-
ফরেক্স মার্কেট এ লিভারেজ খুব ভালো সুবিধ দিয়ে থাকে। আপনি যা ইনভেস্ট করেছেন তার থেকে আপনি কতো বেশি লিভারেজ নিয়ে পানি তার থেকে বেশি দিয়ে ট্রেড ওপেন করতে পারবেন। আপনি এখানে ১০০ডলার ইনভেস্ট করে ৫০০ডলার সম মুল্যর ট্রেড ওপেন করতে পারেন। এটাই হছে লিভারেজ।
-
লিভারেজ অর্থ কোনকিছুর সাহায্য নিয়ে কোন দুরহ কাজকে সহজ করা ধরুন একটি নাট খুলতে আপনাকে একটি প্লাস এর দরকার হয় এখানে ঐ প্লাসই লিভারেজ। ফরেক্স ট্রেডিং এ লিভারেজ মানে হচ্ছে আপনার যে টাকা আছে তার দ্বিগুন বা দশগুন ধার নিতে পারেন ধার নিয়ে ব্যবসা করতে পারেন। এক্ষেত্রে আপনি অনেক বেশি ট্রেড ধরে বেশি লাভ করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে যখন একাউন্ট করা লাগে যে একাউন্টে আমি ফরেক্স মার্কেটে ট্রেদ করবো সেই একাউন্ট করার সময় এই লেভারেজ নিতে হয় যেমন লেভারেজ ১;২০০ আছে আবার ১;৫০০ আছ আবার ১;১০০০ আছে অনেক ধরনের লেভারেজ আছে এই লেভারেজের কারন ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার সময় বড় লট দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করা জায় ।
-
ফরেক্স মার্কেটে আপনি যখন কোন কারেন্সি ক্রয় বিক্রয় করবেন তখন তাকে বলা হবে ক্রয় বা বিক্রয় আর লিভারেজ হচ্ছে আপনি আপনার একাউন্যের কি পরিমান আপন লন নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড কপ্রতে চান তা। আর আমি মনে করি কম লিভারেজ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করাটাই ভাল।
-
আমি মনে করি লিভারেজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এর অর্থ হলো লোন। যেমন আপনি যদি লিভারেজ ছাড়া ট্রেড করেন তাহলে ০.০১ সেন্ট যদি লট সাইজ হয় তাহলে প্রতি পিপ উঠানামাতে আপনার ১ ডলার লাভ বা লস হবে এখন যদি আপনি লিভারেজ ১.১০০ হয় তাহলে প্রতি পিপে আপনার .১০ সেন্টে উঠা নামা করবে আর যদি লিভারেজ ১.১০০০ হয় তাহলে প্রতি পিপে .০১ সেন্ট উঠানামা করবে এই পুরা টাকাটায় আপনি লোন হিসাবে পাচ্ছেন ফরেক্স মার্কেট থেকে।
-
লিভারেজ মানে হল লোন।আপনি যদি ফরেক্স এ ইনভেস্টমেন্ট কম করতে চান বা আপনার ইনভেস্ট করার সামর্থ্য না থাকে তবে ফরেক্স ব্রোকাররা আপনাকে লোন দেবে এবং পরশধের সময় ব্রোকার তার বেনিফিট হিসেবে নির্দিষ্টপরিমাণ স্প্রেড নেবে।যেমন ব্রোকার ইন্সটাফরেক্স ৩পিপ্স পর্যন্ত স্প্রেড নিয়ে থাকে।
-
ফরেক্স এ লিভারেজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লিভারেজ বলতে মূলত লোনকেই বুঝানো হয়েছে। এই লিভারেজ বা লোনের কারনেই আমরা আমাদের ছোট ব্যালেন্স দিয়ে অনেক বড় ট্রেড করতে পারি। তবে একটা কথা মনে রাখবেন আপনি যত লিভারেজই ব্যবহার করেননা কেন আপনি যদি লস করেন তাহলে কিন্তু আপনারই লস হবে। কোন ব্রোকারই সেই লসের ভাগ নিবে না। আপনাকে যতই তারা লোন দিক না কেন। আপনার ব্যালেন্স এর সমপরিমান লস হওয়ার সাথে সাথেই আপনার এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। তাই লিভারেজ ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।
-
ফরেক্স মার্কেট এ লিভারেজ এর সুবিধা রয়েছে। আপনি যা ইনভেস্ট করবেন তার থেকে দ্বিগুন ব্যলনেস দিয়ে ট্রেড করতে পারবেন এটা লিভারেজ। এখানে বিভিন্ন লিভারেজ এর সুবিধা রয়েছে। আপনি এখানে আপনার ইচ্ছামত লিভারেজ ব্যবহার করতে পারেন।
-
