-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে এ সম্পর্কে খুব আভ্ল করে জ্ঞান অর্জন করতে হবে আর মাথায় রাখতে হবে যেহেতু এটা একটা ব্যবসা সেহেতু এখানে লাভ লস হতে পারে আর তেরদ করতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো অভিজ্ঞ হলে লসের কোন সম্ভাব থাকে না এ থেকে সফলতা পেতে গেলে অনেক লেগে থাক্কতে হয়
-
হ্যাঁ ফরেক্স বেশ ঝুকি পুর্ন একটি ব্যাবস্যা । এখান থেকে যেমন আয় করা যায় তেমনি এর ঝুকির সম্ভাবনাও কিন্তু কম নয় । আমাদেরকে সব দিক মাথায় রেখে ট্রেড করতে হবে । আম্মাদেরকে ঝুকি নিয়ন্ত্রন করেই ট্রেড করতে হবে । আমরা যদি ফরেক্স এর ঝুকি নিয়ন্ত্রন করতে না পারি তাহলে দেখা যাবে যে লাভ এর চেয়ে বেশি লসই হচ্ছে । আমরা অনেক সময় বেশি রিস্ক নিয়ে বেশি লটে ট্রেড করি আমদেরকে এই কুঅভ্যাসটি চেঞ্জ করতে হবে । আশা করি আমরা এই ঝুকি নিয়ন্ত্রন করে একসময় ফরেক্সের সফল ট্রেডার হব ইনশাআল্লাহ ।
-
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার এই মুদ্রা বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করা হয় তবে ফরেক্স মার্কেট দেখা জায় যে একটি ঝুকি পুরন ব্যবসা এই ব্যবসা করতে হলে কখন ভাল করে না জেনে এই ঝুকি পূর্ণ ব্যবসা করা জায় না তাই ফরেক্স মার্কেট একটি লাভ জনক ব্যবসা হলেও এখানে যে ঝুকি আছে সেঠা মাথায় রেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে ।
-
হ্যাঁ ফ্রেক্স খুবই ঝুকিপুর্ন একটি ব্যাবসা ফরেক্স থেকে আইয় করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্সে দক্ষ হতে হবে ও ফরেক্স বেশি বেশি করে এনালাইসিস করতে হবে । আপনি যত বেশি এনালাইসিস করবেন আপনি তত বেশি মার্কেট এর মুভমেন্ট বুঝতে সক্ষম হবেন । তাই আপনি যদি ফরেক্স এর ঝুকি এড়িয়ে ফরেক্স থেকে আয় করতে চান তাহলে আগে আপনাকে ফরেক্স এর বিষয়ে যথাযথভাবে দক্ষতা অর্জন করতে হবে তারপর আপনাকে ফরেক্সে ট্রেড করতে হবে।
-
ফরেক্সে প্রচুর ঝুকি বিদ্যমান তা সত্বেও যদি ট্রেডিং সংক্রান্ত পর্ষাপ্ত জ্ঞান অর্জন করা যা্য় তাহলে সফল হওয়া আসম্ভব নয়।যে কেউ চাইলে পৃথিবীর যে কোন দেশ থেকে অন্য কোন দেশের মূদ্রার কেনা বেচায় অংশ গ্রহন করতে পারে। বৈদেশিক মুদ্রার মার্কেটে দ্রুত আয় করতে হলে আমি মনে করি অনেক কৌশলী ট্রেডার হতে হবে।কারন অভিজ্ঞ না হলে আপনি বুযতে পারবেন না দৈনন্দিন মার্কেট কি হচ্ছে।
-
অনেক দিন ধরে ট্রেডিং এ আছি এখনও কিছুই শিখতে পারিনি । চেষ্টা করে যাচ্ছি শেখার জন্য । যতই শিখি মনে হয় ততই বাকি আছে । ফরেক্স আসলে একটি সাগরের মত । এর শুরু আছে শেষ নেই । তবে যত শিখবেন ততই লাভবান হবেন ।
