-
নিঃসন্দেহে ফরেক্স মার্কেট একটি ভাল ইন্ডিকেটর । এই ইন্ডিকেটর মার্কেট আপ হবে না ডাউন হবে তা নির্দেশ করে থাকে । ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ ব্যবহার করে ভাল ফল পাওয়া যায় । তবে মুভিং এভারেজ বিভিন্ন পিপসে সেট করা যায়॥ এখন কোন পিপসে সেট করলে মুভিং এভারেজ ভাল কাজ করে তা জানা দরকার ।
-
আপনার এই মন্তবের সাথে আমি একমত হতে পারলাম না কারন মুভিং এভারেজের মুভিং লাইন বিভিন্ন পিপসে সেট করা হয় যেমন ৩৪ পিপস লাইন ৫০পিপস লাইন ২০০পিপস লাইন এখন আপনি বাই বা সেল করার জন্য কোন পিপস লাইন কে অদর্শ ধরলেন তা তো বলেননি তাই এভাবে বাই সেল করা কতটা ঠিকবলে আপনি মনে করেন? ধন্যবাদ।।
-
ফরেক্স মার্কেট এ যেসব ট্রেডিং স্ট্রাটিজি প্রচলিত রযেছে তার মধ্যে অন্যতম হল মুভিং এভারেজ । মুভিং এভারেজ এমন একটি সিসটেম যার মাধম্যে আপনি সহজেই বিভিন্ন রকম ট্রেডিং স্ট্রাটিজি পরীক্ষা করতে পারবেন । মুভিং এভারেজ মার্কেটে অনেক বেশি পরিমাণে কাজে লাগে । তাই সবার এ বিষযে ভা জ্ঞান থাকা অবশ্যক ।
-
মুভিং এভারেজ এর এতবেশি স্ট্যাটেজি আছে যে আপনাকে বলতে গেলে আমার সারাদিন লেখলেও শেষ হবেনা । আপনি সবথেকে ভালো হয় যদি গুগলে সার্চ করে দেখেন । অনেক ভালো কোন অর্টিকেল পেয়ে যাবেন মুভিং এভারেজ এর । অাপনি আরো পাবেন বিভিন্ন ধরনের ইন্ডেকেটর ।
-
অভিজ্ঞ ট্রেডাররা ৩টি সময়ের মুভিং এভারেজ এর উপর ট্রেড করে থাকে। সেগুলো হলঃ
১। স্বল্পমেয়াদী (Short term) – ১০ দিনের মুভিং এভারেজ
২। মধ্যম মেয়াদী (Intermediate Term) – ৫০ দিনের মুভিং এভারেজ
৩। দীর্ঘ মেয়াদী (Long Term) – ২০০ দিনের মুভিং এভারেজ
-
মুভিং এভারেজ ইন্ডিকেটর ফরেক্সের জন্য খুবই গুরুত্বপুর্ন একটি টুল। এটি খুবই জনপ্রিয় একটি ইন্ডিকেটর। নতুন কিংবা অভিজ্ঞ সকল পর্যায়ের ট্রেডার রাই মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করেন। একটি নির্দিষ্ট সময় ব্যবধানে মার্কেটের প্রাইস ভ্যালু কি ছিল তা নির্দেশ করতে মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করা হয়। মার্কেট এনালাইসিসের জন্য মুভিং এভারেজ ইন্ডিকেটর খুবই কার্যকরী। আমিও মুভিং এভারেজ ব্যবহার করি ।
-
মুভিং এভারেজ অতি পরিচিত একটি ইন্ডিকেটর যা মেটা ট্রেডার 4 এ ডিফল্ট হিসেবে দেয়া আছে।এই ইন্ডিকেটর ব্যবহার করে একটি নির্দিষ্ট সময়ে মার্কেটের এভারেজ প্রাইজ ভ্যালু বোঝা যায় এবং মার্কেট এর ভবিষ্যত সম্পর্কে অনুমান করা যায় । প্রাইস যদি মুভিং এভারেজ এর উপরে থাকে তখন বাই এবং যখন নিচে থাকে তখন সেল ওপেন করতে হয়।
-
মুভিং এভারেজ দ্বারা বিভিন্নভাবে ট্রেড করা যায় । গুছিয়ে লেখতে গেলে হয়তো সারাদিন পার হয়ে যাবে আমার । তারপরও হয়তো গুছিয়ে লেখতে পারবোনা । তার থেকে ভালো হয় আপনি যদি গ্রগলে একটু ঘুরে আসেন । আশাকরি সবকিছু পেয়ে যাবেন । না পেলে আমরাতো আছিই ।
