জায়।ফরেক্স মার্কেটে আমি যে কয়ে দিন ফরেক্স মার্কেটে আমি এসেছি তার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে ফরেক্স ট্রেড করে ভাল প্রফি?ট করা যায় যদি ট্রেন্ড লাইন ধরে ট্রেড করা হয় তাহলে কোন দিন লসের মুখে পড়া লাগে না লাভ হভেই ।
Printable View
জায়।ফরেক্স মার্কেটে আমি যে কয়ে দিন ফরেক্স মার্কেটে আমি এসেছি তার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে ফরেক্স ট্রেড করে ভাল প্রফি?ট করা যায় যদি ট্রেন্ড লাইন ধরে ট্রেড করা হয় তাহলে কোন দিন লসের মুখে পড়া লাগে না লাভ হভেই ।
ট্রেন্ড লাইন হল আসলে মার্খেট যখন একটি নির্দিষ্ট দিকে যায় যেমন বেয়ার বা বুল ক্যান্ডেল তৈরি করে ঠিক তখন উপর ও নিচে একটি ধারাবাহিকতা বজায় রেকে এগিয়ে চলে। আর এই এগিয়ে চলাকে একটি লইন মার্জিন দ্বারা চিহ্নিত করলে যেটি পাওয়া যায় সেটিই হলো ট্রেন্ড লাইল
লাইন হল খুবই গুরুত্বপূর্ন টুল যা একজন সাকসেসফুল ট্রেডার হতে হলে জানা খুবই দরকারি। সঠিক ভাবে ট্রেন্ড লাইন আকতে পারা একটা ট্রেড সঠিক ভাবে এন্ট্রি নেওয়ার জন্য প্রয়োজন। কথনও জোর করে ট্রেন্ড লাইন আকার চেষ্টা করবেন না। যাই হোক সবা্ই সঠিক ভাবে ট্রেন্ড লাইন আকার চেষ্টা করবেন। জোর করে আকলে ভুল জায়াগয় এন্ট্রি নেওয়ার সম্ভবনা আছে।
ট্রেন্ড লাইন ছাড়া কখন মারকেত্র এর গতি বঝা সম্ভব না। আমাদের সব সময় উছিত মার্কেট এর গতি বুঝে ট্রেড করা। ভাল ভাবে ত্রেদ করলে আমরা এই বাবসা থেকে অনেক টাকা আয় করতে পারব ।মার্কেট কোন পজিসন থেকে ট্রেন্ড পরিবর্তন হতে পারে তা আপনাকে সঠিক এনালাইসিস করে বের করতে হবে । আপনি সঠিক ট্রেন্ড নির্বাচন করতে পারলে অনেক মুনাফা আয় করার সম্ভবনা থেকে যাবে ।
ফরেক্স মার্কেট এ মোটামোটি আমরা সকলেই জানি যে ফরেক্স মার্কেট এ তিন ধরনের ট্রেন্ড লাইন দেকতে পাওয়া যায় এক হলো আপ ট্রেন্ড দ্বিতীয় টি হলো ডাউন ট্রেন্ড এবং অপরটি হলো সাইড ওয়ে ট্রেন্ড । ট্রেড লাইন হল ফরেক্স ট্রেডিং এর গুরুত্বপূর্ন টুল। ট্রেন্ড লাইন অবশ্য সহজেই বোঝা যায়। যেমন মার্কেট যদি ডাউন ট্রেড থাকে তাহলে আমরা সেল দেই আর যদি মার্কেট আপ ট্রেড এ থাকে তাহলে আমরা বাই দিই ।
ট্রেন্ড লাইন হচ্ছে টেকনিকাল এনালাইসিসের একটি টুল । আপনি ট্রেন্ড লাইন ড্র করার মাধ্যমে আপনার ট্রেন্ড এর অবস্থা বুঝতে পারবেন । মার্কেট আর কতটা আপট্রেন্ডে যাবে না ডাউন্ট্রেন্ডে যাবে তা আপনি এই ট্রেন্ড লাইন আঁকার ফলে বুঝতে পারবেন । এটি একটি শক্তিশালী টুল তবে আপনাকে তা অবশ্যই সঠিকভাবে আঁকতে হবে । আপনি যদি ট্রেন্ড লাইন সঠিকভাবে না আঁকতে পারেন তাহলে আপনার ভুল ট্রেডে এন্ট্রি নেয়ার একটা ঝুকি থেকে যায় তাই সঠিকভাবে আকেতে চেষতা করেন ।
আমি ট্রেন্ড লাইন সম্পর্কে খুব ভালো ভাবে তেমন কিছু বুঝি না, তবে এখানে ট্রেন্ড লাইন বা কান্দলে স্টিক দেখে আপনি ট্রেড এ অনেক ভালো সুযোগ নিতে পারেন, যেমন তিন টি চত কান্দলে যদি পরপর একদিকে যায় তাহলে অতার্পরও বর্তী কান্দলে ও যদি একদিকেই যায় অতাহেল আপনি ঐদিলে একটা ট্রেড নিতে পারেন, তেমনি চত চত কান্দলে এর উপর নির্ভর করে আপনি ট্রেড করতে পারেন.
