-
আমাদের ট্রেডিং স্টাইল এমন হওয়া উচিত যা কিনা আমাদের লস কমিয়ে লাভ বেশি করে দিতে পারে যেমন আমরা এমন একটি ট্রেডিং প্লান করলাম যা কিনা লস বেসি দিচ্ছে এমন প্লান হলে আমাদের তা পরিবর্তন করতে হবে আমাদের প্লান হতে হবে কম প্রফিট এর লক্ষে আমাদের প্লান হতে হবে কম লত এ ট্রেড করার লক্ষে আমাদের ট্রেড প্লান হতে হবে যাতে করে কোনো ট্রেড লস এ গেলেও আমাদের ইকুইটি খুব বেশি ঝুকির মধ্যে না পরে যায় ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেকগুলি পদ্বতি রয়েছে। সবাই যদি এই সকল পদআবতির উপরে প্রাকটিস করে তাহলে তারা তাদের সময় ও সুযোগ অনুসারে যে কোন সময় ইচ্ছা অনুযায়ী ট্রেড করতে পারবেন। কিন্তু কথা হল সবাই ট্রেডে পারদর্শী কিনা। দক্ষতাই হচ্ছে আসল কথা।
-
স্টিল হচ্ছে নিজের মত করে ট্রেড করার যে যেভাবে পারে সে সেই ভাবেই ট্রেড করে তাই আমি মনে করি আপনি নিজেই নিজের ট্রেড প্লান বানিয়ে আপনি ফরেক্স মমার্কেটে ট্রেড করতে পারেন আর এর জন্য আপনাকে ফরেক্স মার্কেটে অনেক সময় ব্যয় করতে হবে বলে মনে করি।
-
প্রত্যেক ট্রেডারেরই একটি নিজেস্ব ট্রেডিং কেৌশল এবং স্টাল থাকা উচিত আর এটি ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে তৈরি হয়ে থাকে। যা একজন ট্রেডারকে অনেক ভাল ভাবে ট্রেডিং করে সফলতা লাভ করতে সহায়তা করে। তবে ট্রেডিং কেৌশল এবং সিস্টেম অবশ্যই প্রোপার ট্রেডিং কেৌশল অনুযায়ী হতে হবে তবেই ফরেক্স থেকে ভাল প্রফিট লাভ করে সফলতার সাথে এখানে টিকে থাকা যাবে।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে সব ট্রেডারেরই একটা নিজ নিজ ট্রেডিং স্টাইল বা ট্রেডিং স্ট্রাটেজি থাকে।কারন আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা চিন্তা ভাবনা এবং আলাদা আলাদা চাহিদা রয়েছে।কেউ হয়তো দীর্ঘদিন ধরে একটা ট্রেডিং শট্রাটেজি ফলো করে সফলতা পেয়ে আসছে কিন্তু আপনি হয়তো ওই ট্রেডিং স্টাইলে ট্রেড করে মোটেই প্রফিট পাচ্ছেন না।এখানে সাইকোলোজিকাল কিছু ব্যাপার আছে।তাই আপনাকে বলবো নিজেই নিজের ট্রেডিং স্ট্রাটেজি বানিয়ে ফেলুন এবং ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন।হয়তো আপনার ট্রেডিং সিস্টেমের মধ্যেই লুকিয়ে আছে আপনার হলিগ্রেইল।
-
যার যার সুবিধা অনুযায়ী ট্রেড করা যায় তবে মার্কেট এর মুভমেন্ট এর সাথে মিলিইয়ে নিয়ে তার পর স্টাইল সেট করুন । কেনানা মুল উদ্দেশ্য হলো প্রফিট সে দিকে খেয়াল রাখতে হবে ।
-
