স্টপলস সর্বোচ্চ কত লসে ট্রেড ক্লোজ করবে তার সীমা নির্ধারন।আর টেক প্রফিট সর্বোচ্চ যত লাভে ট্রেড ক্লোজ করতে চাইবো তার সীমা।স্টপ লস আর টেক প্রফিট যেই প্রাইসে সেট করা হবে মার্কেটের প্রাইস ঠিক ওই প্রাইসে আসলে ট্রেডগুলো আপনাআপনি ক্লোজ হয়ে যাবে।এর জন্য নিজেকে সবসময় কম্পিউটারের সামনে বসে থাকতে হয় না বলে ফরেক্সে স্টপলস এবং টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ন।