-
আপনি ডেমো থেকে অভিজ্ঞ ট্রেডার হতে পারেন।ফরেক্স ট্রেডে আপনি কম লাভ করে বের হয়ে গেলেন পরে দেখলেন বাজার আপনার অনুকুলে ছিলো।সকল ট্রেডারেরই ফরেক্সে হাতে খড়ি হয় ডেমো ট্রেডের মাধ্যমে।ডেমো ট্রেডের মাধ্যমে আমরা প্রথমত মেটাট্রেডার টার্মিনালের ব্যবহার,ইন্ডিকেটরের ব্যাবহার এবং মার্কেটের গতিবিধিও বুঝতে পারি ডেমো অনুশিলনের মাধ্যমে।
-
ডেমো তে ট্রেড করলে টাকা ইনকাম করা যায় না কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়। ডেমো একাউন্ট এ আপনি ইচ্ছেমত ট্রেড দিয়ে আপনার সফলতা যাচাই করতে পারবেন। এখানে লস হলেও আপনার কোন ক্ষতি হবে না। অনেক ইনডিকেটর কিভাবে কাজ করে আসলেই কি তারা সঠিক পথ দেখায় কিনা তা বুজতে পারবেন। আর আপনি যদি নিউজ ট্রেডার হতে চান তাহলে ত নিউজ ভাল করে বুজতে হবে আর ডেমোটে অনুশীলন করতে হবে।
-
কেন যেন মনে হয় ডেমো তে তেমন কিছুই সিখতে পারলাম নয়া ।
আসল ফরেক্স সিখতে হলে অবশ্যই আমাদের রিয়াল একাউন্ট এ ট্রে্যড করতে হবে ।
-
আমরা ডেমো ট্রেডিং করে ফরেক্স ব্যবসায় সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয়গুলো শিখতে পারি। কিভাবে ফরেক্স ব্যবসা করতে হয় বা কিভাবে ট্রেডিং করলে লাভ করা যায় এবং ফরেক্স বাজারের কখন কেমন অবস্থা থাকে তার সবকিছুই আমারা ডেমো ট্রেডিং থেকে শিখে থাকি।
-
আমার মতে ফরেক্স মার্কেট ডেমো থেকে আমরা শিখলাম কিভাবে সেল বা বাই করব।
আর শিখলাম কিভাবে সেট করতে হয় স্টপ লস ও টেক প্রফিট।
এবং সবচেয়ে ভাল জিনিস শিখলাম এই মার্কেট থেকে আয় হয় বেসি।
-
ফরক্সে মার্কেট করার আগে সকল ট্রেডার গনকে অবশ্যই তাকে ডোমো করতে হয় , আর এই ডেমো করার মাধ্যমে সে ফরেক্স শেখা শুরু করে থাকে । ডোমো করা আমাদের জন্য অনকে একটি গুরুপ্তপূর্ণ । ডোমো শিখার মাধ্যমে ফরক্সে মার্কেট সম্পর্কে অনকে নিউজ সম্পর্কে , চাট সম্পর্কে শিখা যায় এবং ডোমো করায় দিন দিন ফরক্সে মার্কেটে উন্নতি করা যায় ।
-
ডেমো থেকে আমরা ট্রেড কিভাবে করতে হয় তা শিখলাম। ফরেক্স এমন একটা বাবসা যেখান থেকে অনেক কিছু শিখার আছে। মুলত প্র্যাকটিস টা আসল। ডেমো আপনাকে প্র্যাকটিস করা শিখাবে। প্র্যাকটিস করতে করতে আপনি একদিন আসল ট্রেড করতে পারবেন।
-
ডেমো থেকে অনেক কিছুই শেখা যায়। রিয়াল ট্রেড করার ট্রেইনিং স্বরূপ হচ্ছে এই ডেমো একাউন্ট। যেখানে আপনি যদি কোনো ট্রেড ভুল করে থাকেন তবে সেই ভুল সংশোধনের সুযোগ করে দেয় এই ডেমো একাউন্ট।
-
ডেমো থেকে আমরা মাকেট সম্পকে প্রাথমিক ধারনা পাই । প্রত্যেক নতুন টেডারেই উচিত ডেমোতে টের্ড করা । ডেমাের মাধ্যমেই আমরা পরিপূরণ টেডার হয়ে উঠটে পারি ।
-
ডেমো থেকে আমাদের শিখার অনেক কিছুই আছে । ডেমো দিয়েই আমাদের হাতেখড়ি হয় । ডেমো তে আমরা ভুল করে করে শিখতে পারি যা আমাদের রিয়াল ট্রেড করার উপযুক্ত করে তোলে ।
ডেমো ট্রেড না থাকলে আমাদের অনেক লস করতে হত । আমরা কোন রকম প্রস্তুতি নিতে পারতাম না । আর আপনি ভাবেন তো প্রস্তুতি ছাড়া আপনার পরীক্ষার ফল কেমন হবে । ফেল করাটাই কি স্বাভাবিক না ?