প্রত্যেক ট্রেডার নিজের কোশলে ট্রেড করে বলে আমি মনে করি।আর আমি ট্রেড করি আমার নিজের কোশলে আমি অল্প সময় নিয়ে ট্রেড করি আর দেখি আমার কিছু লাভ হলেই আমি আমার ট্রেড ক্লোস করে দেই কারন এখন কারেন্সির দাম বাড়ছে কিছু খন পড় আবার কমে যাবে।তাই আমি ট্রেড ক্লোস করে দিয়ে আমি আবার নতুন করে ট্রেড করি আমার এভানেজ লাভ হয় ভালো এটাই আমার কোশল।
-
প্রত্যেকটি মানুষের চিন্তা ধারা আলাদা সুতরাং সবাই আলাদা আলাদা গেটওয়ে তে ট্রেড করে , আপনার এবং আমার ট্রেডিং এর স্টাইল কখনোই একই রকম কবে না এইটা নিপাতনে সিদ্ধ , তবে ট্রেডিং করলে লং টার্ম ট্রেডিং করা উচিত , এতে দেখা যায় একটা টাইম ভালো পরিমান এ প্রফিট আসে এবং তা দিয়ে খুব সুন্দর ভাবে জীবন চালানো যায়
-
প্রত্যেক ট্রেডার নিজের কোশলে ট্রেড করে বলে আমি মনে করি।আর আমি ট্রেড করি আমার নিজের কোশলে আমি অল্প সময় নিয়ে ট্রেড করি আর দেখি আমার কিছু লাভ হলেই আমি আমার ট্রেড ক্লোস করে দেই কারন এখন কারেন্সির দাম বাড়ছে কিছু খন পড় আবার কমে যাবে।তাই আমি ট্রেড ক্লোস করে দিয়ে আমি আবার নতুন করে ট্রেড করি আমার এভানেজ লাভ হয় ভালো এটাই আমার কোশল।
-
আমি ফরেক্স এ একজন নতুন ট্রেডআর আমি শর্ট টাইমে স্ক্যাল্পিং স্টাইলে ট্রেড করে প্রফিট করি। ফরেক্স স্ক্যাল্পিং স্টাইলে ট্রেড করলে কম সময়য়ে ভালো প্রফিট করা যায়, আমি প্রতিদিন স্ক্যাল্পিং স্টাইলে ট্রেড করে ১০ থেকে ১৫ ডলার ইনকাম করি। তবে মাঝে মধ্যে লং টাইম স্টাইলে ট্রেড করে থাকি।
-
কোন স্টাইলে ট্রেড করবেন এটা সমপূরনো নিজের ব্যাপার।ট্রেডারা তাদের ট্রেড স্বাধীন ভাবে করে। এবং তা ও নিজের স্টাইলে, আপনি ও চেষ্টা করবেন। ট্রেডিং প্লাটফরমে ট্রেডাররা বিভিন্ন সময়ে চাটে তারা ট্রেড করতে পারে।চাটে কতগুলো সময় থাকে। সে সময়ের মধ্যে যে কোন সময়ে তারা ট্রেড করে।
-
প্রত্যক ট্রেডার তাদের জন্য নিজেদের স্বাধীন ও স্বকিয় ট্রেডিং সিস্টেম ব্যবহার করে । আর আমি মনে করি যে কোন ট্রেডারেরই একটা সুনিদ্দিষ্ট ট্রেডিং স্টাইল থাকা উচিত । আসলে কাউকে অণুসরন করে খুব বেশি দুর এগিযে যাওয়া যায় না । তাই আমাদের নতুন ট্রেডারদের উচিত হবে অবিরত জ্ঞান আহরণ করা ও তার মাধ্যমে অর্জিত জ্ঞান দ্বারা একটা ট্রেডিং সিস্টেম গড়ে তোলা ।
-
ট্রেডের মৌলিক স্টাইল হচ্ছে তিনটি। পজিশন ট্রেডিং। হাই ও লোর উপর নির্ভর করে সুইং ট্রেডিং। সর্বশেষ হচ্ছে স্কাল্পিং। এর মধ্যে লাভজনক ও নিরাপদ হলো পজিশন ট্রেড। তবে এর জন্য শক্তিশালী স্ট্রাটেজির প্রয়োজন রয়েছে। আর সুইং ট্রেডের জন্য সাপোর্ট ও রেসিস্টেন্স ঠিক ভাবে বোঝার উপর অনেকখানি নির্ভর করে সাফল্য। আর স্কাল্পিং অনেক বেশি সতর্কতার দাবি রাখে।
