ফরেক্স broker হিসেবে instaforex best. তবে আমি অজ্ঞিতার আলোকে বলব যদি আপনি ডিপোজিট করে এবং প্রফিট করেন তাহলে ব্যান্সস যেন 1000 $ উপরে না যাওয়াই ভাল।
Printable View
ফরেক্স broker হিসেবে instaforex best. তবে আমি অজ্ঞিতার আলোকে বলব যদি আপনি ডিপোজিট করে এবং প্রফিট করেন তাহলে ব্যান্সস যেন 1000 $ উপরে না যাওয়াই ভাল।
ফরেক্সে ট্রেড করে প্রফিট আয়ের জন্ন্য আপনাকে অবশ্যয় ভাল ব্রোকারের আওতাভুক্ত হতে হবে। ভাল ব্রোকার ছাড়া ট্রেড করলে তেমন লাভ হয় না। সুতরাং ফরেক্সে ব্রোকার এর গুরুত্ব অনেক। আমি সাধারনত ইন্সটাফরেক্স ব্রোকারে ট্রেড করে থাকি। ইন্সটাফরেক্সে ট্রেড করা অনেক স্বুবিধাজনক। আপনি যদি আপনার দক্ষতা কে কাজে লাগিয়ে ইন্সটাফরেক্সে ভাল ভাবে ট্রেড করতে পারেন তাহলে ফরেক্স আপনাকে নিয়ে যাবে উন্নতির চরম শেখরে।
ফরেক্সে ট্রেড করার জন্য সারা পৃথিবীতে অনেক অনেক ব্রোকার আছে যারা কিনা ফরেক্সে ট্রেড করার সুবিধা দিয়ে থাকে। তারমধ্যে ইনস্টা ফরেক্স ব্রোকার অন্যতম এবং এশিয়ার সেরা ব্রোকার। ফরেক্সে ট্রেড করার জন্য ইনস্টা ফরেক্স সুবিধাজনক কেননা তারা সার্বক্ষণিক কাস্টমার সেবা দিয়ে থাকে এবং প্রতি ডিপোজিট এ বোনাস প্রদান করে থাকে। এটি সারাবিশ্বে ব্যাপক বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছে।
ফরেক্স একাউন্ট খোলার আগে দেখে নিতে হবে কোন ব্রোকার হাউস কেমন। ব্রোকার হাউস চেনার উপায় হল - হাউজের চার্জ , প্রেমেন্ট প্রক্রিয়া, তাদের সনদ আছে কিনা দিতে এগুলো দেখতে হবে। বেশি ভাগ ব্রোকার হাউসই ভাল তার মধ্যে পছন্দের হাউটটি ট্রেডারকে চিনে নিতে হবে। কারণ এক এক ব্রোকার হাউস এক এক ধরণের সুবিধা দেয়। তাই আপনার যে সুবিধাটি বেশী প্রয়োজন সেই ব্রোকার হাউসটি বেছে নিবেন।
ফরেক্স ব্যবসা করতে হলে প্রথমে একাউন্ট করতে হবে ভাল ব্রোকার হাউস দেখে তা না হলে আপনার ডলার হারানোর সম্ভবনা থাকে। ব্রোকার হাউস গুলোর মধ্যে ইন্ট্রাফরেক্স একটি ভাল ব্রোকার হাউস। বাংলাদেশের অধিকাংশ ট্রেডার ইন্ট্রাফরেক্স-এ ট্রেড করে থাকে। ইন্ট্রাফরেক্স-এর টাকা উত্তোলনের প্রক্রিয়া গুলো সহজ। তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকদের টাকা উত্তোলনের ব্যবস্থা করে থাকে।