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে আমরা দুই ধরনের ট্রেন্ড লাইন দেখে থাকি,,আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, যখন আপ ট্রেন্ডে চলে মাঝে মাঝে ব্রেক করে উপরে উঠতে থাকে,আবার যখন ডাউন চলে মাঝে মাঝে,ব্রেক করে নিচে নামতে থাকে,তাই আমাদে ট্রেন্ড লাইন অনু সারে ট্রেড করা।
ট্রেন্ড সনাক্তকরণ, ট্রেন্ড নিশ্চিত হওয়া এবং ট্রেন্ড ইন্টেনসিটি পরিমাপের জন্য ট্রেন্ড লাইন খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। মেটেট্রেডারের টেন্ডলাইন টুল দিয়ে ট্রেন্ডলাইন আঁকতে হয়। সঠিক ট্রেন্ডলাইন ড্র’র মাধ্যমে সঠিক এবং নিখুঁত ট্রেড করতে পারা যায়।
ট্রেন্ডলাইন হল মেটা ট্রেডার ৪ এর একটি টুল । যার মাধম্যে আপনি মার্কেট এর ট্রেন্ড লাইন আকতে পারবেন । ট্রেন্ড লাইন আকার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে । ট্রেন্ড লাইন আকার সময় যে বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে ট্রেন্ড লাইন যোর করে আকা যাবে না । প্রতিটি ট্রেন্ড লাইট এর টপ এবং বটম পয়েন্ট থাকবে । ট্রেন্ড লাইন অত্যন্ত কার্যকরী একটি টুলস ।
চার্ট এর একটি রেখা আঁকার ফলে যে লাইন পাওয়া যায়। এটির মাধ্যমে আমরা ভাল ট্রেড করতে পারি। একটি লাইন একে ব্রেক না হওয়া পর্যন্ত ট্রেড করি। লাইন ব্রেক করলে সুবিধামত বাই অথবা সেল করি। এই ট্রেড লাইন লাভের জন্য ভাল দিক হিসেবে কাজ করে।
ট্রেন্ড লাইন হল ফরেক্স ট্রেডিং-এ একটি গুরুত্বপূর্ন বিষয়। অনেকে ভােবে ফরেক্স এ ইনকাম করা খুবই সহজ। ফরেক্স এ ট্রেন্ড লাইন তিন ধরনের যখা- (১) আপ ট্রেন্ড, (২) ডাউন ট্রেন্ড ও (৩) সাইড ট্রেন্ড। এই ট্রেন্ডগুলো বিচার বিশ্লেষণ করেই ট্রেডারগন তাদের কারেন্সি ক্রয়- বিক্রয় করে থাকেন। তাই ট্রেন্ডগুলো ভালভাবে বুঝে নেওয়া খুবই গুরুত্ব বিষয়। তা না হলে ফরেক্স ব্যবসায় সমূহ ঝুকির সম্ভবনা রয়েছে।
আমার জানামতে টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি টুলস হল ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন সহজেই বোঝা যায়। আমি মনে করি ট্রেন্ড লাইন যদি সঠিকভাবে আকা যায় তবে তা অন্য যেকোনো মেথড থেকে ভাল ফলাফল দেয়। কিন্তু অধিকাংশ ট্রেডার সঠিকভাবে ট্রেন্ড লাইন আঁকতে পারে না এবং জোর করে ট্রেন্ড লাইন আকে জার ফলে তা কার্যকর হয় না।