-
ট্রেডিং স্টাইল কি রকম করবেন নিজেকে সিদ্বান্ত নিতে হবে আপনি কি রকম সময় দিতে পারতেছেন তার উপর । আপনি যদি মার্কেটের উপর সবসময় চোখ রাখতে পারেন তাহলে স্কাল্পিং করে ভাল প্রফিট করতে পারবেন আর যদি বেশি সময় দিতে না পারেন লং টার্ম ইনভেস্ট করতে হবে ।
-
আমি মনে করি এখানে ট্রেডেদের কোন দরাবাধা নিয়ম নাই।ট্রেডারা তাদের ট্রেড স্বাধীন ভাবে করে। এবং তা ও নিজের স্টাইলে, আপনি ও চেষ্টা করবেন। ট্রেডিং প্লাটফরমে ট্রেডাররা বিভিন্ন সময়ে চাটে তারা ট্রেড করতে পারে।চাটে কতগুলো সময় থাকে। সে সময়ের মধ্যে যে কোন সময়ে তারা ট্রেড করে।
-
রত্যেক ট্রেডার এর একটি স্বাধীন চেতনা, ট্রেডিং স্ট্রেটিজি , উদ্দেশ্য এবং সময় এর অভিরুচি থাকে, তাই কে কোন স্টাইলে ট্রেড করবেন তা একান্তই নির্ভর করছে আপনার টার্গেট এবং চাওয়ার উপর। কেউ শর্টটাইম এ ভাল পারে আবার কেউ লংটাইম এ ভাল করতে পারে। তাই নিজের উপর নির্ভরশীল।
-
আমি ফরেক্স মার্কেটে দীর্ঘদিন ধরে একটা ট্রেডিং শর্টট্রেজি ফলো করে সফলতা পেয়ে আসছে কিন্তু আমরা হয়তো ওই ট্রেডিং স্টাইলে ট্রেড করে মোটেই প্রফিট পাচ্ছেন না । আমরা সকলেই এর জন্য আমি রিস্ক কম নেব তাহলেই লস কম হবে । আর রিক্স নিয়ে এ কাজ করা যাবে না ।
-
আমি ফরেক্স মার্কেট এক ট্রেডিং সিস্টেম এ ট্রেড করে আসছি আমার ট্রেডিং সিস্টেম এ খুব ভাল লাভ না হলেও আমি নিয়মিত লাভ হয় তাই আপনি যদি ফরেক্স মার্কেট এ এক সিস্টেম এ লেগে থেকে ট্রেড করতে থাকেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ লস করবেন কম আর লাভ করবেন বেশি তাই আমি ফরেক্স মার্কেট এ একি সিস্টেম এ ট্রেড করে থাকি তা হলে আমার ট্রেড করতে সুবিধা হয় লাভ ও হয় কিছু ফরেক্স মার্কেট থেকে
-
forex trading আসলে যার যার অভিরুচির উপর নির্ভর। আমি মনে করি প্রফিট পেতে হলে অবশ্যই লং ট্রেড করা উচিত। আর লং ট্রেড করতে যা দরকার হবে প্রথমে তা হচ্ছে ধৈর্য্য এবং বিশ্বাস নিজের analysis উপর একান্তই ভরসা রাখতে হবে।
-
ফরেক্সে সকলেরই একটা নিজস্ব স্ট্রাটেজী থাকে তাই নিজের স্টাইলে, আপনি ও চেষ্টা করবেন। ট্রেডিং প্লাটফরমে ট্রেডাররা বিভিন্ন সময়ে চাটে তারা ট্রেড করতে পারে।চাটে কতগুলো সময় থাকে। সে সময়ের মধ্যে যে কোন সময়ে তারা ট্রেড করে
-
