আপনি ফরেক্স মার্কেট সম্পর্কিত নিউজ প্রায় সব ব্রোকারের অধীনেই পাবেন। তাছারা অনেক ভালো সাইট রয়েছে যেখানে নিউজ আপডেট দেওয়া থাকে নিয়মিত যেমন ফরেক্স ফ্যাক্টরি, ইনভেস্টিং ডট কম এসকলক সাইটে প্রবেশ করলে নিউজ রিলিজের সকল আপডেট পেয়ে যাবেন।
Printable View
ভাই ফরেক্স মার্কেটের নিউজ জানার জন্য আপনি যেকোনো ফরেক্স রিলেটেড ফোরাম বা ইকোনমিক ওয়েবসাইট দেখতে পারেন । এছাড়াও ইন্সতাফরেক্স এর ওয়েবসাইট এ ফরেক্স রিলেটেড নিউজ নিয়মিত আপডেট হয় , আপনি ইচ্ছে করলে সেখান থেকেও দেখে নিতে পারেন । আপনি যদি নিউজগুলো ভালোভাবে আনাল্যসিস করতে পারেন তাহলেই আপনি ফরেক্স মার্কেটে ভালো ট্রেড করতে পারবেন ।
বিশ্বের বড় বড় অর্থনৈত্তিকরা প্রতিদিন প্রতিটি কারেন্সি পেয়ারের সম্ভার্ব মূল্যের পরিবর্তন অ্যানালাইসিস করে ফরেক্সের নিজেস্ব ওয়েব সাইড সহ বিভিন্ন ব্রোকার হাউজে তা ট্রেডারদের সুবিধার জন্য আপলোড করে দেয় চাইলে আপনার ব্রোকার হাউজের ওয়েব সাইড থেকে তা দেখে নিয়ে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করতে পারেন। আপনি এই নিউজ বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে জানতে পারবেন । তার আগে যে জিনিসটি জানতে হবে তা হল নিউজ ইম্পেক্ট । কোন নিউজের ফলে মার্কেট কত পিপস পযর্ন্ত মুভমেন্ট করতে পারে তা ভালভাবে জানতে হবে ।
বিভিন্ন ওয়েব সাইট থেকে সংগ্রহ করতে পারি ওই সকল ওয়েব সাইট গুলোতে নিউস এর পাসাপাসি বিভিন্ন কারেন্সির এনালাইসিস সম্পর্কে ও বেক্ষা করা হয়ে থাকে যা কিনা আমাদেরকে মার্কেট এর ভবিস্যত মুব্মেন্ট সম্পর্কে অনেক বেশি ধারণা দেয় যার উপর ভিত্তি করে আমরা সহজেই নিউস ট্রেড করতে পারি। আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হলে আপনি ভিবিন্ন ধরনের ইনডিকেটর কে এনালাইসিস করলে আপনি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড কোরতে পারবেন। তাই ভালো ট্রেডার দের কোন নিউস দেখতে হইনা।
আপনি অনলাইনে অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন ঠিকানা খুজে পেতে পারেন যারা প্রতিনিয়ত ফরেক্স ট্রেডিং সম্পর্কে খবর প্রকাশ করে থাকে। তাছাড়া আপনি যে বিভাগে ট্রেডিং কার্যক্রম করবেন সেখানে প্রতিনিয়ত মুদ্রার কারেন্সির সিগনালের মাধ্যমে আপনাকে খবর জানানো হবে।
কোরেন্সি নিউজ ট্রেডিং ক্যালেন্ডার দেখি তাহলে সেখানে প্রকাশিত কিছু হাই ইমপেক্ট নিউজ প্রতিদিনই পাবো। তাছাড়া বিভিন্ন ওয়েব সাইট যারা বিভিন্ন ট্রেডিং নি উজ প্রকাস করে এবং ফান্ডামেন্টাল এনালাইসিস সংক্রান্ত তথ্য প্রকাশ করে যা থেকে আমরা সহজে মার্কেটের পরের মুভমেন্ট সম্পর্কে ধরনা পেতে পারি।ফরেক্স মার্কেটের সকল নিউজ আপনি ফরেক্স ফেক্টোরি ডট কমে পাবেন ।
ফরেক্স মার্কেটে প্রতিদিনই মার্কেটে অন্তভূক্ত কারেন্সি সমূহের দাম উঠা নামা করে অর্থাত কখনো চাহিদা অনেক বেড়ে যায় আবার কখনো চাহিদা অনেকাংশে কমে যায় আর এই মার্কেট উঠা নামা বা চাহিদার পরিবর্তনের মধ্য দিয়েই ট্রেডাররা লাভ লস করে। আমি বলবো আপনি অনলাইনে অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন ঠিকানা খুজে পেতে পারেন যারা প্রতিনিয়ত ফরেক্স ট্রেডিং সম্পর্কে খবর প্রকাশ করে থাকে।