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে বিভিন্ন বিষয়ের উপর পড়ালেখা করতে হয় তখন আমাদের কে ট্রেন্ড লাইন সম্পর্কে জানতে হয়। ট্রেন্ড লাইন কি। আমার জানা মতে ট্রেন্ড লাইন তিন প্রকার আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইড ওয়ে ট্রেন্ড। আমাদের তিন প্রকার ট্রেন্ড লাইন দেখে ট্রেড করতে হয়।
ফরেক্স এ যেমন সাপোর্ট রেসিস্ট্যন্স ড্র করা জরুরী ঠিক তেমনি ট্রেন্ড লাইন ড্র করাও জরুরী। কারন আপনি সঠিকভাবে ট্রেন্ডলাইন আক্তে পারলে অধিক প্রফিট পেতে পারেন। ট্রেন্ড লাইন প্রফিট করার মুল হাতিয়ার। আপনি যতই ইন্ডকেটর ফলো করুন তার চেয়ে ট্রেন্ড লাইনে ভালো ফল পাওয়া সম্ভব।
ফরেক্স মার্কেট এ তিন ধরনের ট্রেন্ড লাইন দেকতে পাওয়া যায় এক হলো আপ ট্রেন্ড দ্বিতীয় টি হলো ডাউন ট্রেন্ড এবং অপরটি হলো সাইড ওয়ে ট্রেন্ড আমরা সাধারনত ট্রেন্ড লাইন অনুসরণ করেই ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকি মার্কেট যখন আপ ট্রেন্ড এ থাকে তখন আমরা বাই করে থাকি এবং মার্কেট যখন ডাউন ট্রেন্ড এ থাকে তখন আমরা সেল ট্রেড করে থাক
ফরেক্স মার্কেট এ তিন ধরনের ট্রেন্ড লাইন দেকতে পাওয়া যায় এক হলো আপ ট্রেন্ড দ্বিতীয় টি হলো ডাউন ট্রেন্ড এবং অপরটি হলো সাইড ওয়ে ট্রেন্ড আমরা সাধারনত ট্রেন্ড লাইন অনুসরণ করেই ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকি মার্কেট যখন আপ ট্রেন্ড এ থাকে তখন আমরা বাই করে থাকি এবং মার্কেট যখন ডাউন ট্রেন্ড এ থাকে তখন আমরা সেল ট্রেড করে থাকি।
মেটাট্রেডার এর যেখানে ট্যাকনিক্যাল এনালিসিস করা হয় সেখানে f চিহ্নিত যায়গায় ক্লিক করলে ট্রেন্ড টুলস পাওয়া যায়।ফরেক্স মার্কেটে ট্রেন্ড লাইন আঁকার জন্য মেটা ট্রেডার এর টুলস থেকে ট্রেন্ড লাইন টুল দিয়ে লাইন টানতে হয় । লো পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয় এবং হাই পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয় । ধণ্যবাদ।
সব ফরেক্স ভাইদের কে জানাচ্ছি আমি নতুন ট্রেডার । আমি ট্রেন্ড লাইন সম্পর্কে হয়তো সঠিক জানি না । কিন্তু আমি যা জানি তাই বলতেছি । ট্রেন্ড লাইন হলো মার্কেট চলার দাগটা । ওই দাগ বা ট্রেন্ড লাইন চলাচল করে বলে আমাদের লাভ বা লস হয়ে থাকে । এই জন্য ৯৫ % ট্রেডারস লস করে আবার অনেকে প্রফিট করে ।
