হ্যা ভাই ফরেক্স ব্যবসা এখন আমাদের বাংলাদেশে এর বৈধতা আছে । কারন এখন বর্তমানে আমাদের দেশে রেমিটেন্সের পরিমান বৃদ্ধি পাবার কারনে সরকার থেকে শুরু করে জনগন সবাই শেয়ারে টাকা লাগালে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার তরান্বিত হবে, তবে এখন অনলাইনের জামানা সুতরাং কেউ যদি ব্যক্তি উদ্যেগে ফরেক্স করেন তাহলে সেখানে সরকারের বেশী কিছু করার থাকে না। সুতরাং নির্ভয়ে ফরেক্স করেন তবে সঠিক ভাবে জেনে বুঝে তারপর করেন। কারন আপনি লস করলে দেশের লস।