-
আমি মনে করি সবচেয়ে আমাদের দেশে নিটেলার একাউন্টধারি একটু বেশি তারপর আবার অনেকে স্ক্রিল থেকেও উত্তলোন করে। তবে এই মাধ্যমগুলো আমাদের জন্য এই কারনে ভাল তারা উত্তলোন এর কোন চার্জ কাটে না । আর আরেকটা কথা হচ্ছে নিটেলার টু নিটেলার এ সেন্ড করতে কোন সার্ভিজ চার্জ কাটেনা বলে এটা সবার কাছে গ্রহনযোগ্য।
-
আমরা যারা ফরেক্সে ট্রেড করি তাদের জন্য প্রয়োজন ভালো পেমেন্ট প্রসেস।পেমেন্ট প্রসেসের মাধ্যমে ইন্টারনেট থেকে ইনকাম করা ডলার/টাকা উত্তোলন করা যায়।বিভিন্ন প্রকার পেমেন্ট প্রসেস যেমন পেজ্জা,নেটলার,পেইপাল ইত্যাদি।আমাদের দেশে পেজ্জা পেমেন্ট প্রসেস বেশি পরিচিত তাছাড়াও আপনি চাইলে নেটলার ব্যবহার করতে পারেন। তবে পেজ্জা পেমেন্ট প্রসেস সবথেকে ভালো পেমেন্ট প্রসেস আমাদের দেশের জন্য।
-
প্রিয় বন্ধু পেমেন্ট প্রসেস করার জন্য বিভিন্ন ধারনের অনলাই প্রসেস রয়েছে যেমন নেটলার, মানি বুকার, পেইজা,ইগোপে ইত্যাদি আমি মনে করি এগুলোর সব গুলোয় ভাল তবে আমি কিছু দিক মাথায় রেখে নেটালারকে আমার পেমেন্ট প্রসেসার হিসাবে ব্যবহার করি যেমন নেটলার মানির চাহিদা একটু বেশি তাই আমি সহজে বিক্রি করার সুবিধার জন্য নেটলার ব্যবহার করি। ধন্যবাদ।
-
ফরেক্স এ যদি আপনি অর্থ লাভ করে থাকেন তো আপনি আপানর অর্থ কোন পেমেন্ট ম্যথডে ব্যবহার করবেন তো তার জন্য আমি আপনাকে যে দুটি পেমেন্ট ম্যাথডের কথা বলবো তা হলো একটি হলো skrill এবং আর একটি হলো neteller
-
আমার মনে হয় নিটেলার সবচাইতে ভাল। কারন নিটেলারে কোন চার্জ কাটে না। আর পেমেন্ট খুব ভাল। আমি অনেক পেমেন্ট পছেছর ব্যাবহার করেছি। কিন্তুু আমার নিটেলার ভাল লাগে। অনেক পেমেন্ট পছেছর আছে অ্যাকাউন্ট ব্লক করে দেয়। আমার অ্যাকাউন্ট ও ব্লক করে দিছিল। কিন্তুু অনেক দিন নিটেলার ব্যাবহার করি কোন সমস্যা করে না। এসব কারনে আমার মনে হয় নিটেলার ভাল।
-
আপনি নেটেলার ব্যবহার করতে পারেন। এছাড়া স্ক্রিলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি মনে করি নেটেলারই ভাল। এতে অনেক দ্রুত ডলার ট্র্যান্সফার হয়। আমি বাক্তিগত ভাবে নেটেলার ব্যবহার করে থাকি। ধন্যবাদ
-
আপনি সম্ভবত বোঝাতে চেয়েছেন "কোন পেমেন্ট প্রসেস ব্যবহার করবো?"। হুম এটা বেশ ভালো একটা প্রশ্ন কারন অনেকেই প্রথম প্রথম বুঝে উঠতে পারে না কোন পেমেন্ট প্রসেস ব্যবহার করা উচিত কিংবা কোন পেমেন্ট সিস্টেম ব্যবহার করলে আপনি সবচেয়ে বেশি সুবিধা পাবেন। আমার মতে বাংলাদেশের প্রেক্ষাপটে নেটলার পেমেন্ট সিস্টেমই ভালো হবে।
-
পৃথিবীতে অনেক অনলাইন পেমেন্ট প্রসেস রয়েছে। কিন্তু আমি মূলত স্ক্রিল এবং নেটেলার ব্যবহার করে থাকি। এই দুটোর মধ্যে আমি নেটেলারকে সবচাইতে বেশি ব্যবহার করতে পারি। কারণ, এটি খুব দ্রুত কাজ করে থাকে। ধন্যবাদ
-