ফরেক্স বাজারে ট্রেন্ড লাইন হলো এক ধরণের নির্দেশনা।আপনি এই বাজারে প্রবেশ করে লাভ অর্জন করতে চাইলে আপনার অবশ্যই ট্রেন্ড লাইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং কিভাবে এই নির্দেশনা ব্যবহার করতে হয় তা জানতে হবে।যেমন মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে আমরা সেল দেই আর যদি মার্কেট আপ ট্রেন্ড এ থাকে তাহলে আমরা বাই দিই।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মার্কেট ট্রেন্ড সনাক্ত করা হয় ট্রেন্ড লাইন এর মাধ্যমে । টেকনিক্যাল এনালাইসিস এর একটি জনপ্রিয় টুল হচ্ছে ট্রেন্ড লাইন । মেটা ট্রেডার 4 সফটওয়্যার এ ট্রেন্ড লাইন টুল দিয়ে এটি টেনে আঁকতে হয় । ট্রেড করার জন্য যে কোন ইন্ডিকেটর থেকে ট্ট্রেন্ড লাইন বেশি কার্যকর।
সঠিকভাবে ট্রেন্ড লাইন আঁকতে না পারলে তা কার্যকর হবে না । ট্রেন্ড লাইন আকার সঠিক নিয়ম হচ্ছে , দুই বা ততোধিক লো বা বটম পয়েন্ট অথবা হাই বা টপ পয়েন্ট সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হবে । সঠিক ভাবে ট্রেন্ড ডিরেকশন বুঝতে ট্রেন্ড লাইন আকা হয় এবং যে কোন কৌশল থেকে এটি বেশি ভালো ফল দেয়।
ট্রেন্ড লাইন কে তিন ভাগে ভাগ করা হয়েছে । যথা : ক) আপ ট্রেন্ড -- এই ট্রেন্ড এ মার্কেট উর্ধমুখী থাকে । খ) সাইডওয়ে ট্রেন্ড -- এই ট্রেন্ড এ মার্কেট একটি নির্দিষ্ট রেন্জ এর মধ্যে ঘুরপাক খায় । গ) ডাউন ট্রেন্ড-- এই ট্রেন্ড এ মার্কেট নিম্নমুখী থাকে।
ট্রেন্ড লাইন কে ব্যবহার করে ট্রেড করার সহজ উপায় হলো , আপ ট্রেন্ড এ প্রাইস উর্ধমুখী থাকায় নিশ্চিন্তে বাই ট্রেড ওপেন করতে পারেন । ডাউন ট্রেন্ড এ মার্কেট নিম্নমুখী থাকে তাই সেল ট্রেড ওপেন করতে পারেন । কিন্তু সাইডওয়ে ট্রেন্ড এ মার্কেট একটি নির্দিষ্ট রেন্জ এর মধ্যে ঘুরপাক খায়, তাই লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে । সেজন্য সাইডওয়ে ট্রেন্ড এ ট্রেড না করাই ভালো।
ট্রেন্ড লাইন আকা ফরেক্স এ অত্যন্ত জরুরী। কারন ফরেক্স এ সঠিকভাবে ট্রেন্ড লাইন আকতে পারলে সর্বাধিক প্রফিট করা যায়। ট্রেন্ড জোড় করে আকলে হবে না। ফরেক্স এ ভ্যলিড ট্রেন্ড লাইন আকা শিখতে হবে। ফরেক্স এ প্রত্যক ট্রেডার এর ট্রেন্ড লাইন আকা শিখা অত্যন্ত জরুরী।
আসলে এই প্রশ্নটার উত্তর আমার মনে হয় কেউ বলতে পারবে বলে আমি মনে করি না। কারন এখানে কি পরিমান লেনদেন হয় তা আমি কখন শুনেনি। তাই এই ব্যপারে আমি কিছু বলতে পারবনা। কেউ যদি জানেন তবে আমাকে জানলে আমি অনেক খুশি হব এবং আমি অন্যদের জানাব।ধন্যবাদ।
ফরেক্স মার্কেটের ট্রেন্ড লাইন বলতে আমরা কোন একদিকে যাত্রাকে বুঝে থাকি,এই যাত্রা কিছু বিরতি দিয়ে আবার একই দিকে যেতে থাকে,ফরেক্স মার্কেটের ট্রেন্ডের সাথে যদি থাকা যায় তাহলে ভাল ট্রেডিং করা যাবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের মার্কেটের ট্রেন্ড লাইন আকা শিখে ট্রেডিং করতে হবে।