-
আমরা ফরেক্স এ ট্রেডিং এর মাধ্যমে টাকা আয় করে থাকি। এই ট্রেডিং এ লাভ ও লস দুটোই হতে পারে তাই লস এড়াতে বেশী বেশী ডেমোতে ট্রেড করতে হবে। মার্কেটের ওঠানামা সম্পর্কে সঠিক ধারনা পাওয়া যাবে।
-
ফরেক্স মার্কেট যেখানে প্রতিদিন বিশ্বের সবচেয়ে বেশি পরিমান বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় হয়ে থাকে বৈদেশিক মুদ্রার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের মুল্যবান ধাতব পদার্থ ক্রয়-বিক্রয় হয়ে থাকে। আর এই মার্কেটে ট্রেডারা বিভিন্ন কারেন্সি নিয়ে ট্রেড করে প্রফিট লাভ করে থাকে এখানে ট্রেড করে প্রফিট লাভ করতে হলে অবশ্যই আগে ভাল করে এই মার্কেট সম্পর্কে ধারনা এবং অভিজ্ঞতা সন্চয় করাটা আবশ্যক।
-
ফরেক্স একটা আন্তর্জাতিক ব্যবসায় এবং এখানে কেউ একদিনে সফল কিংবা অভিজ্ঞ হতে পারেনা কারণ সফলতা একটা বিরামহীন প্রক্রিয়া ফরেক্সে অবশ্যই অন্য যে কোন ব্যবসার চেয়ে বেশি ঝুঁকি রয়েছে , কিন্ত আমরা জানি যে যেখানে ঝুঁকি বেশি সেখানে লাভের পরিমাণও তত বেশি তবে এখানে ট্রেড করার অগে সবার এটা নিশ্চিত করতে হবে যে তারা ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত অন্যথায় নিজেকে নিজে দোষ দিবে
-
ফরেক্স ট্রেডিং একটি অনলাইন আয়ের সোর্স.এবং এশিয়া এর বৃহত্তম অনলাইন ট্রেডিং মার্কেট....তাই এইখনে অনেক অভিজ্ঞ ত্রাদের থাকে.যেইখানে নিজেকে সফল ভাবে তুলে ধরা অনেক সোজা নয়.এইক্ষেত্রে আপনি অনেক ভাবে ট্রেডিং এ অভিজ্ঞ হতে পারেন...যেমন ডেমো ট্রেডিং করে,বোনাস ট্রেডিং এর ডলার দিয়ে,আবার এনালাইসিস করে এইভাবে সফলতা অর্জন করা যেতে পারে
-
ফরেক্স বিষয়ে জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এবং নানা রকম সাইটে আপনি নানা রকম ইনফরমেশন পাবেন ফরেক্স সম্পর্কে জানতে পারবেন । তাছাড়া আপানার অভিজ্ঞতা অর্জন করতে গেলে আপনার নিজের স্ট্রাটেজি বানাতে হবে এবং সেই মোতাবেগ যদি আপানি আপানর ফরেক্স ট্রেডকে পরিচালনা করেন তো আপনি সফল হতে পারেন্
-
আমরা যখন একটি কারেন্সি কিনি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি , একটি প্রতিস্থানের শেয়ার কেনার মত। কারেন্সির দাম হল ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি।যখন আমরা জাপানিজ ইয়েন কিনি (buy), আমরা মুলত জাপানি অর্থনীতিতে একটি শেয়ার কিনি। আমরা মনে করি জাপানি অর্থনীতির উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতেও আরও উন্নতি হবে। যখন আমরা ওই শেয়ারগুলো বিক্রি (sell) করে দেব, আশা করি আমরা লাভ করব।সাধারণে, একটি কারেন্সির সাথে অন্য কারেন্সির আদান প্রদান হার সেই দেশটির অর্থব্যবস্থার তুলনায় অন্য দেশের অর্থব্যবস্থার প্রতিফলন।
