-
প্রতিদিন ফরকত সময় দেওয়া দরকার তা নির্দিষ্ট করে বলা সম্ভব না। ফরেক্স ২৪ ঘন্টায় খোলা থাকে। যে যখন সময় পাবে সে তখনই ফরেক্স এ সময় দিবে কারন ফরেক্স এ ছাত্র, শিখক, চাকুরীজিবি সবাই অন্তর্ভুক্ত। তবে নতুন দের দিনে অবশ্যই ৫/৬ ঘন্টা সময় দেওয়া দরকার তবেই তারা ভাল ট্রেডার হবে।
-
প্রতিদিন ফরেক্স সময় দেওয়া দরকার তা নির্দিষ্ট করে বলা সম্ভব না। ফরেক্স ২৪ ঘন্টায় খোলা থাকে। যে যখন সময় পাবে সে তখনই ফরেক্স এ সময় দিবে কারন ফরেক্স এ ছাত্র, শিখক, চাকুরীজিবি সবাই অন্তর্ভুক্ত। তবে নতুন দের দিনে অবশ্যই ৫/৬ ঘন্টা সময় দেওয়া দরকার তবেই তারা ভাল ট্রেডার হবে
-
মার্কেট সম্পর্কে বুজা এতোটা সহজ না তা বুজতে হলে আপনাকে মার্কেটে সময় দিতে হবে তা নির্ভর করবে আপনার দক্ষতার উপর কোন কোন দক্ষ ট্রেডার অনেক কম সময় ট্রেড করে অনেক ভাল করতে পারে আবার এমনও আছে অনেকে অনেক সময় দিয়েও ভাল করতে পারে না কারন তারা না বুজে ট্রেড করে, তাই আপনাকে একজন ভাল ট্রেডার হতে হলে অনেক পরিমান সময় দিতে হবে এবং বুজে বুজে ট্রেড করতে হবে। যত বেশি সময় দিবেন আপনি তত বেশি দক্ষ হবেন আর দক্ষতা অর্জন করলে আপনি ভাল ট্রেড কতে পারবেন।
-
আসলে ফরেক্স নির্ভর করে ভাল এনালাইসিস এর ওপর। আবার একেক ট্রেডারের এনালাইসিস একেক রকমের হয়ে থাকে। তাই আমি যেটা মনে করি, আপনাকে দিনের ম্যাক্সিমাম সময় দিয়ে আপনি নির্বাচন করতে পারবেন যে আপনার কখন ট্রেডিং করতে ভাল লাগে বা কখন আপনার এনালাইসিস গুলো বেশি কাজে লাগে। যেমন আমার একটা কথা বলি, আমার কাছে দিনের বেলা ট্রেড করতে ভাল লাগে না। আপনার আবার ভাল লাগতে পারে।
-
আপনি প্রতিদিন কত টা সময় দিতে পারবেন তার উপর নিরভর করে আপনার ফরেক্স এর সফলতা । মনে রাখবেন আপনি মার্কেট যত ভাল বুঝবেন মার্কেট আপনাকে তত বেশি প্রফিট দিতে পারবে । তাই আপনার সময় কে বড় করুন প্রতিদিন এই মার্কেট অনেক সময় দিন । কাজের ফাকে , আড্ডার ফাকে আপনি মার্কেট দেখুন এবং ডেমো প্রচেস করতে থাকুন ।
-
ফরেক্স ব্যবসা আপনি প্রতিদিন কততুকু সময় দিবেন সেটা আপনার মধ্যে কথা । আমার মতে ফরেক্স ব্যবসা করতে হলে কিছু সময় ঠিক করে নিলে অনেক ভালো মুনাফা অর্জন করা সম্ভব । আপনি ফরেক্স ব্যবসা কোন ধরনের ট্রেড করবেন এটা আপনাকে নির্বাচন করতে হবে । আপনি আমাদের বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ পর্যন্ত এর মধ্যে সময় দিলে ভালো মুনাফা আয় করতে পারবেন । কারন এই সময় মার্কেট এর মুভটা বেশি থাকে ।
-
ফরেক্সে কত সময় দিবেন এটা নির্ভর করবে আপনার ট্রেডিং প্লানের উপর লংটার্ম ট্রেড করবেন না শর্টটার্ম ট্রেড করবেন আপনার প্লান বা ট্রেডের জন্য যত টুকু সময় দেওয়া দরকার তত টুকুই সময় দিন অনেকে ঘণ্টার পর ঘণ্টা প্লাটফর্মে বসে থাকেন এটা মোটেও ঠিক নয় কেননা এর জন্য ফরেক্সের প্রতি অনিহা চলে আস্তে পারে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেশী সময়ই ফরেক্সে সফল করে না সফলতার জন্য সঠি্ক জ্ঞান থাকতে হবে।
-
প্রতিদিন ফরেক্সে এ ৩-৪ ঘণ্টা সময় দিলেই চলবে তার কারন হচ্ছে আপনি যদি ফরেক্সের কাজ যদি খুব ভালভাবে শেখেন তাহলে আপনি অনেক টাকা ইঙ্কাম করতে পারবেন খুব অল্প সময়ে আবার যদি আপনি ফরেক্স সম্পর্কে ভালভাবে না বুঝে ট্রেড করেন তবে আপনার লাভের চেয়ে অনেক লস হবে তাই ভালভাবে জেনেবুঝে ফরেক্সে অল্প সময় দিয়ে যে ইনকাম করা যাবে না বুঝে বেশি সময় দিলেও তা করা যায় না মূলত ফরেক্স মার্কেটে বেশি সময় দিতে হয় আপনি যত বেশি সময় দিবেন তত বেশি ভাল হবে।
-
আমার মতে যারা নতুন তারা প্রথম দিকে ৬ থেকে ৫ ঘন্টা সময় দিলে হবে পরে আস্তে আস্তে সময় কমালে কোন সমস্যা হবে না । আর যারা ফরেক্স সম্পর্কে ভাল করে জ্ঞান অর্জন করতে পেরেছেন তারা ৩ থেকে ৪ ঘন্টা সময় দিলেই হবে ।
-
কতো সময় দেওয়া যায় তা বলা কঠিরমন কারন ফরেক্স রমএমন একটা ব্যবসা যার মাধ্যমে খুব সহজে টাকা কামানো যায়,,,, আমার মতে প্রতিদিনের কাজ শেষ করে যত টুকু সম্বভ সময় দেওয়া উচিৎ,,,,, যতো সময় বেশি দেবো ততো কাজ শিখতে পারবো,,,
-
আসলে ঐভাবে বলা অসম্ভব। আমি বলব, ফরেক্সে আপনি যত সময় দিবেন আপনি তত জানতে এবং শিখতে পারবেন। এতে করে আপনাকে ভাল এনালাইসিসে সাহায্য করবে। আর আপনি যখন ভাল এনালাইসিস করতে পারবেন তখন আপনি খুব ভাল ট্রেড করে প্রচুর প্রফিট উপার্জন করতে পারবেন। ধন্যবাদ
-
ফরেক্স যেহেতু একটি মার্কেট প্লেস সেহেতু এখানে না বুঝে কোন কাজ করা ঠিক না । এনালাইসিস করে বুঝে শুনে ট্রেড করতে হয় , তাই এখানে সময় একটু বেশি লাগে । কার কতটা সময় লাগে তা নির্ভর করে ফরেক্স এর উপর কে কতটা দক্ষ তার উপরে । আমি ফরেক্সে নিয়ে বেশ কিছুটা সময় কাটাই । যেহেতু বিকাল ৩ টা -১০ টা পর্যন্ত ভাল সময় তাই এ সময়ের মধ্যে যেকনো ৫ ঘনটা আমি ফরেক্স এর সাথে থাকি । এর অনেক সাইডে জ্ঞান অর্জন করি । আমার বেশ ভাল লাগে ।
-
হ্যা, ফরেক্সে প্রতিনিয়ত সময় দিতে হবে। নিয়ম করে দৈনিক নিজের যত সময় ফ্রি থাকা হয় অথবা ব্যক্তিভেদে প্লান অনুযায়ি সময় দিতে হবে।বিশেষ করে যারা ফরেক্সে নতুন তাদের একটু বেশি সময় দেওয়া ভালো।আর যারা পুরাতন তারা আমার মনে হয় ভালোই জানেন কতটুকু সময় নিজেকে কি করতে হবে।এজন্য তরুন ফরেক্স ট্রেডারদের উচিত নিজের সর্বোত্তম সময়টুকু ভালোভাবে ফরেক্স শিখতে ব্যয় করতে।
-
প্রিয় বন্ধু ফরেক্স ট্রেডিংয়ে কত সময় দিতে হবে এরুপ কোন সময় উল্লেখ করা যায় না করন ফরেক্সে আপনি যত সময় দিবেন ততবেশি ট্রেডিং দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারবেন তাই এই বিষয়ে আমার মত হল আপনি এরুপ সময় নিদ্ধারিত না করে প্রতিদিন যতটা সম্ভব সময় দিয়ে ট্রেডিং শিখুন। ধন্যবাদ।
-
ফরেক্সে সময় দেয়ার ব্যপার টা সবার ক্ষেত্রে এক রকম না। যেমন একজন স্টুডেন্ট একজন পেশাদার ফরেক্স ট্রেডারের মতো সময় দিতে পারবে না। তবে আমি মনে করি যারা অন্যান্য কাজে ব্যস্ত থাকে তাদের উচিত দিনে দুই থেকে তিন ঘন্টা সময় ফরেক্সে দেয়া। আর যারা পেশাদার তারা ৫-৬ঘন্টা ফরেক্সের পিছনে ব্যয় করতে পারেন কিংবা আরো বেশি পারেন।
-
মইনুদ্দিন আহ্মেদ
কোন কাজ করে তার ভাল ফলাফল পেতে হলে সময় দিতে হবে তবে তা নিরভর করবে কাজ টা কি ? যেহেতু ফরেক্স এ টাকা আয় করার জন্য কাজ করব তাই অনেক কিছু শিকতে হবে র অভিগতা অর্জন করতে হবে তাই আমি মনে করি ভাল করে না বুজে ট্রেড করলে কোন আয় করা যাবে না। সে জন্য দরকার বেশ কিছু সময়ই দেওা দরকার। কম পক্ষে ৪ / ৫ ঘনটা ।
-
ফরেক্স একটি দ্রুত ইনকাম করার রাস্তা, সুতারাং আপনি যত এই ব্যাবস্যা সম্পর্কে জানবেন ততই অল্প সময়ের মধ্যে আপনি ফরেক্স থেকে ইনকাম করতে পারবেন। এবং ফরেক্সে আপনার কত সময় ব্যায় করা উচিত এখন এটা ডিপেন্ট করে আপনার উপর।
-
প্রতিদিন ফরেক্সে অনেক সময় দেওয়া দরকার কারণ আপনি প্রথমে যত সময় দিতে পারবেন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে তত বেশি জানতে পারবেন এতে আপনার আস্তে আস্তে দক্ষতার পার্টটিও পূর্ণ হতে থাকবে। ফরেক্সে সফলতার চাবিকাঠি হচ্ছে একজন ট্রেডার এর দক্ষতা। ধন্যবাদ
-
আমি মনে করি ফরেক্স এ সর্বনিম্ন ছয় থেকে আট ঘন্টা সময় দিতে হবে। তাছাড়া ফরেক্সে যত বেশী সময় দেওয়া যাবে তত বেশী অভিজ্ঞতা অর্জন হবে এবং সফলতা তত বেশী অর্জন করা যাবে।
-
ফরেক্স এমন একটা মার্কেট যেখানে সময় দেওয়ার কোন নির্দিষ্টতা নেই। এই মার্কেট সপ্তাহে পাঁচদিন সবসময় খোলা থাকে তাই এই মার্কেটে এই পাঁচদিন যেকোনো সময় সময় দেওয়া যায়।এই মার্কেটে সময় দেওয়ার ভিন্নতা মুলত লক্ষ্য করা যায় দক্ষতার উপর।কারন দক্ষ ট্রেডাররা অল্প সময়ে বেশি লাভ করতে পারে তাই দক্ষ ট্রেডারদের ফরেক্স মার্কেটে খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন হয় না।কিন্তু যারা নতুন তাদের ফরেক্স মার্কেটে ৫-৬ ঘন্টা সময় দেওয়া ভালো।
-
ফরেক্স এ সবাই ভাল মানের ট্রেডার হয় না তার একটি অন্যতম কারন হলো যে অনেকেই এই মার্কেটে তার সময় ভালভাবে দেয় না যার ফলে অল্প জ্ঞানে তারা তাদের ট্রেডে লস করে আর বাংলায় একটি প্রবাদ আছে যে অল্প বিদ্যা ভয়ংকারী তো তাই আমি মনে করি যে এই মার্কেটে যদি আপনি একজন ভাল মানের ট্রেডার হতে চান তো প্রতি দিন আপনাকে কমপক্ষে ৩-৪ ঘন্টা সময় দিতে হবে।
-
অভিজ্ঞতা না থাকলে আসলে ফরেক্সে ফুল টাইম কাজ করা ঠিক না। আমি একজন ছাত্র। আমি আমার পরার ফাকে ফাকে মাঝে মাঝে একটু সময় দেয়। ভাল মত না ষিখে আসলে আমি ট্রেড এর জন্য বেশি সময় নস্ত করতে চাইনা।
-
আমি ফরেক্স এ খুব কম সময় দেয় । কিন্তু অনেক ট্রেডার আছে যারা বেশি লাভের জন্য সারা দিন এমকি রাতে ও সময় দিয়ে থাওকেন । তবে আমার মনে হয় না যে সারা দিন রাত মার্কেটের দিকে তাকিয়ে থাকার দরকার আছে। প্রতিটি কারেন্সি এর জন্যই নির্দিষ্ট কিছু সময় আছে যে সময় এই কারেন্সি পেয়ার টা বেশি ওঠা নামা করে থাকে । সেই সময় ট্রেড করলে ই হল ।
-
প্রতিদিন ফরেক্সে ৩-৫ ঘন্টায় যথেষ্ট .তবে এর চেয়ে বেশি সময় দিতে পারলে ভালো হয়।
-
আসলে এটি নির্ভর করছে আপনি ফরেক্স থেকে কেমন প্রফিট করতে চান তার উপর এবং আপনার ফরেক্স সম্পর্কিত দক্ষতার কারন আপনি যদি দক্ষ ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি আপনার সেই জ্ঞানকে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট প্লেসে খুব অল্প সময় থেকেও অনেক ভাল প্রফিট অর্জন করে নিতে পারেন।
-
ফরেক্স এর মধ্য হতে লাভ করার জন্য কেউ ২৪ ঘণ্টা সময় দিচ্ছে, আবার কেউ ৮ ঘণ্টা সময় দিচ্ছে, কেউ ৩ ঘণ্টা সময় দিচ্ছে, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে সময় দিচ্ছে আর প্রফিত করতেছে, আমার মতে ফরেক্স এর মধ্য হতে ভালো লাভ করার জন্য সারাদিন ট্রেডে পড়ে থাকা লাগে না, সঠিক ভাবে ১ ঘণ্টা ট্রেড করলেও ভালো প্রফিট করা যায়।
-
প্রতিদিন কত সময় দিবেন তা নির্ভর করছে আপনার উপর। যে যত সময় দেবে সে তত দক্ষতা অর্জনের পাশাপাশি লাভও বেশি করতে পারবে। তবে আমার মতে বাংলাদেশ সময় বেলা ২ টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় ব্যয় করলে লাভ করা সম্ভব।
-
জায়।ফরেক্স মার্কেটে সময় দেয়া বেশি গুরিত পূর্ণ বলে আমি মনে করি না কারন ফরেক্স মার্কেটে সময় দিতে হবে ফরেক্স ট্রেডে আসার আগে ফরেক্স শেখার সময় ফরেক্স মার্কেটে জত বেশি সময় দেয়া হবে ততি বেশি শেখা যাবে ।
-
আসলে এখানে আপনি যত বেশি সময় দেবেন আপনি তত অভিজ্ঞ হবেন ফগরেক্স মার্কেট সম্পর্কে আর অভিজ্ঞতা বাড়লে আপনার আয় ওঁ বাড়বে ফরেক্স মার্কেট থেকে আমার মনে হয় ফরেক্স মার্কেটে প্রতিদিন ৪-৫ ঘণ্টা সময় ব্যয় করা ভালো এতে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান বাড়ে দক্ষতা বাড়ে এবং ফরেক্স মার্কেট থেকে অনেক লাভবান হওয়া যায়
-
ফরেক্স ট্রেড এবং মাকেট অ্যানলাইসিস সহ অন্যান্য অানুসংঙ্গিক বিষয়ে আমি মনে করি প্রতিদিন ফরেক্স মর্কেটে ৪ থেকে ৫ ঘন্টা সময় ব্যায় কররে মাসে খুব ভাল প্রফিট সেখান থেকে করা সম্ভাব।
-
ফোরেক্স এ আসলে অনেক সময় দেয়া উচিত। কারন আপনি যখন নতুন তখন আপনাকে আসলে এই র্মার্কেট সম্পর্কে জানার জন্য বেশ কিছু সময় দিতে হবে। কিন্তু আপনি যখন ন্ট্রাটেজি রান করতে পারবেন তখন আপনাকে আর মার্কেটের সামনে বসে থাকতে হবে না। আপনি শুধু যখন ইচ্ছা মার্কেটে বসবেন তখন দেখে ইচ্ছা হলে ট্রেড করলেন অথবা বাদ দিয়ে দিলেন।
-
ফরেক্সে তিন থেকে চার ঘন্ডা সময় দেয়া উচিত। আমি বেশী দিন হয় নি ফরেক্স ট্রেড শুরু করেছি আমি মনে করি ফরেক্স করতে হলে আমাদের কে সবার আগে ফরেক্স শিখতে হবে এ জন্য ডেমো একাউন্ট এর বেশী ব্যাবহার করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে জত সময় দেয়া যাবে তত বেশি ফরেক্স ট্রেড অভিজ্ঞতা বাড়বে আর ফরেক্স ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে আয় করা যাবে ভাল ফরেক্স মার্কেটে প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা সময় দিলে জথেস্ট হয়।
-
এখানে কনো বাধা ধরা কোন নিয়ম নায় যে আপনাকে এতো খন কাজ করতে হবে ,এটা যে যেমন কাজ করবে সে সেমন বেনিফিট পাবে ,কেউ যদি ভাল ভাবে এটা সম্পকে যানে সে ৩ থেকে ৪ ঘণ্টা কাজ করলে অনেক টাকা আয় করতে পাবে আমি মনে করি ,তবে যে বেশি কাজ করবে সে তেমন বেশি বেনিফিট পাবে।
-
যে যেমন সময় দেয় ,আমার মতে দিনে ৩-৪ ঘণ্টা যদি ফরেক্স এ সময় দেওয়া যায় তবে ফরেক্স দিয়ে ভাল কিছু পাউয়া যায় ...ধন্যবাদ
-
আমার মতে দিনে ৭-৮ ঘন্টা ফরেক্স এ কাজ করে ভালো টাকা ইনকাম করা সম্ভব।আবার বলা যাই যে জত বেশি সময় দিবে সে তত বেশি টাকা ইনকাম করতে পারবে।। এবং নিজের দকতা বারবে
-
আসলে এটা নিরভর করছে আপনি ফরেক্স ট্রেডিং করে কত আয় করতে চান তার উপর নিরভর করে যে আপনি ফরেক্স ট্রেডিং এ কত সময় বেয় করবেন।
-
আসলে ফরেক্স এ এম০ন কোন ব্যাপার নেই আপনি যখন ইচ্ছা ফরেক্স মার্কেটে সময় ব্যয় করতে পারেন এর আর এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি প্রতিদিন কত সময় ব্যয় করবেন ফরেক্স মার্কেটে তবে আমার মনে হয় ভালো কিছু করতে হলে ফরেক্স মার্কেটে একটু বেশি সময় দেওয়া উচিৎ আর এটা ৪-৫ ঘণ্টা হলে খুব ভালো হয়
-
ফরেক্স এ কাজ করার জন্য সবাই একটা নিদ্দিস্ট টাইম হয়তো থাকে কিন্তু আমি রাত ১০ টার পর থেকে ১ টা অবধি বেশি থাকি আর সারা দিনে যখন সময় পাই তখন একবার মাকেট এর অবস্থা দেখে নি। আমার আনুমানিক দিনে তাও ৫ ঘন্টা থাকা হয় মাঝে মাঝে গান শুনি মুভি দেখি এর মধ্য।
-
আমি মনে করি প্রতিদিন ফরেক্স এ ৪-৫ ঘণ্টা সময়ই দেয়া দরকার। ফরেক্স একটা টাকার বিজনেস। যেখানে খুব সহজে টাকা আয় করা যাই। তাই আমি প্রতিদিন ফরেক্স এ ৪-৫ ঘণ্টা কাজ করে থাকি। এতে আমার ভাল টাকা আয় হয়ে থাকে। তাই সবাই ফরেক্স এ অনেক সময়ই ধরে কাজ করা দরকার।