ফরেক্স মার্কেট এ যার যার যেভাবে ভালো লাগে সে সেভাবে ট্রেড করে। ফরেক্স এ বিভিন্ন জনে বিভিন্ন ভাবে ট্রেড করে থাকে। আপনি আপনার নির্দিষ্ট টাইম্ফ্রেম দেখে ট্রেড করতে পারেন। আর নিজেও নিজের ট্রেডিং সিস্টেম তইরি করে ট্রেড করতে পারেন।
-
সবাই কোন না কোন ভাবে ট্রেড করে। কেউ ইন্ডিকেটর দেখে আবার কেউ না দেখে নিজের বুদ্ধি এবং শ্রম দিয়ে এনালাইসিস করে। তবে একটা নির্দিষ্ট স্টাইল থাকতে হবে। কারন যদি আমাদের একটা স্টাইল আমরা অভ্যস্ত হয়ে উঠি তাহলে আমাফের পারফেট ট্রেডিং হবে।
-
আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো-যারা এখানে একদম নতুন শিক্ষার্থী ট্রেডার এসেছেন অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করার জন্য তারা প্রথমে নিজেদেরকে দীর্ঘদিন ডেমো ট্রেডে অভ্যস্ত বা উপযোগী করে নিন৷তারপরে লংটার্ম ট্রেড করার অভ্যাস করা উত্তম৷এরপর ধীরে ধীরে আরোও দক্ষতা আসলে তখন পর্যায়ক্রমে ডে-ট্রেডিং এবং শর্ট ট্রেডিং এ আসা উচিৎ৷অথচ বাস্তবে ঠিক উল্টো অবস্হা দেখি৷
-
ভাই এখানে ফরেক্স মার্কেটে বিভিন্ন জন বিভিন্ন স্টাইলে ট্রেড করে থাকেন। কেউ ফান্ডামেন্টাল এনালাইসিসের মাধ্যমে, কেউবা টেকনিক্যাল এবং কেউ কেউ আবার সেন্টি হয়ে ট্রেড করে থাকেন। একচুলী যার কাছে যেটা সুবিধা মনে হয় আরকি। তবে এখানে আমি বর্তমানে ট্রেড করছি টেকনিক্যাল এনালাইসিসের উপর বেস করে, কারন এটাই আমার নিকট অধিক পছন্দনীয়।
-
ফরেক্স মার্কেটে ট্রেডটা নির্ভর করে একমাত্র ব্যক্তি তার নিজের পছন্দের উপর। আপনি ফরেক্স মার্কেটে কোন স্টাইলে ট্রেড করতে পচন্দ করেন তা বাচাই করা আপনারেই। আপনি ইচ্ছে করলে যে কোন এনালাইসিস করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন। আমি যেমন কেন্ডেল স্টিক ব্যবহার করে ট্রেড করি।
-
ভাই এখানে যে কোন স্টাইলে ট্রেড করতে পারেন। কারন ফরেক্স মার্কেটে যতজন ট্রেডার রয়েছেন তাদের কারও সাথে কারও ট্রেডিং স্টাইলের ম্যাচ হবে না। এখানে আপনি একেক জনের একেক রকম ট্রেডিং স্টাইল দেখতে পাবেন। কারও পদ্ধতির সাথে কারো মিল নেই। তাই আমরা এখানে যে যাই সিস্টেম ব্যবহার করিনা কেন, এটা ছাড়াও আমরা আমাদের নিজের একটা কৌশল সব সময় এখানে প্রয়োগ করার চেষ্ট করে থাকি।
-
আমার কাছে ফান্ডামেন্টালি ট্রেডকে সবচেয়ে গুরুত্বপূরন বলে মনে হয় কারন ফান্ডামেন্টাল হলো ফরেক্সের রাজা কারন এক্ষেত্রে মার্কেট অনেকবেশি মুভমেন্ট করে ।কেউ যদি সঠিকভাবে ফান্ডামেন্টালি ট্রেড করতে পারে তবে তার লাভ করাটা কখনোই অসম্ভব নয় ।
-
