-
ফরেক্স মার্কেট এমনি একটি জায়গা যেখানে কখন কি ঘটবে তা আগে থেকে জানা যায় না ধারনা করা যায় , আর বিভিন্ন ইন্ডেকেটর আমাদের মার্কেট সম্পর্কে কিছু ধারনা দিতে পারে কিন্তু একেবারে 100% সটিক তথ্য দিতে পারেনা , এজন্য ফরেক্স সম্পর্কে নিজেকে বাল করে শিখতে হবে ।ইন্ডেকেটর এর উপর নিরর্ভরশীল হওয়া ভাল না ।
-
ফরেক্স মার্কেট যেহেতু কিছু নিয়মকানুন মেনে চলে তো এখানে অবশ্য আমদের ইন্ডিকেটর এবং এনালাসিস এর উপর নির্ভর করতে হবে কিন্তু এটা সত্যি যে একেবাবে ইন্ডিকেটরের উপর পুরোপুরি নির্ভর হলে আপনি আপনার অর্থ এখানে হারাতে পারেন। তো আমার এটাই সাজেসন যে সব সময় ইন্ডিকেটরএর উপর নির্ভর করা যাবে না।
-
ট্রেড করার জন্য ইন্ডিকেটর গুরুত্বপূর্ণ। তাই বলে ট্রেড করার পুরোপুরি ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হাওয়া ঠিক নয়। নিজে এনালাইসিস করে ট্রেড করতে হবে। ওভার শিওর হাওয়ার জন্য ইন্ডিকেটর ব্যাবহার করত হবে।
-
ইন্ডিকেটরকে পুর্ব থেকে যেসব নির্দেশনা দেয়া হয় সেটি সেভাবেই কাজ করতে থাকে । ইন্ডিকেটর অনেক সময়ই ভুল ডিসিশন নিতে পারে । তাই কখনই সম্পুর্ন ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিৎ নয় । ইন্ডিকেটর ব্যাবহার করতে হবে না এমনটি কিন্তু নয় । আপনি ইন্ডিকেটর ব্যাবহার করবেন তবে তা আপনার সাহায্যকারী হিসেবে । আপনার এনালাইসিস এর সাথে ইন্ডিকেটর এর নির্দেশনা যদি মিলে যায় তাহলে আপনি ট্রেড ওপেন করতে পারেন ।
-
ফরেক্স মার্কেট এ অনেক ইন্ডিকেটর দেখা যাই । এই ইন্ডিকেটরের কাজ যদি ভালো ভাবে বুঝতে পারেন তাহলে আপনার আনালাইসিস করাতে অনেক সুবিধা হবে । ফরেক্স মার্কেট এ ইন্ডিকেটর অনেক সুবিধা দেই । আমি মুভিং আভারেজ এবং বলেঙ্গার ব্যান্ড ইন্ডিকেটর দেখে ট্রেড করে অনেক সুবিধা পাই । পুরোপুরি ইন্ডিকেটর উপর ঝুকে ট্রেড করা ঠিক নই । আপনাকে ফরেক্স এ খুব ভালো আনালাইসিস করাতে জানতে হবে ।
-
ফরেক্স মার্কেটের গতিবিধি বুঝার জন্য ইন্ডিকেটরের প্রয়োজন অনেক বেশী তবে শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও বকামি।আপনাকে ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে। যাতে করে কম লসস হই।আর সব সমই মার্কেট এর উপর লক্ষ রাক্তে হবে।
-
হ্যাঁ, ইনডিকেটর আমাদের অনেক কিছুরই নির্দেশ প্রদান করে থাকে। ফরেক্স মার্কেট এর এনালাইসিস ভাল হওয়ার জন্য ইনডিকেটর এর বিকল্প নেই। ফরেক্স ট্রেডের জন্য যে ইনডিকেটর ব্যবহার করা হয় তা একজন ট্রেডার দের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে শুধু তাই নয়, ইনডিকেটর একদম সঠিক তালিকা প্রদর্শিত করে থাকে। তাই আমাদের ইনডিকেটর এর উপর নির্ভরশীল হউয়া উচিৎ।
-
ফরেক্স ট্রেডিংয়ে অনেক ভালো ভালো কিছু নামে অনেক রকমের ইন্ডিকেটর পাওয়া যায়।এসব ইন্ডিকেটর নির্দেশক হিসেবে আমরা ট্রেডিং কাজে ব্যবহার করি।অনেক সময় ভালো ফলাফল মিলতে পারে।তবে তার মানে এই নয় আমরা ইন্ডিকেটর নির্ভর হয়ে যাবো।সবসময় ইন্ডিকেটর ভালোভাবে নির্দেশনা নাও দিতে পারে।তাই আমার মনে হয় ইন্ডিকেটর নির্ভর হওয়া ভালো কিছু নয়।