-
ডেমোতে ট্রেডিং করে শিখলাম কি করে রিএয়াল এ ট্রেড করা যায় এবং তা থেকে ইনকাম করা যায় ।
-
সত্যি কথা বলতে কি আপনি যে কাজই করতে যান না কেন সেটা সম্পর্ককে খুব ভালো ভাবে জানতে হবে তা না হলে আপনি সফল হতে পারবেন না, আর ফরেক্স একটি আধুনিক বাবসা এখানেও আপনাকে দক্ষ হতে হবে, এখানে দক্ষতা অর্জন করার সবচেয়ে গুরুত্বপুণ্য উপায় হচ্ছে ডেমো প্রাকটিস, ডেমো হচ্ছে কোন রিস্ক ছারাই ফরেক্স ট্রেড করার সুযোগ তবে এখানে আপনার লস হবে না আবার লাভ হলেও সেটা আপনি পাবেন না এটা মূলত আপনার দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন বোকার কোম্পানি তাদের ভার্চুয়াল মানি দিয়ে নতুন ট্রেডারদের অভিজ্ঞতা বাড়ানোর অপার সুযোগ ডেমোর মাধ্যমে আপনি লসের কারণ,আপনার বানানো ট্রেডিং প্লান কাজ করে কিনা কোন ফরম্যাট এর ট্রেড আপনি ভালো করতে পারেন অর্থাৎ ট্রেড সম্পর্কে সকল বিষয়ে অভিজ্ঞ হওয়ার জন্য ডেমো বাধ্যতামুলক।
-
নতুনদের শেখার জন্য অবশ্যই ডেমো ট্রেডিং করতে হবে । ডেমো ট্রেড এ অনুশীলন ছাড়া রিয়েল ট্রেড এ মার্কেট এ টিকে থাকা সম্ভব নয় । তাই ফরেক্স এ ডেমো অ্যাকাউন্ট খুলে আপনাকে ফরেক্স সম্পর্কে সব কিছু ভালো ভাবে জানতে হবে । রিয়েল ট্রেড যাওয়ার আগে ডেমো অ্যাকাউন্ট এর গুরুত্ব অপরিসীম । আপনি ডেমো অ্যাকাউন্ট এ ফরেক্স ভালো ভাবে শিখে নিজেকে দক্ষ করে তুললে রিয়েল অ্যাকাউন্ট এ আপনি অনেক মুনাফা আয় করতে পারবেন ।
-
ডেমো ট্রেড করে আমরা অনেক কিছু শিখেছি।কিভাবে ট্রেড ওপেন করতে হয়,কিভাবে ট্রেড বন্ধ করতে হবে,কিভাবে টেক প্রফিট ব্যবহার করতে হবে,কিভাবে স্টপ লস নিতে হবে,কিভাবে টেকনিকাল অ্যানালাইসিস করতে হবে,টাইমফ্রেম কেমন কেমন চার্টে থাকে ইত্যাদি বিষয়গুলো আমরা ডেমো ট্রেড করার জন্য জানতে পেরেছি।
-
ফরেক্স শিখার একটা সহজ মাধ্যম হল ডেমো আমরা চাইলে ফরেক্স করতে পারি রিয়েল হোক আর ডেমো কিন্তু আপনি যদি না বুজে ট্রেড করেন তাহলে আপনাকে লস করতে হবে তাই আপনাকে ডেমো করতে হবে আমি প্রথমে ডেমো করেছি তারপর রিয়েল করতাছি কারন ডেমো করলে আপনার অবিজ্ঞতা বাড়বে এবং আপনি চাইলে রিয়েল এ অনেক ভাল করতে আপবেন ডেমো করে তাই আপনাকে ডেমো করতে হবে।
-
আমাদের ডেমো করা উচিত ফরেক্স থেকে লাভবান হলে ডেমো হোল রিয়েল ট্রেড করার একটি উপাই ডেমো একাউন্তে ট্রেড করলে রিয়েল টাকার প্রয়োজন হই না ডেমো একাউন্তের যেই লাভ হয় তা দিয়ে ট্রেড করতে হয়।
-
ডেমো থেকে আমি অনেক কিছু শিখেছি।বিশেষ করে যখন আমি রিয়েল ট্রেডে কোনভাবেই সফল হতে পারছিলাম না তখন ডেমো থেকে ট্রেড প্র্যাকটিস করে সফল হয়েছি।ডেমোতে আমি ট্রেডিং প্র্যাকটিস করে মার্কেটের মুভমেন্ট,মার্কেট অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মার্জিন,স্প্রেড, লট ইত্যাদি সম্পর্কে শিখেছি।মোট কথা ডেমো থেকে অনেক দক্ষতা অর্জন করেছি যা রিয়েল ট্রেডে অনেক সহায়ক।
-