তাছাড়া বিভিন্ন ওয়েব সাইট যারা বিভিন্ন ট্রেডিং নি উজ প্রকাস করে এবং ফান্ডামেন্টাল এনালাইসিস সংক্রান্ত তথ্য প্রকাশ করে যা থেকে আমরা সহজে মার্কেটের পরের মুভমেন্ট সম্পর্কে ধরনা পেতে পারি। আমি বলবো আপনি অনলাইনে অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন ঠিকানা খুজে পেতে পারেন যারা প্রতিনিয়ত ফরেক্স ট্রেডিং সম্পর্কে খবর প্রকাশ করে থাকে।
প্রত্যেক ট্রেডারের প্রতিদিন নিউজ ক্যালেন্ডাগুলো দেখা উচিত। কেননা ফরেক্স ফ্যাক্টরী ক্যালেন্ডার সেকশনে আমরা প্রতিদিন নিউজ এর আপডেট পেয়ে থাকি। সেখানে হাই ইমপ্যাক্ট নিউজগুলো লাল এবং মেডিয়াম ইমপ্যাক্ট নিউজ গুলে অরেঞ্জ কালার দিয়ে বুঝানো হয়েছে। ট্রেড করার আগে অবশ্যই নিউজ গুলো দেখা উচিত।
আমরা যদি কোরেন্সি নিউজ ট্রেডিং ক্যালেন্ডার দেখি তাহলে সেখানে প্রকাশিত কিছু হাই ইমপেক্ট নিউজ প্রতিদিনই পাবো। তাছাড়া বিভিন্ন ওয়েব সাইট যারা বিভিন্ন ট্রেডিং নি উজ প্রকাস করে এবং ফান্ডামেন্টাল এনালাইসিস সংক্রান্ত তথ্য প্রকাশ করে যা থেকে আমরা সহজে মার্কেটের পরের মুভমেন্ট সম্পর্কে ধরনা পেতে পারি।
ফরেক্স মার্কেটের বড় বড় মুভমেন্ট গুলো নিউজের জন্য হয়ে থাকে। এই নিউজ গুলো ভাল হলে সেটার প্রভাব মার্কেটে দেখা যায়। অনেক ট্রেডার এসব নিউজ অনুশরন করে ট্রেড দিয়ে থাকে। তাই আপনি এসব নিউজ দেখতে পারেন। এসব নিউজ আপনি বিভিন্ন ওয়েবসাইট এ দেখতে পাবেন
ফ্রি ফরেক্স সিগন্যাল। সাথে পাবেন এনালাইসিস এবং লাভজনক ফরেক্স স্ট্রাটেজি।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
যদি কোরেন্সি নিউজ ট্রেডিং ক্যালেন্ডার দেখি তাহলে সেখানে প্রকাশিত কিছু হাই ইমপেক্ট নিউজ প্রতিদিনই পাবো। তাছাড়া বিভিন্ন ওয়েব সাইট যারা বিভিন্ন ট্রেডিং নি উজ প্রকাস করে এবং ফান্ডামেন্টাল এনালাইসিস সংক্রান্ত তথ্য প্রকাশ করে যা থেকে আমরা সহজে মার্কেটের পরের মুভমেন্ট সম্পর্কে ধরনা পেতে পারি।
ফরেক্স মার্কেটে ফরেক্স নিউজ পড়ে ট্রেড করা উচিত। কারণ ফরেক্স নিউজ এর উপর আমাদের মার্কেটের প্রফিত বা লস অনেকটাই নির্ভর করে। তাই আমাদের এ বিষয়ে সজাগ দৃষ্টি রেখে ট্রেড করা উচিত। সাধারণত আমরা যে সকল লিংক থেকে ফরেক্স নিউজ পেয়ে থাকি তা হলো forexinvestigation.com forexlive.com, bloomberg.com, CNBC.com। দৈনিক ফরেক্স নিউজ পড়ে ট্রেড করা উচিত। আমাদের বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট অনুসরণ করে ট্রেড করা উচিত। বিশেষ করে high-impact টাইম গুলোর সময় নিউজ করে ট্রেড করা ভালো।
ফরেক্স মার্কেটের বড় মুভমেন্ট গুলো নিউজের কারনে হয়ে থাকে। নিউজ মার্কেটে উপর বেশী প্রভাব ফেলে। বিশেষ করে হাই ইমপেকট নিউজ । নিউজ জানার জন্য অনেক ওয়েভসাইড আছে সেখান থেকে সহযোগিতা নিয়ে ট্রেড করলে ভাল ফলাফল আশা করা যায় ।