ফরেক্স এ যারা অল্প পুজি নিয়ে ট্রেড করে, তাদের জন্য লিভারেজ একটি খুব ভাল সুবিধা। লিভারেজ হচ্ছে বোকার থেকে পাওয়া লোন। লিভারেজ এর সাহায্যে অল্প পুজি দিয়ে বড় বড় ট্রেড করা যায়। তাই এই লিভারেজ সবার জন্য খুব ভাল সুবিধা।
-
লিভারেজ এর বিষয়ী নিয়া আমি এর আগেও লিখেছি একবার, ফরেক্স এর একাউন্ট রেজিস্টার করার করার সময় লিভারেজ সিলেক্ট করে নিতে হবে আপানকে, লিভারেজ হচ্ছে আপ্নে ট্রেডিং করার সময় যে পরিমান লট সাইজ ইউস করেবেন সেটার কাজ, মানে আপ্নে ট্রেড ওপেন করার জন্য একধরনের লোণ নিচ্ছেন।
-
আপনি ট্রেডিং একািউন্ট ওপেন করার সময় ফরেক্স ব্রোকার আপনাকে লিভারেজ অপার করবে । আর লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে। এটি ক্ষেত্র বিশেষ কম বেশি হয়ে থাকে । আপনি আপনার সুবিধা মত লিভারেজ নিতে পারেন ।
-
লিভারেজ হল আপনি যে ব্রোকার সাইটে ট্রেড করছেন তার কাছ থেকে লোন বা ধার নেওয়া।আপনি যদি বেশি লোন নেন তাহলে আপনিট্রেড করে যদি আপনার ট্রেড লাভের দিকে যাই তাহলে বেশি লাভ করতে পারবেন আর যদি বেশি লস করেন তাহলে আপনার বেশি লস হবে।আমার মতে ১ঃ৫০ লিভারেজ নেওয়া উত্তম।
-
লিভারেজ হচ্ছে লোন। আমারা আমাদের ডিপোজিট দিয়ে যে ররিমান লটের ট্রেড করতে পারি লিভারেজ নিলে তার চেয়ে বেশি পরিমান লটের ট্রেড করতে পারি। আমরা ডিপজিটের বিপরীতে ব্রোকারের কাছ থেকে লিভারেজ নিয়ে থাকি। যাতে করে আমাদের বড় লটের ট্রেড করতে কোন রজম সমস্যা না হয়। আর লিভারেজ নির্ভর করে ব্রোকারের উপর। একেক ব্রোকার একেক ধরনের লিভারেজ প্রদান করে থাকে। সেখান থেকে আমারা আমাদের পছন্দ অনুযায়ী লিভারেজ নিয়ে থাকি।
-
আমার মতে লিভারেজ হলো ফরেক্স ব্রকার কতৃক প্রদত্ব ঋণ যার ফলে আমরা আমাদের ট্রেডিং ভলিউম নির্ধারণ করতে পারি । যেমন ধরি কোন ব্রকার আপনাকে ১.২০০ লিভারেজ দিলো আর আপনার ব্যলেন্স হচ্ছে ১০০ ডলার তো আপনি এখানে আপনি ট্রেড দিতে পারবেন মোট ১০০*২০০=২০০ তো আপনি এটা দিয়ে ভলিউম দিতে পারবেন।
-
আমার মতে লিভারেজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এর অর্থ হলো লোন। যেমন আপনি যদি লিভারেজ ছাড়া ট্রেড করেন তাহলে ০.০১ সেন্ট যদি লট সাইজ হয় তাহলে প্রতি পিপ উঠানামাতে আপনার ১ ডলার লাভ বা লস হবে এখন যদি আপনি লিভারেজ ১.১০০ হয় তাহলে প্রতি পিপে আপনার .১০ সেন্টে উঠা নামা করবে আর যদি লিভারেজ ১.১০০০ হয় তাহলে প্রতি পিপে .০১ সেম্ট উঠানামা করবে এই পুরু টাকাটায় আপনি লোন হিসাবে পাচ্ছেন ফরেক্স মার্কেট থেকে।
-
লিভারেজ হলো ব্রোকার হাউজ কতৃত প্রদত্ত ঋণ সুবিধা। যাকে মার্জিন ঋণ ও বলে। এই লিভারেজ নিয়ে আপনি বড় বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন আর একাউন্ট জিরো করতে পারবেন। বেশি লিভারেজ নিয়ে ট্রেড করলে ট্রেডার ক্ষতিগ্রস্থ হয় বেশি।
ফরেক্স মার্কেট নিয়ন্ত্রন করা যায় না আমরা সকলেই জানি। নিয়ন্ত্রন করতে হবে নিজেকে। নিজেকে নিয়ন্ত্রন করতে পারলে লোভ সংবরন করতে পারলে ট্রেডিং একাউন্ট জিরো হবে না। তারপরও ডেমোতে একটি পদ্ধতি আমি আবিস্কার করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি। মানিমেনেজম্যান্ট কিছু মানতে হবে না। শুধু একটি কাজ করতে হবে, সেটা হলো “লিভারেজ”। লিভারেজ কমিয়ে ১:১০ সেট করুন। আপনাকে আর কিছুই করতে হবে না। আপনি চাইলেও বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন না। ফলে আপনার একাউন্ট জিরো হবে না। একবার চেষ্টা করেই দেখুন না। আপনার মূলধন সুরক্ষিত থাকবে।