অভিজ্ঞ ট্রেডার হতে পারেন আর ফরেক্স বিজনেস করে লাভবান হতে হলে আগে আমাদের ডেমোতে ট্রেডিং করা উচিত। ফরেক্স বিজনেস এমন একটি বিজনেস আপনি যখন ট্রেড করবেন তখন একটি ব্যাপার লক্ষ্য করবেন আপনি কম লাভ করে বের হয়ে গেলেন পরে দেখলেন বাজার আপনার অনুকুলে ছিলো।কিন্তু আপনি কম লাভ নিয়ে বের হলেন তাই লোভ করে আর ট্রেড করবেন না তাহলে আপনি অনেক লস করে ফেলতে পারেন।
-
প্রিয় বন্ধু যদি আমরা যতদিনে আমাদের রিয়েল ট্রেড করার মত আত্নবিশ্বাস না জন্মে ততদিন দিন ডেমো ট্রেড করি তবে আমরা শিখতে পারবো যে কিভাবে রিয়েল ট্রেড করলে সাফল্যের সাথে প্রফিট করা যায় কারন ডেমো ট্রেড আসলে আমাদের রিয়েল ট্রেডিং দক্ষতা অর্জন করার উপায় শেখায়। ধন্যবাদ।
-
প্রেকটিস ছাড়া কোন ব্যবসা সঠিক ভাবে সফল হওয়া যায় না। যারা যত বেশী প্রেকটিস করবে সে ততই বেশী সফলতা অর্জন করবে। ফরেক্স আজ যারা সফল অনেক টাকা আয় করছে তারা আগে ভাল ভাবে ড্রেমু করছে। ফরেক্স এ টিকে থাকতে হলে ড্রেমুর বিকল্প নাই।
-
ডেমো থেকে আমরা মার্কেট এনালাইসিস শিখতে পারি। ডেমো ট্রেডে অরজিনাল মুদ্রাবাজারই শো করে। ফলে এখানে রিয়েল ট্রেডের মানসিকতা নিয়ে ট্রেড করা যায়। যদি কেউ রিয়েল ট্রেডের মানসিকতা নিয়ে ডেমো ট্রেড করে তবে সে খুব সহজেই ট্রেডিং শিখতে পারবে। মার্কেট সম্পর্কেও ধারনা জন্মাবে, বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নিতে যা সহায়ক ভূমিকা পালন করবে।
-
ডেমো থেকে শিখলাম কি ভাবে লাইভে ট্রেড করতে হয় এবং কিবাবে সফল হতে হয় ।
-
আমার জানা মতে ডেমো ট্রেড এমন একটা যায়গা যেখান থেকে নতুনরা সকল বিষয় সম্পর্কে জানতে ও বুঝতে পারে। সকল ব্যবসায়িরাই সর্বপ্রথম ডেমো ট্রেড করে থাকে। ডেমোট্রেডের অন্য আরেকটি গুন হলো এখানে সকল ফরেক্স ব্যবসায়ীরা কোন কাজে কেমন লাভ বা লোকসান হতে পারে তা ভালো ভাবে জানতে পারে। অনেক সময় দেখা যায় ট্রেডারা ব্যবসায়ে লোকসান করলে তারা আবার ডেমো ট্রেডের মাধ্যমে তাদের ব্যবসায় লোকসান পুরন করে থাকে। ধন্যবাদ।
-
ডেমো হল ফরেক্স ট্রেডিং এর টিউশন ঘর। ডেমো থেকে শিক্ষা নিয়ে ফরেক্স ট্রেডিং করুন।
-
আমি ডেমো ট্রেড করেছি প্রায় এক বছর। আর এতে প্রায় ২৫০০ ডলার লস করেছি, তবে সেটা একবারে নয়। আমি কখনই লট সাইজ বাড়িয়ে ট্রেড করতাম না। আর এতে আমার অনেক উপকার হয়েছে। যখন লাভ হতে শুরু করেছে, তখন রিয়েলে নেমেছি। ভাই, ভাল লাগলে একটা থ্যাঙ্কস দিবেন কিন্তু।
-
ফরেক্সের একটি অপরিহার্য বিষয় হচ্ছে ডেমো। আমরা ডেমো ব্যবহার করে খুব সহজেই মার্কেট সম্পর্কে জ্ঞান আহরন করতে পেরেছি এমনকি আমারা নিজেদের ইচ্ছে মত ট্রেড করে অনেক এনালাইসিস বুঝে নিতে পেরেছি। ফরেক্স ট্রেড করতে গেলে আপনাকেও ডেমো অনুশীলন করতে হবে। ধন্যবাদ
-
আমরা ডেমো অনুশীলন করে অনেক কিছুই শিখতে পারলাম। সে গুলো যদি বিস্তারিত বলি, আমি নিয়মিত ডেমোতে নিজের ইচ্ছে মত ট্রেড করতাম এবং আমার এনালাইসিস গুলো ডেমোতে প্রয়োগ করতাম। সাথে মানি ম্যানেজমেন্ট করতাম। ধন্যবাদ
-
১। লোভ করবানা ......
২। সারাদিন ট্রেড করার দরকার কি ?
৩। Trend is your friend.
৪। ঠিক মত ঘুমাইতে হইবে ... কারন আমি ঠিক ত ফরেক্স ও ঠিক ...।
৫। রাতারাতি বড়লোক হইতে চাইলে ফরেক্স বাদ দিয়ে রাজনীতিতে নামো ...।
৬। After all its a business so deal with it as a business man. You are not a gambler and forex is not a gambling.
৫।
-
ডেমো থেকে অনেক কিছু শেখা যাই। যা পরবর্তীতে রিয়েল ট্রেডে অনেক উপকার এ আসে। তবে ডেমোতে ট্রেড করার সময় অবশ্যই ভাল ভাবে ট্রেড করা উচিৎ। অনেকে ডেমোতে ট্রেড করতে চাই না। তারা ভাবে সরাসরি রিয়েল ট্রেড করলেই প্রফিট করা যাই। কিন্তু তারা সবসময়ই লস করে। তাই ডেমো ট্রেড ও অনেক ভালভাবে করা উচিৎ।
-
মইনুদ্দিন আহ্মেদ
ডেমো ত্রাদ হোল ফরেক্স মার্কেট এ কাজ করার আগে কাজ শিখার একটা প্লাটফরম যেখানে ত্রাদ করলে অনেক অভিজ্ঞতা লাভ করা যায় যা রিএল ত্রাদ করার সময় কাজে লাগবে । তাই ফরেক্স এ রিএল ত্রাদ করার আগে ডেমো ত্রাদ এ যত বেশি কাজ করা যাবে রিএল ত্রাদ এ সে তত বেশি ভাল করতে পারবে।
-
মোঃ আনোয়ার হোসেন
ডেমো ট্রেড হল ফরেক্স শিখার জন্য একটি টিউটিরিয়াল সেন্টার যেখান থিকে আপনাকে কিছু ভার্চুয়াল মানি দেয়া হইবে। বিশেষ করে নতুন দের জন্য ডেমো ট্রেড খুবিই ভাল ,ডেমো ট্রেড করে লাভমান হলে তবেই রিয়েল ট্রেড শুরু করা ভালো। এর জন্য কিন্তু অনুশীলন করতে হবে ।
-
ফরেক্সে ট্রেড করার জন্য দক্ষতা আর অভিজ্ঞতা প্রয়োজন হয় । এগুলা ছাড়া ট্রেড করলে লস ছাড়া কিছুই হয়না । অভিজ্ঞতা অর্জন এর একটা মাধ্যম ডেমো ট্রেডিং । প্রথমে এখান থেকে ট্রেড করলে কি কারনে লস হয়, ট্রেডে কি ধরনের সমস্যা গুলো বেশী হয় তা আমরা জানতে পারি । সমস্যা গুলোর সমাধানও আমরা বের করতে পারি । ডেমো ট্রেডিং এ লস হলে আমাদের কোন ক্ষতি হয়না । বরং অভিজ্ঞতা হয় ।
-
ডেমো ট্রেড করে আমরা ইচ্ছে মত ট্রেড করে নিজেকে নিজের মত করে গড়ে তুললাম। ডেমো ট্রেডিং এর মধ্যে আমরা যখন খুশি, যেমন খুশি ট্রেড করে আমাদের এনালাইসিস গুলো বুঝে নিতে সক্ষমতা উপার্জন করলাম। ধন্যবাদ
-
ডেমো অ্যাকাউন্ট দিয়ে আমরা ট্রেড কি ভাবে করে তা শিখতে পারি, আমরা ডেমো অ্যাকাউন্ট দিয়ে অনেক কিছু করতে পারি, আমি যখন নতুন ছিলাম কিছুই বুজতাম না , না বুজে ট্রেড করে অনেক লস খেয়েছি এতে আমার অনেক লস হয়েছে । এর পর থেকে আমি ৬ মাস ডেমো অ্যাকাউন্ট এ কাজ করেছি কাজ শিখেছি , ডোম অ্যাকাউন্ট এ কাজ করে আমি কি ভাবে ট্রেড করতে হয় তা জানলাম ।
