আমি মনে করি লসতো হবে কারন এটি একটি ব্যাবসা , তবে ব্যাপক হারে লস হয়েগেলে তার কিছু কারন রয়েছে , যেমন মার্টকেট এর অবস্থা না বুঝে ট্রেড করা , আর অনেক বেমী লচ এ ট্রেড করা ও আর একটি মূল কারন হল বেশী লোভ করা ।
Printable View
আমি মনে করি লসতো হবে কারন এটি একটি ব্যাবসা , তবে ব্যাপক হারে লস হয়েগেলে তার কিছু কারন রয়েছে , যেমন মার্টকেট এর অবস্থা না বুঝে ট্রেড করা , আর অনেক বেমী লচ এ ট্রেড করা ও আর একটি মূল কারন হল বেশী লোভ করা ।
ফরেক্স মার্কেট এক বিশাল মহাসমুদ্রের ন্যায়। এর সম্পর্কে জানার কোনো শেষ নেই। ফরেক্সেলস করার অনেক কারন থাকতে পারে, কমবেশি সবাই লস করতে পারে। এই মহাসমুদ্র সম্পর্কে জানার স্বল্পতার কারনে সঠিক জায়গা থেকে ট্রেড নেয়া হয়ে ওঠে না অনেক সময়। একারনেই একজন ট্রেডার লস খেতে পারেন।
প্রতিটা ব্যবসাতেই লাভ লস থাকবেই। লস ব্যবসার মৌলিক অংশ। তেমনি ফরেক্সেও লাভ লস আছে। ফরেক্স মার্কেট সবসময় উঠানামা করে। তাই ট্রেড নিতে হলে সঠিক পজিশন থেকে নিতে হয়। ফরেক্সে লস করার কারন মার্কেটের গতিবিধির অনিশ্চয়তা। মার্কেট এনালাইসিস করে ট্রেড নিলে লস অনেকাংশেই এড়িয়ে যাওয়া যায়।
আমার মতে ফরেক্স মার্কেটে লস করার কারণ মার্কেট সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। সকল ট্রেডাররা প্রথমে ঠিকই লাভ করে কিন্তু পরবর্তিতে লোভের কারণে বেশীর ভাগ ট্রেডাররা লসের সম্মুখিন হয়।
লস করার কিছু সাধারন কারন হলো :
* সঠিক সময় ট্রেড না করা
* অতিরিক্ত ট্রেড করা
* ওবার ভলিউম
* মানিম্যানেজমেন্ট না মানা
* ইমোশনালি দুর্বল
* অতিরিক্ত এনালাইসিস
ফরেক্স অনেক লাভজনক একটা বিজনেস। ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান আর অভিজ্ঞতা থাকলে আমরা ফরেক্স থেকে অনেক টাকা ইনকাম করতে পারি। কিন্তুু ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান আর অভিজ্ঞতা না থাকলে আমরা ফরেক্স মার্কেটে লাভ করতে পারবো না। আমি মনে করি ফরেক্স মার্কেটে লস করার প্রধান কারন ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান না থাকা। তাই ফরেক্স মার্কেটে লস করতে না চাইলে অবশ্যই ভালভাবে জেনে ট্রেড করা উচিৎ।
ফরেক্স মার্কেটে অনেকই লস করে থাকেন। এটি কোন অস্বাভাবিক বিষয় না। কারণ, ফরেক্সে লস ছাড়া কেউ ভাল ট্রেডার হতে পারেন না। লস করার কিছু কারণ অবশ্যই রয়েছে, এগুলো হল, ওভার ট্রেডিং, মানি ম্যানেজমেন্ট না করা, মার্কেট এনালাইসিস না করে উল্টা পাল্টা ট্রেড করা, বেশি লোভ করা ইত্যাদি। ধন্যবাদ
লস হবার অন্যতম একটি কারন হচ্ছে মার্কেট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা। বেশি মুনাফার লোভ করা। এক সাথে একাধিক ভলিয়মে ট্রেড করা।
