেক পরা শুনা করতে হয় বেশ কিছু দিন ( ৭/ ৮ মাস) ডেমো হিসাবে তেরেদ করে অভিজ্ঞতা অর্জন করতে হয়। অভিজ্ঞতা ছাড়া ফ্রএক্স তেরেদ করে কোন প্রফিত করা যাবে না। তাই যে বয়সে এগুলো আয়ত্ত করতে পারবে তখন থেকে যে কেও এ বেবসা শুরু করতে পারবে বলে আমার ধারণা।
ফরেক্স ব্যবসা যেকোনো বয়সের লোক ফরেক্স মার্কেট ট্রেড করতে পারে।ফরেক্স ব্যবসা বয়স নিয়ে বিবেচনা করা হয় না।যারা ফরেক্স ব্যবসা অবিজ্ঞ শুধু মাত্র তারাই ফরেক্স মার্কেট ভাল টাকা আয় করে থাকে।ফরেক্স মার্কেট নির্ভর করে আপনার দক্ষতা এবং অবিজ্ঞতার উপর।তাই ফরেক্স বিজনেস বয়সের কোন সীমানেই বলে আমার মনে হয়।
হ্যা আমি মনে করি বয়সের একটা ব্যপার অবশ্যই আছে। কারন আজকাল বাচ্চা রাও ফেইসবুক চালায়, তাই বলে সেও কি ট্রেডিং করতে পারবে?হয়ত শিখলে পারবে। কিন্ত এখানে কিছু নিয়মকানুন, সেন্টিমেন্তাল ব্যপার রয়েছে। আর এগুলো পরিপক্ক বয়স না হলে তৈরি হয় না।
ফরেক্স ব্যবসায় বয়সের কোন নির্দিষ্ট সীমা নেই । যে ফরেক্স ব্যবসা বুঝতে পারে সে তা করতে পারে। ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে কৌশলী এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হতে হবে। এই ব্যবসায় বয়স কোন বিষয় না, ফরেক্সে পরিশ্রম করতে পারলেই ফরেক্স বিজনেস করতে পারবেন বলে আমি মনে করি।
সকল প্রকার বয়সেই একজন ভাল ফরেক্স ট্রেডার হতে পারেন তো তার জন্য কোন প্রকার বয়সের সিমা বদ্ধতা নেই এবং যে কোন প্রকার পেশার মানুষেরা এই ব্যবসাতে অংশ গ্রহন করে তার অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে পারে। তাই আমি মনে করি কোন বয়সই বাধা সৃষ্টি করতে পারে না ফরেক্স ট্রেডিং এর ব্যবাস করতে।
আমি মনে করি ফরেক্স বিসনেস এ বয়স এর সীমা আছে আর সেটা হলো 18 বছর থেকে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত। কারন ফরেক্স ব্যবসায় যদি 18 বছরের *নিচে হয় তাহলে তার অনেক সমস্যা হতে পারে সে ঠিক মত বুঝবে না সাথা দিন ফরেক্স এর সাথে থাকতে ইচ্ছা করবেনা। আর বৃদ্ধ বয়সে মাথা ঠিক মত কাজ করে না অনেক কিছু মনেও থাকে না আর ফরেক্স ব্যবসায় আসল হল মাথায় বুদ্ধি খাটিয়ে কাজ করা। তা্ই আমার মতে বৃদ্ধ কালে ফরেক্স ব্যবসা না করাই ভাল বলে আমি মনে করি।
ফরেক্স ব্যাবসায় বয়সের কোন সিমা নাই। যাহারা অন লাইন ব্যাবসা সম্বন্ধে জানে তারা সবাই ফরেক্স ব্যাবসা করতে পারেন। তাতে বয়সের কোন সীমা বদ্ধতা নাই। এ কারনেই ফরেক্স করার জন্য কোন বয়স লাগেনা।
না ফরেক্স এর বয়সেরই শুধু বয়সের কোন সীমা নাই আর অন্য সব কাজে বয়সের সীমা আছে বলে আমি মনে করি তাই আপনি অনায়াসে ফরেক্স করতে পারনে এবং এই ফরেক্স মূলত যে ভালো বুঝে সেই করতে পারে আর যে বুঝেনা সে করতে পারেনা। আরে এই ফরেক্স করতে হলে আপনাকে কনেক পরিশ্রম করতে হবে প্রথম দিকে তাহলে আপনি সাফল্যতা অর্জন করতে পারবেন তাছাড়া আপনি সাফল্যতা অর্জণ করতে পারবেন না।