-
আমি এই মার্কেটে থেকে যত দুর জান্ত পেরেছি মুভিং এভারেজ হল এক প্রকার ইন্ডিকেটর যার মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন মার্কেট প্রইস নামবে না উঠবে বিভিন্ন সিগনালে এই ধরনের মুভিং এভারেজ দেওয়া থাকে। যার মাধ্যমে আপনি খুব সহজেই মার্কেট সম্পর্কে জানতে পারেন। আর বাই সেল দিতে পারেন।
-
আমার জানামতে মুভিং এভারেজ দ্বারা কিভাবে ট্রেড করবেন তা হলো নিয়ে আলোচনা করা হল। মুভিং এভারেজ হল এক প্রকার ইন্ডিকেটর যার মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন মার্কেট প্রইস নামবে না উঠবে বিভিন্ন সিগনালে এই ধরনের মুভিং এভারেজ দেওয়া থাকে যার মাধ্যমে আপনি খুব সহজেই মার্কেট সম্পর্কে জানতে পারেন।
-
আমি ফরেক্স এ নতুন তাই বিষয়টি আমার জানা ছিল না । অনেক ভালো লাগছে যে নতুন একটা কিছু ফোরাম থেকে শিখতে পারলাম । আপনি আমাদের সুবিধার জন্য আরও বেশি বেশি বিভিন্ন ইন্ডিকেটর এর ক্যালকুলেশন গুলো আমাদের সামনে উপস্থিত করে আমাদের জানার সুযোগ করে দিন যেন আমরা নিজেই ভালভাবে এনালাইসিস করে ট্রেড করতে পারি । অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপুর্ন পোস্টির জন্|
-
মুভিং এভারেজ হলো ফরেক্সের একটা ইন্ডিকেটর । ফরেক্সে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর থাকে তার ভেতর একটা হলো মুভিং এভারেজ । এখানে ফরেক্স মার্কেটেওর গতির উপর নির্ভর করে ইন্ডিকেট্রর ট্রেডারকে ট্রেড করতে সাহায্য করে যাতে ট্রেডার মার্কেটে ভাল করে ট্রেড করতে পারে আর ফরেক্স থেকে ভাল লাভ করতে পারে । ফরেক্সে যে যত ভাল ট্রেড করতে পারবে সে তত বেশি ফরেক্সে ভাল করতে পারবে /
-
মুভিং এভারেজ প্রাইস যদি বর্তমান প্রাইসের তুলনায় কম হয় তাহলে সেলিং বা বিক্রয় অর্ডারে ট্রেড করতে হবে। অন্যদিকে মুভিং এভারেজ প্রাইসের মুল্য যদি বর্তমান প্রাইসের তুলনায় বেশি হয় তাহলে ক্রয় অর্ডারে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ হল এক প্রকার ইন্ডিকেটর যার মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন মার্কেট প্রইস নামবে না উঠবে বিভিন্ন সিগনালে এই ধরনের মুভিং এভারেজ দেওয়া থাকে যার মাধ্যমে আপনি খুব সহজেই মার্কেট সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ।
-
আপনি যদি ফরেক্স ট্রেডিঙ্গে মুভিং এভারেজ ব্যবহার করতে চান তাহলে hector এর 3 sma ভিডিও ডাউলোড করে দেখতে পারেন। তাহলে আপনার শিখাটা কিছুটা সহজ হবে এনং বুঝতে সহজ হবে। ভিডিওটি পেতে গগলে সার্চ করতে পারেন। এছাড়াও গুগুলে মুভিং এভারেজ ব্যবহারের পদ্ধতি লিখে সার্চ করেও আরো নানান কিছু জানতে পারবেন। দেখতে পারেন ইউটিউব ভিডিও টিউটোরিয়াল। সেখানে ভিডিওসহ দেখানো হয়ে থাকে।
-