আমি বাক্তিগত ভাবে নেটেলার একাউন্ট ব্যবহার করে থাকি। আমি মনে করি নেটেলার অথবা স্ক্রিল খুব ভাল হবে। কারণ, এখানে অনেক দ্রুত এবং খুব সহজেই ডলার ট্রান্সফার করা যায়। তাই আমি বলব নেটেলার এবং স্ক্রিল ব্যবহার করতে পারেন। ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট মানি প্রসেস অনেক কিছু দিয়ে করা যায় যেমন মানি উত্তলন করার জন্য মানি ধুকানর জন্য স্ক্রিল দিয়ে করা যায় এবং সবচেয়ে ভাল এবং সবচেয়ে জনপ্রিয় বরতমান নেটেলার দিয়ে করা ভাল।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য যে একটি একাউন্ট করতে হয় ওই একাউন্টে আবার ডলার ধুকাতে হয় এই দলার গুল কিছু পেমেন্ট পেরসেস এর মাধ্যমে ধুকাতে হয় তাই নেটেলার দিয়ে করা ভাল নেটেলার দিয়ে করলে সবচেয়ে ভাল হয়।
-
এখানে অনেক ট্রেডার রয়েছে এবং একেকজন একেকটা পেমেন্ট প্রসেস অনুসরণ করেন তবে পেমেন্ট প্রসেস এর ক্ষেত্রে স্ক্রিল ও নেটালারকেই আমি মূল্যয়ন করি কারণ , এই দুইটা পেমন্টে প্রসেস অনেক প্রফেশনাল ট্রেডারগণ ব্যবহার করেন আসলে সব পেমেন্ট প্রসেসই ভালো তবে আমাদের দেশে পেপাল না থাকাই আমরা একটু অসুবিধার সম্মুখন হই তবে অাপনি যেটাকে ভাল বলে মনে করেন সেটাই হল অপাপনার জন্য উপযুক্ত আমাদের দেশে জনপ্রিয় হল , পাইজা, স্ক্রিল , নেটেলার , মানিব্রোকারস ইত্যাদি
-
ফরেক্স মার্কেটে পেমেন্ট প্রসেস করার জন্য নেটেলার সবচেয়ে একন ভাল তাই সবাই নেটেলার দিয়ে পেমেন্ট করছে আমি বলবো যে নেটেলার দিয়ে করা ভাল হবে কারন নেটেলার দিয়ে কোন প্রকার সমস্যা হয়নি।
-
আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ট্রেদারদের পেমেন্ট করতে হই আর এই পেমেন্ত করারা জন্য একেক জন একেক প্রসেস ব্যবহার করে তবে আমার মনে হয় এই সব পেমেন্ত প্রসেস সম্পর্কে আগে ভালো করে জেনে নিয়ে তারপর পেমেন্ত করা ভালো আমকার মতে নেতেলার পেমেন্ত প্রসেস সব থেকে ভালো এতে টাকা লস হপয়ার সম্ভাবনা খুব কম থাকে
-
প্রসেসর প্রায় সবগুলো একই রকম। তমে আমাদের দেশে যেহেতু পেপাল নেই তাই আমাদের একটু অসুবিধা এখনো আছে, আপনি প্রথমে দেখবেন আপনার ব্রোকার কোন কোন পেমেন্ট প্রসেসর সাপোর্ট করে তার পর এর মধ্যে একটি ভাল দেখে ব্যবহার করতে পারেন। আমাদের দেশে বেশ জনপ্রিয় মানিব্রোকারস, পাইজা, নেথেলার ইত্যাদি।
-
আপনি যদি ফরেক্স থেকে কোন প্রসেস ব্যবহার করে ডলার উঠাবেন সে ব্যাপারে জান চান তাহলে আমি আপনাকে বলব এখন প্রর্যন্ত সবচেয়ে সহজ এবং দ্রুত পেমেন্ট মাধ্যম হল স্কিল বা মানিবুকাস এখানে চার্জ ও অন্য পেমেন্ট মেথর্ড অপেক্ষা যথেষ্ট কম।
-
ফরেক্সের জন্য সবচেয়ে ভালো পেমেন্ট পসেসর হল PayPal, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে PayPal অফিসিয়ালি এখনও বাংলাদেশ কে অনুমতি দিচ্ছেনা। তাই পরের ধাফ হল skrill.com peyja.com ও netellar.com তবে খেয়াল রাখতে হবে যে পেমেন্ট পসেসরগুলোর account খোলার পর অবশ্যই ভেরিফাই করে নেওয়া উচিত।
