যারা ফরেক্স মার্কেট এ নতুন তাদের যদি মেইন মানে রিয়াল ব্যালেন্স ভালো থাকে ৫০০ বা ১০০০ ডলার তাহলে সে অনায়েসে টেক লস না বসিয়ে কাজ করলে তাহলে এখান থেকে কিছু পাবার সম্ভাবনা থাকবে। আর যদি তার ব্যালেন্স কম থাকে আর যদি টেক লস না বসায় তাহলে তার সম্পুর্ন মুলধন জিরো হতে বেশিক্ষন সময় লাগবে না। তাই আমার মতে টেক লস ও টেক প্রফিট বসিয়ে ট্রেড করলে আপনি আপনার লক্ষে পোছাতে পারবেন,তবে টেক লস না বসিয়ে রাখলেও টেক প্রফিট আপনি বসিয়ে রাখতে পারেন এতে করে আপনার পক্ষে লাভ করা পসিবল হবে।