-
ইন্ডিকেটর হচ্ছে ফরেক্স টেকনিক্যাল এনালাইসিস এর একটা পার্ট আর ইন্ডিকেটর মানে হচ্ছে ফরেক্স এর সাহায্যকারি । তো আপনি ফরেক্স যেহেতু এমটি ৪ এ করেন তো এখানে আপনি অনেক ইন্ডিকেটর দেখতে পাবন এবং আপনি চাইলে যে কোন ইন্ডিকেটর নিয়ে কাজ করতে পারেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে সকল ইন্ডিকেটরই ট্রেন্ড মেনে চলে
-
মইনুদ্দিন আহ্মেদ
ফরেক্স তেরেদ এ ইনডিকেটর গরুতপুরন ঠিক তবে সব সম্য না। মারকেতের গতিবিধি জানার জন্ন এটার দরকার। তবে অনন্যাও জিনিস গুলোকেও গুরত্ত দিতে হবে। ইনডিকেটর ছাড়া ও এনালাইসিস এর উপর ও অনেক নজর দিতে হবে। তা না হলে শুধু ইনডিকেটর উপর নিরভর করে তেরেদ করলে লয হওয়ার সম্ভাবনা থাকে।
-
ইন্ডিকেটর এর উপর ১০০% নির্ভন করা উচিৎ না। কারণ কখনো কখনো ইন্ডিকেটর বড় ধরনের ফল্ট করে।
-
আতা মতেই উছিত নয় । আশলে ফরেক্স থেকে আয় করতে করতে অনেক লোক বিভিন্ন ইন্দিচাতর এর উপর অনেক বেশি নিরভরশিল হয়া পরেন । অনেকে মনে করেন যে ইন্দিচাতর মার্কেট এ অনুশরন করে বা কখনই মার্কেট এর বিপরিতে জেতে পারে না । মনে রাখবেন মার্কেট ছলে বিক্রেতা এবং ক্রেতা র সমন্নয়ে তাই এই খানে মার্কেট করতে হলে আপনাকে আগে চাহিদা বুজতে হবে তারপর মার্কেট করতে হবে ।
-
আমার মতে ইন্ডিকেটর নির্ভর হওয়া ভাল না। কারন ইন্ডিকেটর নির্দেশক ঠিক আছে কিন্তু এ ইন্ডিকেটর মাঝে মাঝে ভুল নির্দেশনা দিয়ে থাকে আর এতে ট্রেডারদের অনেক লসে পরতে হয় এবং অনেক ক্ষতির সম্মক্ষিন হতে হয়। তাই আমি মনে করি ইন্ডিকেটর নির্ভর না হয়ে নিজেন জ্ঞান ও নিজের বুদ্ধি দিয়ে ট্রেড করা তাহলে মনে হয়ে লস একটু কম হবে এবং আপনি বেশি লাভবান হবেন।
-
ফরেক্স একটি মার্কেট পেলেস । ফরেক্সকে ভিভিন্ন ধরনের নিয়ম কানুন থাকে যে গুলো অনুুসরন করলে আমরা ট্রেড করে ভালো টাকা উপার্জন করতে পারবো। আবার কিছু নিয়ম আছে যে গুলো অনুসরন করলে সমস্যা সৃষ্টি করে থাকে তেমনি ভাবে ইন্ডিকেটর এর মাধ্যমে করলে মাঝে মধ্যে ভুল হয়ে থাকে । তাই আমরা চেষ্টা করবো যেন কোন ধরনের লস না হয় । তাছাড়া আমরা যখন ট্রেড করবো তখন অবশ্যেই নিজে বুঝে করতে হবে । তাই আমি বলবো ইন্ডিকেটর করলেও কম করার চেষ্টা করবো তাহলে আমাদের জন্য ভালো হবে।
-
ইন্ডিকেটর কে ব্যাবহার করবেন ট্রেড বা অর্ডারের পারফেকশন বাড়াতে অর্থাৎ আপনি যে সব স্ট্রেটিজি জানেন সেই অনুসারে অর্ডার করতে ইন্ডিকেটর আপনাকে সাহায্য করবে এবং আপনার ডেসিশন মেকিং এ হেলপিং হেন্ড হিসেবে কাজ করবে। যে ইনডিকেটরই ব্যাবহার করবেন প্রথমে অবশ্যই তার বিহেবিয়ার বুঝে ভালোভাবে ডেমোতে প্র্যাকটিস করে ইন্ডিকেটর এর সাকসেস রেইট বুঝে তারপর লাইভ মার্কেটে এপ্লাই করবেন। যেহেতু ইন্ডিকেটর টেকনিক্যাল এনালাইসিস বেস একটি ইন্সট্রুমেন্ট তাই ফান্ডামেন্টাল নিউজ এর কারনে ইন্ডিকেটর কখনো তার স্বাভাবিক নির্দেশনার ব্যাতিক্রম করতে পারে।