আমার জানা মতে, ফরেক্স মার্কেটে সপ্তাহের প্রায় ৫ দিনই ছোট-বড় কিছু গুরুত্বপূর্ণ নিউজ থাকে৷এসব নিউজ বিভিন্ন সাইটে পাবেন৷যেমন-forexfactory.com / investing.com ইত্যাদি সাইটে নিয়মিত নিউজ দেখবেন৷ নিউজ হলো ফান্ডামেন্টাল এনালাইসিসের জন্য অন্যতম প্রধান বিষয়৷ কোনো নির্দিষ্ট দেশের নির্দিষ্ট কারেন্সীর উপর ভালো-মন্দ নিউজ প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে। যা এনালাইসিস করে দক্ষ ট্রেডারগণ ট্রেড করে থাকেন এবং পর্যাপ্ত প্রফিটও করে থাকেন৷ এটিকেই সাধারণত নিউজ ট্রেডিং বলে থাকি৷
আপনি ফরেক্স ফ্যাক্টরি ক্যলেন্ডার অথবা
কোরেন্সি নিউজ ট্রেডিং ক্যালেন্ডার হতে
প্রতিদিনের নিউজ গুলো নিতে পারেন। ধন্যবাদ।
প্রতিদিনই মার্কেটে অন্তভূক্ত কারেন্সি সমূহের দাম উঠা নামা করে অর্থাত কখনো চাহিদা অনেক বেড়ে যায় আবার কখনো চাহিদা অনেকাংশে কমে যায় আর এই মার্কেট উঠা নামা বা চাহিদার পরিবর্তনের মধ্য দিয়েই ট্রেডাররা লাভ লস করে।তাই বিশ্বের বড় বড় অর্থনৈত্তিকরা প্রতিদিন প্রতিটি কারেন্সি পেয়ারের সম্ভার্ব মূল্যের পরিবর্তন অ্যানালাইসিস করে ফরেক্সের নিজেস্ব ওয়েব সাইড সহ বিভিন্ন ব্রোকার হাউজে তা ট্রেডারদের সুবিধার জন্য আপলোড করে দেয় অাপনি চাইলে আপনার ব্রোকার হাউজের ওয়েব সাইড থেকে তা দেখে নিয়ে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করতে পারেন।
ফরেক্স মার্কেটে প্রতিদিনই ফরেক্স রিলেটেড কিছু ফান্ডামেন্টাল নিউজ প্রকাশিত হয় যেটা ফরেক্স মার্কেটকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এগুলোই ফরেক্স মার্কেটে ইকনোমিক নিউজ। এই ফান্ডামেন্টাল নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের ইকোনমিক ক্যালেন্ডারে সন্নিবেশিত থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের সাইট রয়েছে যেখানে ফরেক্স রিলেটেড ফান্ডামেন্টাল বা ইকনোমিক নিউজ গুলো সন্নিবেশিত থাকে। এই নিউজগুলো রিডিং পার্সেন্টেজ দেখে মার্কেট সম্পর্কে একটা ভবিষ্যৎ ধারণা নেয়া হয়। সফল ফরেক্স ট্রেডিং এর জন্য ফান্ডামেন্টাল নিউজ সম্পর্কে ভালো ধারণা থাকা অত্যন্ত জরুরী। আপনি যতই টেকনিক্যাল এনালাইসিস করেননা কেন একটি ফান্ডামেন্টাল নিউজ আপনার সকল এনালাইসিসকে ভেঙে দিয়ে মার্কেট বিপরীত দিকে মুভ করতে পারে। তাই আমাদেরকে প্রতিটি ট্রেডে এন্ট্রি নেয়ার আগে নিউজ গুলো সম্পর্কে ধারণা নিয়ে এনালাইসিস করে এন্ট্রি নেয়া উচিত।
আপনি যেকোনো ফরেক্স রিলেটেড ফোরাম বা ইকোনমিক ওয়েবসাইট দেখতে পারেন । এছাড়াও ইন্সতাফরেক্স এর ওয়েবসাইট এ ফরেক্স রিলেটেড নিউজ নিয়মিত আপডেট হয় , আপনি ইচ্ছে করলে সেখান থেকেও দেখে নিতে পারেন । আপনি যদি নিউজগুলো ভালোভাবে আনাল্যসিস করতে পারেন। কারেন্সি সমূহের দাম উঠা নামা করে অর্থাত কখনো চাহিদা অনেক বেড়ে যায় আবার কখনো চাহিদা অনেকাংশে কমে যায় আর এই মার্কেট উঠা নামা বা চাহিদার পরিবর্তনের মধ্য দিয়েই ট্রেডাররা লাভ লস করে। আমি বলবো আপনি অনলাইনে অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন ঠিকানা খুজে পেতে পারেন।