-
আমি নেটেলার পেমেন্ট প্রসেস ব্যাবহার করি। এখানে ভেরিফাই খুব সহজ এবং এখানে একাউন্ট খুলাও তুলনামূলক সহজ . আর সব ব্রোকার এটিকে গ্রহণ করে। এবং এখান থেকে টাকা তুলাও খুব সহজ
-
আমি মনে করি ,ফরেক্স মাে্কটে পেমেন্ট প্রসেস এর জন্য neteller কে সব চেয়ে ভাল মাধ্যম বলে মনে করি।কারন র মাধ্যমেকোনো প্রকার ঝামেলা ছাড়া টাকা তোলা এবং ডিপোজিট করা যায়। এছাড়াও আমি PAYZA কে ভাল প্যমেন্ট হিসেবে গ্রহন করে থাকি । কারণ PAYZA বাংলাদেশে ভাল চলে এবং খুব ারাতাড়ি টাকা পাওয়া যাই ।
-
আমি বলরো যে পেমেন্ট প্রসেসরের ক্ষেত্রে আপনি মাষ্টার কার্ড ব্যবহার করাই ভালো কারন এটি ব্যবহারে আপনি সরাসরি আপনার প্রফিট আপনি যে কোন বুত থেকে টাকা্ তুলতে পারবেন। তাই আপনি মাষ্টার কার্ড ব্যবহারে কোন কোন ব্রকারে বোনাস দিয়ে থাকে যদি আপনি মাষ্টার কার্ড দিয়ে ডিপোজিট করেন। আর যদি আপনার মাষ্টার কার্ড না থাকে বা আপনি সংগ্রহ করতে না পারেন তা হলে আপনি ই্স্কিল, পারফেক্ট ম্যানি ইত্যাদি আপনে ব্যবহার করতে পারেন।
-
আমিএটা সম্পকে বেশি কিছু যানি না কারন আমি এটা নিয়ে কাজ কম করেছি তাই আমি মনে করি এটা একটা বা ফরেক্স মার্কেটে পেমেন্ট প্রসেস করার জন্য নেটেলার সবচেয়ে একন ভাল তাই সবাই নেটেলার দিয়ে পেমেন্ট করার ।
-
আপনার ব্রোকারের উপর নির্ভর করে আপনি কোন পেমেন্ট প্রসেস ব্যবহার করবেন। কারন সব ব্রোকার সব প্রেমেন্ট প্রসেস সাপোর্ট করে না। যেমন: ইনেস্টাফরেক্স পাইজাকে সাপোর্ট করে না। আর আপনি যদি পাইজা ব্যবহার করে ইনেস্টাফরেক্স এ ডলার ডিপোজিট করতে চান। তা কখনোই সম্ভব নয়। আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে স্কিল ব্যবহার করছি। আমার কাছে পেমেন্ট প্রসেস হিসেবে স্কিল অনেক ভাল মনে হয়ে। আমার স্কিল ব্যবহারে দীর্ঘ ৫ বছরে কখনো কোন অসুবিধা হয়নি। এর সাপোর্ট সেন্টার ও অনেক বেশি হেল্পফুল।
-
কম পেমেন্ট এর কিছু মাধ্যম আছে যার মাধ্যমে আমরা কোন রকম ঝামেলা ছারাই পেমেন্ট তুলতে পারি।এর মধ্য একটা হল neteller এর মাধ্মেও সহজে টাকা তুলা যাই।payza এর মাধ্যমেও আপনারা টাকা তুলতে পারেন আমাদের দেশে এটা অনেকেই ব্যাবহার করে থাকেন।আর যদি মাস্টার কার্ড থাকে তাহলে আরো ভাল।
-
ফরেক্স মার্কেটে পেমেন্ট প্রসেস করার জন্য অনেক মাধমে করা জায় বা অনেকে করে থাকে তাই কন্টি ভাল হয় সে ব্যপারে দেখতে হবে জানতে হবে কন পেমেন্ট প্রসেস ভাল করে করা জায় আমার মতে মনে হয় হয় নেটেলার ব্যবসা করা ভাল হয় ।
-
আপনি স্ক্রিল বা নেটেলার ব্যবহার করতে পারেন। ডিপোজিট এর ক্ষেত্রে স্ক্রিল বা মানিবুকার্স ভাল, কেননা অনেক ব্রোকার বিশেষ করে ইনস্টাফরেক্স বেশিরভাগ সময়ই কিছু না কিছু ডিপোজিট বোনাস দেয়। যা আপনার ইকুয়িটি বারাবে। তবে উত্তোলন এর ক্ষেত্রে নেটেলার ভাল। দুটি প্রসেসরই খরচ তুলনামুলক কম। পেইজা ও অনেক ভাল। এর মাধ্যমে সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়।