আসলেই স্টাইল অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর বলে আমারও ধারণা। খালি ট্রেড করলেই তো হবে না - আপনাকে আপনার নিজের একটা ধারা তৈরী করতেই হবে। আর একটা জিনিস হল আপনি যদি নিজের একটা স্টাইল তৈরী করতে না পারেন তবে আপনি নিজেই আল্টিমেটলি লুজার হতে পারেন।
-
আমরা জানি ফরেক্স একটি মুক্ত ও স্বাধীন পেশা। এখানে আমি নিজের স্বাধীনতা অনুযায়ি ট্রেড করতে পারবো। যেহেতু স্বাধীন পেশা তাই এখানে ট্রেড করার সময় নিজের আলাদা একটা স্ট্র্যাটেজি তৈরি হয়ে যায়। তবে আমার মনে হয় যে যে স্টাইলেই ট্রেড করুক না কেন প্রত্যেক কেই মার্কেট ভালোভাবে এনালাইসিস করে নেয়া উচিত। পাশা পাশি মানি ম্যানেজমেন্টের ব্যপারে অবশ্যই নজর রাখা উচিৎ।
-
আসসালামুয়ালাইকুম, ট্রেডীং এর কোন স্টাইল রং ডং নাই, যে যেভাবে পারেন ট্রেড করতে পারেন, হ্যা একটি বিষয় অবশ্যই খেয়াল আপনার ট্রেডিং সিস্টম যেন ট্রেডিং এর নিদিষ্ট নিয়ম মেনে হয়। যেমন বিভিন্ন এনালাইসিস
১. টেকনিক্যাল এনালাইসিস।
২. ফানডামেনটাল এনালাইসিস ।
৩. সেন্টি্মেনটাল এনালাইসিস ।
কেন্দেল চাট ইত্যাদি ইত্যাদি ...।
-
ফরেক্সে ট্রেড করতে হলে একজন ট্রেডারকে মুক্ত ভাবে চিন্তা করতে হবে। তার নিজস্ব একটি ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে। যেহেতু এটি একটি স্বাধীন মার্কেট তাই তাকে স্বাধীন ভাবে ট্রেড করতে হবে। অবশ্যই স্ট্র্যাটেজী ফলো করতে হবে, মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে। গড়ে তুলতে হবে নিজস্ব স্টাইল
-
ফরেক্স একটি মুক্ত ও স্বাধীন পেশা। এখানে আমি নিজের স্বাধীনতা অনুযায়ি ট্রেড করতে পারবো। যেহেতু স্বাধীন পেশা তাই এখানে ট্রেড করার সময় নিজের আলাদা একটা স্ট্র্যাটেজি তৈরি হয়ে যায়। তবে আমার মনে হয় যে যে স্টাইলেই ট্রেড করুক না কেন প্রত্যেক কেই মার্কেট ভালোভাবে এনালাইসিস করে নেয়া উচিৎ। পাশা পাশি মানি ম্যানেজমেন্টের ব্যপারে অবশ্যই নজর রাখা উচিৎ।
-
প্রত্যেক ট্রেডার নিজের কশলে ট্রেড করে বলে আমার মনে হয় ।আর আমি ট্রেড করি আমার নিজের কোশলে আমি অল্প সময় নিয়ে ট্রেড করি রদ দেখি আমার কিছু লাভ হলেই আমি আমরা ট্রেড ক্লোস করে দেই কারন এখন কারেন্সির দাম বাড়ছে কিছু খন পড় আবার কমে যাবে ।তাই আমি ট্রেড ক্লোস করে দিয়ে আমি আবার নতুন করে ট্রেড করি ।
-
আমি সব সময় দীর্ঘমেয়াদীতে ট্রেড করি। কারণ আমি মনে করি যদি আমরা দীর্ঘমেয়াদীতে ট্রেড করি তাহলে আমরা খুব সুরক্ষিতভাবে আমাদের ট্রেডিং হতে মুনাফা উপার্জন করতে পারবো। কিন্তু আমার দেখা মতে অনেকে স্বল্পমেয়াদী ট্রেড করে থাকে আর বেশি উপার্জনের জন্য বেশি ঝুকি নিয়ে ট্রেড করে থাকে। তবে তারা কিন্তু বেশিদিন টিকে থেকে ট্রেড করতে পারে না। তাই আমি মনে করে দীর্ঘমেয়াদী ট্রেডই হলো সবথেকে ভাল সিস্টেম আর এই সিস্টেম থেকে আমরা খুব সহজেই ভাল মুনাফা উপার্জন করতে পারবো।