-
আমি ইন্ডেকেটর নিরভর হয়ে কাজ করিনা ।কারন এতে ঝুকির পরিমান বেশি। কিন্ত আমি কিছুটা ইন্ডেকেটর দেখে এনালাইসিস করি । তবে আমাদের উচিৎ ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করা ।
-
আমি সবসময় আমার মনকে বিশ্বাস করে থাকি। আমি মনে করি আগে নিজে এনালাইসিস করে নেওয়া ভাল। তারপর আর একটু নিশ্চিত হবার জন্য আপনি ইনডিকেটর দেখতে পারেন। কিন্তু আমি স্বভাবতই আগে নিজে এনালাইসিস করে থাকি। ধন্যবাদ
-
শুধু ইন্ডিকেটর এর উপর নিভ'র করে ট্রেড করাটা যুক্তি সংগত হবে না। কারন এই মাকে'টে টিকে থাকতে হলে ইন্ডিকেটর ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন বিশেষঙ্গ বিভিন্ন রকম এনালাইসিসকনে থাকেন মাকে'ট সম্বন্ধে। ঐ এনালাইসিস গুলি ভালমতো পরে বুঝে ট্রেড করতে হবে। তবে কেউ যদা শুধু ইন্ডিকেটর নিয়ে গবেষনা চালায় এবং বোঝেন তারাও এখান থেকে ভাল করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে অনেক ইনডিকেটর আছে কিন্তু অনেকে ইন্দিকেটর ব্যবহার করে লাভ করে তবে সেটা সাময়িক ইনডিকেটর কখনও সটিক সিগন্যাল দেয় না মাঝে মাঝে ভুল করে আর তখন ট্রেডে লস করতে হয় ।তাই আমি বলব ইনডিকেটর এর উপর কখনও নির্ভর শীল হওয়া উচিথ না।
-
ফরেক্স ট্রেড করার জন্য ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা জায় কিন্তু ইন্ডিকেটর এর উপর কখনো নিরভর হওয়া উচিত না ফরেক্স ট্রেড করার জন্য অনেক ইনডিকেটর আছে তবে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করার জন্য ধারনা নেয়া ভাল কিন্তু কখনো তার উপর নিরভর হওয়া যাবে না ।
-
ফরেক্স মার্কেট এ ইনডিকেটর খুবই জনপ্রিয় কিন্তু ইনডিকেটর নিরভরসিল হওয়া মতেও উচিত না কারণ অনেক সময় ইনডিকেটর এনালাইসিস না করতে পারলে লস হবে এজন্ন ফরেক্স মার্কেটে লস হুয়ার সম্ভনা হয়ে থাকে
-
ইন্ডিকেটর এর উপর নিরভর করা ঠিক না কারন ইন্ডিকেটর সব সময় আমাদের ঠিক ইনফরমেশন দেয় না যার ফলে আমরা যদি মার্কেট এনালাইসিস না করে ট্রেদ করি তবে বড় ধরনের লস করার সম্ভাবনা আছে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে কিছু নিওম কানন ফলো করতে হবে সেই নিওমের ভাইরে গেলে হবে না তাই ইন্ডিকেটর এর উপর কখন নিরভর হওয়া ভাল না তাই ইন্ডিকেটর ছাড়া ট্রেড করার চেস্টা করতে হবে।
-
আসলে এখানে নানা গুরুর নানা মত। কেউ বলেন ইনডিকেটর নির্ভর ট্রেডিং সিস্টেম আপনাকে গোল খাওয়াবে। আবার কেউ বলেন আপনি রোবট ব্যবহার করুন আর বসে বসে প্রফিট এর টাকা গুনেন। আমি বলি কি আপনার সিস্টেম আপনি খুজে বের করুন। কেউ বলুক আর না বলুক তাতে কার কি আসে যায়। আপনার সিস্টেমযদি আপনাকে প্রফিট দেয় তবে তাতে কার কি।
-
ফরেক্স মার্কেটের গতিবিধি বুঝার জন্য ইন্ডিকেটরের উপর সম্পূর্ন নির্ভর না করাই ভালো কারন এগুলো সব সময় সঠিক নির্দেশনা দেয় না।অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না ।ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।ইন্ডিকেটর আপনাকে ফান্ডামেন্টাল এনলাইসিস সাহায্য করতে পারে।