-
এত অভিজ্ঞতা কোথায় পাব? । আমাদের দেশে যদি একটা ফরেক্স নার্সারী স্কুল থাকত তবে খুব ভালো হতো। অনলাইন থেকে খুব ভালো কিছু বোঝা যায় না। তাই একমাত্র দেখে , শুনে , ঠেকে ও নেতিবাচক অভিজ্ঞতার ইতিবাচক প্রতিফলন ঘটিয়ে শিখা ছাড়া আর কোন উপায় নেই।
-
বৈদেশিক মূদ্রার মার্কেটে ট্রেড করে দ্রুত আয় করার মধ্যে ঝুঁকি আছে।আমরা যদি ফরেক্স মার্কেট হতে বেশি আয় করতে চায় তবে আমাদেরকে অনেক বেশি দক্ষ এবং পরিশ্রমি হতে হবে এবং এর সাথে সাথে আরো বেশি কৈাশলী হতে হতে।
-
ফরেক্স ট্রেডিং এর মূল কথা হল সঠিক ট্রেড শুরু করা। ফরেক্স মার্কেট হতে বেশি আয় করতে হলে অনেক বেশি দক্ষ এবং পরিশ্রমি হতে হবে। ফরেক্স থেকে উন্নতি করতে হলে প্রয়োজন দক্ষতা। বৈদেশিক মুদ্রার মার্কেটে দ্রুত আয় করতে হলে অনেক কৌশলী ট্রেডার হতে হবে। এখানে আয় করা কঠিন কিছু নয় চাই অভিজ্ঞতা আর পরিশ্রম।
-
ফরেক্স ট্রেডিং একটা কঠিন বিষয়, ফরেক্স থেকে ট্রেড করে টাকা ইনকাম করা একটা কঠিন কাজ কেননা ঠিক সময়ে ঠিক মত ট্রেড না করতে পারলে আপনি বার বার লসের সামনে পড়বেন ।
-
আপনাকে আগে ফরেক্স সম্মন্ধে ভালকরে বুঝতে হবে, অভিজ্ঞ হতে হবে। আপনাকে ফরেক্সে আসার আগে যথাযথ দক্ষতা নিয়ে আসতে হবে। ফরেক্সে দক্ষতা ছাড়া কিছুই করতে পারবেন না। ফরেক্স থেকে উন্নতি করতে হলে প্রয়োজন দক্ষতা। আপনি ফরেক্সে উন্নতি করতে চাইলে দক্ষতা পরিশ্রম এবং ধৈর্যের সাথে কাজ করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেডিং করি কিন্তু আমাদের অনেকে জানেনা কিভাবে ফরেক্স ট্রেড করা হয়,কিভাবে প্রফিট করতে হয়,ফরেক্স কি,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে ভাল ভাবে ফরেক্স শিক্ষা গ্রহন করে ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে ফরেক্স মারকেট এর নিউজ দেখে ট্রেডিং করা।
-
ফরেক্স ব্যাবসা মুলত আন্তর্জাতিক অনলাইন ব্যাবসা এখানে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়। এখানে লস করা অনেক সহজ কিন্তু লাভ করা অনেক কঠিন। তাই এই মার্কেটে আসার আগে আপনাকে এই মার্কেট সম্পর্কে কঠিন পড়া লেখা করে এই মার্কেটে আসতে হবে নাহলে মুলধন হারাবেন এইটা নিশ্চিত।
-
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট হওয়ায় এখানে বিশ্বের বিভিন্ন দেশের ট্রেডারদের আনাগুনা হয় । তাছাড়া বৈদেশিক মুদ্রার মার্কেট হওয়ায় ফরেক্স মার্কেটটি অত্যান্ত ঝুকিপূর্ণ । অভিজ্ঞতা না তাকলে এই মার্কেট থেকে লাভ করা খুবই কষ্ট সাধ্য বিষয় । মার্কেট থেকে আয় করতে হলে আমাদের অত্যান্ত দক্ষ এবং পরিশ্রমী হতে হবে ।