আমার মনে হয় আপনি ইন্সটাফরেক্স ব্রোকারে ট্রেড করলে সবচেয়ে বেশি ভাল হবে। কারণ এই ব্রোকার ট্রেডাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে যা অন্য কোন ব্রোকার ঐ সুবিধা সব সময় দিতে পারে না। এমনকি আপনাকে ট্রেডিং পদ্ধতি শিখানোর জন্য বিভিন্ন ধরনের ইন্ডিকেটরের সুবিধা দিয়েও থাকে তারা। এছাড়া টাকা ইনভেষ্ট করা সিস্টেম এবং উত্তোলন পদ্ধতিও খুব সহজ কোন ধরনের জোট ঝামেলা নেই আর ইন্সটাফরেক্স গ্রাহকদের সুবিধার্থে ২৪ ঘন্টাই অনলাইন সাপোর্ট দেয়।
বিভিন্ন ফরেক্স এর পাশাপাশি ইন্সটাফরেক্স এর গ্রাহক বান্ধব বিভিন্ন সুযোগ সুবিধার জন্য বিখ্যাত। এছাড়া এটির সুবিধা বাংলাদেশের মানুষের জন্যও উপযোগী। তাই একটি ভালো ব্রোকার হিসেবে এটিই হতে পারে প্রথম পছন্দ।
আমার মতে ইন্সটাফরেক্স সবচেয়ে ভাল। কারন এদের কাস্টমার সার্ভিসটা অনেক অনেক ভাল। ই চ্যাটের মাধ্যমে আপনি মুহুর্তের মধ্যে সব সমস্যার সমাধান করতে পারবেন
কিছুদিন আগে নিটেলার অনেক মানুষের বাশ দিয়ে গেল তখন যাষ্ট আমরা বললাম যে ওরা বাঁশ সবাইকে দিছে তেমন অনেক সমস্যা আছে যার হদিস পেলে আপনি ফরেস্ক রিস্ক ভেবে করবেন না, তাহলে কি দাড়ালো আপনি ছেড়ে দেবেন এ পেশা যা আপনি কখনো পারবেন না তাই আমি বলতে চাচ্ছি নিজের স্বার্থ বজায় রাখার জন্য অন্যের পেমেন্ট মেথড খারাপ বলবেন না, যদি সে তা করে মনের দিক দিয়ে খুশি থাকে তাহলে আমি সমস্যা দেখি না, আর ব্রকার নিয়ে কথা বললে এদেশে কোন ব্রকারটা মারকেট মেকার না একটু বলবেন নয় এতো লিভারেজ দেয় তার মধ্যেও ভাই কথা থাকে আপনি ব্রান্ডের প্রডাক্ট ব্যাবহার করবেন না রাস্তার তা আপনার একান্ত নিজস্ব ব্যাপার।
বর্তমানে ট্রেড করে প্রফিট করার থেকে ব্রোকারের কমিশনের উপর ইনকামের করা চিন্তা অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। যার জন্য নিজের মধ্যে কাদা ছোড়াছুরি থেকে শুরু করে না জেনে না বুঝে তর্কাতর্কি বেধেই রয়েছে। মূল কারন, ডিপোজিট এবং উইথড্র সংক্রান্ত এবং নিরাপদ কিনা তা নিয়ে প্রশ্ন। মূলত যারা ফরেক্সে নতুন তারাই জেনে, না জেনে, বুঝে বা না বুঝে বা বেশি লোভে বা তেল মার্কা বক্তব্যে নিজে সাইধা বাশঁ নিতেছে। কেউ জেনেও কিছু বলে আবার বলে না আবার কারও চোরের মায়ের বড় গলা। যাই হোক এটি আমাদের বাঙ্গালি রক্তে রক্তে মিশে গেছে, দুই টাকা পাবার আশায় আপন ভাইকেও বাঁশ দিতে দ্বিধা বোধ করিনা। ভাল মানুষ পাওয়া ভার। তো যাই হোক একটি সাইডের লিংক দিতেছি ওখানে গিয়ে আপনি নিজেই জেনে বুঝে যাবেন আপনি যে ব্রোকারে আছেন তা কতটুকু নিরাপদ বা ওখানে ইনভেষ্ট করলে বা ট্রেড করলে কোন ধরনের ঝুকেতে পরবেন কিনা। তবে, সবাইকে বলি রেগুলেটেড ব্রোকারগুলোনে করার চেষ্টা করুন। কাদা ছোড়া ছুড়ি বাদ দিয়ে একজন অন্যজনের পিছে না লেগে নিজের ব্রোকার নিজেই যাচাই বাছাই করে ট্রেডে মনোযোগী হোন।