-
আমি আপনার সাথে পুরোপুরি একমত । ইন্ডিকেটর ব্যবহার করা ভাল । তবে পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর হওয়া ভাল না । ফান্ডামেন্টাল এনলাইসিস করার পর ইন্ডিকেটর ব্যবহার করা উচিত পার্ফেকশন হিসেবে । শুধু ইন্ডিকেটর কখোনো ভাল ফলাফল এনে দিতে পারে না ।
ধন্যবাদ
-
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটরের ব্যবহার একটি সাধারণ ঘটনা যা সকলেই বিশ্লেষন করে। ইন্ডিকেটর যে সিগনাল দেয়- তা সকলের নিকট সমান। তারপরও কেউ লাভ করে আরার কেউ লস করে। তাহলে ব্যবধানটি কী?নিশ্চয় আরও কিছু ব্যাপার আছে- যা ট্রেডারভেদে একেক রকম হয়।এটিই স্বাতন্ত্র বৈশিষ্ট্য।এবং তা লব্ধ করতে হয় বাস্তবতা দিয়ে। এ কাজটি যিনি ভাল রপ্ত করতে পেরেছেন-তিনিই সফল।
-
ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহনকে আমি মনে করি অনেকটা অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে কাজ করা। কারন ইন্ডিকেটর সব সময় নিভূল ভাবে আপনাকে মার্কেট মুভমেন্ট সম্পর্কে সংকেত দিবে না অনেক সময় আপনি ইন্ডিকেটরের মাধ্যমে এমন কিছু সংকেত দেখতে পাবেন যার সাথে প্রকৃত মার্কেত ট্রেন্ডের কোন মিল পাওয়া যাবে না আর আপনি যদি সেই ইন্ডিকেটরকে অনুসরন করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করেন তাহলে আপনিতো ট্রেডে লস করবেনই আর এটাই স্বাভাবিক।
-
।ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা জায় ইন্ডিকেটর দিয়ে লাভ করা জায় তবে কি ইন্ডিকেটর এর উপর কখনো নির্ভর হয়া উচিত না ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে ইন্ডিকেটর এর উপর নির্ভর হয়া যাবে না কখনো।
-
আমি মনে করি ইন্ডিকেটর এর উপর নির্ভর করা যায় কিন্তু সব সময় নির্ভর করা উচিত নয়। তবে ফরেক্র কাজ করার জন্য ইন্ডিকেটর সম্পরকে আমাদের জানা উচিত। যদি আপনি সম্পনো ইন্ডিক এর উপর নির্ভর করে কাজ করেন তা হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে।তাই ইন্ডক সম্পরকে ভালভাবে জানা প্রযোজন ।
-
ইন্ডিকেটর এর উপরে নির্ভর করা যেতে পারে, তবে অবশ্যই সেটা ডেমো তে টেস্ট করে নিতে হবে । আমিও বেশ কিছু ইন্ডিকেটর ব্যবহার করছি , তবে তার উপরে নির্ভর করি না, শুধু মাত্র নিজের ট্রেড এর সিন্ধান্ত নিতে সাহায্য করে। যদি আপনি ডেমো তে সফল হন ইন্ডিকেটর ব্যবহার করে তবে ফলো করতে পারেন ।
-
আপনি একটি ইনডিকেটর এর উপর নিরভর করতে পারেন না, মার্কেট এ বাই অথবা সেল শিধান্ত নেয়ার আগে আপনাকে এক সাথে অনেকগুল বিশয় এর উপর খেয়াল রাখতে হবে। আপনাকে দেখতে হবে মার্কেট weekly তে কি অভথায় আছে, day1 এ কন সাপর আর রেসিস্তেন্ত এ আছে, H4 এ কোন ত্রেন্দ এ আছে, আর আপনার ইনদিকেতর কি দেখাচ্ছে।
-
এই মার্কেটে কোন কিছুর উপর বেশি নির্ভরতা ভাল নয়। হোক সেটা ইনডিকেটর অথবা কোন রোবট। কারণ এসব কখনও কনসটেন্ট প্রফিট দিতে পারে না। যদি এই সব কনসটেন্ট প্রফিট দিতে পারত তবে এই মার্কেটে এত লুজার থাকত না। তার পরও আপনার ট্রেডিং স্টাইল আপনার কাছে।
-
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর দিয়ে ট্রেড না করা ভাল তবে তাও মাঝে মাঝে আমরা ইন্ডিকেটর ব্যবহার করে থাকি তবে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করলেও কখনো ইন্ডিকেটর এর উপর কখনো নির্ভর করা যাবে না যে ইন্ডিকেটর যে সিগ্নাল দিছে সেটা সটিক।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আমাদের অনেক ইনডিকেটর মেনে চলতে হয় না হলে আমরা এ থেকে ভালো ফল পেতে পারি না আমি মনে করি ইনডিকেটর দিয়ে ট্রেড করে ভালো কিন্তু এর উপর নির্ভর হওয়া একদমে ভালো না কারণ এগুল ঠিক মত এনালাইসিস করতে না পারলে ফরেক্স মার্কেটে তেমন কোন উন্নতি করা যায় না
-
না ইন্ডিকেটর নির্ভর হওয়া কখনই ভালো নয় । সব সময় উচিত নিজে এনালাইসিস করে ট্রেড করা । আগে আমাদেরকে নিজে এনালাইসিস করে তারপর আপনি ইন্ডিকেটর দেখে আপনার এনালাইসিস ঠক আছে কিনা তা মিলিয়ে নিতে পারেন । আর আপনি যেভাবেই ট্রেড করুন না কেন আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে সুশৃংখল ভাবে ট্রেড করতে হবে । আর কণ ইন্ডিকেটর আপনাকে ১০০% সঠিক ফলাফল দিতে পারে না তাই আপনারও উচিত না এর উপর ১০০% নির্ভর হওয়া ।
-
ইন্ডিকেটর ফরেক্স মার্কেট এ ভাল ভুমিকা পালন করে থাকে ।আমি মনে করি ফরেক্স মার্কেট এ গতি বিধি জানার জন্য আপনাকে ইন্ডিকেটর এর সাহায্য নিতে হবে । তবে শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভর করলে চলবে না । আপানাকে ফান্ডামেন্টাল এর উপর এনালাইসিস করতে হবে । আরো ফরেক্স এ যে সব টলস আছে তার দিকে নজর দিতে হবে ।
-
আমার মতে ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করা একদম থিক না। ইন্ডিকেটর আমাদের বলে কখন বাই বা সেল দিতে হবে কিন্তু সবসময় তা ঠিক বলে না। শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটা বকামি আমদের আরও আনালায়সিস করতে হবে।
-
আমি এক কথায় বলব যে ফরেক্সে ঈন্ডিকেটর নির্ভর হওয়া কোনভাবেই ভাল নয় ফরেক্স মার্কেটে ডিফল্ট সহ অনেক ঈন্ডিকেটর পাওয়া যায় তবে আমি মনে করি এসব ঈন্ডিকেটর বেশিরভাগ ক্ষেত্রে লাভবান হয় না কারণ ঈন্ডিকেটর হল শুধুমাত্র একটা নির্দেশক অার এই নির্দেশক আপনাকে বেশি কিছু দিতে পারবে না শুধু মাত্র মার্কেট সম্পর্কে কিছু নির্দেশনা দিতে পারবে এই ঈন্ডিকেটর বিশেষ করে নতুন ট্রেডারদের মাঝে বেশিরভাগ ক্ষেত্রে ঈন্ডিকেটর নির্ভরশীলতা দেখা যায় যেখানে তারা ইন্ডিকেটরের যথার্থ ব্যবহার জানে না
-
ফরেক্স মার্কেট করতে গেলে কোন না কোন ইন্ডিকেটর ব্যবহার করতে হয়।তাই ফরেক্স ট্রেডিং করতে গিয়ে অনেকে অনেক ইন্ডিকেতর ব্যবহার করে থাকে। ইন্ডিকেটর ছাড়া মার্কেটের মুবমেন্ট খুব সহজে বুঝা যায় না। তাই ইন্ডিকেটর ব্যবহার করলে ট্রেড করতে সুবিধা হয়।