ফরেক্সে শতভাগ নিয়শ্চয়তা বলতে কিছুই নেই এটা সত্যি। যারা স্বপ্নের মত ফরেক্সে শতভাগ লাভের আশা করে তারা তাদের ভাবনা বোকার মত কাজ করবে। ফরেক্সে শতভাগ প্রফিট বলতে কিছুই নেই। সবই হবে আপনার নিজ দক্ষতা অভিজ্ঞতা চর্চার মাধ্যমে তাই কেউ আপনাকে শতভাগ লাভের আশা নিয়ে লোভ দেখিয়ে টাকা নিবে এই পথে পা না বাড়ানোই ভালো। লাভ লস মেনেই ফরেক্স মার্কেটে কাজ করে যেতে হবে এবং লস হলে সেই লসকে আপনার মেনে নিতে হবে এবং সেই লসের কারণ সমূহ বের করে নতুন অভিজ্ঞতা অর্জন করে যেতে হবে।