ফরেক্স মার্কেটে আমাদের কে ট্রেড করতে হয় ট্রেন্ড লাইন দরে।ফরেক্স মার্কেটে তিন প্রকার ট্রেন লাইন রয়েছে এক আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এবং সাইড ওয়ে ট্রেন্ড এই তিন প্রকার ট্রেন্ডডের মধ্যে আপ ট্রেন্ড বাই দিতে হয় এবং ডাউন ট্রেন্ড সেল দিতে হয়। সাইড ওয়ে ট্রেন্ড বিরত থাকতে হবে।
শর্ট টাইম ট্রেডিং এর মাধ্যমে মার্কেট এর মুদ্রার দাম উঠা নামাটা যতটা না উপলদ্ধি করা যায় লং টাইম এ তার থেকে বেশি বোঝা যায় ও লাভ লস এর পার্থক্য বোঝা যায়। কারেন্সি এর আপডেট বোঝার জন্য লং টাকম ট্রেডিং ই ভাল।
ট্রেন্ড হচ্ছে মার্কেটের গতিবিধ সম্বলিত একটি টেকনিক্যাল চ্যার্ট যা মার্কেটের মুভমেন্ট নির্দেশ করে । মার্কেট কখন আপট্রেন্ড বা কখন ডাউন ট্রেন্ড অথবা কখন সাইড ওয়ে ট্রেন্ড এ যাচ্ছে তা নির্দেশ করে ।
আমার জানামতে ট্রেড লাইন হল ফরেক্স ট্রেডিং এর গুরুত্বপূর্ন টুল।অনেকেই মনে করে ফরেক্স এ আয় করা খুভই সহজ। ফরেক্স এ ট্রেড শুরু করা মানেই আয় শুরু করা। আমার তা মনে হয় না। আমার মনে হয় ফরেক্স এ আয় করা অনেক কঠিন বাপার। আপনার কি মনে হয়? শেয়ার করুন। আমিতো মনে করি যে ব্যক্তির ফরেক্স ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে তার নিক ফরেক্স ব্যবসায়ের মাধ্যমে আয় করাটা কোন ব্যাপারই না।
ট্রেন্দ লাইন থিক মত ফলও করলে আমরা অনেক ভাল ভাবে মার্কেট এর মুভ বুঝতে পারব। ট্রেন্ড লাইন ছাড়া কখন মারকেত্র এর গতি বঝা সম্ভব না। আমাদের সব সময় উছিত মার্কেট এর গতি বুঝে ট্রেড করা। ভাল ভাবে ত্রেদ করলে আমরা এই বাবসা থেকে অনেক টাকা আয় করতে পারব । ফরেক্স বাবসায় ট্রেন্ড ইস ফ্রেন্ড।
আমি যতদূর জানি ট্রেন্ড লাইন হলো ফরেক্স বাজারের এক ধরণের নির্দেশনা। আপনি এই বাজারে প্রবেশ করে লাভ অর্জন করতে চাইলে আপনার অবশ্যই ট্রেন্ড লাইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং কিভাবে এই নির্দেশনা ব্যবহার করতে হয় তা জানতে হবে।মার্কেট আপট্রেন্ড নাকি ডাউনট্রেন্ডে রয়েছে তা এই ট্রেন্ড লাইন আকার মাধ্যমে বুঝা যায়।
ফরেক্স ট্রেডার দের জন্য ট্রেন্ড লাইন খুবী গুরুত্তপুর্ন, ফরেক্স মার্কেটে তিনটি দিক থাকে একটি হলো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর একটি হলে সাইডওয়ে ট্রেন্ড।ট্রেন্ড লাইন সঠিক ভাবে আকার মাধ্যমে মার্কেট এর আপ বা ডাউন ট্রেন্ডে আছে তা বোঝা যায়।