-
ফরেক্স এর ডেমো অ্যাকাউন্ট আমাদের অনেক কাজে আসে, ফরেক্স এ যারা একবারে নতুন তা দের কে আমি বলব যে আপনারা আগে ফরেক্স এর ডোম অ্যাকাউন্ট ৩ ৪ মাস কাজ করে আসেন , নতুন অবুস্তার রিয়েলে পরিশম না করে ডেমো অ্যাকাউন্ট এ পরিশম করলে অনেক লাভবান হবেন , ডোম ট্রেড হল রিয়েল ট্রেড এর একটা পরিশম মাত্র । আমার মতে সবার জন্য ডেমো প্রাকটিস খুব গুরুত্বপূর্ণ ।
-
ডোম অ্যাকাউন্ট আমাদের অনেক সুবিধা প্রধান করে থাকে , ডেমোর মাধ্যমে দক্ষতা অর্জন করে তারপর রিয়েল ট্রেড কার উচিত । এতে আমাদের লস হবার জুকি কম থাকে , আমি মনে করি ডেমো তে আমরা ট্রেড করা শিখে কিভাবে রিয়েল ট্রেড করে উন্নতি করতে হবে বা ট্রেড ট্রেড দখতা অর্জন করি। ফরেক্স বিজনেস করে লাভ বান হতে হলে আগে আমাদের ডেমোতে ট্রেডিং করা উঠিত বলে আমি মনে করি।
-
ফরেক্স মার্কেট আসার সাথে সাথে ই আমরা যে আমাদের আশাতীত রেজাল্ট পেয়ে যাব তা কিন্তু নয়। এখানে আমাদের দরকার নিজের মেধা শক্তি , দরকার সময় এবং পরিশ্রম সহ ধৈর্য। আমরা যদি ডেমো তে ভালো কিছু করতে পারি এবং ডেমো থেকে অর্জিত সেই ভালো রেজাল্ট নিয়ে রিয়েল মার্কেটে যাই তবে সফলতা নিশ্চিত। আমি ডেমো তে অনেক সময় বেয় করেছিলাম এবং প্রায় ৪-৫ মাস পরে আমি ভালো এনালাইসি সহ ভালো কিছু করতে পেরেছি। যা আজ আমাকে রিয়েল অ্যাকাউন্ট এ প্রচুর হেল্প করেছে।
-
আমি যখন ডেমো অনুশীলন করতাম তখন আমি নিজের ইচ্ছে মত ট্রেড করতাম এবং সাথে সাথে এনালাইসিস করে নিতাম। এতে আমি মনে করতাম আমি খুব দ্রুত আগাচ্ছি। আমি ২ মাস ১০ দিন ডেমো অনুশীলন করেছি। ধন্যবাদ
-
একজন ট্রেডার চাইলে অনেক কিছুই শিখতে পারে ডেমো একাউন্ট থেকে। শুধু মাত্র আপনাকে ডেমোতে রিয়েলের মত ব্যালেন্স ব্যাবহার করতে হবে। ধরেন আপনি রিয়েলে 100 ডিপোজিট করলেন অথবা করবেন তবে ডেমোতেও ঐ একই ব্যালেন্স দিয়ে ট্রেড করতে হবে।
-
ফরেক্স ব্যবসার বলতে গেলে সবকিছুই ডেমু থেকে শিখা। যদি নতুন কোন ইনডিগেটর সেট করি তাও আগে ডেমুতে টেস্ট করে তারপর জেনুইন এ সেট করা হয়। সুতুরাং ফরেক্স শিখার মূল জায়গা হচ্ছে ডেমু।