আমি জানি স্টপ লস হল এমন একটা টুলস যা কোন প্রাইসে সেট করলে মার্কেট কোন কারনে হঠাৎ দিক পরিবর্তন করলেও আপনার একাউন্টটা বড় রকম ক্ষতি হতে বেচে যাবে আবাার একই ভাবে টেক প্রফিট কোন প্রইসে সেট করলে মার্কেট সেই প্রইসে গেলেই প্রফিট নিয়ে আপনার লেনদেনটি বন্ধ হয়ে যাবে।