আমরা যারা ফরেক্সে ট্রেড করি তাদের কাছে টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি টুলস হল ট্রেন্ড লাইন । ট্রেন্ড লাইন সহজেই বোঝা যায়। ট্রেন্ড লাইন যদি সঠিকভাবে আকা যায় তবে তা অন্য যেকোনো মেথড থেকে ভাল ফলাফল দেয় ।
ফরেক্স মার্কেট এ ট্রেন্ড লাইন খুব ভালো কাজ করে। ট্রেন্ড ড্র করে ভালই প্রফিট করা সম্ভব। ট্রেন্ড লাইন ড্র করা শুধু কাজ ই নয়, এর সাথে আপনাকে ট্রেন্ড লাইন ভ্যালিড হলও কিনা তা বুঝতে হবে। জোড় করে ট্রেন্ড লাইন আকা যায় না। আকলে সেটা ভ্যালিড হবে না।
মার্কেট এখন কোন গতিতে এগোচ্ছে তা ট্রেন্ড লাইন এর মাধ্যমে নির্বাচন করতে হয়।মার্কেট কোন পজিসন থেকে ট্রেন্ড পরিবর্তন হতে পারে তা আপনাকে সঠিক এনালাইসিস করে বের করতে হবে।ট্রেন্ড লাইন হল ফরেক্স মার্কেটের একটা খুবই পরিচিত বিষয় ফরেক্স মার্কেটে তিনটি দিক থাকে একটি হলো আপ ট্রেড,ডাউন ট্রেড আর একটি হলে সাইডওয়ে ট্রেড এইসব ট্রেন্ড লাইন দেখে আমরা ফরতেক্স মার্কেটে ট্রেড করে থাকি আর এইসব এনলাইসিস যে ভালো করে করতে পারে সে ফরেক্স মার্কেটে তত ভালো করে
ফরেক্স মার্কেট এ ট্রেন্ড লাইন এনালাইসিস একটা গুরুত্বপূর্ণ এনালাইসিস। এখানে ট্রেন্ড লাইনে আমরা সাধারণ তিন ধরনের লাইন পেয়ে থাকি। তা হল আপলাইন, ডাউনলাইন ও সাইডওয়ে লাইন। আমরা সাধারণত যখন দেখি ট্রেড আপলাইনে তখনই বাই ও যখন দেখি ডাউনলাইনে তখন আমরা সেল দিয়ে থাকি। আমরা ট্রেন্ড লাইন সম্পর্কে আরও অভিজ্ঞতা নিব তাহলে ফরেক্সে আমরা সফল হতে পারব।
ফরেক্স ট্রেডিং প্লাট ফর্মে মার্কেট কে অনিয়মিত বোপরে ও নিচে আপ ডাউন করেতে দেখা যায়। এই আপ ডাউন মার্কেটের সার্র্ট ও রেজিস্টান্সের ওপরে নির্ভর করে হয়ে থাকে। অর্থাৎ ট্রেন্ড লাইন হচ্ছে মার্কেটের আসল পয়েন্ট যেখান থেকে মার্কেট সিদবধান্ত গ্রহন করে যে এখন বাই তে নেয়া হবে নাকি সেলে। যদি সেলার দের ক্ষমতা বেশি থাকে তাহলে সেল হয় আর যদি বাইয়ারদের ক্ষমতা বেশি থাকে তাহলে বাই হয় হয়। কিন্তু তা ট্রেন্ড লাইনের ওপরে নির্ভর করেই হয়।
ট্রেড লাইন হল ফরেক্স মার্কেটের গতি পর্যবেক্ষণ নির্ধারণ করা। অর্থাৎ* বর্তমান প্রাইজে মার্কেট কোন দিকে তার অবস্থান নির্দেশ করছে সেটার পুণাঙ্গ রুপ দেখানো। যে মার্কেটর ট্রেড কি উপরে না নিচে সেটা ভালভাবে জানা। টেন্ড লাইন ট্রেডারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা বিবেচনা করে এখানে ট্রেডারগণ এখানে বাই কিংবা সেলের জন্য এন্ট্রি নিয়ে থাকেন।