ফরেক্স ট্রেডিং থেকে আয় করার জন্য আপনাকে একমাত্র যেটা করতে হবে তা হলো ধৈর্যের সাথে শিখতে থাকা আর ট্রেড করা। আর যেসব বিষয়গুলো আপনি বললেন তার সবগুলো বাদ দিয়ে দিতে হবে। তবে ডেমো ট্রেডিং করতে পারেন। ট্রেড কখনোই বেশি বেশি করা যাবে না। এতে ট্রেডিং এর উপর আপনার অমোনযোগ দেখা দিবে যে ফরেক্স এ লসের অন্যতম কারন। লোভ তো একেবারে না। ইমোশন কে যতটা সম্ভব দুরে রাখুন। একটা বিষয় জেনে রাখুন। ফরেক্সে আপনি আপনার ট্রেডের ৫০% ট্রেড ই লস করবেন এ রকম মানসিক প্রস্তুতি নিয়ে ট্রেডে নামতে হবে। আর সব সময় নিময় মাফিক ট্রেড করতে হবে।