-
শর্ট টাইম ট্রেডিং এর ক্ষেত্রে আমারা দিনের যে কোন টাইম এ এই ট্রেড করতে পারি।এই ট্রেড করতে হলে আপনাকে ধয্য সহকারে একভাবে ট্রেড এর দিকে খেয়াল রাকতে হবে এটা এক ধরনের ঝামেলা মনে হতে পারে অন্যর কাছে।এই ট্রেড এ রিস্ক বেশি থাকে শুধু মাত্র টেকনিক্যাল এনালাইসিস এর দরকার পরে এই ট্রেড করতে।অল্প সস্ময়ে অনেক ট্রেড করতে পারেন।
-
আপনাকে এই ধরণের ট্রেডিং এ খুব সংক্ষিপ্ত সময়ে ট্রেডে ঢুকতে হবে এবং ট্রেড থেকে বের হতে হবে যা কয়েক সেকেন্ডও হতে পারে ।যেহেতু খুব স্বল্প সময়ের ট্রেড তাই আপনাকে প্রচুর ট্রেড করতে হবে যার পরিমান দৈনিক অনেক হতে পারে ।তবে আমি মনে করি এই ধরনের ট্রেড না করাই ভাল ।এই ধরনের ট্রেডে রিস্ক থাকে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডাররা সাধারনত দুই ধরনের ট্রেড করে থাকেন। এক হলো লং টাইম ট্রেডিং। দুই হলো স্ক্যাল্পিং। লং টাইম ট্রেডে ট্রেড নিয়ে ফেলে রাখতে হয়। অনেক বেশি পিপস লাভে ক্লোজ করতে হয়। কিন্তু স্ক্যাল্পিং বা শর্ট টাইম ট্রেডের ক্ষেত্রে অল্প সময়ে অল্প পিপস লাভে ট্রেড ক্লোজ করতে হয়। এতে রিস্ক কম থাকে তবে লাভের পরিমানও কম হয়।
-
স্ক্যাল্পিং ফরেক্স ট্রেডিং এ ছোট ছোট অনেকগুলো ট্রেড করতে হয় বলে প্রায় সারাদিনই পিসির সামনে বসে থাকতে হয়।তাছাড়া স্কাল্পিং করলে ফরেক্স ট্রেডিং ভালোভাবে শিখা হয়ে উঠে না।তাই আমার কাছে লংটার্ম ট্রেডটাই বেশী ভালো লাগে।ভালোভাবে এনালাইসিস করে সুযোগ বুঝে এক ট্রেডেই বাজিমাত। ফরেক্স ট্রেডিং এ মানসিক অস্থিরতা বেশি থাকে।
-
স্কাল্পিং এর মধ্য আমি আসলে কোন ধরনের সুবিধা দেখিনা । কারণ আমি ব্যাক্তিগতভাবে স্কাল্পিং পছন্দ করিনা । স্কাল্পিং এর ক্ষেত্রে যে জিনিসটা খুব বেশি কষ্ট দেয় তাহল মানষিক অস্থিরতা । তাই আমি মানষিকভাবে সুস্থ থাকার জন্য স্কল্পিং পছন্দ করিনা । তবে যারা করে তাদেরকে শ্রদ্ধা করি । কারণ অভিজ্ঞ ট্রেডাররা খুব ভালোভাবেই স্কাল্পিং করতে পারে এবং লাভ করতে পারে । তবে নতুন ট্রেডারের জন্য স্কাল্পিং বিপদজনক ।
-
ফরেক্স মার্কেট স্ক্যাল্পিং করাটা অনেক ঝুকিপূর্ণ বলে আমি মনে করি । অধিকাংশ ট্রেডাররাই স্ক্যাল্পিং করে মার্কেটে লস করে থাকে । হ্যা অনেক সময় স্ক্যাল্পিং করে লাভ করা যায় ঠিকই তবে অতিরিক্ত স্ক্যাল্পিং নেশার মত হয়ে যায় যার ফলে মার্কেটে ঠিকে থাকা কষ্টকর হয়ে যায় । তাই আমি মার্কেটে কখনো স্ক্যাল্পিং করি না । ধন্যবাদ ।
-
ফরেক্স মার্কেটে অনেকে সর্ট টাইম বা স্কল্পিং করতে পচন্দ করে থাকে। তবে আমি মনে করি যারা সর্ট টাইম বা স্কেল্পিং করে তাদের একাউন্টে অনেক ব্যালেন্স থাকে কারন স্কেল্পিং করতে হলে একজন ট্রেডার কে বেশি ব্যলেন্স না নিয়ে ট্রেড করলে তার লসের সম্ববনা থাকে অনেক বেশি।তাই লং টাইম ট্রেড অনেক ভাল।
-