-
আমার কাছে স্ক্রিল বা মানিবুকারস ই ভালো লাগে ।। কারন আমি প্রঠম ঠেকেই মানি বুকারস বা স্ক্রিল ই ব্যবহার করে আসছি ।। এছাড়াও আপনি ছাইলে নেটেলার , পাজা , পেপাল , এবং ইন্সটা ফরেক্স এ কাজ করলে ইন্সটা ফরেক্সের কার্ড অ নিয়ে নিতে পারেন , আমি মানিবুকারস বা স্ক্রিল এর সাথে নেটেলার অ ব্যবহার অ করি , আমার পাজা , নেটেলার স্ক্রিল সবটাতেই একাউন্ট আছে , এগুলার সবটাই অনেক ভালো ।।
-
আমার কাছে স্ক্রিল এবং নেটেলার এই দুইটি পেমেন্ট প্রসেসরই সবচেয়ে বেশি ভালো লাগে । আপনি এই দুটির যেকোন একটি ব্যাবহার করতে পারেন । আমি স্ক্রিল ব্যাবহার করি । আর নেটেলারে একাউন্ট আছে কিন্তু এখনও ব্যাবহার করি নি । তবে আপনি স্ক্রিল ব্যাবহার করতে পারেন একদম ঝামেলা মুক্ত । আর নেতেলার যেহেতু ব্যাবহার করি নি তাই কিছু বলতে পারছি না ।
-
ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন ধরনের পেমেন্ট প্রসেসরপ্রসেসর ব্যবহার করতে পারি। তবে সবসময়ই একটা পেমেন্ট প্রসেস ব্যবহার করা ভালো। এজন্য আমি নেটলারকে ভালো পেমেন্ট প্রসেস বলবো এবং নেটলার পেমেন্ট প্রসেস ব্যবহার করতে আগ্রহী করবো। কারন আমার মতে নেটলার পেমেন্ট প্রসেসর খুবই ভালো পেমেন্ট মেথড।
-
আমাদের বাংলাদেশে এক একজন এর কাছে এক একটি পেমেন্ট পসেসর ব্যাবহার করে । তবে আমার মতে নিটেলার এবং স্ক্রিল পেমেন্ট পসেসর ভালো । কারন আমাদের বাংলাদেশে এই বাংলাদেশে এই দুইটি পেমেন্ট প্রসেসর এর অনেক চাহিদা রয়েছে । আমাদের দেশে নিটেলার এবং স্ক্রিল এর ডলারের লেনদেন বেশি হয় তাই আমি বলব ফরেক্স মার্কেট এ এই দুইটি পেমেন্ট প্রসেসর ব্যাবহার করা ভালো ।
-
আমার মতে সবচাইতে সুবিধাজনক পেমেন্ট প্রসেসর হচ্ছে স্ক্রিল।আমি নিজেও এটা ব্যাবহার করি।তাছাড়া ইন্সটাফরেক্সের নিজস্ব মাস্টার কার্ড আছে।যেটা দিয়ে আপনি ওয়ার্ল্ডের যেকোনো এ টি এম বুথ থেকে অনায়াসেই টাকা তুলতে পারবেন।
-
বাংলাদেশে পেপাল অনুমোদিত না। তাই এর পরিবর্তে ফরেক্স ট্রেডাররা অন্যান্য পেমেন্ট প্রসেসর ব্যবহার করেন। অন্যান্য পেমেন্ট প্রসেসর গুলোর মধ্যে আছে স্ক্রিল, নেটলার, পেয়জা ইত্যাদি। ফরেক্স ট্রেডাররা সাধারনত এসব পেমেন্ট প্রসেসরই ব্যবহার করেন। আমি পেমেন্ট প্রসসর হিসেবে নেটলার ব্যবহার করি। আমার কাছে নেটলারই বেশি সুবিধাজনক মনে হয়।
-
আপনার পোস্টের প্রায় প্রতিটি বানান ভুল। এটা আমাদের জাতির জন্য একটি বিরাট কলঙ্ক। বাংলাদেশ ও সিয়েরা লিয়ন এ দুটি দেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা। সমস্ত বাঙ্গালী জাতি এই আন্তর্জাতিক মানের ব্যবসায় যখন আসবে তখন তারা বলবে আমরা বাঙ্গালী হয়ে বাংলা জানি না। আমরা কি কোন দিন ইংরেজি পারব ? আপনি মানিবুকার্স ব্যবহার করতে পারেন ।