[ATTACH=CONFIG]12899[/ATTACH]
কোন ব্রোকারের অধীনে ট্রেড করবো? এমন প্রশ্নের উত্তরে আমি চোখ বুজে একটা ব্রোকারের নাম বলবো, সেটা হল ইন্সটাফরেক্স। ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসে আপনি হয়তো অনেক ব্রোকারের নাম শুনে থাকবেন, তবে ইন্সটাফরেক্সের মত বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্রোকার হয়তো আর দ্বিতীয়টি খুঁজে পাবেন না। সব ধরনের ব্রোকারের দেখা যায় পেমেন্ট নিয়ে কিছু না কিছু জটিলতা আছে, অনেক ব্রোকার কাজ করার পর ঠিকমত পেমেন্ট দেয় না। সেক্ষেত্রে ইন্সটাফরেক্সে একটি বিশ্বস্ত ব্রোকার হাউজ। আজ পর্যন্ত কারো কাছে শুনিনি ইন্সটাফরেক্স পেমেন্ট নিয়ে কোন ধরনের ঝামেলা করেছে।
তাছাড়া বর্তমানে ইন্সটাফরেক্স বিশ্বব্যাপী দক্ষ জনবল তৈরি করার প্রায়শ নিয়ে যে তৎপরতা চালিয়ে যাচ্ছে সেটা আর কোনো ব্রোকারের পক্ষে সম্ভব হয়নি। ইন্সটাফরেক্স হল এশিয়ার সর্ববৃহৎ ব্রোকার হাউজ। দিন দিন এর গ্রাহক সংখ্যা এবং পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ ইন্সটাফরেক্সের গুড উইল। আপনি নির্দ্বিধায় কোন ধরনের সমস্যায় ছাড়াই ইন্সটাফরেক্সের অধীনে ফরেক্স ট্রেডিং করতে পারেন। আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে ইন্সটাফরেক্স বিশ্বের সর্ববৃহৎ ব্রোকার হাউজে পরিণত হবে।
এখানকার অনেকেই বলে থাকেন যে ইন্সটাফরেক্স একটি ভাল ট্রেডিং ওয়েবসাইট, হ্যাঁ, এটি একটি ভাল ট্রেডিং ওয়েবসাইট। এখানে বাণিজ্য করে আপনি সহজে এবং স্বল্প খরচে অর্থোপার্জন করতে পারেন। সুতরাং, এটি আমাদের মতো নতুন ব্যবসায়ীদের জন্য দুর্দান্ত একটি ওয়েবসাইট।
আসলে আমি ফরেক্স এসেছি খুব অল্প দিন হয়েছে কিন্তু আমি যদি কখনো রিয়েল ট্রেড করতে চাই তাহলে সবচাইতে বিশ্বাসযোগ্য কোন ব্রোকার হাউজ কে আমি বিশ্বাস করতে পারি আসলে বিনা দ্বিধায় যে ব্রোকার হাউজ কে বিশ্বাস করা যায় সেরকম একটা ব্রোকার হাউজের নাম জানতে চাই। এবং ভালো পরামর্শ দিবেন আসলে অনেক কষ্টের টাকা বিনিয়োগ করার মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার আশা নিয়ে আিশ অনেক বড় ধরনের কিছু করার জন্য। কিন্তু সেখানে যদি এসে আমরা প্রতারিত হই তাহলে আসলেই অনেক খারাপ লাগবে।