-
আমরা সবাই চাই প্রফিট করতে। আমরা প্রথমদিকে বুঝে উঠতে পারি না আমরা কি করে ট্রেড করবো। তাই নানা ধরনে স্টাটেজি ব্যাবহার করতে থাকি কোনটা আমাদের জন্য ভালো হয়। তবে একসমায় আমরা বুজতে পারি আমাদের কি করতে হবে। আমাদের কি ভাবে ট্রেড করা উচিত। আমাদের তখনই ট্রেড করতে হবে যখন সকল ট্রেডারের ইমোশন একদিকে থাকে।
-
ফরেক্স ট্রেডিং স্টাইল হলো সম্পূর্ন নিজস্ব যেটা আপনি দীর্ঘদিন লস করে একটু একটু করে আয়ত্ব করবেন। আপনার স্টাইল হবে আপনার নির্ভরযোগ্য সিস্টেম যার পুরোটা থাকবে আপনার হাতে। স্টাইল এমন হতে হবে যেটা দিয়ে আপনি সহজেই চার্ট রিড করতে পারবেন এবং বুজতে পারবেন কোথায় থেকে কোন পর্যন্ত প্রাইজ যেতে পারে। যদি আপনি আপনার সিস্টেমকে হাতে নিতে চান তাহলে আপনাকে দীর্ঘদিন ডেমো ট্রেড করে আয়ত্ব করতে হবে।
-
ফরেক্স মার্কেটে আমি নতুন তাই আমি অভিজ্ঞ দের ফলো করি। তবে এখানে সব ট্রেডারেরই একটা নিজস্য ট্রেডিং স্টাইল আছে। এখানে সবাই আলাদা আলাদা চিন্তা ভাবনা এবং আলাদা আলাদা চাহিদা করে।আর এখানে কেউ হয়তো দীর্ঘদিন ধরে একটা ট্রেডিং স্টাইল ফলো করে সফলতা পেয়ে আসছে কিন্তু আপনি হয়তো ওই ট্রেডিং স্টাইলে ট্রেড করে মোটেই প্রফিট পাচ্ছেন না এটাই স্বাভাবিক। তবে আমি এখানে দক্ষতা অর্জনের চেষ্টা করছি। এবং আমি আপাতত ছোট ছোট ট্রেড করি।
-
ভাই আপনি যে কোনো স্টাইলে ট্রেড করতে পারবেন, তবে আপনাকে সেই সিস্টেমটি ধরে রাখতে হবে। এবং যে স্ট্রাটিজি ধরে আপনি ট্রেডিং করবেন সেটাকেই ধীরে ধীরে আরও পরিষ্কারভাবে, নিখুদভাবে কিভাবে সাজানো যায় বা ডেবলাভ করা যায় সেটাও এখানে আপনাকে মাথায় রাখতে হবে।
-
আমি ফরেক্স নতুন তাই প্রফিত প্রথমে খুব বেশি প্রফিট আশা করি না ।আমার টার্গেট ১০-১৫ ডলার প্রতিদিন । আর এর জন্য আমি রিস্ক কম নেই ,লস হয় কম অ্যান্ড ল্যাব হয় কম। শর্ট টাইম ট্রাড করি অ্যান্ড নিয়মিত স্টপ লস ব্যাবহার করি , এতে আমার টার্গেট পুরন করতে পারি।
-
কোন স্টাইলে ট্রেভ করবেন?
আসল কথা হলো ট্রেডার তার ইচ্ছা অনুযায়ী ট্রেড করবে ।তবে আমার মতে অ্যাকাউন্ট দেখে সেই অনুযায়ী ট্রেড করা উত্তম ।কারন আপনার অ্যাকাউন্ট এ কম পরিমান ডলার আছে আর আপনি বেশি ট্রেড করলেন এতে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে ।