ফরেক্স ব্যবসায়ে টিকে থাকতে হলে আপনাকে ছয় থেকে সাত মাস ডেমো ট্রেডিং করতেই হবে। কারন ডেমো ট্রেডিং করে দক্ষতা অর্জন করার পর আপনি এই ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে পারবেন ও আপনার বিনিয়োগ করা মুলধন বাচাতে বা তা থেকে লাভ করতে পারবেন।
Printable View
ফরেক্স ব্যবসায়ে টিকে থাকতে হলে আপনাকে ছয় থেকে সাত মাস ডেমো ট্রেডিং করতেই হবে। কারন ডেমো ট্রেডিং করে দক্ষতা অর্জন করার পর আপনি এই ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে পারবেন ও আপনার বিনিয়োগ করা মুলধন বাচাতে বা তা থেকে লাভ করতে পারবেন।
মনোনিবেশটা অনেক বড়।সঠিক ভাবে মনযোগ দিয়া প্রতিদিন ফরেক্স করলে আপনি এক্সপার্ট হতে পারেন এক মাসেই তথাপি সফল ট্রেডার হতে হলে অর্থনীতি খবর কারেন্সি সম্পর্কে জান্তে হবে,সবসময় এসব খবরের সাথে আপডেট থাকতে হবে
আমার মতে জ্ঞান অর্জনের সময় কে এরুপ কোন সময়ের ফ্রেমে বাধা ঠিক নয় তবে ছয়, সাত মাস ট্রেড করলে ট্রেড সম্পর্কে মোটামুটি জানা সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ।
ফরেক্স হচ্ছে আয় করার একটি সহজ পথ যদি আপনি এটাকে নিজের আয়ত্তে নিয়ে নিতে পারেন। আর এটাকে নিজের আয়ত্তে নিতে আপনার কমপক্ষে ৬-৭ মাস সময় লাগতে পারে। আপনি যদি লেগে থাকে তাহলে আপনি এখান থেকে জীবনে কিছু একটা করতে পারবেন। কিন্তু লেগে থাকাটাই আপনার একটা বর চ্যালেঞ্জ।
ফরেক্সে নতুনদের দক্ষ হতে কতদিন লাগবে তা সম্পূর্ণই ট্রেডারের উপর নির্ভর করে। তবে একজন নতুন ট্রেডারের অবশ্যই ৬ থেকে ৭ মাস ডেমো ট্রেড করা দরকার। তবে আমার মনে হয় দক্ষ না হয়ে ফরেক্সে আসা ঠিক না। এতে আপনি আপনার পূজি হারাতে পারেন। ধন্যবাদ
আমি এই ফরেক্স এ ইতিমধ্যে তিন বছর অতিক্রম করে ফেলেছি কিন্তু এখন পর্যন্ত ভাল কোন মুনাফা পেলাম না। আমি অনেক হতাশ হই যখন আমি বার বার লস খেতে থাকি। আমি স্থির করি যে এখন আমি যে ভুলগুলো করলাম পরে আর কখন করব না, কিন্তু আমি সেই ভুলগুলো বার বার করি। ৬ বা ৭ মাসে আমিতো আয় করতে পারতাম না লস খেতাম কিন্তু এখন কম লস খাই। তাই আমার মনে হয় ১ বছর এর নিচে রেয়াল ফরেক্স শুরু করা ঠিক না।
ফরেক্স হলো সকলের জন্য একটি ইন্টারন্যসনাল ব্যবসা যা সবাই এখানে যোগ দানের মাধ্যমে শুরু করতে পারে বিশ্ব ব্যাপি এই ঢফরেক্স অনেক জনপ্রিয় তাই এখান থেকে অনেক জানার শেখার অাছে অামাদের ফরেক্স জানার কোনো শেষ নেই নিজেকে সেই হিসাবে গড়ে তুলতে হবে তার জন্য কঠর পরিশ্রম এর প্রয়োজন দিন রাত মিলে অনন্ত 7-8ঘন্টা সময় দিয়ে ৫-৬ মাস সময় দিলে ভালো ভাবে ফরেক্স শিখতে পারা যাবে ৷
ফরেক্স মার্কেটের পরিধি ব্যপক হবার কারনে ৬-৭মাস সময় লাগে।ব্যপকতার কারনে এখানে সেখার কোন সেস থাকে না।রিয়েল ট্রেড করার আগে ডেমো ট্রেড করে ভালভাবে সিখতে হয়।
ফরেক্স থেকে আয় করতে হলে ফরেক্স ব্যবসা শিকঅর জন্য অনেক সময় দিতে হবে কমপক্ষে ছয় থেকে সাত মাস সময় না দিলে ফর্ক্সে মার্কেট সম্পর্কে ভাল করে জানা যায় না। ফরেক্স মার্কেট সম্পর্কে জানার পর আপনাকে অনেক সময় ধরে ডেমো ট্রেড কার শিখতে হবে। ডেমো ট্রেড করার মাধ্যমে আপনি রিয়েল মার্কেটে ট্রেড করার বিষয় সম্পর্কে জানতে পারবেন। ফরেক্স মার্কেটে সফল হতে হলে সময় দিতে হবে।
ফরেক্স মার্কেট একটা বিস্তর এলাকা যেখানে শেখার কোন শেষ নাই। এই মার্কেট এ প্রবেশ করার পূর্বে অনেক পরিশ্রম করতে হবে শেখার জন্য, সেই সাথে তা টেস্ট করতে হবে ডেমো ট্রেড করে। ড্রেমোতে টেড করলে অভিজ্ঞতা অনেক বৃদ্ধি পায় ৷ অনেক অনেক ট্টেড অনেক বেশি ফরেক্স সম্পকে জানা অনেক বেশি এনালাইসিস করা অার নিজেকে পরিপূন্য ভাবে তৈরি করা এতে তো একটু সময় লাগবে কঠোর পরিশ্রম করলে ৪-৫ মাসে সব শেখা যায় ৷
আপনি যদি মন দিয়ে নিয়মিত সঠিকভাবে ফরেক্স শিখেন তাহলে আমি মনে করি ছয় থেকে সাত মাসেই আপনি মোটামুটি প্রফিট করার মতো ট্রেড করতে পারবেন।তবে অবশ্যই আপনাকে নিয়মিত শেখা চালিয়ে যেতে হবে যদি আপনি একজন সফল ট্রেডার হতে চান।
ফরেক্স হলো একটি আন্তর্জাতিক ব্যবসা যেখানে মুদ্রা কেনা বেচা করা হয়ে থাকে , এই কেনা বেচার জন্য ফরেক্স ট্রেড শেখাটা খুবই জরুরি । যেহেতু ফরেক্স মার্কেট একটি ব্যপক বিস্তৃত মার্কেট তাই এখানে ঝুঁকিও বেশি তাই এখানে ট্রেড করার আগে ফরেক্স ট্রেড সম্পর্কে তথ্য নিতে হবে , ভাল ভাবে ফরেক্স ট্রেড সম্পর্কে জানতে হবে । ফরেক্স ট্রেড নিয়ে ইন্টারনেট এ অনেক তথ্য ও ভিডিও ক্লিপ দেওয়া আছে সেখান থেকে আমরা ফরেক্স ট্রেড শিখতে পারি , ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করেও আমরা ফরেক্স ট্রেড করা শিখতে পারি আগুল শিখতে গেলে তো কিছু সময় লাগবেই সেটা ১ বছর ও হতে পারে আবার ৬ মাসও হতে পারে ।
ফরেক্স শিখতে ছয় থেকে সাত মাস সময় লাগবে আসলে তা একদম ঠিকও না । সময়টা ব্যক্তির উপর নির্ভর করে । এমন অনেকে আছেন যাদের ফরেক্স মার্কেট-টা বুঝতে আরও অনেক কম সময় লেগেচ্ছে । কারও আবার একটু বেশি সময় লেগেচ্ছে । তবে ফরেক্স মার্কেটে যত বেশি ট্রেড করবেন প্রতিনিয়তই কিছু না কিছু শিখা যাবে । তাই আমার মতে ফরেক্স মার্কেটে শিখার সময়টা নিজের উপর নির্ভর করে ।
আপনি ডেমো ট্রেডিংএক মাস করালেই জথেষ্ট
এটা নির্ভর করে যার যার মেধা ও দক্ষতার উপর।যে যত দ্রুত শিখতে পারবে এবং সেই জ্ঞান ফরেক্স মার্কেটে ব্যাবহার করতে পারবে,সে তত দ্রুত সফল হতে পারবে।তবে এটা নিশ্চিত করে বলা যাবেনা যে,৬-৭ মাস ট্রেড করলে আপনি ট্রেডে অভিজ্ঞ হতে পারবেন।
আমি মনে করি ছয় অথবা সাত মাসে সম্পূর্ণ শিখা সম্ভব না কিন্তু মুটামুটি ধারনা আসতে পারে , তবে যদি কেই ভাল করে সময় দেয় আসা করি ছয় অথবা সাত মাস ভাল কিছু করতে পারবে .....................ধন্যবাদ ।
৬-৭ মাসের মধ্যে শিখে ফেলতে পারে আবার কেউ পারেনা আমি নিজেই অনেক সোমোয় ধরে শিখেিছ এখোনো মোনে হয় আরও শিখতে হবে।
আসলে যে শিখবে তার উপর নিরভর করে কথাটা শোতো ।
ফরেক্সের সফলতা বা দক্ষতা অর্জনের জন্য মার্কেট সম্পর্কে সম্মক ধারনা থাকতে হবে। মার্কেট অ্যানালাইসিস করতে জানতে হবে। মার্কেট অ্যানালাইসিস করতে পারলে মার্কেট নিচে যাবে না উপরে যাবে তা ধারনা করা যায়। এগুলো যে যত দ্রুত আয়ত্ব করতে পারবে সে তত দ্রুত ট্রেডিংয়ে দক্ষ হতে পারে। যেহেতু ফরেক্স মার্কেটে শেখার কোনো শেষ নেই তবুও মোটামুটি প্রফিট করার মত ট্রেডার হতে আট -দশ মাস সময় লাগতে পারে।
হ্যা ফরেক্স কে আপনার ভালো করে জানতে ফরেক্স মার্কেটে মোটামুটি ভালো ট্রেডার হতে আপনার কম পক্ষে 6-7 মাস সময় লাগবে। এই 6-7 মাস আপনাকে ডেমোতে ট্রেড করতে হবে এবং তা একটি নির্দিষ্ট স্ট্যাটেজি ফলো করে। তাহলেই অবশ্যই একজন ভালো ট্রেডারে পরিনত হতে থাকবেন।
ফরেক্স একদিনে শেখার বিষয় নয়। ফরেক্স শিখতে ধৈর্য দরকার। শুধু কিছু তথ্য জানলেই ফরেক্স জানা হয় না, হাতেকলমে ডেমো তে ট্রেড করে ফরেক্স শিখতে হয়।এজন্য কারো ১ মাস লাগে তো কারোও আবার এক বছর। এটা নির্ভর করে ব্যাক্তির শেখার চেষ্টা ও ধারন ক্ষমতার উপর।
ফরেক্স শিখার জন্য এত সময় দেওয়া লাগেনা, যদি ভাল ভাবে শিখার ইচ্ছা থাকে।
ফরেক্স মার্কেটে আপনি অভিজ্ঞ হতে হলে আপনাকে প্রচুর স্রুম দিতে হবে । আপনাকে কঠোর প্ররিস্রম করতে হবে । আপনাকে আপনার ভুল থেকে সিখা নিতে হবে। এক ভুল বার বার করা যাবে না । এক্সপারট ট্রাডার হতে ৬/৭ সময় লাগবেতে পারে ।
হ্যাঁ প্রাথমিক পর্যায় একজন ট্রেডার হিসাবে গড়তে হলে আগে যে বিষয় টা আসে তা হল নতুন দের কে আনমানিক ৬ মাস আঘে ভাল করে ফরেক্স সম্পর্কে জানতে হবে এবং শিখতে হবে । এই ভাবে নতুন ট্রেডার যদি অনুশীলন করতে থাকে তাহলে তার আর ১ থেকে ২ বছর লাগবে ভাল মানের একজন ট্রেডার হতে ।
ফরেক্সের জন্য অবশ্যই ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান প্রয়োজন। প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে ফরেক্সের স্কিলও বাড়াতে হবে। এসময় ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন কৌশল রপত করতে হবে। আমি মনে করি ফরেক্সের এসকল কৌশল রপ্ত করতে ৬-৭ মাস লেগে যাওয়াটা স্বাভাবিক।
ফরেক্স ব্যবসায় আসলে নিদিষ্ট কোন সময় নেই । অনেকের কম সময় লাগে ফরেক্স ব্যবসা শিখতে আবার অনেকের বেশি সময় লাগে । এটা নির্ভর করে যার যার দক্ষতা আয়ত করার ক্ষমতার উপর । তবে ছয় সাত মাস ভালো করে ডেমো ট্রেড করলে ফরেক্স সম্পর্কে অনেকটা অবিজ্ঞতা অর্জন করা যায় । তবে যে যত ট্রেড করবে সে তত তারাতারি ট্রেড শিখতে পারবে ।
একজন নতুন ট্রেডারকে ট্রেডিং সিস্টেমগুলো আয়ত্ত করতে ৬-৭ মাস সময় তো লাগবেই। তবে আমার মনে হয় সময় কোন ব্যাপার নয়, ট্রেডিঙে দক্ষতা বাড়াতে হবে। তাহলেই আপনি ফরেক্সে সফল হবেন।
যদি কেউ ভাল করে সময় দেয় তাহলে সে আর দ্রুত শিখতে পারে , যদি কার বেশী আগ্রহ থাকে তাহলে সে ভাল শিখতে পারে , আমার মনে হয় যদি ভাল অভিজ্ঞ ব্যাক্তির মাধ্যেমে ফরেক্স শিখতে পারেন তাহলে দ্রুত শিখা সম্ভব ।
আপনি যে কাজ ই করেন সেই কাজ কে ভালবাসতে হবে তাহলেই কাজে সফলতা আনা সম্ভব। ফরেক্স ভালভাবে শিখতে ফরেক্স নিয়ে গবেষণা করতে হবে। বর্তমানে সব কিছু ই হাত বাড়ালে ই পাচ্ছেন ইন্টারনেট এ। ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে ফরেক্স শিখতে পারেন। তাছাড়া প্যাকটিস এর জন্য ডেমো এ্যাকাউন্ট দিয়ে প্রথম প্রথম ট্রেড করতে পারেন।
যেকোনো ভাল ফল পেতে গেলে একটু পরিস্রম করতে হবে সেটা স্বাভাবিক। ফরেক্স টা ও তাই। এখান থেকে ভাল কিছু আয় করতে হলে আমাদের মাতাটা ও খাটাতে হবে । শুরুতে ডেমো দিয়ে শুরু করে ভাল নলেজ অরজনের পর , চার্ট সম্পর্কে ধারনা শেষ হওয়ার পর আপনি রিয়াল ফরেক্স টা শুরু করতে পারেন । এতে আপনার ৬-৭ মাস সময় লাগতে পারে সেটা স্বাভাবিক।
আসলে কত দিন সময় লাগবে তা আগে থেকে নির্দিষ্ট করা খুবিই কঠিন। কারণ মেধা সবার সমনা নয়। কেউ যে কাজ ৩ মাসে অর্জন করতে পারে তা অন্যজনকে লাভ করতে ১ বছরও লাগতে পারে। তবে এটা ঠিক দক্ষ ও অভিজ্ঞ টেডার হতে গেলে অবশ্যই প্রচুর সময় দিতে হবে। তারপরই ফরেক্স ট্রেডিং থেকে লাভ করা যাবে।
আমি মনে করি না যে ছয় বা সাত মাস ডেমো ট্রেড করার ফরেক্স ট্রেড শেখার জন্য বা ফরেক্স হতে আয় করার জন্য যতেষ্ট সময় নয় কারন আমার মতে ফরেক্স ট্রেডে অভিজ্ঞ হবার আপনাকে কমপক্ষে দেড় বছর ধর্ষ্য সহকারে কাজ করতে হবে। ধন্যবাদ।
ফরেক্স এ দক্ষ হতে হলে অভিজ্ঞতার কোন বিকল্প নাই। আর এই অভিজ্ঞতা অর্জন করতে হলে দীর্ঘ দিন ধরে অনুশীলন করতে হবে। এই সময় টা ব্যাক্তি বিশেষে বিভিন্ন ধরনের হতে পারে। যেমন- কারও ছয় মাস তো কারোও এক বছর আবার কারও তারও বেশি সময় লাগতে পারে। এতা নির্ভর করে ব্যাক্তির ধারন ক্ষমতার উপর এবং সময় দানের উপর।
ফরেক্স এর গভীরতা অনেক। এখন প্রশ্ন ফরেক্স শিখতে কেমন সময় লাগে।এটা আসলে সঠিকভাবে বলা যায় না।এটা নির্ভর করে আপনার ধৈর্য, ইচ্ছাশক্তি,বুদ্ধিমত্তা ইত্যাদির উপর।ফরেক্সে প্রাথমিকভাবে সফল হয়তো হওয়া যাই।তবে এখানে টিকে থাকতে হলে ধৈর্য ধরতে হবে।তাহলে হয়তো আপনি ফরেক্স শিখতে পারবেন।তবে ঠিক কত দিনে ফরেক্স শিখা সম্ভব তা বলা যাই না।
যারা এখন সফল ট্রেডার তাদের সফলতার পেছনে অভিজ্ঞতাই কাজ করে।। অনেক পরিশ্রম আর মেধা কাজে লাগিয়েই তাদের আজ এই সফলতা ।। আর এই অভিজ্ঞতা আর মেধা অরজন করতে অনেক সমই লাগে ।। যে যত বেশি সমই দিবে সে ততই বেসি অভিজ্ঞ হবে ।।
ফরেক্স হলো একটি আন্তর্জাতিক ব্যবসা যেখানে মুদ্রা কেনা বেচা করা হয়ে থাকে , এই কেনা বেচার জন্য ফরেক্স ট্রেড শেখাটা খুবই জরুরি । যেহেতু ফরেক্স মার্কেট একটি ব্যপক বিস্তৃত মার্কেট তাই এখানে ঝুঁকিও বেশি তাই এখানে ট্রেড করার আগে ফরেক্স ট্রেড সম্পর্কে তথ্য নিতে হবে , ভাল ভাবে ফরেক্স ট্রেড সম্পর্কে জানতে হবে । ফরেক্স ট্রেড নিয়ে ইন্টারনেট এ অনেক তথ্য ও ভিডিও ক্লিপ দেওয়া আছে সেখান থেকে আমরা ফরেক্স ট্রেড শিখতে পারি , ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করেও আমরা ফরেক্স ট্রেড করা শিখতে পারি আগুল শিখতে গেলে তো কিছু সময় লাগবেই সেটা ১ বছর ও হতে পারে আবার ৬ মাসও হতে পারে । এটা নির্ভর করে একমাত্র ট্রেডরের উপর ।
এ সময়ের মধ্যে আপনি ফরেক্স এর অনেককিছুই শিখতে পারবেন কিন্তু এখানে শিখার তুলনায় ট্রেড করে আপনি যে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তা অনেক দামি।এই মার্কেট এ প্রবেশ করার পূর্বে অনেক পরিশ্রম করতে হবে শেখার জন্য, সেই সাথে তা টেস্ট করতে হবে ডেমো ট্রেড করে। ড্রেমোতে টেড করলে অভিজ্ঞতা অনেক বৃদ্ধি পায় ৷ অনেক অনেক ট্টেড অনেক বেশি ফরেক্স সম্পকে জানা ও অনেক বেশি এনালাইসিস করা
ফরেক্স মার্কেট সম্পরকে বা বেসিক শিখতে ৬ থেকে ৭ মাস সময় লাগে ফরেক্স শেখার জন্য এই রকম সময় লেগে জায় তবে ৬ থেকে ৭ মাসের মধ্যে যে ফরেক্স সম্পরকে সকল কিছু শেখা হয়ে জায় তা না কিন্তু ফরেক্স বেসিক সম্পরকে শেখা হয় তারপর ফরেক্স ট্রেড শিখতে হয় ।
ফরেক্স এর কাজ ভাল করে জানতে হলে ৬ বা ৭ মাস লাগবে এই কথা আমার তেমন বিশ্বাস যোগ্য মনে হয় না,কেন না একজন সফল ট্রেডার হতে হলে অনেক সময় পাস কয়ারতে হয় ,ভাল করে এনালাইসিস জানতে হয় ,মার্কেট বুজার ক্ষমতা থাকতে হয়,এছাড়া আরও অনেক কিছু ,শুদু যে টাকা আয় করতে পারলে সফল ট্রেডার বলা ভূল।
ফরেক্স থেকে আই করতে হলে দরকার ফরেক্স সম্পর্কে প্রচুরপরিমানে জ্ঞান ।। যেটাকে ফরেক্স এর ফ্রফিটের চাবি কাঠি বলে মনে করি আমি ।। আর সঠিক গানরজন করতে হলে আপনাকে অনেক সমই দিতে হবেমারকেট এ , হতে পারে এটা একবছর ,হতে পারে এটা পাচ মাস , হতে পারে এটা ছই মাস , হতে পারে এটা এক বছরের অ বেশি ।। এটা নির্ভর করবে আপনার এবিলিটির অপরে যে , আপনি কিপরিমান নিতে পারেন তার অপর ।।
অনেকে বলেছেন যে ৬/৭ মাস আবার অনেকে বলেছেন যে দিনে ৪/৫ ঘন্টা সময় দিলেই ভাল বা অভিজ্ঞ ট্রেডার হওয়া সম্ভব। আমি তাদের সাথে একমত নই। কারন অনেক বাস্তব উদাহরন আর নিজের পর্যবেক্ষণ থেকে আমি জেনেছি যে ৬/৭ মাসের নিরলস প্রচেষ্টা আপনাকে ট্রেডার হতে এবং আয় করতে সহায়তা করবে। কিন্তু ভাল ট্রেডার বা অভিজ্ঞ হতে হলে এই ৬/৭ মাস শুধু আপনার হাতে খড়ি হল। অভিজ্ঞতা কখন ১ বা ৬/৭ মাসে অর্জিত হয় না। অনেক সময় বছরের পর বছর ও অনেক কম মনে হয়। তাই অভিজ্ঞ হতে হলে আপ্পনাকে ট্রেডে লেগে থাক্তে হবে অনেক দিন। এর কোন বিকল্প নেই।