-
ফরেক্স মার্কেটেটা আম মনে করি অনেকটা রিক্সের ব্যবসা এর মধ্য আপনি যেমন লাভ করতে পারবেন তেমনেই আপনার লস ততই হতে পারে তাই আপনি যদি ফরেক্স মার্কেটের সব কিছু ভাল করে যেনে শুনে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি ফরেক্স ব্যবসাটা খুব ভাল একটা ব্যবসা।
-
পৃথিবির যে কোন ব্যবসাই ঝুকিপুর্ন। তার মধ্য ফরেক্স অন্যতম একটি ঝুকিপুর্ন ব্যবসা। যেখানে আপনি আপনার লস নিয়ন্ত্রন করতে পারবেন। কিন্তু অন্যসব ব্যবসার জন্য অনেক পরিশম দিতে হয়। কিন্তু ফরেক্স এ আপনার মেধশক্তি আসল। এখানে আপনি যত দক্ষ হবেন ততই বেশি ইঙ্কাম করতে পারবেন।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ লাভ লসের পরিমান সমান। এখানে যেমন লাভ হতে পারে তেমনি লসও হতে পারে । তাই অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়া উচিত । ফরেক্স ট্রেডিং এ রিস্কের পরিমান অনেক বেশি তাই রিস্ক নেয়ার পূবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে বলে আমি মনে করি । তাহলে আর কোন সমস্যা হবে না । না হলে নানা রকম সমস্যায় পড়ার সম্ভাবনা থাকে ।
-
ফরেক্স এমন একটি ব্যাবসা যেখানে লাভ করা সহজ তেমনি লস করাও সহজ। তাই আমার মনে হয় যে আপনি যদি খুব ভাল করে ফরেক্স না জানেন তবে এটি আপনার জন্য ভাল কোন কিছু বয়ে আনবে না। এটি আপনার জন্য ক্ষতির কারনও হতে পারে।তাই ফরেক্স এ টিকে থাকতে হলে এবং এখান থেকে আয় করতে হলে ট্রেডিং সম্পর্কে অনেক দক্ষতা অর্জন করতে হবে।
-
ফরেক্স যেহেতু একটা ব্যবসায় হিসেবে ফরেক্স করতে হলে অবশ্যই অবশ্যই ঝুঁকি নিতে হবে । ঝুঁকি ব্যাতিত ফরেক্স ব্যবসায় করা যায় না । আপনি যদি বেশি বিনিয়োগ করেন তবেও ঝুঁকি আছে আবর যদি কম বিনিয়োগ করেন তবেও রয়েছে অনেক ঝুঁকি । এ ক্ষেত্রে আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ঝুঁকির বিশ্লেষণ করে যতটুকু নেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই নিতে হবে ।
-
ফরেক্স একটি উন্নত মানের ব্যবসা এ খানে লাভ লস বিদ্যমান | ফইরেক্স করতে গেলে লাভ অথবা লস এর সমুখিন হতে হবে | তাই বলে ফরেক্স কে ট্রেড এড় কোশাল না জানলে অনেক প্রব্লেম হতে পারে | আমি মনে করি ফরেক্স করতে হলে আপনাকে ট্রেডং করতে হবে |আপোণাকে অনেক জানতে হবে ফরেক্স সম্পরকে |
-
অনেকে জানে না যে ফরেক্স ব্যবসা কি বা ফরেক্স ট্রেডিং বিষয়টা কি । ফরেক্স ট্রেডিং হলো এমন একটা ব্যবসা যেখানে ডলার বা মুদ্রা বিনিময়ের মাধ্যমে কাজ করতে হয় । ফরেক্স ট্রেডিং হলো কোন দেশের অর্থনৈতিক , আর্থসামাজিক অবস্থা , ইত্যাদি বিবেচলা করে দুই দেশের মুদ্রার বিনিময় করে যেটা করা হয় । এই বিনিময় ট্রেড করার মাধ্যমে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যায় । ফরেক্স থেকে টাকা আয় করতে হলে ট্রেড ভাল করে শিখতে হবে ।