সব ধরনের ব্যবসায় লাভ লস থাকে কিন্তু আপনি যদি ভাল বাবে মার্কেট সম্পর্কে জেনে শুনে ভাল করে এনালাইস করতে পারেন এবং ওই অনুপাতে কাজ করতে পারেন তবে লস হবার আশঙ্কা কম থাকবে।
ফরেক্স ট্রেডিংয়ে লস করার জন্য একজন ট্রেডারের বিভিন্ন কারন থাকতে পারে প্রতমত যদি সে ফরেক্সে রিয়েল ট্রেড করার জন্য ডেমো ট্রেড থেকে পর্ষাপ্ত জ্হান এবং ট্রেডিং দক্ষতা অর্জন না করে আবার সিস্টেমেটিক পদ্ধতির পরিবর্তে নিজের খেয়ালখুশি মত ট্রেড পরিচালনা করে বা ট্রেড করার জন্য নিজের আবিগ এবং লোভকে নিয়ন্তন না করতে পারে ইত্যাদি কারনে সাধারনত লস হয়। ধন্যবাদ।
লসের অনেকগুলো কারনের মধ্যে নির্দিষ্ট কোন স্ট্রাটেচি নাথাকা, আন্দাজে ট্রেড করা, মার্জিন লেভেল ফলো না করা, নিউজ টাইমে ট্রেজ করা, মার্কেট এর মুভমেন্ট না জানা, ক্যান্ডেল স্টিক সম্পর্কে কম ধারনা ইত্যাদিই প্রধান তবে এর সাথে আপনার নির্দিষ্ট লক্ষ না থাকাটাও একটি বিশেষ কারন বলে আমি মনে করি। আর পজিশন সম্পর্কে ধারনা না থাকলেও লস এর পরিমান বাড়তে পারে।
লস করেন না এমন ট্রেডারের সংখ্যা নেহাতই কম।প্রত্যেক ট্রেডিং তার ট্রেডিং জীবনের যেকোনো সময় বিভিন্ন কারনে লস করতে পারে।যেমন-
-প্রচুর ডেমো অনুশীলন না করেই রিয়েল ট্রেডে প্রবেশ করা
-যার কারনে ফরেক্স সম্পর্কে প্রাকটিকালী কম ধারনা তৈরি
-অতি দ্রুতই বড়লোক হওয়ার কথা চিন্তা করা
-অধিক ঝুকি নিয়ে অধিক লটে ট্রেড ওপেন করা
-এককথায় ট্রেডিং সম্পর্কে পুরোপুরি জ্ঞান না থাকা সত্বেও রিয়েল ট্রেডিং করতে আসা।
ফরেক্স মার্কেটে লস করার অনেকগুলো কারন থাকে তার মধ্যে অন্যতম কারন লোভ। এছাড়া স্টপ লস, টেক প্রফিট ব্যবহার না করা, মানি ম্যানেজমেন্ট না মেনে চলার কারনে লস হয়ে থাকে।
আসলে ফরেক্স এ তো লস থাকবেই । তবে লস করার প্রধান কারন না বুঝে ট্রেড করা অনেকেই আছে যারা ২/১ দিন ফরেক্স এ ট্রেড করেই মনে করে আমি লাভ করতে পারবো তখন ট্রেড করে লস খাই । আমি মনে করি অভিজ্ঞ না হয়ে ট্রেড করলেই লস খেতে হবে । আর লস তো ৮০ % লোক ই লস খাই । তাই লস খাওয়ার ব্যাপারে কিছু বলার নাই ।
হাঁ ফরেক্স মার্কেটে কম বেশি সবায় লস করে থাকে। তবে কম বেশি। তবে মনে রাক্তে হবে যে লভে পাপ আর পাপে মিত্তু। অধিক লাভের আশাই যারা ট্রেড করে থাকে তারাই লস করে থাকে। আমি নিজে থাকে প্রমাণ না বুজে এবং ওভার ট্রেড করার কারনে লস হয়ে থাকে। হয়ত আমার ফরেক্স সম্পর্কে কম ধারনা তাই আমি লস খেয়েছি।
সব বেবসায় লাভ লক্সান দুটোই থাকবে এটাই নিয়ম তবে লাভ এর চেয়ে লয বেশি হলে বুঝতে হবে আমার কোথাও কিছুর অভাব আছে। ফরেক্স মারকেতে তেরেদ অন্ন সব তেরেদ থেকে এক্তু ভিন্ন। এখানে লস করার বেশ কিছু কারন থাকতে পারে, প্রথম কারন হল অভিগতার অভাব, ফরেক্স ভাল করে না জেনে তেরেদ শুরু করা, দিতিও বেশি লোভ করে বেশী লাভের আশায় বড় লট তেরেদ করা, কন কিছু এনালাইসিস না করে তেরেদ ওপেন করা, মানি মেনেজমেন্ত সম্পরকে ভাল করে না জানা। সঠিক নিয়ম অনুসরন না করা।
ফরেক্স মারকেটে লস করার নানান কারন থাকতে পারে । লস করার কারন তুলে ধরা হোল ট্রাডিং এ রিস্ক এর পরিমান বেশি নেয়া । ডেমো ট্রাড না করে রিয়াল ট্রাদিং শুরু করা ।ফরেক্স ভাল করে না সিখে ট্রাদ করা ।
ফরেক্স ট্রাডিং ইমতিওনাল হওয়া । ফরেক্স মার্কেটে উদ্দেশ্য হিন ট্রাড করা ।
আমি মনে করি ফরেক্সে লস করার কারণ হলো ট্রেড করার সময় লজিক এর চেয়ে ইমোশনকে প্রাধান্য দেওয়া। ফরেক্স সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন না করেই ট্রেড করা।
ফরেক্সে লস করার কারণ হচ্ছে লোভ। আপনি যখন ফরেক্সে লোভ করবেন তখনই আপনি ফরেক্সে লস করবেনই। এছাড়া আপনি যদি ভাল ভাবে এনালাইসিস না করে উল্টা পাল্টা ট্রেড করেন, এছাড়া নিউজ টাইম অনুসরণ না করেন তাহলেই আপনি ফরেক্সে লস করবেন। তাই আপনি যতটুকু সম্ভব এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। ধন্যবাদ
আপনি যদি অনেকদিন ফরেক্স এ থেকেও লস করেন তাহলে আপনি বুঝবেন আপনি ফরেক্স এর নিয়োম অনুয়ায় ট্রেড করছেন না এই জন্যই আপনি লস করছেনা তাই আমি বলবো আপনি ফরেক্স এর ডেমো ট্রেড করেন তারপর আপনি ফরেক্স এ আবারো আপনার ডোমো ট্রেড গুনো অনুসরন করেন। এটি ফরেক্স করার একটি ভালো পথ বলে আপনি মনে করতে পারেন এই ভাবে আপনি ফরেক্স এ ডেমো ট্রেড করতে থাকেন ৬ মাস তরপর আপনি ফরেক্স এ ডেমো ট্রেডিং এ সাফ্যলতা অর্জন করলে তারপর আপনি ফরেক্স এ রিয়েল ট্রেড শুরু করেন।
আমি মনে করি ফরেক্সে লস করার অনেকগুলো কারণ আছে যেমন আপনার ট্রেডিং সম্পরর্কে ভাল দক্ষতা এবং কম অভিজ্ঞার কারনে আবার আপনি যদি বেশি লোভ করলেও তার প্রেক্ষিতেও লস হতে পারে আমি মনে করি আপনে ফরেক্স এ যদি লস খান তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফরেক্স শম্মন্ধে মেধা অনেক কম আছে এজন্য বুঝে শুনে ফরেক্স করলে আমরা আশাকরি কখনো লচের শম্মুখিন হব না।
ফরেক্স লস করার কারন হোল ফরেক্স সম্পরকে ভাল জ্ঞান না থাকা ফরেক্স সম্পরকে ভাল না জানা ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করলে লাভ করা যাবে সে সম্পরকে ভাল কোন ধারনা না থাকা ট্রেডের কোন স্টাটেজি তৈরি না করে ট্রেড করা অনেক কারনে ফরেক্স ট্রেডে লস হয়।
আসলে এই একই প্রশ্নের উত্তর আমরা যারা দীর্ঘদিন ধরে ফরেক্সের এই ফোরামে কাজ করছি তারা যথার্থ ভাবে দেওয়ার চেষ্টা করছি। ফরেক্সে ব্যার্থতার নানা কারন থাকতে পারে তার মধ্যে সবচেয়ে বড় কারনটি হল ফরেক্স সম্পর্কে অজ্ঞতা,অদক্ষতা ইত্যাদি।
ফরেক্স ব্যববসায়ে লস লাভ দুটোই আছে তবে বেসির ভাগ লোক লস করে অনভিজ্ঞতার কারনে । তাই আমাদের ফরেক্স মা্রকেটে লস এড়াতে হলে অবশ্য ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে ডেমোতে ট্রেড করে ভালো ধারনা নিয়ে তারপর রিয়েলে ট্রেড করলে আপনি সফল হবেন।
আমি মনে করি বেশী লোভের কারনে ফরেক্স লস করার কারন আপনি লোভ করলেও লস করতে পারেন।। তাই ট্রেড দক্ষতা অর্জন করার জন্য ডেমো করার দরকার এবং লোভ সংবরণ করা উচিত।
আমি মনে করি ফরেক্সে লস করার কয়েকটি কারণ থাকতে পারে। আর আমাদের লস এর যেসব কারন থাকে সেগুলো আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। উদ্দেশ্য বিহীন ট্রেড করা মানে কোন ধরনের এনালাইসিস ছাড়াই ট্রেড করা।আপনি ভালোভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করলে লস হওয়ার কোন সুযোগ নেই।
ফরেক্স মার্কেটে লস হওয়ার বিভিন্ন কারন গুলোর মধ্যে আমার জানামতে যেসব কারনে ট্রেডার লসে পরে টা নিম্নে উল্লেখ করলাম ।
১। ফরেক্স মার্কেট সম্পর্কে অল্প জেনে ট্রেড করার জন্য,
২। ফরেক্স মার্কেট সম্পর্কে অনবিজ্ঞ থাকার জন্য,
৩। সিগন্যালের উপর নির্ভরশীল,
৪। এনালাইসিস ছাড়া ট্রেড করলে,
৫। মানি ম্যানেজমেন্ট না মেনে,
৬। বড় লটে ট্রেড করলে । ইত্যাদি ।
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেড করি আমাদের মেধা দিয়ে। আমরা যদি আমাদের মেধা দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড কপরতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ সফল হতে পারবো। আর যদি আমরা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড কোরতে না পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ সফল হতে পারবনা। ফরেক্স মার্কেট এ লস হওয়ার অনেক কারন আছে। যেমন অবিজ্ঞিতার অভাব, ফরেক্স মার্কেট এ এনালাইসিস এর অভাব, অতি লোভ ইত্যাদি।
অাসলে এই মার্কেটে কেউ লস করতে অসেনা সবাই চায় এখানে অনেক উপার্জন করতে কিন্ত সবাই তাই করতে পারে না *এখানে লস করার প্রধান কারন হল আমাদের অতি লোভ যারা এথানে মার্কেট মুভমেন্ট না বুঝে ট্রেড করবে তারা অবশ্যই লস করবে লাভের প্রত্যশা করার অাগে আপনার অবশ্যই এই মার্কেট সম্পর্কে অগাধ পান্ডিত্য ও অভিজ্ঞতা অর্জন করতে হবে
যে কোন ব্যবসায় লাভ লস বিদ্ধমান কিন্তু ফরেক্স এ সাধারনত লস করার প্রধান কারন হল ফরেক্স সম্পর্কে অজ্ঞতা এবং লোভ যা আপনাকে সবসময় তারা করে এছাড়া ফরেক্স মার্কেট ভালভাবে এনালিসিস না করা উল্টোপাল্টা ট্রেড করা ইত্যাদি
ফরেক্স মার্কেটে লস হতে পারে তবে জারা বার বার লস করে তাদের ফরেক্স সম্পর্কে ভাল ধারনা না থাকার কারনে তাদের লস হয় ভাল করে এনালাইসিস না করে ট্রেড ওপেন করে কখন ট্রেড করলে ভাল হয় সে সম্পর্কে ভাল জানে না তাই তারা লস করে।
ট্রেড দক্ষতা অর্জন করার জন্য ডেমো করার দরকার এবং লোভ সংবরণ করা উচিত।আসলে ফরেক্স ব্যাবসাতে কমবেশি সবাই লস করে
ফরেক্সে লস হবার আপনার অনেক গুলো কারন রয়েছে তা হল
১ ।এর সম্বন্ধে আপনার ধারণা কম থাকায় ।