-
ফরেক্স থেকে টাকা ডিপোজিট এবং উইথড্র করার অনেক প্রসেস আছে। তবে আমি মনে করি সব ছাইতে ভাল হচ্ছে স্ক্রিলের মাধ্যমে লেনদেন করা। তাই আপনিও অনায়াসে প্রেমেন্ট প্রসেস হিসাবে স্ক্রিল দিয়ে করলে অনেক সহজ হবে।
-
ফরেক্স মার্কেট বিভিন্ন ধ রনের পেমেন্ট প্রসেসর ব্যাবহার করা হয়ে থাকে। আমাদের দেশে ত পেপাল ব্যাবহার করা যায়না তাই আমরা স্ক্রিল ব্যাবহার করে বাংলাদেশের ব্যাংক এর মাধ্যমে টাকা উঠাতে পারি খুব সহজেই। অনেকে নেটলার ব্যাবহার করে। অনেকে মাস্টার্ড কার্ড ব্যাবহার করে।
-
ফরক্স মারকেটে পেমেন্ট প্রসেসর আছে যেমন নেটেলার আছে স্ক্রিল আছে তবে ভাল পমেন্ট মাধম দিয়ে পেমেন্ট দিয়ে করতে হবে তবে আমার জানা মতে ভাল পেমেন্ট প্রছেসর হল নেটেলার দিয়ে করা ভাল তাই নেটেলার দিয়ে পেমেন্ট করতে হবে তাহলে ভাল হয়।
-
আমার কাছে নেটেলার ভালো মনে হয়েছে। আমি গত দুই বছর ধরে নেটেলার ব্যবহার করছি। কখনো ঝামেলায় পরিনি। এখানে ভেরিফাই করাও বেশ সহজ। এরা খুব দ্রুত পেমেন্ট করে থাকে। এছাড়া এদের দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যা খুবই শক্তিশালী।
-
পেমেন্ট প্রসেসর কোনটা ব্যভার করবেন সেটা সম্পুরন আপনার উপর নিরভর করে। আপনি দেখবেন আপ্নার ব্রকার এ কোনটি সাপোট করে। তবে আমাদের দেশে জনপ্রিয় পেপল নেই। আপনি মানিবুকারস, ণেটালার অথবা পেজা ইতায়দি যেকোনটি ব্যবহার করতে পারেন।
-
ফরেক্স মার্কেট থেকে টাকা উত্তোলন করার জন্য বিভিন্ন পেমেন্ট প্রসেসর রয়েছে । যেগুলোর মাধ্যমে *আপনি আপনার পেমেন্ট নিরাপদে আপনার একাউন্টে নিয়ে আসতে পারবে । এ সকল পেমেন্ট প্রসেসরের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানি বোকারস, নেটেলার , পেজা , পেপাল ।
-
আসলে আমরা সবাই ট্রেড করি শুধুমাত্র আয় করার একটা মহৎ এক ও অভিন্ন লক্ষ্য নিয়েই । তাই এক্ষেত্রে ফরেক্স মার্কেটের সবকিছূ যেহেতু ভার্চুয়াল সেহেতু অবশ্যই আমাদের একটা পেমেন্ট প্রসেসের ব্যবহার করতে হয় যেটাও হয়ে থাকে ভার্চুয়াল । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেট ও অনান্য অনলাইন কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য গড়ে উঠেছে অনেক পেমেন্ট প্রসেসর । তবে আমি মনে করি যে সবচেয় ভালো পেমেন্ট প্রসেসর হল স্ক্রিল । এটা সম্পূর্ণরুপে আমার মতে ব্যবহার করে যেটা বুঝতে পেরেছি ।
-
পেমেন্ট প্রসেসর প্রায় সবগুলো একই রকম। তমে আমাদের দেশে যেহেতু পেপাল নেই তাই আমাদের একটু অসুবিধা এখনো আছে ।তাই বলে চিন্তার কোন কারন নেই ।আমি পেমেন্ত প্রসেসর হিসেবে প্রেইজা ব্যবহার করি ।কারন এটির মাধ্যমে সরাসরি ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা উঠাতে পারি ।