-
বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবরতনশিল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্চে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয়। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। আবার, ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন। হয়ত আপনার কাছে ১০০ ডলার ছিলো যা বিক্রয় করে আপনি ৮০ ইউরো ক্রয় করেছিলেন। পরবর্তীতে ইউরোর দাম বাড়ার পর তা বিক্রয় করে ১২০ ডলার পেলেন।
-
বৈদেশিক মূদ্রার মার্কেটে ট্রেড করে দ্রুত আয় করার মধ্যে ঝুঁকি আছে।যেমন বৈদেশিক মুদ্রার মার্কেট ফরেক্স দৈনন্দিন দ্রুত ওঠানামা করছে।এ ছাড়া ও বেশী ঝুঁকি নিয়ে ট্রেড অপেন করলে বেশী ক্ষতি ও হতে পারে।তবে বৈদেশিক মুদ্রার মার্কেটে দ্রুত আয় করতে হলে আমি মনে করি অনেক কৌশলী ট্রেডার হতে হবে। আপনি ফরেক্সে উন্নতি করতে চাইলে দক্ষতা পরিশ্রম এবং ধৈর্যের সাথে কাজ করতে হবে।
-
ফরেক্সের অন্যতম একটা বিষয় হলো ফরেক্সে ট্রেডিং করা । ফরেক্সে কাজ করে টাকা আয় করতে হলে ট্রেড করার মাসধ্যমে টাকা আয় করতে হয় । তাই ফরেক্সে ভাল করে ট্রেডিনফ দক্ষতা অর্জন করতে হয় । ফরেক্সে ট্রেডিং দক্ষতা অর্জন করতে দেমো অনেকটা সাহায্য করে । কারন ডেমোতে ট্রেড করার জন্য নিজের কোন ডলার ইনভেস্ট করা লাগে না। ডেমো ট্রেডিং প্রাকটিস করার জন্য ভাল একটা মাধ্যম । ৬ মাস ডেমো প্রাকটিস করতে পারলে ভাল হয় ।
-
এটা সাধারণত আমি বিশ্বাস করি যে ফরেক্স উচ্চ ঝুঁকি ব্যবসা, এই ফরেক্স উপকার করতে পারে না,
-
শিখতে এবং ফরেক্সে লাভ পেতে হলে অনুশীলন চালিয়ে যেতে হবে।বিশেষভাবে ফরেক্স প্ল্যাটফর্ম এ নতুন তাদের সামগ্রিক বিষয় জানা দরকার।
-
হ্যাঁ ফরেক্স ঝুঁকিপূর্ণ কাজ যার ঝুঁকির একটি নির্দিষ্ট ডিগ্রী আছে।ফরেক্স ট্রেডিং, মুদ্রার ক্রয় প্রয়োজন হয়, ট্রেড করলেই হয় না।
-
ফরেক্স ব্যাবসায় দক্ষতা ছাড়া কোনভাবেই সফল হওয়া সম্ভব নয়।ফরেক্স ব্যাবসায় সফল হতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে হবে এবং ফরেক্স মার্কেট সম্পর্কে সঠিকভাবে এনালাইসিস করা শিখতে হবে।এজন্য ফরেক্সে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে।প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা ফরেক্স সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে।আর ট্রেডিং বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য প্রতিদিনই ডেমো ট্রেড অনুশীলন করতে হবে।তাহলেই ধীরে ধীরে একজন সফল ট্রেডার হতে পারবেন এবং ফরেক্স থেকে প্রফিট করতে পারবেন।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বাজার। এখনে মুদ্রার কেনা বেচা হয়। এখানে ট্রেড করে আপনি প্রতিমাসে অনেক টাকা প্রফিট করতে পারবেন। এতে আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে এবং অভিজ্ঞতার জন্য ডেমো অনুশীলন করতে হবে।
-
অনলাইন বেসড যত ব্যবসা আছে তার মধ্য সবচেয়ে বেশি পরিমাণে লেনদেন হওয়া সারাবিশ্বব্যাপি একমাত্র ব্যবসা হল ফরেক্স । যার দৈনিক লেনদেনের গড় পরিমাণ যে কোন শেয়ার মার্কেটের চেয়ে অনেক গুণ বেশি । এটা শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বের সকল অঞ্চলের মানুষের জন্যেই এক অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে । আমরা ঘরে বসেই আয় করতে পারব বৈদেশিক মুদ্রা ,ভাবতেই যেন গা শিউরে উঠে ।
-
ফরেক্স একটি আন্তজাতিক ব্যবসা। এছা করলে এখানে সবায় অংশ গ্রহন করতে পারে। যে কেও প্রেথিবির যে কোন প্রন্ত থেকে এ ব্যবসা করতে পারে। আকজন ট্রেদার যখন জানে বোঝে কোন দেশের মুদার দাম বারবে বা কমবে সে অনুজায়ে ট্রেড করবে থখন সে লাভবান হবে।
-
ফরেক্স ব্যবসায়ীদের জন্য কথা বলা।বৈদেশিক মূদ্রার মার্কেটে ট্রেড করে দ্রুত আয় করার মধ্যে ঝুঁকি আছে।যেমন বৈদেশিক মুদ্রার মার্কেট ফরেক্স দৈনন্দিন দ্রুত ওঠানামা করছে।এ ছাড়া ও বেশী ঝুঁকি নিয়ে ট্রেড অপেন করলে বেশী ক্ষতি ও হতে পারে।তবে বৈদেশিক মুদ্রার মার্কেটে দ্রুত আয় করতে হলে আমি মনে করি অনেক কৌশলী ট্রেডার হতে হবে।কারন অভিজ্ঞ না হলে আপনি বুযতে পারবেন না দৈনন্দিন মার্কেট কি হচ্ছে।বৈদেশিক মুদ্রার ব্যবসা কটি ভাল ব্যবসা।এখানে প্রতিটি ব্যবসার ব্যবসায়ীর জন্য খুব বেশী অপশন আছে।তাই আয় করা কঠিন কিছু নয় চাই অভিজ্ঞতা আর পরিশ্রম।
-
ফরেক্স ট্রেডিং বিজনেস একদিকে যেমন কঠিন আরেকদিকে অনেক কঠিন । কঠিন এই অর্থে যে ফরেক্স মার্কেটে আপনাকে শুরুতে অনেক পরিশ্রম এবং সময় বের করতে হবে অভিজ্ঞ বা প্রফেসনাল হওয়ার জন্য আর সহজ এই অর্থে যে আপনি যখন কষ্ট করে একবার অভিজ্ঞ হয়ে যাবেন তখন ফরেক্স বিজনেস কে আপনার কাছে কোন ব্যাপার মনে হবে না
-
বৈদেশিক মুদ্রার মার্কেটে দ্রুত আয় করতে হলে আমি মনে করি অনেক কৌশলী ট্রেডার হতে হবে । কারন অভিজ্ঞ না হলে আপনি বুযতে পারবেন না দৈনন্দিন মার্কেট কি হচ্ছে । কোন দেশের মূদ্রার দাম বেশি থাকে । একজন ট্রেডার যখন জেনে যায় যে কোন দেশের মূদ্রার দাম বাড়বে বা বাড়তে পারে সে অনুসারে ট্রেড করে ট্রেডার লাভবান হতে পারে ।