২ ।আপনি ট্রেড এনালাইসিস এর সম্পর্কে না জানা ।
৩ ।যারা বেশি লোভ করে ।
৪ ।না জেনে ট্রেড করা ।
ফরেক্স এ যারা বেশি লস করেন তারা হল নতুন রা। তারা লোভে পরে ফরেক্স সম্পকে ভাল করে না জেনে বুঝেই ফরেক্স এ ট্রেড করতে আসেন। লস অন্যতম কারন হল আরও এনালাইসিস করে ট্রেড না করা, অন্যর দেওয়া সিগন্যাল অনুসরণ করে ট্রেড করা। একবার লস হলে সেই লস উঠানোর জন্য বেশি বেশি ট্রেড করা। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফরেক্স করতে হলে অবশ্যই পরিশ্রমি হতে হবে।
ফরেক্স এ ট্রেড করার কিছু নিয়ম আছে যা যদি আমারা মেনে না চলি তাহলে আমাদের ট্রেড এ লসের পরিমান বেশি হতে পারে বলে আমি মনে করি। যেমন আমারা অনেকেই ফরেক্স সম্পর্কে ভাল করে না জেনে বা ট্রেড করার অভিজ্ঞতা অর্জন না করেই রিয়েল ট্রেড করা শুরু করি,আবার অনেকেই ডেমো তে ভাল এক্সপাট না হয়েই রিয়েল ট্রেড করা শুরু করে যার জন্য পরবর্তী তে তাকে লোকসান গুন তে হয়।তাই আমাদের ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করে তার পর ট্রেড করতে হবে লোভ পরিত্যাগ করতে হবে।
ফরেক্স মার্কেটে লস হওয়ার অনেক গুলো কারণ থাকতে পারে মার্কেট সম্পর্কে অনভিজ্ঞাতা, মানি ম্যানেজমেন্ট মেনে না চলা, লোভে পরে অতিরিক্ত ট্রেড করা।
ব্যবসাতে লাভ বা লস থাকেই আর এটাই স্বভাবিক লাভ বা লস না থাকলে এটাকে ব্যবসা বলা চলে না। আর ফরেক্স এ আমরা মুলত লস করার কারন হল ভুল ট্রেড বসানোর কারনে আমরা অনেক সময় কোন ধরনের এনালাইসিস না করে শুধু মাত্র মার্কেট এর মুভমেন্ট দেখে ট্রেড বসিয়ে থাকি যার ফলে আমরা লস এর সম্মুখিন হয়ে থাকি। আবার আরেকটা কারনে আমরা লস করে থাকি লোভ কারন লোভের কারনে বা অনেক বেশি প্রফিত করার আশায় একের অধিক ট্রেড বসিয়ে লস করে থাকি।
ফরেক্স এর মধ্যে লস করার অনেক কারন রয়েছে যা হয়ত আমরা জানি না ।যেমন একজন অল্প বয়স্ক লোক যদি কোন ব্যবসা করে থাকে তাহলে তার লস করার সম্ভাবনা থাকে যার কারন তার মধ্যে বুদ্দি অনেক কম টিক তেমনী ফরেক্স ও যদি কেউ না বুজে করে থাকে তাহলে অবসস্যাই লস করার সম্ভাবনা থাকবে।তাই ফরেক্স সম্পরকে ভাল করে লেখাপড়া করে কাজ করলে লস করার প্রবনতা কম থাকবে।
আমি যা মনে করি তা হচ্ছে ,ফরেক্সে লস করার কয়েকটি কারণ থাকতে পারে। যেমন আপনার পর্যাপ্ত ট্রেডিং সম্পরর্কে দক্ষতা বা অভিজ্ঞার অভাব। আবার আপনি লোভ করলেও লস করতে পারেন। দেখা গেল আপনি পরপর কয়েকবার ট্রেড করে লাভ করলের এই লোভের বশবর্তী হয়ে আপনি পরের বার বড় ট্রেড দিলেন, এতে আপনার লস হতে পারে । তাই ট্রেড দক্ষতা অর্জন করার জন্য ডেমো করার দরকার এবং লোভ সংবরণ করা উচিত।
লস করার কারন দেওয়া হোল
না বুজে ট্রেড করা
ফরেক্স ভাল করে না পারা
লোভ করা
ইমোশনাল হয়ে পরা
ফরেক্স মার্কেট এর নিউজ না রাখা