ভাই আপনি যেভাবে বললে এতো সহজে আসলে কি ফরেক্স ট্রেড দেওয়া একটি অর্ডার ওপেন করা যায়? আমার মনে হয় এতো সহজে নয়। এভাবে করতে পারলে তো কেউ লস করতো না আর লস না হলে কিন্তু ফরেক্স বৃকার বলতে কিছু থাকবে না। সুতরাং মুভিং এভারেজ দিয়ে আসলে আমি কিছুই বুঝি না।
-
ফরেক্স মার্কেট এর জনপিয় ইনডিকেটর এর নাম হল মুভিং এভারেজ আপনি এই ইনডিকেটর দিয়ে খুব সহজ এ অনেক অনেক ডলার লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট থেকে ফরেক্স মার্কেট এ বড় বড় ট্রেডার মুভিং এভারেজ ইনডিকেটর ব্যবহার করে ট্রেড করে অনেক ট্রেডার আছে অনেক কিছু ব্যবহার করার পর দেখল সুধু মুভিং এভারেজ ব্যবহার করে অনেক অনেক ডলার লাভ করা যাই এই ফরেক্স মার্কেট থেকে তাই আপনি মুভিং এভারেজ ব্যবহার করে দেখতে পারেন
-
ফরেক্স এ এই মুভিং এভারেজটা আমাকে অনেকটা কার্যকারী হিসেবে কাজ করে। কারন এই মুভিং এভারেজ দ্বারা ট্টেড করলে অনেকটা শিউর হয়ে কাজ করে। মুভিং এভারেজ এ যখন বাই এর ক্যান্ডেল এ ক্রস করে যায় তখন আমি বুঝতে পারি যে এখন বাই এ দিকে যাবে, আবার যখন দেখি যে সেল এ ক্রস করে সেল এ দিকে যায় তখন আমি বুঝতে পারে যে এখন সেল এ যাবে। আর এর মধ্যে থেকেই যতটুকু পারি ফরেক্স থেকে আ্য় করতে পারি।
-
আমার মনে হয় মুভিং এভারেজ প্রাইস যদি বর্তমান প্রাইস এর তুলনায় কম হয় তবে সেল করতে হবে।মুভিং এভারেজ হল এক ধরনের ইনডিকেটর যার মাদ্দমে আমরা মুভিং এভারেজ এর সিগন্যাল সম্পর্কে জানতে পারব। কখন বাই করতে হবে কখন সেল করতে হবে।এছারা আপনি আনালাইসিস করে ট্রেড করতে পারেন। তাই মার্কেট এর উপর নজর রেখে ট্রেড করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে মুভিং এভারেজ ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে । এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন ।
-
মুভিং এভারেজ ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে
-
মুভিং এভারেজ বিভিন্ন রকম হতে পারে যেমন মুভিং এভারেজ প্রাইস যদি বর্তমান প্রাইসের তুলনায় কম হয় তাহলে সেলিং বা বিক্রয় অর্ডারে ট্রেড করতে হবে। অন্যদিকে মুভিং এভারেজ প্রাইসের মুল্য যদি বর্তমান প্রাইসের তুলনায় বেশি হয় তাহলে ক্রয় অর্ডারে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে মুভিং এভারেজ ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে । এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন ।
-
মুভিং এভারেজ হলো ফরেক্স ট্রেডারদের সবচেয়ে বেশি পছন্দনীয় একটি শক্তিশালী ইন্ডিকেটর। মুভিং এভারেজ দেখে ট্রেডে সহজভাবে এন্ট্রি নেয়া যায়। মুভিং এভারেজের হলো গড় প্রাইস। যেমন :- ডেইলি চার্ট ওপেন করে ১০০ মুভিং এভারেজ সেট করি, এর অর্থ হলো গত ১০০ দিনের ক্যান্ডলস্টিক চার্ট প্যাটার্নের গড় প্রাইস। দুটি মুভিং এভারেজের সমন্বয়ে ক্রসিং মুভিং এভারেজ ইন্ডিকেটর বানিয়ে ট্রেড করতে পারেন।আমি ব্যবহার করি ৫০/১৪।