শর্ট ট্রাম ট্রেড কিংবা স্কাল্পিং হল অনেক ট্রেডারের প্রিয় ট্রেডিং । আমি কিন্ত ব্যাক্তিগতভাবে স্কাল্পিং পছন্দ করি না । কারণ আমি মনে করি যে স্কাল্পিং সে সব মানুষের জন্য প্রযোজ্য যারা ফরেক্স মার্কেটে দীর্ঘদিনের অভিজ্ঞ । তাই যারা নতুন তারা এটা করতে গিয়ে অনেক সময় ধরা খেতে যেটা আমি ডেমোর মাধ্যমে বুঝতে পেরেছি । স্কাল্পিং করার জন্য মার্কেট বুঝতে হয় । আর মার্কেট বুঝতে না পারলে অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা আছে । আর লং ট্রাম ট্রেড করার মাধ্যমে ঝুুঁকি অনেক কম থাকে এবং ট্রেডের বিভিন্ন স্থান থেকে অনেক কিছু শিখা যায় ।
-
শর্ট টাইম ট্রেডিং বা স্ক্যাপিং এ যেমন অনেক রকম সুবিধা থাকে তেমনি নানা রকম অসুবিধাও রয়েছে । আর স্ক্যাপিং করটা যথেষ্ট ঝুকিরও বটে । তাই বুঝে শুনে স্ক্যাপিং করা উচিত বলে আমি মনে করি । শর্ট টাইম ট্রেড করতে হলে ব্যালেন্স এর পরিমান যথেষ্ট ভাল হতে হয় না হলে টিকে থাকা যথেষ্ট মুশকিল হয়ে পড়ে ।
-
এই ধরণের ট্রেডিং এ খুব সংক্ষিপ্ত সময়ে আপনাকে ট্রেডে ঢুকতে হবে এবং ট্রেড থেকে বের হতে হবে যা কয়েক সেকেন্ডও হতে পারে।
-
খুব অল্প সময়ের জন্য ট্রেড ওপেন করে সামান্য কিছু প্রফিট নিয়ে ট্রেড থেকে বের হয়ে যাওয়াকে শর্টটাইম ট্রেডিং বা স্ক্যল্পিং বলা হয় । বেশিরভাগ কৌশলী ট্রেডারদের কাছেই শর্টটাইমে ট্রেড খুবই জনপ্রিয় । বুলিংগার বেন্ড ইন্ডিকেটর ব্যবহার করে ও কম সময়ের টাইমফ্রেম ব্যবহার করে ভাল প্রফিট করা যায় এই ফরেক্স মার্কেট থেকে ।
-
শর্ট টাইমফ্রেম ব্যাবহার করে ফরেক্সে স্ক্যাল্পি করা হয় অর্থাত এর মানে হল শর্ট টাইম ফ্রেম ব্যাবহার করে কয়েক সেকেন্ট সময়ের মধ্যে ট্রেড ওপেন করা হয়ে থাকে এবং ট্রেড ক্লোজ করা হয়ে থাকে। তবে স্ক্যাল্পি করতে হলে ফরেক্স ট্রেডিংয়ের উপর সেই রকম দক্ষতা এবং অভিজ্ঞতা থাকার প্রয়োজন হয়।
-
শর্ট টাইমফ্রেম ব্যাবহার করে ফরেক্সে স্ক্যাল্পিং ট্রেড করে খুব অল্প সময়ের ব্যাবধানে অনেক বেশি ডলার ফরেক্স থেকে আয় করে নেওয়া যায় তবে সব ট্রেডার এখান থেকে স্ক্যাল্পিং করে প্রফিট লাভ করতে পারে না কারন স্ক্যাল্পিংয়ের জন্য ফরেক্স ট্রেডিংয়ে অনেক বেশি দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়।
-
ফরেক্স মার্কেটে আপনি সর্ট তাই বা সেল্পিং আপনি করতে পারেন তবে আমি মনে করি আপনি যাই করেন না কেন আপনাকে ভাল করে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করেই তবে আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে না হলে ফরেক্স মার্কেট আপনাকে গ্রাস করে ফেলবে বলে আমি মনে করি।
-
শর্ট টাইম ট্রেডিং বা স্কেলপিং করতে আমার বেশ ভাল লাগে। আমি এক সময় এই শর্ট টাইম ট্রেডিং বা স্কেলপিং এর বেশ ভক্ত ছিলাম। কিন্তু দেখলাম যে এতে যেমন লাভ আবার একটু ভুলে লসের পরিমানটাও তেমই। তাই এখন লংটার্ম ট্রেডিং নিয়ে কাজ করছি।
-
আমরা ট্রেড করার সময় লক্ষ্য করে থাকি যে বিভিন্ন ধরনের টাইম ফ্রেম থাকে যার মধ্যে আমরা চার্ট ওপেন করে ট্রেড করে থাকি এবং আমাদের এনালাইসিস ও করে থাকি এর মধ্যে ১ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত টাইম ফ্রেম কে বলা হয় শর্ট টাইম ফ্রেম আর বাকি গুলো হলো লং টাইম ফ্রেম আমার মতে শর্ট টাইম ফ্রেম এ ট্রেড করার সবচেয়ে বড় অসুবিধা হলো যে সল্প সময়ের মধ্যে ট্রেড ওপেন বা লাব লস যাই হোক ক্লোস এর চিন্তা মাথায় রাকতে হয় কেননা অল্প একটু অসতর্কতার জন্য যদি যথা সময়ে ট্রেড টি ক্লোস করতে না পারা যায় তাহলে বড় লস এর ঝুকি থাকে আর এর সুবিধা অনেক ট্রেড করা যায়
-
স্কেলপিং বা শর্ট ট্রেডিং এ সুবিধা অসুবিধা সবটাই আছে। তবে আমি বেশিরভাগ স্কেলপিং বা শর্ট ট্রেড করে থাকি। শর্ট ট্রেড বা স্কেলপিং করতে হলে সবসময় চার্টের সামনে থাকতে হয়। কারণ মার্কেট যে কোন সময় যেকোন দিকে যেতে পারে । তাই সামনে থেকে ট্রেড ক্লুজ করতে হবে যাতে বড় ধরেণের কোন লস না হয়।
-
শর্ট টাইম ট্রেড করার জন্য আপনাকে খুব তারাতাতি ট্রেডে ঢুকতে হবে এবং ট্রেড ক্লোজ করে বের হয়ে আসতে হবে এবং টা কয়েক সেকেন্ড এর মধ্যেই ঘটে যায়। এক্ষেত্রে আপনাকে ১ মিনিট / ৫ মিনিট/ সর্বাধিক ১৫ মিনিটের টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন । এবং প্রতিদিন আপনাকে ১০০ বা তারও অধিক ট্রেড করতে হতে পারে।
-
ফরেক্স এ অনেকে অল্প প্রফিট বা অল্প রিস্ক নিয়ে কম পিপ নিয়ে মার্কেট থেকে বের হয়ে যায়। ফরেক্স এ স্কাল্পিং খুবই জনপ্রিয়। কারন স্কাল্পিং করলে দ্রুত প্রফিট চলে আসে। কিন্তু লং ট্রেড এ সেটা সম্ভব হয় না। আমাদের প্রত্যক ট্রেডার ই স্কাল্পিং কম বা বেশি ,করে থাকে।
-
স্কেলপিং এ অনেক ধরনের রিস্ক থাকে। এটা সবাই করতে পারে না। বিশেষ করে যারা ফরেক্স এ নতুন তারা স্কেলপিং করলে তাদের লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমার মতে শুধু অভিজ্ঞরাই স্কেলপিং করতে পারে। তা না হলে লসের সম্ভাবনাই বেশি। স্কেলপিং এ অনেক বেশি ধৈর্য্যের প্রয়োজন হয়। যখন মার্কেট ঠান্ডা থাকে মার্কেটে মুভমেন্ট কম হয় তখনই স্কেলপিং করতে হয়।
-
আমরা সব সময় ফরেক্স ব্যবসা করার জন্য স্কাল্পিং বা শর্ট টাইমফ্রেম ব্যবহার করব । কিন্তু আমরা এগুলো অর্জন করতে হলে দক্ষতা অর্জন করতে হবে । দক্ষতা ছড়া ফরেক্স ব্যবসা করা কখনোই করা সম্ভব নয় । যে ট্রেডার যত বেশী অভিজ্ঞতা অর্জন করতে পারবে সে তত বেশী শর্ট টাইম ফ্রেমে কাজ করতে পারবে ।
-
স্কেল্পিং হচ্ছে অল্প সময়ের মধ্যে ট্রেড ওপেন করে কিছু লাভ নিয়ে ট্রেড ক্লোজ করে দেওয়া। যেটি হয়ে থাকে ১ মিনিট, ৫মিনিট ও ১৫ মিনিটের মধ্যে, অভিজ্ঞদের জন্য এটি খুব জনপ্রিয়। আর লংট্রেড হল ১ ঘন্টার অধিক সময় ধরে ট্রেড করা। স্কেল্পিং করে কেও ভাল ইনকাম করতে পারলে তার জন্য লং ট্রেডের প্রয়োজন হয় না।
-
১ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত টাইম ফ্রেম কে বলা হয় শর্ট টাইম ফ্রেম আর বাকি গুলো হলো লং টাইম ফ্রেম আমার মতে শর্ট টাইম ফ্রেম এ ট্রেড করার সবচেয়ে বড় অসুবিধা হলো যে সল্প সময়ের মধ্যে ট্রেড ওপেন বা লাব লস যাই হোক ক্লোস এর চিন্তা মাথায় রাকতে হয় কেননা অল্প একটু অসতর্কতার জন্য যদি যথা সময়ে ট্রেড টি ক্লোস করতে না পারা যায় তাহলে বড় লস এর ঝুকি থাকে আর এর সুবিধা অনেক ট্রেড করা যায় লস হলেও সেটা পরবর্তী ট্রেড গুলো দিয়ে কাটিয়ে ওঠা যায়। কিন্তু স্ক্যাল্পিং ট্রেড হছে ১-২০ বা ৩০ মিনিটের মধ্যে ১-২০ পিপস অর্জনের জন্য ছোট ট্রেড।
-
আমি বলবো এই ধরনের ট্রেডিং এ ট্রেডার কে খুব অল্প সময়ের মধ্যে ট্রেড করতে হবে। সেটা কয়েক সেকেন্ড ও হতে পারে। স্ক্যালপিং এ রিস্ক কম কিন্তু ম্যানেজিং কস্ট বেশি। এই ধরনের ট্রেড এ খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় ফলে ট্রেডার এর মধ্যে প্রচন্ড মানসিক অস্থিরতা কাজ করে।
-
যাদের হাতে অনেক সময় থাকে তারা শর্ট টাইম ট্রেডিং করে থাকে আপনি শর্ট টাইম ট্রেডিং সিস্টেম এ সারাদিন ট্রেড করতে পারবেন ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা শর্ট টাইম ট্রেডিং করে অনেক ডলার লাভ করে ফরেক্স মার্কেট থেকে আমি আগে ফরেক্স মার্কেট এ শর্ট টাইম ট্রেডিং করতাম এখন চাকরির কারন এ আমি লং টাইম ট্রেড করি আপনি শর্ট টাইম ট্রেডিং করে অনেক লাভ করতে পারবেন শর্ট টাইম ট্রেডিং করার জন্য ভাল ভাল ট্রেডিং সিস্টেম পাওয়া যাই যা দিয়ে অনেক লাভ করা যায় ফরেক্স মার্কেট এ
-
ফরেক্স মার্কেটে শর্ট ট্রেড হল অল্প সময়ের জন্য ট্রেড করা । এই ট্রেড নতুনদের জন্য নয় । যারা এই মার্কেটে কয়েক বছর ধরে কাজ করে এবং ফরেক্স মাকেট সম্পকে অনেক ধারনা লাভ করে তারা এই ট্রেড করতে পারবে । কিন্তু ট্রেড করা একটু রিস্ক হয়ে যায় ।
-
শর্ট টাইম ট্রেড সিস্টেমকে স্ক্যাপ্লিং বলে । আমার মতে স্ক্যাপ্লিং- এ ঝুকি বেশি থাকে , মূলধনের নিরাপত্তা থাকে না। গড় মুনাফা বেশি আসে ঠিক আছে। এনালাইসিসের প্রয়োজন হয় না বলে যে কোন সময় একাউন্ট জিরো হতে পারে। আমার মতে স্ক্যাপ্লিং তারাই করতে পারে যাদের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা আছে।
-
স্কাল্পিংটা একটা আর্ট। অভিজ্ঞ ট্রেডাররা মাঝে মাঝে স্কাল্পিং করে স্বল্প সময়ে অনেক মুনাফা তুলে নেয় পকেটে। তবে স্কাল্পিং করার জন্য মার্কেট সম্পর্কে বিশদ ধারণা থাকতে হবে। অর্থাৎ, টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে আর নিউজের সময়টাতে স্কাল্পিং খুবই রিস্কি। স্কাল্পিং এর উপযুক্ত সময় যখন মার্কেট শান্ত থাকে তখন। তখন মার্কেটে মুভমেন্ট কম থাকে।
-
স্ক্যালপিং বা ছোট ছোট টাইমফ্রেমে শর্ট ট্রেড করা এমনিতেই খুব ঝুকিঁপূর্ণ তারপরে আবার ১ মিনিটের চার্টে ট্রেড করা !!! সাংঘাতিক বিপদজনক ট্রেডিং স্ট্র্যাটেজী !!! এই স্ট্র্যাটেজীর উদ্ভাবক কে ? আপনি নিজে ? ধরুন আপনারা এই ভাবে ট্রেড ওপেন করছেন আর ক্লোজ করছেন আর করছেন...বেহুসের মতো... ঠিক ঐ মুহূর্তে বিদ্যুৎ চলে গেল আর প্রাইসও তৎক্ষনাত উল্টা দিকে দৌড়াল.. ! আপনারা তখন কী করবেন ? ট্রেডে স্টপলস সেট করবেন কোথায়,কীভাবে ???