বাংলাদেশের শিয়ার মার্কেটে এর সাথে ফরেক্স ব্যবসার বেশ কিছু মিল থাকলেও বেশ কিছু অমিল ও রয়েছে। শিয়ার মার্কেটে বিভিন্ন কম্পানির শেয়ার কেনা বেচা হয় আর ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের কারেন্সি কেনা বেচা হয়। শেয়ার মার্কেট শুধু মাত্র একমুখি শেয়ারের দামের বৃদ্ধি হলেই লাভ পাওয়া যায়। ফরেক্স মার্কেটে শেয়ারের দামের কম অথবা বৃদ্ধি দু পাশ থেকেই লাভ করা যায়। এ ক্ষেত্রে শুধু মাত্র টেড্র করার ক্ষেত্রে বিচক্ষণ হতে হবে।